ভাল থাকা ৷ ২ ৷ মনের আনন্দে থাকা । ভাল দেখান—সুন্দর দেখান : সদৃষ্ঠ বোধ হওয়া। ভালবাসা-প্রীতির চক্ষে দেখা ; প্রিয় বোধ করা। ২। পসন করা। ভাল মান—উত্তম বা হিতকর বলিয়া স্বীকার করা । ভাল মনে করা—উত্তম ব৷ খাটি বলিয়া ভাব। প্র—“ভাল বলে মনে ছিল কবিতে পিতল হল" । ভাল মন্দ– উৎকর্যাপকর্ষ ; উত্তমামুত্তম বিচার বা তুলনা প্ৰ—“কাপড়গুলা ভাগ করিয়া রাখিয়াছিলেন —গিন্নি নিকটে দাড়াইয়া প্রত্যেক খানি হাতে লইয়া ভাল মন বিচার করিয়া দেখিতেছিলেন। —ভারতী, ১৩২• । ২। মঙ্গলামঙ্গল ; শুভা৷ শুভ । ভাল মনে লওয়া—ভাল বলিয়া শুভ বলির অনুভূত হওয়া। ভাল মানুষ —ভদ্র লোক ; সজ্জন ; নিরীহ লোক ভাল লাগা—তৃপ্তি বোধ হওয়া : দর্শন বা শ্রবণ-মুখকর বলিয়া অনুভূত হওয়া। ২ স্বস্বাদু লাগা : স্বাদু বোধ হওয়া । ৩। মন টেকা ; মন বসা। ভাল হওয়া—সুন্থ হওয়া ; রোগমুক্ত হওয়া। ভালর ভালাই —সংলোকের হিতকরণ । মনেদর ভাল— খারাবের মধ্যে কম থারাব। ২ । অশুভ সমূহের মধ্যে যাহা অপেক্ষাকৃত সামান্ত শুভ সূচক । আর তোমার ভাল হোক [ {r-euphemismaž पूछेख ] কাহার মুখের উপর মন্ম হউক বলিতে নাই এই সংস্কারবশে "মন্দ হউক" অর্থে উক্ত তুল—সৰ্ব্বনাশ অর্থে উক্ত—সৰ্ব্বরক্ষা ভালরে ভাল—বিরক্তি বা অসন্তোষ স্বচক অব্যয় । ভালয় ভালয়—কোনরূপ মন বা অশুভ এড়াইয়া ; দুর্ঘটনা ব| বিপদে ন পড়িয়া । প্র—“এখন ভালয় ভালয় বিদায় দে মা, আলোয় আলোয় চলে যাই"—গান। ভালচন্দ্র { ভালে ( কপালে) চন্দ্ৰ যাহার— ब५) ] दि, नशंtभव । २ । ?t** । ভালবাসা ( ভালোৰাশা ) [ ভাল ( হি— ভল ) বাসা ( শাসন )—ভাল বা ভালর জন্ম বাসনা । বাঞ্ছিতের যাহা কিছু কল্যাণ ও মুখের হেতু তাঁহারই বাসন ] বি, বাঞ্জিতের প্রতি যে আকর্ষণ বা হৃদরের টান নরনারীকে তদগতচিত্ত এবং আপনার প্রতি উদাসীন করে ; নায়কের প্রতি নায়িকার বা নায়িকার প্রতি নায়কের যে অনুরাগ : প্রীতি : প্রেম। ২। প্লেং। প্র—তাহার ছেলেদের প্রতি খুব ভালবাসা আছে। ৩।ক্রি, বাসায়: উ-পু— ভালবাসি । ম-পু—ভালবাস। প্র-পু—ভালবাসে । অসক্রি, ভালবাসিতে ; ভালবাসিয়া, ভালবেসে ] প্রীতি করা ; অনুরক্ত হওয়া ; আসক্ত হওয়া ; প্রণয়ভাৰ পোষণ করা। প্র— ১১৭৮ "ভাল বাসিবে বলে ভাল বাসিনে । আমার যে ভালবাসা, তোমা বই আর জানিনে ॥"