পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদে বিদেশযাত্রা (বিদেশ জাত্ৰা) বি, প্রবাসে গমন : দেশান্তরে গমন । বিদেশস্থ—ৰিণ, দেশান্তরে অবস্থানকারী ; প্রবাসস্থিত ; ভিন্নদেশস্থ । বিদেশী (বিদেশিন শব্দ ১ম, ১ব ] ৰিণ, যাহার বিদেশ আছে বা যে বিদেশে বাস করে ; ভিন্নদেশস্থ ; পরদেশী ; foreigner. প্র—"কেন বাধিলি প্রেম-ডোরে বিদেশী নাগরে”—বাংগান। স্ত্রী, বিদেশিনী--প্রবাসিনী ; ভিন্নদেশবাসিনী। প্র—“মানের দায়ে তুই মানিনী তাই সেজেছি বিদেশিনী”—ৰাং-গান । "আমি চিনি গে| চিনি তোমারে ওগো বিদেশিনি তুমি পাক পিন্ধু পারে ওগো বিদেশিনী”—ববি। বিদেশীয় বিদেশ+ঈয়(ইহার এই এই অর্থে) যাহা বিদেশে হয় ] বিণ, বৈদেশিক : ভিন্নদেশবাসী ৷ ২ ৷ বিদেশসম্বন্ধীয় ৷ ৩ ৷ বিদেশজাত ; বিদেহ । বি ( বিশিষ্টরূপে ইত্যাদি ) দিই, (উপ চয় বা বুদ্ধি)+শ ( ঘঞ --অধি) যেখানে স্বর্ণাদির উপচয় বা বৃদ্ধি হয় ] বি, পুং, বিহারদেশ : মিথিলা । ২। রাজা নিমি, ইনি বশিষ্ঠের শাপে দেহহীন হন বলিয়| এই নাম হয় ; জনক বংশের আদি পুরুষ । ২ । [বি ( নাই ) দেই ( शृङ्गैौब्र श्ांश्ांश्ल-ब३ ) ] दि१. ८१ुर्विंशैम : নিরবয়ব। স্ত্রী, বিদেহ!—মিধিল । বিদ্ধ বা (তাড়ন করা বা বধ করা ) +ত ( ব্রু ) কৰ্ম্মে ( বা = বি –ত-=ধ ) যাকে মারা যায় বা বিন্ধ যায় ] বিণ, ছিদ্ৰিত ; বিদীর্ণ : বেঁধা। ২। নিক্ষিপ্ত ৷ ৩ ৷ উৎকীর্ণ । ৪ । আহত । ৫ । প্রেরিত। ৬ । বক্র । বিদ্ধত্রণ (বিধোত্রোনো ) { নিদানোক্ত আয়ুঃ *f;:] f, woo : punctured wound. বিদ্যমান (বিদ্ৰমান)[বিদ (পাকা) । আন (শান —কর্তৃ) যে আছে ]বিণ, বৰ্ত্তমান ; উপস্থিত। ২। নিকটে ; সমীপে । প্র—“বিশ্বকৰ্ম্মে ভগবতী করিলা ধেয়ান। স্মৃতিমাত্র বিশ্বকৰ্ম্ম আইল বিদ্যমান ॥”—কবিকঙ্কণ । প্রা-বাং-প্রাকৃ বানানে বিদ্যমান। "ত্যেঙ্গ হইআ জাক্স ভেকর সঙ্গীত গাঙ্গ উড়িল দেব বিদমানে "— শূন্তপুরাণ । বিদ্যমানবলি—উপস্থিত আহারের দ্রব্য। প্র—"বিদ্যমান বলি লুয়া সেকেলে মানান। তারে ছেড়ে তোমারে বধিৰ অবিধান ॥"