পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাহে মাহেন্দ্র [ মহা +ইঞ্জ = মহেন্দ্র (ইন্দ্র ) + অ (সম্বন্ধার্থে অণ, ) ] বি, পুং, ইন্দ্র সম্বন্ধীয় শুভ দণ্ডবিশেষ ; শুভযোগবিশেষ ; মাহেন্দ্র ক্ষণ ৷ ২ ৷ বিণ, মহেন্দ্র সম্বন্ধীয়। স্ত্রী, মাহেন্দ্রী—শচী : ইন্দ্রাণী । ২। গাভী। ৩। পূর্বদিক । মাহেয় মহী (পৃথিবী)+এয় (সম্বন্ধার্থে এয়ণ) বিণ, মহী সম্বন্ধীয় ৷ ২ ৷ মহীজাত ; ধরা হইতে উৎপন্ন । ৩। মৃন্ময় । ৪ । [ অপত্যার্থে ( এয়ণ, ) ] বি, পুং, মঙ্গলগ্ৰহ অসুর বিশেষ। স্ত্রী, মাহেয়ী—সীতা । ২। গাভী। মাহেশ (শ, ) { মহেশ+অ]বি, পুং, শিবে পাসক। স্ত্রী, মহেশী—মহেশ্বরী ; দুর্গ। মাহেশ্বর (মাহেশ শর) { মহান যে ঈশ্বর= २ंश् ( नि२)+ब ( गतिं-अ१, ) ] বিণ, মহেশ্বর সম্বন্ধীয়। ২। বি, পুং, শিবেপাসক । স্ত্রী, মাহেশ্বরী—মহেশ্বর সম্বন্ধীয় । ২ । মাতৃকাবিশেষ ; দুর্গা । ৩। যবর্তিগুণ শমিক লতা । মিউনিসিপালিটী [*—municipality ) বি, স্বায়ত্তশাসনসম্পন্ন নগর। বিণ, মিউনি সিপাল ( ) নগরের বিধিবদ্ধ কাৰ্য্যসভা সম্বন্ধীয় ; municipal. મિત્રો ( લારા થા । મઃ–મુમ ) ,િ મુબ হরিণ। প্র-“মরা মিগ পুনরাএ পরান দান পাইল"–"পু। মিগী—হরিণ : মুগী । প্র—"বনর মিগীক পরতু ইকার পাড়িল।”— পূ. পু। "জীঅন্ত মিগীর ছাল"—ঐ। মিছরি, মিসরি (ছ, )[ হি-মিসূী ] ধি, গুডবিকারবিশেষ । ২ । [ লক্ষণায় ] বিণ, মিছরির মত মিষ্ট : মিছরি তুল্য। মিছরির ছুরী—মুখে মধু অন্তরে বিষ । মিছা । প্রাকৃ-মিচ্ছ : সং-মিথ্যা শব্দজ ] বি, মিথ্য : অসত্য ; অমৃত । প্র--"সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর।”—অ, ম । ২ । বিণ, অমুলক ৷ ৩ ৷ বৃথা । প্র-“তোর সে স্থাস্তের কাছে সব হাস্ত মিছা গে|”—আশোকগুচ্ছ । ব্ৰজ-মিছ। প্র—"মিছ নাহি હાત્રી ”---િ । મિઝાર ||--સમકા কথা। মিছাকান্না-কৃত্রিম এনন। মিছা | মায়া-কপট মায় : কৃত্রিম স্নেহ । ২ । | অসার মোহ । মিছামিছি—মিথ্যা ; বৃথা ; অকারণ ; আমর্থক । মিছিল ( ) (স্ব-মিসূল্ (সদৃশ)—মকদ্দমার কাগজপত্র আদালতের কাযাবলীর প্রতিকৃতি । স্বরূপ বলিয়৷ এই