বাক্য বাক্যস্থ [ বাক্য ( কথা ) স্থ ( থাকা ) + অ (ড–কর্তৃ)— যে অষ্ঠের বাক্যে থাকে অর্থাৎ কণা রক্ষা করে (উপপদ)] বিণ. যে অন্যের বাক্যামুসরণ করে । বাক্যাড়াস্বর ( বাক্যাড়ম্বর ) { বাক্যের আড়ম্বর—৬তৎ ] বি, বাগাড়ম্বর : বাজাল : কথার ছটা বা ঘটা : বাগবাংলা ; বাক্কৌশল। বাক্যালাপ ( বাক্ক্যালাপ, ) { বাক্য + আলাপ ] বি, কথাবাৰ্ত্ত : কপোপকথন । ২ । সদ্ভাব এবং সদ্ভাবজনিত কথাবাওঁ । প্র— তাহার সহিত বাক্যালাপ নাই । বাক্স, বাক্স ( বাকৃশ ) [ ইং—box হইতে গ্রা–বাদৃক ] বি, মূল্যবান দ্রব্যাদি রাখিয়া বন্ধ করিবার মত ধাতু, কাঠ, প্রস্তরদি নিৰ্ম্মিত চতুষ্কোণ আধার পাত্র ঃ মথুৰা : ছোট সিন্দুক । প্র-কাটের বাক্স ; পিতলের বাক্স : বেতের বাক্স ; লোহার বাক্স। ক্যাশ বাক্স—নগদ টাকা কড়ি রাথিবীর বাক্স ; cash box. গহনার বাঁকু-যে বাক্সে অলঙ্কার রাখা হয়। রঙ্গের বাক্স—চিত্রকরের বাক্স ; চিত্রকরণোপযোগী রঙ্গ রাথিবীর বাক্স । হাতবাক্স—নিত্য ব্যবহায্য দ্রব্য রাখিবার ও সদাসৰ্ব্বদা ব্যবহার করিবার মত ছোট বাক্স । বাক্সবন্দী (বাশবোদি ) [ বাক্সে–বর্ণী ] বিণ, যাহা বাক্সে বন্ধ করা হইয়াছে ; বাক্সজাত ; বাক্সে রক্ষিত । বাক্সন (শ) সং—বঙ্গসেন বি, অগস্তি পুপ ; শ্বেত ও রক্তবর্ণের বকজাতীয় পুষ্প । প্র— “মাথায় লেজুড় তুলি বাধা আইসে মুখ মেলি, ৰাক্সন। ফুল দুটা দাড়া।”—কবিকঙ্কণ। বাকুসুত্ৰ ( শুংত্র বাৰু (বাক্য) স্বত্র ( সুচন )—৬তৎ ] বি. ক্লী, কপার স্বত্রপাত ; रांकांबख । २ । [ बांकु ( बांका-श्रब्र উৎপাদক ) সুত্র (স্বত ) ম-প-লো-কৰ্ম্মধা ], বি ক্লী, স্বরোৎপাদক চৰ্ম্মসুত্র বা তাত । বাখান (ন) [ ব্যাখ্যান শব্দজ ] বি, ব্যাখ্যান : অর্থবিবৃতি। প্র—“বেদভাগে বেদাপ্ত বাথান" —অন্নদামঙ্গল । ২। প্রশংসা ; গুণমুবাদ । প্র—“নান তন্ত্র করয়ে বাখান ।”—কবিকঙ্কণ । “ভুবন করেগে তার কতই বাথান"—অশোকগুচ্ছ । ৩। বিস্তারিত বর্ণনা । এই অর্থে গ্রা, ব্যাখ্যানা । বাখানা { ব্যাখ্যান হইতে বাথান+আ ( ক্রিবিভক্তি ) ৷ উ-পু—বাথানি । প্র-পু— বাখানে। আস-ক্রি—বাখানিতে ; বাথানিয়া ; বাখানি ( পদ্যে ) ] ক্রি, ব্যাখ্যা করা । ২ । প্রশংসা করা ; গুণানুবাদ করা। প্র—“চারিবেদে তোমারে বাখানি।”—কবিকঙ্কণ “যত বন্ধু আইসে তারা কস্তাকে বাখানে ॥"