পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাইট ( টু) (প্রাদে ] বি, ভাট গাছ। ভাইয়া (হি ] বি, ভ্রাতা। ২। ভ্রাতৃস্থানীয়। ভাউলে—বি, ক্ষুদ্রাকার গৃহযুক্ত নৌকাবিশেষ। ভাও { সং–ভাৰ হইতে । হি ] বি, নিৰ্দ্ধারণ ; নির্ণয় ; অবধারণ। প্র—“ঘরের স্থান ভাও গিয়া করে ভাল মতে।”—মনসামঙ্গল (বিজয় । | ভাটি, ভাট (ভাঙার শব্দ ] ধি, বৃক্ষবিশেষ গুপ্ত ) ৷ ২ ৷ মূল্য ; দর। প্র—“ঠাকুর ৰাড়ীর ভাত খাই ৰাজারের ভাও জানি না ।" —সা, প, প। ৩। ভাব : অবস্থা। অাও ভাও—হাবভাব। ভাওলী | প্রাদে ] ধি, খাজনার পরিবর্তে জমিদারকে দেয় শস্ত । ভাং { সং—ভঙ্গা ] বি, সিদ্ধি গাছ । ২ । সিদ্ধিপাতায় প্রস্তুত , মাদকবিশেষ। প্র— "ভাং পেয়ে শিৰ সদাই মত্ত।”—রামপ্রসাদ । ভাংচি (সং—ভঞ্জ (ভঙ্গ করা ) ধাতুজ। হি— ভাঞ্জি, ভাজি । বাং-য়—ভাংচি। যাহাতে বা সঙ্কল্পিত কায্যে ভঙ্গ দেয় ] বি, কুমন্ত্রণ । ভাংচি দেওয়া-কুপরামর্শ দেওয়া ; কান ভাঙ্গান। তুল—হি, "ভাঞ্জি মারা" । ভাঃ, ভা । ভাস্ (দীপ্তি পাওয়া )+কিপ, ( ভাবে ) ভাস্, ১ম, ১ব ] বি, পুং, ভাস্কর ; एषा । २ । किद्र१ । ७ । भौgि ; ठाथ् । ভাউরি | সং—ভ্রামী ] বি, ভ্ৰমি ; ভ্ৰামী । প্র—"চাক ভাওরিতে ফিরিয়ে নাচিতে হইল তার তাল ভঙ্গ।”—ধৰ্ম্মমঙ্গল। ২। ঘুরপাক । ভাগ [ ভাঙ্গ দ্র: ] ক্রি, ভাঙ্গা ; নাশ করা । প্র—“ক্ষণেক ঐশ্বৰ্য্য প্রকাশিয়া পুন ভাগে।” -85, ७ ।। ভজি | ভাজা দ্রঃ ] বি, পাট , তা ; মোড়া । ভাজন (ন) [ প্রাদে ] বি, রাগালাপ ৷ ২ ৷ পাটকরণ ; ভাজকরণ ; দুমড়ান । ভাজা । সং—ভন্‌জ (ভাঙ্গা) হইতে। উ-পু ভাজি । ম-পু—ভাজ ; ভাজুন ; ভাজ । প্র-পু—ভাজে। অসক্ৰি—ভাজিতে ; ভাজিয়া ; ভেজে । ণিজন্ত—ভাজান ] ক্রি, অভ্যাস করা ; আলাপ করা । প্র—"রাণীর সুরের সঙ্গে ধরে অতি মৃদু তান। ভাজ ছিলেন তার ছাদে বসি ইমন কল্যাণ ।”—দ্বিজেন্দ্র রায়। ২। পাট করা ; তা করা। মুগুর ভাজা —মুগুর ঘুরাইয়া কসরত করা ; মুগুর ঘুরান । স্থর ভাজা-রাগ রাগিণী আলাপ করা। ভাট (টু) { প্রাদে, রংপুর ] বি, যে স্থানে গৃহাদি নিৰ্ব্বিত হইতে পারে এবং সময়ে আলু তামাক ইত্যাদি জন্মান যায় এতাদৃশ ক্ষেত্র । ভাট ( ) বি, ভেটগাছ ; ঘেটুফুলের গাছ। ভাট৷ ( সং—বৃত্ত, ছি—ভtট ] বি, বঁটুল ; ক্রীড়া-গোলক। প্র—“এক গোটা ডাটা ১১৭২ ভূমিতে ফেলিয়া।”