নাম : অপভ্রংশে মিছিল : মিচিল । স=ছ ] বি, মকদ্দমা সংক্রান্ত কাগজ পত্র ; আদালতের মধিপত্র। প্র—“রাশি ১২২৮ রাশি মিছিল”—টেকচাঁদ । মামলা ;মকদ্দমা । ৩ । শোভা-যাত্রা । মিজরাব, মেজরীপ (জ, ব, প, ] [আ] বি, সেতার বাদনকালে তারে আঘাত করিবার জন্ত দক্ষিণ তর্জনীর অঙ্গুলিত্র। মিঞা—মিয়া দ্রঃ । মিঞ্জি [সং—মদূজ ধাতুজ প্রা, বাং] বিণ, নিমজ্জিত। মিঞ্জিমিঞ্জি—নিমজ্জিত প্রায় ; ডুবু ডুবু ; মিটমিটি। প্র—“বদনে রদন পড়ে মিঞ্জি মিঞ্জি সাখি ।”—শিবায়ন। মিট (টু) { মিত্র শব্দজ ]বি, মিল। মিটমাট —-পুনর্মিত্রতা। ২। নিম্পত্তি। মিটমিট (টু টু) নীল (সঙ্কোচ, চক্ষুমুদ্রিত করণে ) ধাতুজ, ল=ড়=ট] নির্মীলন-প্রায় ; পিট পিট দ্রঃ । আদরার্থে—মিটিমিটি। প্র—“কোটরে নয়ন দুট মিটমিট করে।”— অম। মুংমুহু: অর্থে–মিটির মিটির । ফি, মিটমিটান (নো) মিটমিট করা। বি মিটমিটানি । বিণ, মিটমিটিয়া, মিটমিটে—নিমলিত প্রায় : অৰ্দ্ধমূতি | প্রায় ; আধ-চাওয়া । ২। অমুঙ্গল ; ম্যাড়মেড়ে। ৩। অস্তরে অস্তরে : চাপা। মিটমিটে ডাইন—ভিতরে ভিতরে ডাইন। মিট (সং—মিল ( মিলনে ) Կt:5, =5 প্র-পু—মিটে। অসক্রি—মিটিতে ; মিটুতে (গ্ৰী) ; মিটিয়া ; মিটে। ণিজন্ত—মিটান ] ক্রি, নির্বাহিত হওয়া ; শেষ হওয়া । ৩। নিবৃত্ত | হওয়া : অবসান হওয়া । প্র—"পিথচ্চায় ঘরে ' বসে অনায়াসে মিটতে বিবাদ মনের মতন৷”— গান। মিটtয়ব [ ব্রজ ] মিটাইব। প্র— “কৈছে মিটায়ব মান"—বি, প। বি, মিটন। মিটমিটি—পরস্পরের মধ্যে মিলন। ২। আপোষে নিষ্পত্তি । মিটান (নো ) [নিটা ( দ্রঃ) ণিজন্ত। হি— মিটানা। উ-পু—মিটাই। ম-পু—মিটাও : মিটান ; মিটা। প্র-পু—মিটার ; মিটান। অসক্রি—মিটাইতে ; মিটাইয় ; মিটিয়ে] ধি, সমাধান ; নিৰ্ব্বাহ ; নিম্পাদন ৷ ২ ৷ নিম্পত্তি করা ; মিটমাট করা । ৩ । থামান । প্র— "শেষে পুনঃ অন্ন দিব মিটাইয়া বৃষ্টি।”— অ-ম। ৪ । মুছিয়া ফেলা ; বিলোপ করা। মিটি (মৃত্তিকা—ত্তি। হি-মিটি-মিট] বি, মৃত্তিক : মাটি। প্র—“অলকা তিলক-মিটি গেলহি দূর ॥”