মুকু মুকুর (বু) (সং বি, পুং, দর্পণ ; আর্ণি। প্র—“রজত মুকুরে সাজিয়ে মুখ ৷”—চওঁী । ২ । কুলাল দণ্ড । ৩। কুলগাছ । ৪ । বকুলগাছ। • । মল্লিকাফুলের গাছ। ৬। মুকুল । মুকুল (লু) [ মুচ্, (মোচন করা ) +উল (কত্ত্ব সংজ্ঞার্থে) চ=ক ] বি, পুং, কলিকা : গৰ্দ্ধৰিকলিত ; ফুটনোমুখ ফুল । মুকেদেমহল (লু) । আ—মুখাদিমূ=তৃত্যবর্গ + আ-মহল্-আবাস ] বি, ভূতানিবাস। প্র--“মুকেধেমহল তুলে দিব হাতাহাতি। আজ হতে হলে সেন ময়নার পতি ॥”—ঘনরাম। মুকেরি। মুসলমণি বাং। হি ] বি, বঙ্গীয় মুসলমান সম্প্রদায় । ২ । বলদিয়া মুসলমান জাতিবিশেষ। প্র—“বলদ বাহিয়া কেহ বলায় মুকেরি।”—কবিক । মুক্ত | মুচ, ( মোচন করা ) +ত ( কৰ্ত্ত—ক্ত ) ৷ বিণ, মোক্ষপ্রাপ্ত ৷ ২ ৷ অৰাধ ; অপ্রতিহত ৩ । [ কৰ্ম্মে—ক্ত ] উন্মুক্ত : পরিত্যক্ত । ৪ । উদ্ধ৩। ও । আনন্দিত। ৬ । নিৰ্ম্মল । মুক্তকপুক-নির্মুক্ত খোলস নিৰ্ম্মোক । ২ । খোলস ছাড়া সাপ। মুক্তকণ্ঠ—উচ্চ গল| : উচ্চৈঃস্বর। ক্রি-বিণ, মুক্তকণ্ঠে —অসঙ্কোচে ; প্রকাষ্ঠভাবে ৷ ২ ৷ উচ্চৈ:স্বরে ; গলা ছাড়িয়া। মুক্তকেশ-বিণ, উন্মুক্ত কেশবিশিষ্ট। ২। বি, আলুলায়িত কুন্তল ; এলোচুল। খ্ৰী.মুক্তকেশী—কালী। প্র—“মুক্তকেশী যোড়শী উমা, হররঙ্গিণী খাম|” —গিরিশ । ৩। বিণ, আলুলায়িতকুন্তলা । মুক্তপুরুষ-জীবন্মুক্ত পুরুষ। মুক্ত বাতাস—বি, নিৰ্ম্মল বায়ু ; খোলা হাওয়া । প্র—“পল্লীজননীর নিভূত নিবাসে উপস্থিত হইয় তাহার উদার আকাশ ও মুক্ত বাতাসে হাফ ছাডিয়া বাচি।”—ৰাঙ্গালী (২৬ বৈশাখ ১৩২৩) মুক্তভায-বি, স্পষ্ট কথা। মুক্তসঙ্গ —বি, পরিব্রাজক। ২ । বিণ, বিষয়াসক্তিরহিত নিস্পৃহ । মুক্তহস্ত—বিণ, দানশীল : ব্যয়শীল ; বদান্ত । বি, মুক্তহস্ততা— বদান্তত ৷ মুক্ত [সং ] বি, স্ত্রী, শুক্তিমণি ; মৌক্তিক : মোতী। প্র—“শত মুক্তাধিক আয়ু কালসিন্ধুজলতলে ফেলিস পামর !”—মাইকেল ৷ ২ ৷ বেষ্ঠা ৷ ৩ ৷ বিণ, নগ্নী । ৪। আবদ্ধ । মুক্তাকলাপ—মুক্তসমুহ ; মোতির মালা ; মুক্তাহার। মুক্তাখচিত—বিণ, মুক্ত জড়িত মুক্তাগ্রথিত। মুক্তাগার—বে শুক্তিতে মুক্ত জন্মে । মুক্তাবলী—মুক্তাসমূহ ! २ ! মেতির মালা। মুক্তাফল—মোক্তিক । মুক্ত। মুক্তাময়—বিল, মুক্তাখচিত; মোতি ১২৩২, জড়িত | প্র—“মুক্তশময় মাঝ তার সোপা খচিত মরকতে”–বীরাঙ্গন। মুক্তালত —মুক্তার হার। মুক্তাস্ফোট-মুক্ত যাহার মধ্যে স্ফটিত বা বিকসিত হয় ; শুক্তি সুিক। মুক্তাহার-বি, ধান্তবিশেষ প্র—“মুক্তাহার ধান্ন আনি মুকুতা প্রবাল মানি দুলভ জগতে ত ৰাথানি ।”