—ঘনরাম । বিদ্যমানত (বিদ্ৰমানোতা) বি, উপস্থিতি ; বর্তমানতা । ২। সামৗপ্য : সান্নিধ্য। বিদ্যা (বিদ্যা ) [ বি ( জানা ) + য (ক্যপ —করণে সংজ্ঞার্থে) আ৷ ( স্ত্রী ) ] বি, স্ত্রী, যাহা দ্বারা ব্ৰহ্ম হইতে ব্ৰহ্মাণ্ড পৰ্য্যন্ত যাবতীয় পদার্থের সত্যবিজ্ঞান লাভ হইয়া যথাযোগ্য উপকার প্রাপ্ত হওয়া যায় তাঁহাই বিদ্যা। ২ । >>>8 তত্ত্বজ্ঞান ৷ ৩ ৷ দেহাত্ম-বোধ : আত্মজ্ঞান। ৪ । অধ্যয়নাদিজনিত জ্ঞান। ৫ । বেদ, বেদাঙ্গ, স্বায়, মীমাংস, দর্শন পুরাণাদি, ধনুৰ্ব্বেদ, আয়ু ৰ্ব্বেদাদি, গান্ধৰ্ব্ব, নীতি ও অর্থশাস্ত্রাদি ৷ ৬ ৷ দুর্গ। ৭ । সরস্বতী। দেবজন বিদ্যা —{ বৃহদারণ্যকে বিদ্যা শব্দের শাস্করভাধ্য ] হুগশিল্প : কলাবিদ্যা ; fine ant. বিদ্যাকর ( বিদ্যাকর) বি, পুং, জ্ঞানী ; পণ্ডিত ; শিক্ষিত। স্ত্রী, বিদ্যাকরী। বিদ্যাগম ( বিদ্যাগ ) বি, জ্ঞানেন্মেষ : বোধাগম । বিদ্যাচুধু (বিদ্যাচনচু) বিদ্যা (জ্ঞান)+ চুঞ্চ (প্রসিদ্ধার্থে) ] বি. পুং, সুপণ্ডিত ; সুবিখ্যাত জ্ঞানী ৷ ২ ৷ বিণ, বিদ্যা দ্বারা প্রসিদ্ধ । বিদ্যদাতা (বিদ্যা ) বি, পুং, জ্ঞানদাতা ; শিক্ষক ; গুঞ্চ ৷ ২ ৷ বিণ, বিদ্যাদায়ী : জ্ঞান প্রদ : শিক্ষাপ্রদ। স্ত্রী, বিদ্যাদাত্রী। বিদ্যাদান (বিদ্যাদান) বি, শিক্ষাদান ; জ্ঞান wান : অধ্যাপল । বিদ্যাদেবী (বিদ্যা ) { বিদ্য৷ ( জ্ঞান ) দেবী ( ঈশ্বরী )—৬তৎ ] বি, স্ত্রী, জ্ঞানদায়িণী সরস্বতী । বিদ্যাধন (বিদ্যাধন ) { বিদ্য রূপ যে ধন— রূপক কৰ্ম্মধl ] বি, ক্লী জ্ঞানধন : বিদ্যারূপ সম্পত্তি । ২ । [ বিদ্যা-দ্বারা লব্ধধন মধ্যপদ লোপী কৰ্ম্মধl ] বিদ্যা-উপার্জিত ধন ৷৷ ৩ ৷ { বিদ্যা হইয়াছে ধন যাহার—বহু } বিদ্বান । বিদ্যাধর (বিদ্যাধৰ্ব ) { বিদ্যা (ইন্দ্ৰজালাদি জ্ঞান ) ধূ (ধারণ করা ) + অ (অৰ্চ-কর্তৃ)— সংজ্ঞার্থে) উপপদ, যে ইন্দ্রঞ্জালাদি বা গান্ধৰ্ব্ব শাস্ত্র প্রভাবে লোকের বিস্ময় জন্মাইতে পারে। “বিদ্যাধরোষ্ট্রপরে যক্ষরক্ষে গন্ধৰ্ব্ব কিন্নরাঃ । পিশাচে গুঙ্গক: সিদ্ধো তুতোহ্মী দেবযোনয়: ॥”—অমর | বি, পুং, দেবযোনি জাতিবিশেষ : স্বৰ্গীয় গায়ক । প্র—“কৈলাস ভূধর অতি মনোহর কোট শণী পরকাশ। যক্ষ বিদ্যাধর গন্ধৰ্ব্ব কিন্নর অপরাগণের বাস ॥”