যোগ নক্ষত্রের যোগ । পাপযোগ—বিশে বিশেষ বারে বিশেষ বিশেষ তিথির যোগ যথা—রবি ও মঙ্গলবারে পতিপদ, ষষ্ঠ । একাদশীর যোগ । বিধযোগ-নক্ষত্রামুঠ যোগ এবং সিদ্ধিযোগ এক দিবসে মিলিত হইলে এই যোগ হয়। মৃত্যুযোগবিশেষ তিথি ও নক্ষত্র যোগে কিম্ব বিশে বার ও নক্ষত্ৰযোগে ইহার উৎপত্তি। যথা— প্রতিপদে উত্তরাষাঢ়া নক্ষত্রের যোগে রবিবা:ে অনুরাধা নক্ষত্রের যোগে। সিদ্ধিযোগ— বিশেষ বার ও তিথির মিলনে ইহার উৎপত্তি যথা—বুধবারে দ্বিতীয়া, সপ্তমী ও দ্বাদশীর মিলন । যোগ করা—ক্রি, যোগ-সাধন করা : যোগের অনুষ্ঠান করা। ২ । জোড় সম্মিলিত করা । যোগনিদ্রা—বি, স্ত্রী চিত্তের বিষয়াস্তর নিবুক্তিরূপ নিদ্র । ২ প্রলয়কালে সৰ্ব্বসংহার ইচ্ছায় বিষ্ণুর যোগ ব্যাপার। ৩। মহামায় ; দুর্গ। যোগপট —বি, সন্ন্যাসী বা যোগীদিগের বস্ত্র পরিধানে প্রকার ভেদ । ২ । গিরি, পুরী প্রভৃতি সন্ন্যাসীদিগের উপাধিবিশেষ । ৩ । ভগবানের নামাঙ্কিত রেশমী উত্তরীয় । ইহার চলিত নাম ধোগপাটা : সংস্কৃতে যোগপদক বলে । প্র—“যোগপট ছাদে বস্ত্র করিয়| বন্ধন "— চৈ, ভা। দিগম্বর বিভূতি ভূষিত কলেবর । গলে যোগপট উপবীত বিষধর ॥”—তা, ম । যোগপদক--বি. পূজাদিকালে ধারণায় উত্তরীয় : যোগপাট । মোগপাটা— { যোগপট্ট দ্রঃ ] বি, যজ্ঞসূত্র : পইতা । প্র—“নথ পাতি যেন কুন্দ তাহার উপমা ইন্দু যোগপাটা হৃদয়ে শোভিত ।”—কবিক ২ । পুজাকালে ধারণায় উত্তরীয়বিশেষ । যোগপঠ—বি, ধ্যানসন , যোগাসন । যোগবল—বি, যোগশক্তি । যোগবিৎ, যোগবিদ—যোগী : যোগমাগা : যোগজ্ঞ । যোগভঙ্গ-বি, যোগবিরতি। যোগভ্ৰষ্ট —বিণ. যোগমার্গ হইতে বিচুত ; যোগভ্রংশ। যোগমাগ—বি, যোগ সাধনার পন্থ । যোগশাস্ত্ৰ—বি, পতঞ্জলদি মুনি প্রণীত যোগ-বিষয়ক শাস্ত্র । যোগসাধনা—বি, যোগাভ্যাস । যোগসার—বি, সৰ্ব্বরোগপহারক উপায়। যোগসিদ্ধি—বি, যোগেৰ ফললাভ। বিণ. যোগসিদ্ধ। যোগ্যোগে—ক্রি-বিণ. টেনেবুনে ; কষ্টে স্বন্থে : কায়ক্লেশে । ২ । কোন প্রকারে : যেমন তেমন করিয়া । ৩। কোন সুযোগে । ৪ । যাগ ; যজ্ঞ : তপস্তাদি । প্র—“কুল কুণ্ডলিনী যদি জাগে । যার না জাগে কি করিবে তার তপ জপ যোগে যাগে।”