পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালে বলেয় । বালি, বালী, বাল, বালা +এর (এরণ) অপত্যার্থে বা ইহার এই অর্থে) বিণ, বালির পুত্র ; অঙ্গদ । ২ । পিতার বাল্যাবস্থায় জাত সন্তান । ৩ । বালিকার গর্ভসস্তৃত সন্তান; কানীন পুত্র। ৪। বালকোচিত। ৫ । বালকসংক্রান্ত । ৬। কমনীয় ; মৃদুল ৷ ৭ ৷ পুং, গর্দভ । বাল্য (বাল্প ) { বাল (বালক ) +য (৭– ভাবে ) ] ৰি, ক্লী, বালকের অবস্থা : শৈশব ; ১৬ বর্ষ পর্য্যন্ত বয়ঃক্রম । বাল্যকাল— বাল্যাবস্থা : শৈশব । বাল্যচাপল্য— বালকোচিত চঞ্চলত । বাল্যভোগ—বাল WE বান্ধল বিল্কল (বৃক্ষত্বক্ ) +অ (অণ, প্রস্তুত অর্থে) ] ৰিণ, বঞ্চলজাত ৷ ২ ৷ বি, স্ত্রী, মদ্য। ৩। বি, পুং, দৈত্যবিশেষ । বালতি, বালতী—বালতি দ্রঃ। বালদো বাইল দ্র। বেলুদো'ও বলে]বি, তাল, নারিকেল, খঞ্জুরাদি বৃক্ষের শাখা । বাল্মিক, বালীক ( ) বি, বস্ত্ৰীক দ্রঃ। বাল্মীকি (বালুমিকি ) { বান্সিকিও হয়। বলীক +ই (৭—সম্ভূত অর্থে) ] বি, পুং, রামায়ণরচয়িত স্বনামপ্রসিদ্ধ মুণি ; আদি কবি । রাম বনবাসকালে চিত্রকূট পৰ্ব্বতে এবং রামের রাজত্বকালে অযোধ্যার দক্ষিণে তমসা নদীর তীরে ই হার আশ্রম ছিল উইলসন সাহেবের মতে কানপুরের নিকট বিষ্ঠুর ষ্টেসনের সন্নিহিত স্থানে বাল্মীকির তপোবন ছিল । রামায়ণ উত্তরাকাণ্ডে ৰালীকির আত্মপরিচয় আছে,—"রামেরে কহেন মুনি, হের রঘুপতি ! প্রচেতার বংশে মোর হয়েছে জনম, প্রচেত| ইইতে আমি গণনে দশম । জন্মাবধি কায়মনোবচনে কথন করি নাই আমি রাম! পপি আচরণ।”—রাজকৃষ্ণ রায় কৃত অনুবাদ । বাশ (শ, ) ৰি, স্বত্রধরের যন্ত্রবিশেষ ; কাট কাটিবার ও চাচিবার যন্ত্র। ইহা নানাপ্রকারের হয় । বাশিষ্ঠ, বসিষ্ঠ বিশিষ্ট (মুনিবিশেষ)+ অ (অণ, ) প্রণীতার্থে ] বি, কী, বশিষ্ঠপ্ৰণত যোগশাস্ত্র । ২ । [ অ (৭—অপত্যার্থে) ] বি, পুং, বশিষ্ঠের পুত্র। ৩। বিণ, বশিষ্ঠ সম্বন্ধীয়। ৪ বশিষ্টগোত্রীয়। স্ত্রী, বাশিষ্ঠী --গোমতী নদী। বাশুলী, বাসুলি ( শু ) { বিশালাক্ষীর অপভ্রংশ ] কি স্ত্রী, চণ্ডীর মূৰ্ত্তিম্ভেদ। কৰি চণ্ডীদাসের জন্মস্থান নানুর গ্রামের অধিষ্ঠাত্রী দেবী বিশালাক্ষী। প্র—“কহে চণ্ডীদাসে, বাশুলী জাদেশে”-চণ্ডীদাস। কবি ঘনরাম "לכא• כי . ভগবতী চওঁীর নামান্তরে বামুলি শব্দ প্রয়োগ করিয়াছেন। প্র—“অভয়া আশীৰে বাঘ উভ উভ লোফে । * * * বাঘা বলে বামুলি বাড়ায়ে দিল ভেট ।”