—অন্নদামঙ্গল। স্ত্রী, বিদ্যাধরী— বিদ্যাধর রমণী । প্র—“দেখলে সে বিদ্যারে কত বিদ্যাধরী লজ্জায় মরে”—গোপাল উড়ে। বিদ্যানিধি—বি, জ্ঞানরূপ সমুদ্র ; বিদ্যাসাগর। ২ । পণ্ডিত বা বিদ্বান ব্যক্তির উপাধিবিশেষ । বিদ্যামুরাগ ( বিদ্যানুরাগ) বি, পুং, বিদ্যার প্রতি আসক্তি। বিণ, বিদ্যামুরাগী। স্ত্রী, বিদ্যানুরাগিণী। বিদ্যাবত্তা ( বিদ্যাবৎত্তা ) বি, পাণ্ডিত্য : মনীষা । বিদ্যা বিদ্যাবল (বিদ্যাবলু) বি, বিদ্যার শক্তি ; জ্ঞানবল । दिश्चांदन { बिनाव९-विना+२९(बडू) यांशंद्र বিদ্যা আছে ] বিণ, পণ্ডিত : জ্ঞানবান : বিশ্বান সুশিক্ষিত। ২। স্ত্রী, বিদ্যাবর্তী। বিদ্যাবিনোদ ( বিদ্যাবিনোদ) বি, বিদ্বান ব্যক্তির উপাধিবিশেষ । বিদ্যবিশারদ (বিদ্যাবিশারদ ) বি, পণ্ডিত ব্যক্তির উপাধিবিশেষ। ২। সুশিক্ষিত ; সুপণ্ডিত : বিশিষ্টজ্ঞানী । বিদ্যাবিশিষ্ট-বিল, দ্বিাণ যাহার বিদ্যা আছে । বিদ্যাবিস্তার (বিদ্যাবিস্তার) বি, শিক্ষা প্রচার : জ্ঞানবিস্তার । বিদ্যবিহীন (বিদ্যাবিহীন) বিণ, অশিক্ষিত ; বিদ্যাশূন্ত মুর্থ। বিদ্যাব্যবসায়ী (বিদ্যাববশারী) বি, পুং, বিদ্যা বিনিময়কারী : বিদ্যাবণিক্‌ ৷ প্ৰ— "সুন্দর বলেন ভাই আমি বিদ্যাব্যবসায়ী দাক্ষিণাত্য কাঞ্চিপুর ধাম।”—অন্নদামঙ্গল। ২ । বেতনভোগী অধ্যাপক । বিদ্যাভ্যাস (বিদ্যান্ড ভ্যাশ, ) বি. বিদ্যামু শীলন : বিদ্যাচচ্চ : বিদ্যাশিক্ষণ । বিদ্যামন্দির (বিদ্যামোনদির) বি, বাণীমন্দির ; বিদ্যালয় ; শিক্ষাগার ; স্কুল ; কলেজ । निलTोंज्ञख (बिन्झाब्रष्ट) [विनांद्र-यांनख৬তৎ ] বি, শিক্ষারম্ভ : বিদ্যার্জনের উপক্রম ; হাতেখড়ি। বিদ্যারত্তকাল—বিদ্যাশিক্ষা আরম্ভ করিবার উপযুক্ত সময় : জ্যোতিষমতে] পঞ্চমবর্ধ শিক্ষারম্ভের সময় ; বৃহস্পতিবার বিদ্যারস্তের জন্ত প্রশস্ত, শুক্র ও রবিবার মধ্যম শনি মঙ্গলবারে বিদ্যারম্ভে অল্পায়ু এবং সোম ও বুধবারে বিদ্যাশিক্ষা আরম্ভ বরিলে মুর্থ ङ्ग्न । বিদ্যার্জন (বিদ্যার্জন) [বিদ্যা + অর্জন] বি, বিদ্যাউপাৰ্জ্জুন ; বিদ্যাশিক্ষা ; বিদ্যাव्णांड । दिलां★द (ब ) [ विना-यदि ] बि, बिनाনিধি ; বিদ্যারূপ সমুদ্র। ২। পণ্ডিত ব্যক্তির উপাধিবিশেষ । বিদ্যার্থী (বিদ্যারথী) , বিদ্যাধিন্‌ শব্দ। বিদ্যা (শাস্ত্রাদির জ্ঞান ) অর্থন ( যে প্রার্থনা করে) —উপপদ ] বিণ, শিক্ষাপ্রার্থী ; বিদ্যাশিক্ষা ভিলানী ; শিষ্য ছাত্র। স্ত্রী, বিদ্যার্থিনী। বিদ্যালয় (বিদ্যালয় ) { বিদ্যা ( শাস্ত্রজ্ঞান বা শিক্ষা) আলয় ( স্থান )—৬তৎ ] বি, পুং, শিক্ষাগার। চতুষ্পাঠী, টোল, কলেজ, স্কুল, মাদ্রাসা প্রভৃতি ; বিদ্যাশিক্ষার স্থান।