—ণু পু। ২ । মোতির মালা । ৩ । [ মুক্ত (ত্যক্ত ) আংরি ( ভোজন ) যৎকর্তৃক—বহ] বিণ, যে ভোজন ত্যাগ করিয়াছে : উপবাসী । মুক্তি [ মুচ ( মোচনে ) +তি (ক্তি—ভাবে) ] বি, স্ত্রী, মোক্ষ : আত্যন্তিক দুঃখনিবৃত্তি : জন্ম মরণরূপ সংসার-বন্ধন হইতে বিমুক্তি বাসনাক্ষয় । প্র—"ন হইবে দক্ষ তোর গতি মুক্তি পথে”—কবিক। ২। উদ্ধার পরিত্রাণ। ৩। নিভৃতি। মুক্তিদাতা—বিল, পরিত্রাণ কৰ্ত্ত : নিস্কৃতি দানকারী। স্ত্রী, মুক্তিদাত্রী। মুক্তিপদ–বি, মুক্তিস্থান । প্র— “মুক্তিপদ এই স্থান এইখানে করি স্নান চল ভাই সিংহল নগরে ।”—কবিক। মুক্তিপত্ৰ—ৰি, মুক্তির অধিকার দানকারী পত্র। মুক্তিপ্ৰ গী—বিণ. মোক্ষপ্রাণী ; পরিত্রাণলাভেচ্ছ্ব। ২। দণ্ড হইতে উদ্ধারপ্রয়াসী । স্ত্রী, মুক্তিপ্রার্থিনী। মুক্তি ফৌজ— [$s-salvation aamy -twist বঙ্গানুবাদ ] বি. খ্ৰীষ্টীয় ধৰ্ম্মসম্প্রদায়বিশেষ। মুক্তিমণ্ডপ —মুক্তিপ্রদ মণ্ডপ । ২। কাশীর বিশ্বেশ্বরের দক্ষিণ পার্থস্থ মণ্ডপ । ৩ । জগন্নাথ দেবের দক্ষিণ পার্থস্থ মণ্ডপ । ৪ । [ ব্যঙ্গে ] গুলির আডড । প্র—“চল মুক্তিমণ্ডপে যাই ।”— লীলাবতী। মুক্তিমাগ-বি মুক্তিপণ ; পরিত্রাণের উপায়। মুক্তিলাভ—বি, পরিত্রাণ প্রাপ্তি ; মোক্ষপ্রাপ্তি । মুক্তিকা [সং ] বি, স্ত্রী, মেক্তিক ; মোতি। মুখ (থ) [সং ] কি কী, মুখমণ্ডল ; আনন ; বদন। ২। বাক্য নিঃসরণ ও ভোজ্যগ্রহণের দ্বার ; মুখ গহ্বর । ৩ । আরম্ভ ; স্বত্রপাত। ৪ । উপায় গৃহাদির প্রবেশ-দ্বার। ৬। প্রবেশ-পথ। ৭। মোহানা । ৮। সন্মুখ অংশ। ৯। অভিমুখ । ইহা অষ্ঠ বর্ণের সহিত যুক্ত হইলে বিশেষণ হয় যথা—একমুখ এক উদেশের অভিমুখ। * * * "এই বণিক সমাজের স্বার্থ ও ভারতের জন সাধারণের স্বার্থ ७कभूक्ष नाश्, वत्र९ श्ल विकिरब ७ङग्न সম্প্রদায়ের স্বাধ সম্পূর্ণ বিরুদ্ধ পথে প্রধাবিত হইয় থাকে ৷”—বসুমতী—১৩১৮২৭ মাধ । ১• । মুখোপাধ্যায়। প্র—“মুখ কৃষ্ণজীবন মুখ কৃষ্ণ ভক্তের সার ।”