পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাউ বাউনিয়া, বাউনে ( সং—বামন হইতে ] বিণ, বামন ; খৰ্ব্ব ; বেঁটে । ২ । বি, বামন : বেঁটে মানুষ । বাউর, বাউরা (র) { সং—বায়ু শব্দের অপভ্রংশে “ৰাউঃ' পরে বাউর + আ (অসন্ত্রমার্থে) হি-বাউরা ] ধি, বাতুল ; পাগলা । প্র—“তোংরি বিরহ বেদনে ৰাউর সুন্দর মাধব মোর”—বিদ্যাপতি ৷ ২ ৷ বৈষ্ণব সম্প্রদায়ের বাউল শাখা । ৩। ৰাউল সম্প্রদায়ভুক্ত সাধক ৷ বাউর [ হি-বাউী : বাউর (দ্রঃ)+ঈপ, ( স্ত্রী) বাউলী দ্রঃ ] বি, স্ত্রী, বায়ুরোগগ্ৰস্ত নারী ; পাগলী ; উন্মাদিনী। প্র—”করি আগে বাউরী, নাচায় জগত নারী।"—চৈতষ্ঠচরিত। “সোনার নাতিনী এমন যে কেনি, হইল বাউরী পারা ।”—চণ্ডীদাস । "বরজ তরণী ৰাউরী”—ঐ ৷ ২ ৷ নিম্নশ্রেণীর হিন্দু জাতির্বিশেষ। প্র—"গমনের শুভ বেল বাউরী যোগায় দোলা ৩ধি বীর কৈল আরোহণ।”— কবিকঙ্কণ । বাউল (ল) [ হি-বাউল : বাওলা : বাওল ৰাওলী : অস—বাউল ( পাগল—অসমিয়৷ রামায়ণ, আদিকাণ্ড ) । সং—ধাতুল হইতে মতাপ্তরে ধাউর (দ্রঃ) হইতে : র=ল। “বাউল সম্প্রদায়ভুক্ত কোন কোন প্রবীণ বিশিষ্ট ব্যক্তি বলেন, সম্প্রদায়ের প্রকৃত প্রাচীন নাম “বায়ুর"। এই বায়ুর শব্দ হইতে বাউল শব্দের উৎপত্তি। ভক্ত যখন বায়ুর মত ভগবানে মিশিয়া ধাই৩ে পারে তখনই তিনি প্রকৃত বায়ুর বা বাউল নামে অভিহিত হইবার উপযুক্ত । বায়ু যেমন নিজের অস্তিত্ব হারাইয়া, সকল স্থানে সর্বাবস্থায় যাবতীয় পদার্থের সহিত মিলিয়া মিশিয়া রহিয়াছে, লোকে যখন আপনার অস্তিত্ব ভুলিয়া আত্মহারা হইয়া তেমনই ভাবে ভগবানে বিলীন হইতে পারে, তখনই সে প্রকৃত বাউল পদবাচ্য হইবে।”—গৃহস্থ, ১৩২• ] বি, বৈষ্ণবধর্মসম্প্রদায়বিশেষ । ২ । গৌরাঙ্গভক্ত। ৩। বাউল সাম্প্রদায়িক ভিখারী। প্র—“কে চায় শুনি৩ে বল বাউলের গান।”—অশোকগুচ্ছ । ৪ । বায়ুগ্ৰস্ত। প্র—“প্রেম ঢল ঢল যেমন প্র—"প্রেম ঢল ঢল যেমন ৰাউল, বনের হরিণ পারা ।”—চণ্ডীদাস । ৪ । পাগল ; উন্মত্ত : ক্ষিপ্ত। প্র—“বাহ পসারিয়া, বাউল হইয় তখন সে দিকে ধায় ॥”—জ্ঞানদাস। ‘কস্তা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান, বাউল হুইল किवा कब्रि श्रशूमांन ।”