—ধৰ্ম্মমঙ্গল । বাস্কল (ল) { বাঞ্চ ( অস্ত্রবিশেষ) লা ( গ্রহণ করা ) + অ ( ক, কত্ত্ব সংজ্ঞার্থে ) যে বান্ধ গ্রহণ করে ] বি, পুং, যোদ্ধা ; যুদ্ধবীর। ২। দানববিশেষ । বাপ, বাস্প ( বা ( গমন করা )+প (পবনার্থে) মধ্যে সূ আগম, যাহা বায়ুতে গমন করে ] বি, পুং, জল উত্তপ্ত হইয় যে সুন্ম আকারে পরিণত হয় ; তরল পদার্থের বায়বীয় অবস্থা ৷ ২ ৷ উষ্মা ৩। অশ্রু : নেত্রবারি। বাষ্প, বাস্প (বাণ প) [ বাপ দ্র। লক্ষণায়] আভাস : ইঙ্গিত ; বিন্দুবিসর্গ। প্র—“আমি একথার বাষ্পও জানি না ।” বাষ্পপোত, বাষ্পীয়পোত ( ) { বাপ ( বায়ু) বাষ্পীয়—পোত। যে পোত ( জলযান ) বায়ু দ্বারা চালিত হয় ] বি, বাষ্পচালিত জলযান ; স্টীমার ; কলের | বাষ্পমান যন্ত্র (ন, জয় ) { বাপ ( বায়ু) মান ( পরিমাণ করা )—যন্ত্র ] ৰি, যে যক্ষ্ম দ্বার| বায়ুর পরিমাণ করে। বাষ্পরথ (য, ) বি, বাষ্পচালিত যান ; রেল গাড়ী । বাষ্পশকট (টু) বি, বাষ্প বলেচালিত গাড়ী : রেলগাড়ী । বাপায়ন ( ) { রাসাঃ পরি: ] বি, তরল পদার্থের বায়বীয় অবস্থায় পরিণত ; বাষ্পীভবন । বাষ্পীয়যন্ত্র ( জন্ত্র) বি, বাষ্পশক্তি দ্বারা Biffs of ; 28 of a steam engine. বাস (শ) [ বপ্ (বাস করা ) + অ ( ঘএ অধি)-যথায় বাস করে ] বি, পুং, বসতি স্থান : আবাস ; বাধা । ২। আগার ; গৃহ। প্র— “সে থাকে যার হৃদয়বাসে, সে কি বাসে বাস করে ”—গান ৷ ৩ ৷ অবস্থান : স্থিতি । প্র— তিনি কাল এই স্থানে বাস করিয়া গিয়াছেন। ৪। আশ্রয়। প্র—“ত্রমর বিকল গাহি পাওয়ে বাস”—বিদ্যাপতি । বাস করা—অবস্থান করা : স্থিতি কর । ২ । ঘর করা দ্র: ; থাকিয়া সংসার যাত্রা নিৰ্বাহ করা ; বসবাস করা । বাস তোলা—বাস! উঠান : স্থিতি ন করা। বাস বাধা-স্থায়ী হওয়া ; ঘরে স্থায়ী হওয়া ; টিকিয়া যাওয়া । বাস ( শ,) [ বপ্ (আচ্ছাদনে)+অ (করণে, খঞ, )+যাহা দ্বারা আচ্ছাদন করা যায়] বি, প্লী, বস্ত্র । প্র—“সাত মাসে নব বাস দিল ধৰ্ম্মকেতু”-কবিকঙ্কণ । "কাজ কি বাসে কাজ কি বাসে কাজ কেবল সেই পীতৰাসে”—গান । বাস বাস (শ, ) (সং—বাল, বাসন] কি চান। ২। সুগন্ধ। প্ৰ—“এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে।”