—কাণী আদি। ভাটা [ ভঞ্জ, ধাতুজ। ভাঙ্গটা ত্রঃ। অথবা घ शङ्कछ । यांफ्रे-धी-डाफ़ ] बि, হ্রাস । প্র—“যৌবন সায়রে পড়িতেছে ভাটা তাহারে কেমনে রাখি ?"-চণ্ডীদাস । ক্রি, ভাটান (নো )—ভাটান দ্রঃ। ঘেটু ফুলের গাছ। ভাটি [ হি–ভটি ]বি, অগ্নি স্থান ; চুলী । ২ । ইট চুণ প্রভৃতি পোড়াইবার আগুন যে ঘরে করা হয় ৷ ৩ ৷ ধোপার কাপড় সিদ্ধ করিবার হাড়ী। ৪ । মদ চুয়াইবার স্থান । খোলা ভাটি— ষে মদের ভাট সাধারণের জন্ত পোলা থাকে। ভাটি—ভাট দ্রঃ । ভাড় (ড়, ) ভাও শব্দজ ] বি, মুক্তিকনিৰ্ম্মিত জলপাত্র ; মৃৎপাত্রবিশেষ। প্র— "ভীড়ে যদি জল খায়।”—দাশরপি ৷ ২ ৷ বিদূষক ; ভাড়ামী করা যাহার কাজ। ৩ । নাপিতাস্ত্রের আধার । ভাড়াই (ভাড় (দ্রঃ)+আই (আচরণীর্থে) বি ভাড়ামি ; রঙ্গ কৌতুক । গ্র—“ধাড়ী গায় কড়থা ভাড়াই করে ভাড়।”—অ, ম । ভাড়ান (নো ) { সং—ভও ধাতুজ ; উ-পু— उंॉप्लारें । भ-भू-उँॉप्लle ।। 4-भू-उँीप्लांग्र। অস-ক্রি—ভাড়াইতে ; ভাড়াইয় ; ভাডিয়ে ] ক্রি, বঞ্চনা করা ; প্রতারণা করা। প্র— ভক্তে ভাড়াতে নারিবে তার বাপে।”— एनब्रांम । “छ्tcग्न ॐांप्लांश्ल भांग्न ।”-श्र, भ । ২। ভুলান। প্র—“ভাল ভাড়াইয়া শিব পলাইয়া গেল দূর”–পদ্মাপুরাণ (বিজয়)। ভাড়াভাড়ি [ ভাড়+আ (ক্রমাগত অর্থে) —ভাড় +ই (তৎকৰ্ম্মার্থে) ] বি, প্রবঞ্চনা : প্রতারণা ৷ ২ ৷ ক্ৰমাগত আজি নয় কাল করিয়া ফেরাফিরি। ভাড়াম, ভাড়ামি [ ভাড় (ভণ্ড )+আম, আমি ( প্রত্যয় ) ] বি, ভণ্ডের আচরণ ; নগ্নরসিকতা ; পরিহাস : কৌতুক । ভাড়ার ( ) { সং—ভাণ্ডার ] খি, ধনাগার ; ভাণ্ডার। প্র—"ভাড়ার জিন্ম যার কাছে মা”—রামপ্রসাদ। ভাড়ারী—ৰি ভাণ্ডারী: ভাণ্ডাররক্ষক । প্র—“কগন থেটেল কথন ভাড়ারী ॥”—অ, ম । ভাতি [ হি—হইতে প্রা-বাং-য়। সং–ভাতি ] বি, দীপ্তি। ২। প্রকার ; রকম। তুল— হি–ভলি ভাতি ( ভাল রকম ) । প্র— নানা পক্ষী জলচর গড়ে নানা ভাতি।”