—অ, ম । ১১। অগ্রভাগ । ১২ । নাটকের সন্ধিবিশেষ । বিণ, প্রধান আদি। মুখ আনা-দেহের বিষ মুখ দিয়া বাহির করিয়া দিবার জন্য পারদঘটিত ঔষধ সেবন করিয়া লালাব লাল কাটান। মুখ অীনান—ঔষধ খাওয়াইয়া লালার সহিত মুখ দিয়া বিধ বাহির করান। মুখ আলগা মুখ ছুট ; ভালমন্দ যাহা মুখে আসে বলা । বক্তব্য অবক্তব্য কথা অবিচারে বলা ; যাহার মুথাগ্রে কিছুই বাধে না । মুখ আসাপার-ঘটিত ঔষধ সেবন দ্বারা লালার সহিত বিষনিঃসরণ করিবার মত মুখের অবস্থ হওয়া । মুখ উজ্জ্বল করা—সৎ কীৰ্ত্তির দ্বার গৌরবের শুভ্ৰ জ্যোতিতে মুখ উদ্ভাসিত করা : যশোভাতিতে মুখমণ্ডলে প্রফুল্লতা সম্পাদন করা। মুখ-কমল-ৰি, পদ্মসদৃশ মুখ ; মুখারৰিল। মুখ করা—রোধ প্রকাশক মুখ শ্ৰী ধারণ করা ; তিরস্কার করা ; ভৎসন করা। প্র—“পরের বেটা মুখ করবে মুখ নাড়া দিয়ে । দুই চক্ষে জল পড়বে বসুধার দিয়ে”— মেয়েলি ছড়া (সা, প, প, ১৩:২) মুখকান্তি-মুখী। মুখ কুট কুট করা, মুখ কুট কুটান-বুনে ওল, কচু প্রভৃতি ভক্ষণ করিলে তাহার বিৰে মুখ চুলকাণ । মুখক্ষত-বি মুখের ঘা। মুখ খাওয়া —বকুনি খাওয়া ; তিরস্কৃত হওয়া । প্র— “মতিলাল মনে মনে কহিতে লাগিল নৌক৷ ডুবি হওয়াতে বাঁচলুম তা না হলে মায়ের কাছে মুখ থে৩ে থেতে প্রাণ যাইত ।”—টেকচাদ । মুখ খারাব করা-অশ্লীল কথা মুখ দিয়া বাহির করা ; অশ্লীল গালি দেওয়া। ২। মুখ বিস্বাদ করা। মুখ খিচন—দতি দেখান ; দাত খামটি করা। মুখ খোলা-মেন থাকিবার পর কথা কহ ৷ ২ ৷ কথা কহিতে আরম্ভ করা। মুখ গোজ করা–গোজের মত ওষ্ঠস্বয় লম্বিত করিয়া ক্রোধ বা অভিমানভরে থাকা। মুখচন্দ্র-চাদমুখ স্বশর মুখ। মুখ চলা—মুখের কাজ চলা গালগালি আরস্ত হওয়া । ২ । ভোজন হইতে থাকা। মুখ চাওয়া-মুখাপেক্ষ করা। মুথ চাপিয়া হাসা-মুকিয়া হাসা : হাসির শব্দ না হয় এমনভাবে মুখ টিপিয়া হাস। মুখ চাহিয়া বসিয়া থাকা অষ্ঠের জন্য প্রতীক্ষা করিয়া থাকা। মুখ চুণ করা–লজ্জার মুখ পাংশু বর্ণ ধারণ করা। মুখ চুলকান (নো)-মুখ কুট
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১২৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।