-कांनी, भश. (यत्रবাসী) । এ । কৃষ্ণ প্রেমে পাগল ; প্রেমোন্মত্ত । প্র--“দশেক্রিয় শিষ্য করি মহা বাউল নাম ধরি।” “আমি ত বাউল এক কহিতে আন কহি, কৃষ্ণের তরঙ্গে আমি সদা যাই ৰহি ।” ›● ግ® —চৈতষ্ঠচরিতামৃত ৷ ৬ ৷ ব্যাকুল । প্র— “শুন মাত ধৰ্ম্মমতি বাউল হইনু অতি যেখানে স্ববুদ্ধি হৰে প্রাণী ।”—চণ্ডীদাস । বাউল (ল) [তুল—হি-বাউরা—বাংগ্ৰা— বেওয়া ;সং-বাৰ্ত্ত হইতে]বি, বাওঁ ; সংবাদ ; সন্দেশ । প্র—“লিখন করিয়া পাতি, আনি সব বন্ধু জ্ঞাতি, দেশে দেশে পাঠায় বাউল।” —কবিকঙ্কণ । বাউলী । বাউল+ইয়া-বাউলিয়া অথবা ঈ (সম্বন্ধার্থে) ; ময়মনসিংহে—“বাউল্লিয়া" অর্থে গৃহশূন্ত। বাউল সম্প্রদায়ের লোকসকলেই গৃহত্যাগী, গৃহী কেহই নহেন ] বিণ, বাউল সাম্প্রদায়িক । প্র—“গোরক্ষনাথঙ্ক বিদ্যাবীর সিংহ আজ্ঞা, মল্লিক' নাপঙ্কযোগ বাউলী প্রতিজ্ঞ ।” —ণুষ্ঠসংহিতা (উৎকলীয় পুথি )। ২। পুং, পাগল ৰাতুল ৷ ৩ ৷ স্ত্রী, পাগুলী । বাউলিনী । বাউল দ্রঃ। প্রা-বাং ] বি, স্ত্রী, পাগলী : উন্মাদিনী । প্র—“মুক্ত-কেশে বাউলিনী গমন মাধুরি ॥”—মহাভারত (সরল কবি) । বাউলী (প্রাধে—পুবঙ্গে ] বি, রন্ধনের গড়ী ধরিবার বেড়ী । বাএন (ন) [ সং–বাদন হইতে বাজন-- বাঙ্গনিআ ( বাদ্যকর, বাজিয়ে) =বী আনে ৩tহ হইতে বাএন ] বিণ. বাজিয়ে ; বাদ্যকর । প্ৰ —“সন্ন্যসীগতি জাইতি গাএল বাএল দুখারি" —শুষ্ঠপুরাণ । Kif\3 ( āji-boubon, *f8—bu]ao, ३२lulo. ] বি, উপদংশ ঘটতে দূষিত গ্রস্থিস্ফীতি রোগ : বাগী । বাও { সং—বৃতি হইতে ; প্রা-বাং-য়, "বাক্স” (শূন্তপুরাণ ) ] বি, বাতাস। প্ৰ—“চাপে দুই চরণ চামরে করে বাও”—ঘনরাম। বাওবাতাস-ভূত প্রেত বা উপদেবতার বায়বীয় দেহের পশ ; উপরি হাওয়া । বাওত | ব্রজ । বাও দ্রঃ । হি–ৰাং৩=বায়, হাওয়া করে ] ক্রি, বাতাস করে । ২ । [ হি— বজাবৃত ] বাজায় ; বাদ্য করে। প্র—“নাচত গায়ত কোই কোই খাও৩ বিলসিতে বিগলিত বেশ ৷”—জ্ঞানদাস ৷ বাওয়া [ বহু ধাতুজ। উ-পু—বাই ।*ম-পু -वां७ । थ-शू-बग्न । यम-यि-वांश्t७ : বাইয়া, বেয়ে । ণিজন্ত—বাওয়ান ] ক্রি, বাহ ; নৌকা চালান : জল ঠেলিয়া লইয়া যাওয়া । প্র—“কোন দিকেরে বাইব তরী, অকুল কালে মীরে ?”—রবি ৷ ২ ৷ { বাদন—বাদণ -श्-िदछt५ ] बांनJ कब्रl : दांeॉन ॥ ७ ॥ [ বাত হইতে বাও+অান (ক্রিয়ায় ) ] বাতাস করা । বাওয়াত্তর ( ৰাওয়াৎতোৰু)—বাহাত্তর দ্রঃ । বাও বাওয়ান ( নো ) { ৰাওয়া ( দ্রঃ } +আন ( ক্রিয়া-বিভক্তি ) ণিজন্তরূপ ] ক্রি, বাজান । ২ । বাহান : ভাসান। প্র—“একে একে চৌদ্দ ডিঙ্গা বাওয়াইয়া দিল”—“মনসামঙ্গল ( বিজয় গুপ্ত ) ৷ ৩ ৷ বাতাস করা । ৪ । ৰাতাস দিয়া শস্তের ধূল উডীণ। এই অর্থে “বাওলান"ও বলে । বাওয়াম—বাহান্ন দ্র: । বাওয়ালি ( প্ৰাধে ] বি, ছোট টেঙ্গর মাছ। বাওয়ালি টেংর । বাওয়াস (শ, ) ( প্রাদে ] বি, বীজণুষ্ঠ শুষ্ক আলাধু। ২ । [ আবাস হইতে ] আবাস : বাসা । প্র—“বাওয়াস ভাঙ্গিয় তান পলারেন রড়ে ॥”—চৈতন্যভাগবত । বাওল (ল) { বাউল দ্রঃ ] বি, বাউল ৷ ২ ৷ পাগল । লাওলান ( নো ) { প্রাদে ] ক্রি, দেওয়া : বাওয়ান দ্র: | বাংল। [ বাঙ্গাল শব্দের ব্যবহারিক উচ্চারণের অনুরূপ বানান | বি, বাঙ্গালী দেশ । ২ । বাঙ্গাল ভাষা । ৩। দুই-চালা ঘর : বাংলা ঘর । বাংশ [ বংশ + অ (ন সম্বন্ধে ) ] বিণ, ধংশ সম্বন্ধীয় । ২ । বি, বংশলোচন । दांश*ि[द (१) | द:* +इंक (न्-क९) ] ধিণ, যে বঁাশী বাজায় : বংশীবাদক । বt: [ফু!—বা: ( ভাল ) ] অ, ভাল ; বেশ । উত্তম। ২। বারবরদারী (দ্রঃ)র সংক্ষেপে । বাঃ [হি| বিস্ময়সূচক অব্যয় । ২ । প্রতিবাদার্থক অব্যয় । প্র-বা: তাও কি কথন হয় ৷ ৩ ৷ প্রশংসার্থে। প্র-ধা: বেশ হয়েছে । ৪ । বাতাস উপহাসার্থে ; শ্লেষার্থে। প্র-বা: উত্তম কথাই বলে। "বাঃ ইয়ার"-দীনবন্ধু। বঁ। [ বাম শব্দও ! বিণ. বাম ; সব্য । প্র— "প্রেমদা বঁ| হাঁ৩ে টানে, সারদা ধরেছে ডানে" —কস্তুরী । ২। ব্যদিকে অবস্থিত। বাহাত —বাম হস্ত। বা দিক-বামদিক ; দক্ষিণের বিপরীত দিক । এইরূপ লা-চোপ, ব{-পাণ, বঁ-পা ইত্যাদি । বাইয়া ( প্রাদে-মালদহ । বাম-ইয়। ] হি— বায়,হাত্ত | বিণ. যে বাম হস্তে কাৰ্য্য করে ; নেট । ২। বায় ; বাদিকে রাখিয়া তবলার সঙ্গে বঁ হাতে বাজাইবার আনদ্ধ যন্ত্রবিশেষ । বাউ—বাও দ্রঃ । বাউড়ি—বাউড় দ্রঃ । বাও । সং—ব্যাম হইতে ] বি, দুই হস্ত উভয় পার্থে প্রসারিত করিলে এক হস্তের মধ্যমাসুলের অগ্র হইতে অস্ত হস্তের মধ্যমাঙ্গুলের অগ্র পৰ্য্যন্ত দীর্ঘ পরিমাণ ; সাড়ে তিন হাত দীর্ঘত বা গভীরতা । প্র—বিশ বঁাও জল ।