—শ্ৰীধর কথক । ৪ । স্নেহ কর । প্র—তিনি ছেলে পুলেদের যথেষ্ট ভালবাসেন। এ । চাহ ; ইচ্ছা করা। প্র—ছেলেরা মিষ্ট খাইতে খুব ভালবাসে । ৬। পসন করা। প্র—অহস্কৃত ব্যক্তির চালচলন কেহই ভালবাসে না । [এঃ– প্রণয়, অমুরাগ, প্রীতি, প্রেম, স্নেহ, প্রভৃতির সাধারণ প্রতিশব্দ ভালবাসা । মেহে —বাৎসল্য ভাবের প্রকাশ। অমুরগি, প্রণয়, প্রীতি, ভালবাসা—পার্থিব চঞ্চল, লঘু এবং কোন কোন ক্ষেত্রে আবিল। 6©qभ-श्वशेौग्न, खानांत्लि ७ १डौज़ । श्श ভক্তি মিশ্রিত প্রীতির নামান্তুর । ভালবাস তরল, প্রীতি গাঢ় এবং প্রেম প্রগাঢ় ] । ভালি (হি–ভলি। গ্রা] অ, ভাল। প্র— "কথা কৈলে তবু ভালি"—ৰৈ, পদাবলী। ব্রজ —ভালে । প্র—“ভালে কামুক পিরীতি’ --জ্ঞানদাস ৷ ভালুক, ভালুক, ভলুক (ক) ভেল (বধ করা) + উক, উক ( কর্তৃ, সংজ্ঞার্থে) ] বি, পুং, ঋক্ষ ; ভালুক । ভtশুর (র) [ ভাই শ্বশুর—শ্বশুরতুল্য ভাই —পতির জ্যেষ্ঠভ্রাতা । তুল—“জ্যেষ্ঠভ্রাতা সম পিতা" ] বি, স্বামীর জ্যেষ্ঠভ্রাতা । ভাশুর পো-ভাণ্ডরের পুত্র ; স্বামীর ভ্রাতুপুত্র । ভtশুর বী—স্বামীর ভ্রাতুপুত্র। ভাষ ( , ) (সং ] বি, উক্তি : বাক্য ; বচন । ২ । ভাষ্য : টীকাগ্রন্থ । ভাষক ( ক ) — বিণ, কথক ; যে কিছু বলে। স্ত্রী, ভাষিকা। ভাষণ (ন) [ ভা, ( বলা ) +অন (ভাবে— অনটু ) ] বি, ক্লী, কথন : বাক্য । প্র— ভীষণ ভাষণে কিছু বলেন বচন ।”—কবিক । “ভক্তের ভাষণে চতুভুজ হৈল হরি।”— রামেশ্বর ভট্ট। বিণ, ভাষিত—উক্ত ; কথিত। ভাষা ( ভা, ( বল, ব্যক্ত করা )+অ ( ভাবে -थ६,) ] ,ि बी, पद्मोब्र मानब अंद প্রকাশিত হয় : কণ্ঠস্বর, হাৰভাব, আকার ইঙ্গিত প্রভৃতি : এতদৰ্থে সকল জীবেরই ভাষা আছে যাহা দ্বারা সে নিজের সুখ, দুঃখ, হৰ্ষ, বেদনা, মৃত্যুযন্ত্রণা, ইচ্ছা, বিরাগ, ক্রোধ, ভয় প্রভূতি প্রকাশ করে ; অভিব্যক্তি । ২ । একজনের চিন্তা ভাবাদি যদ্বারা অষ্ঠের বোধগম্য হয় তাহার নাম ভাষা । ইহা সাঙ্কেতিক ও শাব্দিক বা অনুচ্চাৰ্য্য ও উচ্চাৰ্য্য ভেদে দুই প্রকার (১) অঙ্গভঙ্গি, হাবভাব, আকার ইঙ্গিত, ও চিত্রাদি মনোভাব ব্যক্ত করিবার অনুচ্চাৰ্য্য সাধন, সাঙ্কেতিক ভাষার অন্তর্গত। (২) উচ্চার্য বা শাদিক ভাষা-বৰ্ণ বা অক্ষর নামক সাঙ্কেতিক উচ্চাৰ্য্য চিহ্ন দ্বারা গঠিত ৰাক্য, ভাষা অর্থব্রু শব্দ, শব্দযোগে গঠিত ৰাক্য এবং वांtकाब्र गभ४ि दांब्रां पञडिव]ख् क्ष्म। ईशं লিখিত ও কথিত ভেদে দুই প্রকার ; (ক) যে ভাষায় আবাল-বৃদ্ধ-বনিত, শিক্ষিত অশিক্ষিত জন সাধারণ, পরস্পর কথাবাৰ্ত্ত কহিয়া থাকে total osts stol (?