—বি, প। মিঠা [সং—মিষ্ট] বিণ, মিষ্ট ; মধুর। প্র— "পাকা আম্র আহার করিতে ছিনু মিঠ” —ঘনরাম। ব্ৰজ-মিঠ (3, )l e মিতা “কিবা সে বচন অমিয়া মিঠ”—বি, প। মিঠাকড়, মিঠে কড়া—ষ্টি ও কটু। ২ । কোমল ও কঠিন। ৩ । দোরসা। মিঠালেবু-মধুর রস লেবুবিশেষ । मिठाई, cमठाई [न-मिटेबश्ठ भिyঅন্ন=আঁই ( হি ) ] মিষ্টখাদ্য ; মিষ্টান্ন। প্র—“ক্ষীরের মিঠাই চুরি করিয়া হরষে।”— পদ্যপাঠ। "খাজা গজা আদি করি মুখের মেঠাই।”—ঈশ্বরগুপ্ত। মিঠাইওয়ালা— মিষ্টান্নবিক্রেতা। ২ । মিষ্টান্ন প্রস্তুতকারী। मिळेॉनि [ नर-भिंठेत्र ] रि, क्टेिब्रि। २ ।। মিষ্টরস ; মিষ্টত্ব । প্র—“ঢ়িটের টিটানি খেতের মিঠানি সকলি জানি যে আমি "—চণ্ডীদাস । মিত [মী (পরিমাণ করা )+ত (কৰ্ম্মে—ক্ত) ] পরিমিত ৷ ২ ৷ মৃদু । অল্প। ৩। অনুমিত । প্র—"মলয়জ পবন সহিতে ভেল মিত।”— জ্ঞানদাস। ৪ সঞ্চিত। মিতবর গ্রোম্য —নিতবর) বি, বরের সহচর। স্ত্রী, মিতকন্যা (গ্রাম্য-নিতকনে)। মিতব্যয়—পরিমিত ব্যয় ; আয় অনুযায়ী খরচ। বিণ, মিতব্যয়ী —যে আয় অনুসারে ব্যয় করে : পরিমিতব্যয়ী। বি, মিতব্যয়িতা। মিতভাণী—মে অধিক কথা কহে না । স্ত্রী, মিতভাষিণী। বি, মিতভাষিত । মিত [সং—মিত্র ] বি, মিত্র। প্র—“স্বত মিত রমণী সমাজে ।”—বি, প । মিতা [সং—মিত্র ] বি, বন্ধু ; যথা : স্বহৃদ। প্র—“বিধাতা ভানুর যার লক্ষ্মীকান্ত মিতা”— শিবায়ন। "এক রামে রক্ষা নাই সুগ্ৰীব তার মিতা”—শিবায়ন। স্ত্রী, মিতিনী—সর্থী। প্র—“কেহ বলে এস সই চল সেঙাতিনী । ঠাকুরাণ ঠাকুরঝি নাতিনী মিতিনী৷”—অ-ম। মিতাক্ষরা—বি, স্ত্রী, স্মৃতিগ্রন্থবিশেষ ; যাজ্ঞবঞ্চ সংহিতার টীকা । মিতাচার (র) [মিত+আচার ] বি, সংযত ব্যবহার । বিণ, মিতাচারী—সংযমী। স্ত্রী, মিতাচারিণী । মিতার্থ [মিত ( পরিমিত) অর্থবোধ যাহার, বং ] বি, পুং, অল্পভাষী দূতবিশেষ । মিতালি, মিতালী মিত(মিত্র ) আলি ] বি, মিত্রতা ; বন্ধুত্ব ; সখ্য। প্র—"প্রথমে করেন রাম চণ্ডালে মিতালি।”—কৃত্তিবাস । মিতাশন (ন) [মিত ( পরিমিত) হইয়াছে অশন ( ভোজন ) যাহার, বহু ] বিণ, পরিমিত ভোজী ; অল্পাহারী। স্ত্রী, মিতাশনা। মিতাশী (মিত—অশ (ভোজনে) ইন্‌ (কর্তৃ)] বিণ, পরিমিতভোজী। স্ত্রী, মিতাশিনী। বি, মিতাশিত ।