—রৰি। ও । গন্ধ ; আভাস । ৪ । সন্ধান। প্র—“ধনের পাইয়া বাস আসিতে বীরের পাশ”-কবিকঙ্কণ । বাসক (বাশক) বি, পুং, বাসক গাছ ; বাক্ষস দ্রঃ । ২ । [ বাস-ক (কওঁ ) ] বিণ, সুগন্ধকারক। স্ত্রী, বাসকা । বাসকণী (বাঁশকোনি) [ বাস (গৃহ) কর্ণ (কাণ)গৃহের কর্ণের স্তায়—উপমিত, ঈপ-স্ত্রী] বি, স্ত্রী, যজ্ঞাগার। বাসসজ্জা—বাসকসজ্জা দ্রঃ । বাসকসজ্জা (বাশকৃণজ্জা) | বাসক (বসতি স্থানে ) সজ্জ ( বেশ ভূধ বা বস্ত্রাদি দ্বারা সাজসজ্জা ) যে স্ত্রীর, বহু ] অথবা বাসের ( বাসস্থানের ) সজ্জা (নানাবিধ সুগন্ধি দ্রব্যাদি দ্বারা সাজান ) হয় যে স্ত্রী কর্তৃক, বহ ] ৰি, স্ত্রী, পতি আগমন প্রত্যাশায় যে নারী আপন শরীর এবং বাসর গৃহ সাজাইয়া রাখে। বাসগৃহ (বাশগধূহ) বাস জঙ্গ গৃহ বা বাসের शृश् ( वङ्ग ) 8उ९ २ ७ठ९] त्रिं, १२, ङ्गौ, বাস করিবার ধর ; ভদ্রাসন । বাসতেয় ( শ ) { বসতি ( বাসস্থান ) +এয় (এয়ণ) ‘আ’ আগম]ৰিণ, বসতির উপযোগী । ২। রাত্রিবাসোপযোগী। স্ত্রী, বাসতেয়ী— রাত্ৰি : যামিনী । বাসন (শন) [ সং । হি–বৰ্ত্তন ] বি, আধার ; পাত্র ; ২ | তৈজসপাত্র। বাসন কোশন —ধাতুপাত্রাদি ; ছোট বড় তৈজসপাত্রাদি । বাসন (বাশন ) { বাস্ (মুবাসিত করণ)+ অন (টু—করণে ) ] বি, ক্লী, যদ্বারা মুবাসিত করা হয় ; স্বগন্ধী করণ : ধূপন । ২। বাস্ বা বস্+শিচ,=বাসি (পরিধান করা, বাস করা )+অন ( অধি, অনট) বি, ক্লী, বাসস্থান । ৩। জলপাত্র ; বস্তু রাখিবার আধার ; ভোজন পাত্র । ৪ । [ বাসি ( আচ্ছাদন করা ) হয় যদ্বারা এই অর্থে করণে অনটু] বস্ত্র। বাসনা (শ ) { "প্রত্যাশাজ্ঞানয়ো:ন্ত্রিয়ামূ”— মেদিনী । "বাসনা-ভাবনা-সংস্কারোহমুভূতাদ্যবিস্মৃতিঃ”—হেমচন্দ্ৰ ] বি, স্ত্রী, প্রত্যাশা ৷ ২ ৷ জ্ঞান [ বিরল ] । ৩। অভিলাৰ ; বাঞ্ছা । প্র—“যাও চলি, মহাবলি, যখ৷ বনমালী— রাধিকা-বাসন"—ব্রজাঙ্গনা । ৪ । সংস্কারবিশেষ । ৫ । মুক্তি। ৬। কল্পনা । ৭। অনুরাগ। প্র—“নারীর পতির প্রতি বাসন যেমন । পতির নারীর প্রতি মন কি তেমন ॥" चद्रमांभत्रल । ४ । झूर्शी । বাসনা (বাশন ) (সং-ৰ (আচ্ছাদনে) ধাতুজ ] বি, কদলী প্রভৃতির শুষ্ক পত্রাবরণ। প্র-কলার বাসনা ।