— ভারতচন্দ্র। ৩। ভ্রাপ্তি ; ভুল। ভক (ভাজ, ( পৃথক করা)+ক্ষিপ (কর্তৃ)= ভাজ, ১ম, ১ব ] বি৭, ভাগী ; অংশী। ভাগ ভকুট, ভাকুট (টু ৰিভেটৰী মাছ। ७ीख [ उख् (उांउ )=व (क)] दि१, ভাতসম্বন্ধীয় ; ভাতঘটিত ৷ ২ ৷ [ ভক্তি ( গৌণী বৃত্তি ) + অ ( অত্ৰভবার্থে-ক ) ] লাক্ষণিক । ও । গৌণী । ৪ । ভক্ত সম্বন্ধীর । उांख्रिक ( द्) [ उड़ (यद्र)+३क ( পালনার্থে—ফিক ) । ৰিণ, পরান্নে পালিত ; ভাতুড়িয়া । ভাখ (ক্) (সং—“ভাষা"শব্দেরহি-উচ্চারণ। ब=१ । छूल-क्डिौद१=विडौषन । उछ । প্রা-বাং-পদাবলীতে] বি, ভাষ ; বাক্য ; কথা । প্র—"নিশি আন্ধিয়ার অপার ঘোরতর ডাহকী কলকলভাখ।”—জান। “বিদ্যাপতি। কহ ভাখি"—বি, প। ২ । ( ভাখে ) ক্রি, বলিও। ন ভাখ—বলিও না। ভtখt [ সং—ভাষা। হি—গ্রা–উচ্চারণে য = R ] श्रःि, চলিত কথোপকথনের ভাষা ; বোল ; বুলি : dialect. & of ভাখি, ভার্থী { ভাখ (দ্রঃ)+ই ( পদের কোমলতা অর্থে) ব্রজ) বি, বুলি। ২। কথা । প্র—“বিদ্যাপতি কহ মিছ নাহি ভাখি"— दि, v । ভাগ (গ, ) { ভজ (ভাগ করা )+অ ( কৰ্ম্মে, ঘঞ, ) ] বি, পুং, বিভাগ। ২। খও : টুকরা। ৩। কালাংশ। প্র—দিবাভাগ, নিশাভাগ। ৪। প্রদেশ। এ । ভাগ্য ; অদৃষ্ট । [ ব্রজ-ভাগি । প্র—“হামারি আছল কত পূরবক ভাগি”—বি, প ] । ৬ । [ বহু বচনার্থে অন্ত শব্দের সহিত যুক্ত হয় ; সমূহ। সকল ; গণ । প্র—“শুনহ পঞ্চাল আর যত রাজ ভাগ ।"—কাশী—মহা —আদি । “প্রেত ভাগ সামুরাগ”— ভারতচন্দ্র । “বীর ভাগ সঙ্গে হেথ পার্থ মহাশয়।"—মহা ( খিজ অভিরাম ) ৷ ৭ ৷ অংশ ; বখরা। প্র—“ভাগ পেতে হয় মোরে আমি তার নারী”—অ, ম। ভাগ বাটোয়ারা-অংশে অংশে ভাগ বা বিভাগ এবং বিতরণ। বাড়তি ভাগ, বাড়ার ভাগ—অধিকন্তু ; উপরন্তু। "যথাসম্ভব শীঘ্ৰ ইহার উপকরণ সমূহ তাহার কোচড়ে আবদ্ধ হইল । বাড়তি ভাগ কিছু চালও সংগ্ৰহ করিল —ভারতী, ১৩২• । ভাগউ [ ভাগ দ্রঃ । ব্রজ ] ক্রি, ভাগুক ; দুর হোক। প্র—“ভাগউ সব দুঃখ”—বি, প। ভাগধেয় (গ) [ভাগ+ধেয়—ধা (ধারণে ) বি, অদৃষ্ট। ২। কর ; রাজস্ব। ৩। অংশ ; ভাগ। ৪ । বিণ, ভাগী ; উত্তরাধিকার হুত্রে ধনভাগী ; দায়াদ । ভাগবত (ভাগবত ) { ভগবৎ (ভগবান)+ एच ( ६ ) ] বি, ক্লী, ভগবানের লীলা ও