–dialect ) or (খ) গ্রন্থাদির ভাষা-যাহা ব্যাকরণের নিয়মে বদ্ধ অর্থাৎ, যাহা সাহিত্যের ভাষা তাঁহাকে ffossful WTA (R–written language); यथ|-मरकूठ, याब्ररौ, लाॉनि, श्रtब्रसी, বাঙ্গালা, হিন্দী প্রভৃতি ভাষা । ৩ বচন ; উক্তি ; বাক্য ; কথা । ৪ । কথিত ভাষার প্রাদেশিক ভেদ বা বুলি ; ভাখা দ্রঃ। দেশী ভাষা : দেশী প্রাকৃত। প্ৰ—ওখান সংস্কৃত না ভাষা গ্রন্থ ? ৫। প্রকাশ। প্র—"ওরে মুথেই দুখ দুখেই মুখ ডাকের কথা আছে ভাষা।”—রামপ্রসাদ । ৬। বাগদেবী ; সরস্বতী । ৭ । রাগিণীবিশেষ । ভাষাতত্ত্ব —ভাষাবিজ্ঞান। ভাষাতত্ত্বজ্ঞ, ভাষাতত্ত্ববিদ্-ভাষাবৈজ্ঞানিক । ভাষাতাত্ত্বিক—ভাষাতত্ত্বজ্ঞ । ২। ভাষাতত্ব সম্বন্ধীয় । ভাষাভিজ্ঞান—ভাষাতত্ত্ব । ভাষাতীত ভাষার—অতীত ( জনায়ক্ত বহিভূত ) ] বিণ, বাক্যাতীত ; ভাষায় যাহা প্রকাশিত হয় না ; বচনাতীত। ভাষান্তর —ৰি, অনুবাদ । বি৭, ভাষান্তরিত— এক ভাষা হইতে অস্ত ভাষায় অনুদিত । ভাষাপরিচ্ছেদ-বিশ্বনাথ স্তায়পঞ্চানন কৃত ছায়পরিভাষা-গ্রন্থ । চলিত ভাষা —যে ভাষায় কথোপকথন, চিঠিপত্র, আদালত, বাণিজ্যালয় প্রভূতির লিথন পঠন কাৰ্য্য পরিচালিত হয়। মৃত ভাষা— সাহিত্যামুশীলন ব্যতীত যে ভাষার ব্যবহার নাই। দেশী ভাষা-প্রাদেশিক ভাষা (পঞ্জাবের পঞ্জাবী ; মহারাষ্ট্র দেশের মহারাষ্ট্ৰী ; হিন্দুস্থানের হিন্দী ; রাজপুতানার মাড়বারী, বঙ্গদেশের বাঙ্গালা ইত্যাদি ) । ২। বাঙ্গালা ভাষা। প্র—“মহামুনি জৈমিনি কহিল नरश्ठिl ॥ ठश्वरभ५ कथl ७नि थमत्र शलग्न । সভাখণ্ডে আদেশিল খান মহাশয় । দেশী ভাষায় এহি কথা রচিল পয়ার ”—ছুটীর্থার মহাভারত ( খ্ৰীকর নন্দ ) । ভাষা (ভাষ—আ (ক্রিয়ায় ) । উ-পু-ভাবি । ম-পু—ভাৰ। প্র-পু—ভাবে । অসক্রি— ভাষিতে ; ভাষিরা, ভাবি ] ক্রি, প্রকাশ করা। ২। ব্যাখ্যা করা । প্র—“ভাবিয়া প্রভাগৰত ভাখিল ব্যাসের মত”–শিবায়ন । २ । क्ल ; कशं । প্র—“প্রসাদ ভাষে লোকে হাসে সন্তরণে সিন্ধুগমন”-বাং-গান। "নানা ধনে বিদায় করিলা প্রিয় ভাৰি”—ঘনরাম ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১২১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।