—ঐ । ›● ገ፭> "বাথানি সাহস তোর শুরচুড়ামণি !”—মেঘ" নাদ । ৩। বর্ণনা করা ; বিবৃত করা । ৪ । বৃদ্ধি প্রাপ্ত হওয়া । প্র—“অনুরাগ বাথানিতে তিলে তিলে নেতুন হোয়"-বিদ্যাপতি । ৫ । বড় করা : বাড়ান। প্র—“পরম্পর সকলে কহেন বাথানিয়|”—অন্নদামঙ্গল । বাখানি । বাথান দ্রঃ। প্রা-বাং ] ৰি, বাথান দ্রঃ ৷ ২ ৷ বিণ, বিস্তুত ; বৃদ্ধিপ্রাপ্ত। প্র—“কলার মাপাস গেল হইয়া বাখালি।" —ক্ষেমলিল । বাখারী—লাথারি দ্রঃ । বাগ (গৃ) { সুং-ব্যাঘ্র হইতে গ| বি, ব্যাঘ্ৰ । স্ত্রী, বাগিনী । वांश (१) [ मर-वर्ग : आङ्ग-दग्भ श्ट ] વિ, સર્જ I ૨ I ના ! ૭ । મિક્ ા થ– “যে বাগে পড়য়ে জল সেই বাগে ছাতা । ধরিয়া স্ববুদ্ধি লোক রক্ষা করে মাথ ॥”— ঘনরাম। ৪ । পশ্চাৎধিক ; পিছন । প্র— “এক ধরিল আগে এক ধরিল বাগে । পাটের ডুরি ধার দিল পরমেসরের আগে ॥”—শূন্ত१५१ । ५ । भूश्न । य–“छक छक कब्रि টেকি উঠাইল বাগ । দোকাঠি বাজাযে চলে বলে লাগ লাগ ॥”—শিবায়ন । ৬ । কৌশল ; ব্যবস্থা ; গোছ। প্র—বেশ বাগ করে কাজ করা । বাগ করা—তায়িত্ত কর ৷ ২ ৷ কৌশল করা । ৩। সুবিধা করা : বিলি করা : গোছ করা । তাগবাগ-লক্ষ্য এবং কৌশল । বাগেবাগে—দিকে দিকে ; চতুর্দিকে : সৰ্ব্বত্র। প্র—“ডাক কৃষ্ণ অনুরাগে ফিরছে শমন বাগে বাগে”—বাং-গান । বাগ ( ) { ফু-বাগ | বি, উদ্যান। বাগবাগিচা—ক্ষুদ্র বৃহৎ উদ্যান ; ছোট বড় বাগান। প্র—“র্তাহার মুদৃষ্ঠ অট্টালিকা বাগ বাগিচা, তালুক ও অন্তষ্ঠি ঐশ্বধ্য সম্পত্তি হওয়াতে”–টেকচাঁদ । বাগড়া ( , ) (সং—ব্যাঘাত হইতে বি. বিস্ত্ৰ ; প্রতিবন্ধক । বাগধারা (গ) বাক্—ধারা (প্রণালী) ] ৰি, কথা বলিবার বিশেষ প্রণালী ; ভাষাভঙ্গী ; idiom. প্র—“পূর্ববঙ্গ ও পশ্চিম বঙ্গে যে দুইটি বিভিন্ন বাগধারা ( idiom ) আছে, তন্মধ্যে একটকে ছাড়িয়া দিয়া অপরটকে সৰ্ব্বত্র প্রচলিত করা ৷"–চন্দ্রনাথ বন্ধ । বাগডোর (গ, ) ( বাগ-ডোর ] কি ধোড়ার লাগাম ; রশি । ২ । বৃষ, মহিষাদির নাক ফোড় দড়ী ৷ প্ৰ—“বৃকোদর বৃষের বিচিত্র সাজকারি । শিবের সাক্ষাতে দিল বাগডোর ধরি ॥”