—গান। ՏՀՆՏ যোগক্ষেম (জোগকৃখে ) [ যোগ ( অলব্ধ ফুল ফলাদি সাধন ) ক্ষেম ( লব্ধ শরীরাদি রক্ষা ) দ্বন্দ্ব ] বি, প্লী, অলব্ধ বস্তুর লাভ এবং লব্ধ বস্তুর রক্ষণ ৷ ২ ৷ বাণিজ্য বস্তুব ওtটক ও খরিদ বিবেচনা করিয়া উপযুক্ত মুল্য নিৰ্দ্ধারণ ॥ ৩ । মঙ্গল । ৪ । উত্তরাধিকারীর অবিভাজ্য ধন ৷ ৫ ৷ লভ্য। যোগজ ( জেl ) { যোগ—জ ( জাত ) ] বিণ, যোগোদ্ভব । ২ । [ স্বায় মতে ] বি, প্রত্যক্ষ সাধন ৷৷ ৩ ৷ অগুর | যোগদান (জোগৃদান) যোগ (ছল) দ্বারা দান] বি, ক্লী, ছলের দ্বারা দান ৷ ২ ৷ সাহচৰ্য্য । যোগধারী (জোগৃধারী) বি, ধ্যানমগ্ন ; যিনি সকল সময়ে যোগাবলম্বনে থাকেন : শিব । প্র—“শঙ্করায় নমোনমঃ গিরিসুত প্রিয়তম বৃষভ বাহন যোগধারী ॥”—অ, ম । যোগবশিষ্ঠ (জোগ বশিষ্ঠ) ৰি, বশিষ্ঠ দেব কর্তৃক রামচন্দ্রের প্রতি উপদেশবিষয়ক গ্রন্থ । যোগবাহ (জোগ বাহ ) [ যোগ-বই, ( বহন করা ) + অ ( করণে—ঘএ, ) ] বি, পুং, অমুম্বার, বিসর্গ,জিহ্বামূলীয় ও উপাখানীয় এই কয়ট বর্ণের ৭ংবিধানের প্রতি থয়ত্ব এবং স্বরসন্ধির প্রতি ব্যঞ্জনত্ব এই উভয়ত্ব পাকায় ইহাদের নাম যোগবাহ । যোগবাহা ( জেগে বাজ ঋ ) [ যোগ (ধাতুর সংযোগ ) বাস ( বহনীয় ) ] বি, স্ত্রী, পারদ । २ ! *ाँझ । যোগমায় (জোগমায়া ) বি, স্ত্রী, মহামায় : ६र्शी : दि१I>०४ cपदी दिकादामिनी । যোগরূঢ় (জোগ ) বিণ. যৌগিক এবং ক৮ শব্দের লক্ষণাত্রাপ্ত । যোগাকৰ্মণ ( জোগাকর্ষন) [ যোগ দ্বারা আকৰ্ষণ | বি, যে গুণ দ্বাব| পরমাণু সকল পরস্পর সংযুক্ত থাকে ; পরমাণুসমূহের পরস্পব সংকষণ । যোগাচার ( জোগাচাৰ্ব ) { যোগ + আচাব ] বি, পুং, যোগানুষ্ঠান । যোগাড় ( জোগাড়, ) যোগশদজী বি, কষ্মের উদূযোগ : কাৰ্য্য নিৰ্ব্বাহের উপায় । ২ । ংগ্রহ : আহরণ ; সন্ধান দ্বার প্রাপ্তি । যোগাড় করা—আম্বেষণ বা সন্ধানাদি দ্বার| সংগ্রহ : আহরণ করা : চেষ্টাদ্বারা প্রাপ্ত হওয়া । যোগাড় দেওয়া—কাহার কৰ্ম্মের সহায়তা করা : প্রধান কৰ্ম্মকৰ্ত্তার প্রয়োজনীয় দ্রব্য সামগ্ৰী বহিয় তাহার হাতের কাছে দেওয়া : সরবরাহ করা ; যোগfন । যোগtড় যন্ত্র—বি, উদেষ্ঠ সাধনোপযোগী উপকরণ বিবিধ কৌশলে বা উপায়ে সংগ্ৰহকরণ ব। আহরণ। বিণ. যোগাড়িয়া,যোগাড়ে —সংগ্রাহক : আহরণকারী । ২ । সহকারী । যোগী যোগান ( জোগান) { হি—জুগান। সং— যোগ+ আন ( কৰ্ম্মার্থে ) ] বি, সরবরাহ : অভাবপূর্ণ। প্র—“পশরা করিয়া শিরে নগরে নগরে ফিরে শিশুগণ করয়ে যোগান ৷”— কৰিক। "হাবসী ইমাম বক্স ২াবণী প্রধান । হাতী ঘোড়া ডট আদি তাহার যোগান৷”— অ, ম । ২। ভবন । ৩। নবীভূত হওন । ৪ । ( জোগানো ) ক্রি, সরবরাহ করা ; প্রয়োজনীয় বস্তুর অভাব মোচন করা। প্র-—“তদবধি যখন যাহা আমার প্রয়োজন হতেছে তাহ মাগো আমার যোগাতেছদয়াময়ি তুমি নিজ দয়াগুণে” —গান। ৫ । শেষ হইতে না দেওয়া । ৬ । ক্রমাগত উৎপন্ন হওয়া । যোগীরূঢ় (জে ) [ যোগ+ আকঢ় ] বিণ. যোগোপবিষ্ট । ধোগাসন ( যোগাশন ) { যোগের শাসন— ৬৩২] বি, ক্লী, যোগসাধনার্থ উপবেশনবিশেষ । প্র-"এত বলি বসুন্ধর যোগাসনে করি ভর জীয়া সহ শরীর ত্যজিল ।”—আ, ম । যোগিনী (জে ) { যোগী দ্র: ) বি, স্ত্রী, দুর্গাৰ সর্থী—চৌষটি সংখ্যক দেবী । ২ । তপস্বিনী। ৩। তিপিবিশেষ। সেগিনীচক্র--যোগিণীর অবস্থান নির্দেশক জ্যোতিধিক চঞ্চ ( প্রতিপদ ও নবমীতে পূৰ্ব্বদিকে, তৃতীয় ও একাদশীতে অগ্নিকোণে, পঞ্চমী ও ত্রয়োদশীতে দক্ষিণে, চতুর্থী ও দ্বাদশতে নৈঋতকোণে, ষষ্ঠ ও চতুর্দশীতে পশ্চিমে, সপ্তমী ও পূর্ণিমাতে বায়ু কোণে, দ্বিতীয় ও দশমীতে উত্তরে, অষ্টমী ও অমাবস্যাতে ঈশানে যোগিনী বাস কবেন। যোগিণীর নয় দণ্ড অবঙ্গ বসনীয় দক্ষিণ ও সম্মুখস্থ যোগিনীতে যাত্রা করিলে বধ বন্ধনাদি হয়। বামে ও পৃষ্ঠে স্থিত যোগিনী সৰ্ব্বার্থসিদ্ধি জনক ) | যোগিবেশ, যোগীবেশ (জোগিবেণ, বি, সন্ন্যাসীর বেশ । প্র--"কেন যোগিবেশে লম এ বিজন কাননে ;”—গিরিশ । যোগী (জোগী) [", (যোগ করা ) +ইন (কর্তৃ) =যোগিন ১ম, ১ব ] বি, পুং, তপস্বী : যোগমাগী ৷ ২ ৷ ব্ৰহ্মদ্ধে ; ব্রহ্মধি । ৩ । મHitનૌ; wહો ! 8 . કાંકિરિtનય : પૂર્ષો যোগিয়া ( জে' ) { যোগ+ইয়| বিণ. যোগিজন সুলভ । ২। রাগিণীবিশেষ । ধোগিয়া গন্ধ—যোগিজন সুলভ তীব্ৰ গাত্র গন্ধ ; বাঝাল গন্ধ । প্র—“গায়েব যোগিয়া গন্ধে যম দিল ভঙ্গ ।”--শিবায়ন । যোগীশ, যোগীশ্বর ( জোগিশ, জোগীশ, ન૬) [ઇમાગિન = માર્ગ +જંબ– ૧, ૭ડ ] বি, পুং, যোগীন্দ্র , মহাযোগী : মহাদেব। ২ । যাজ্ঞবধ্য। স্ত্রী, যোগীশ্বরী।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১২৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।