—শিবায়ন । বাগদি, বাগদী (গ ) { বকদ্বীপ (বঙ্গের মেদিনীপুরন্থ পরগণাবিশেষ ) হইতে বৰুডা তাহার উচ্চারণ বিকারে বাগদী—বাগদী এবং বাগা বগড়ী হইয়াছে । ইহা ৰকরাক্ষসের রাজ্য এবং ৰাগদী জাতির আদি বাসস্থানৰলিয়া উক্ত। এই জাতির এক শাখা ওড়িশায় বাধুটী নামে অভিহিত। যেমন তামলিপ্তির অনস্তুর বংশ তামিল জাতিতে পরিণত বলিয়া অনুমিত হয় ] ৰি, নিম্ন শ্রেণীর হিন্দু জাতিবিশেষ। প্র—“তোর বাপ दा५। िश्रमप्छ इछि cमात्क । अंत्र ?ाई যেয়ে নাই ছুয়ে নাই তাকে ॥”—শিবায়ন । "বাসরে বিফল করি বাগদির বালা”— ঐ। স্ত্রী, বাগিদনী—বাদী জাতীয় স্ত্রী। ২ । কিরীতিনী। প্র—“হর বলে হে সই এগুল কেন লব । ৰাদিনী বলে সয় তোমায় অামায় থাব। কিরাতিনী কথা শুনি কর্ণে দিল হাত। চুপি চুপি চন্দ্রচূড় চিন্তে জগন্নাথ।"—শিৰায়ন। ব{গাটিয়া, বাগাটে-বাখাটির দ্রঃ । বাগাড় (ড়, ) ( প্রাদে । ৰাগ|--আড় ] ৰি, অতি বৃহৎ জাতীয় আড় মাছ । ইহার ওজনে প্রায় একমণ দেড় মণ হইয়া থাকে । বাগাড়ম্বর (র) { বাগ +আড়ম্বর । বাক্যের আড়ম্বর-৬তৎ]বি, বাগ্জাল;ৰাক্ৰকৌশল ; বাক্যের ঘট । বাগাৎ [আ-বাগ শব্দের বহুবচনে]বি, উদ্যান সমূহ ; উদ্যানধি ; বাগবাগিচী । ২ । [ আদা: পরি: ] উদ্যানভূমি ; যে জমী উদ্যানে পরিণত ब्रझ! श्ान । বাগতি [ মু!—বাগৃtৎ+ই (হিন্দী ) ] ৰি, উদ্যানজাত ফলাদির আদায় ৷ ২ ৷ উদ্যানের উপর যে কর বসান হয় : ফলকর । বাগান (ন) [ আ-বাগ এবং সং—উদ্যান এই দুইয়ের মিশ্রণে বাগান শব্দের উৎপত্তি : অথবা আ—বাগাং ( উদ্যান সমূহ ) শব্দের উচ্চারণ বিকারে । ত=ন] ধি, উদ্যান ; উপবন : যে ক্ষেত্রে ফল ও পুষ্প বৃক্ষের চাষ হয়। বাগান বাগিচা-বাগ বাগিচ দ্রঃ । ফুল বাগান—পূপেন্দ্যান। বাগান বাড়ী-উদ্যানবাটিক ; বাগান মধ্যস্থ বা বাগান সংলগ্ন ৰাড়ী । বাগান, বাগানো ( নে) [ বাগ (দ্রঃ)+ আন ( ক্রি-বিভক্তি ) ৷ উ-পু—ৰাগাই।’ ম-পু-বাগাও । প্র-পু—বাগায় । অসক্রি— বাগাইতে ; বাগাইয়া ; বাগিয়ে ] ক্রি, আয়ত্ত করা ; বশীভূত করা। ২। বিলি করা : বন্দোবস্ত করা ; শৃঙ্খলা সম্পাদন করা। ও । মোড় ফেরান ; ঘুরান। ৪। ফেরান ; আঁচড়ান। প্র—“আদপাক চুলেত্তে ভেড়ি বুরুষে বাগানো”—হেম বন্দ্যো । বাগারু ৰােগাড়ম্বরহইতেগা-বাগাড় ৰাগীক। যাহার কপার স্থিরতা নাই ] ৰিণ, বাগাড়ম্বরকারী ; যে জন বাক্য দিয়া নিরাশ কবে : কথার ধোকড় ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১১১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।