পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লঙ্ঘ লঙ্ঘন (লঘোন) [ লন, (উপাস করা )+ অন ( ভাৰে-অনটু ) ] বি. ক্লী, উপবাস । ২ । [লন, ধাতু গমনে ] অতিবাহন। ৩। লম্ফন : ডিঙ্গন । ৪ । অশ্বগতিৰিশেষ । ৫ । অতিক্রম। ৬। দংশন । সং–লজ, ধাতুজ। উ-পু—লঙ্ঘি । ম-পু—লঙ্ঘ। প্র-পু—লভেষ । অল-ক্রি— লজিতে ; লজিায় ; লজি ( পদে ) । ণিজন্ত—লজান ( নো ) ] ক্রি, লঙ্ঘণ করা : লাফাইয় যাওয়া ; ডিঙ্গান। প্র— “তবে বীরবর বায়ে করি ভর ফলঙ্গে লঙ্ঘিল তায় ।”—ঘনরাম ৷ ২ ৷ অতিক্রম করা । গ্ৰ—“হেলায় লডোচ শত যোজন সাগর ।".– ঘনরাম । ৩ । উপবাস করা । ৪ । দংশন করা । প্র—“কেহ বলে বালকের পুনঃ জন্ম হৈল । কেহ বলে জাতি সৰ্প তেঁই না লজিল ।" —চৈতষ্ঠ ভাগবত । লঙ্ঘন (লংধানে) [ লঙ্ঘ (দ্রঃ) শব্দের ণিজন্তরূপ কিন্তু উভয়ার্থে ব্যবহার আছে । উ-পু— ম-পু—লঙ্ঘীও । প্র-পু—লজায়। অসক্রি—লজঘাইতে : লড়াইয়। ] ক্রি, উপবাস করা ও করান । ২ । লখ দেত্তয় ও দেওয়ান ; ডিঙ্গন ; ডিঙ্গাইতে বাধ্য করা । প্র—“পঙ্কে বদ্ধ কর করী পদুকে লঙ্ঘাও গিরি কারে দেও মা ইন্দত্ব পদ, কাবে কর আধোগামী ॥”—দেওয়ান রামদুলাল । ৩। দংশন করা ; দংশান । ৪ । অতিক্রম করা : অতিক্রম করান । লচপচ [ লচ ( সং–লস লাস্তভাবে অথবা হি–লচ, লচক্‌ নমনীয়তার্থে ) পচ, (বিনাশোখুগ্ৰীভাবে) পতনের বা ঝু কার ভাব] বি, যৌবনরসভারনত কোমলাঙ্গের ভাঙ্গিয় পড়িবার ভাব : দোদুল গমণভঙ্গী। বিণ, লচপচে-তুল—হি–লচক্‌দার (লগবগে) । ‘লছমী, লছিমী (লোছ.মি) (সং–লগীহইতে ছি। ব্রজ—লছিমী ] বি, স্ত্রী, লগী। প্র— “লছিমী চাহিতে দারিদ্র্য বেঢ়ল মাণিক হারাণু পেয়ে ।”—চণ্ডীদাস । লছিমা (লোছিমা ) { সং-লক্ষ্মী হইতে ব্ৰজ বুলিতে ] বি, স্ত্রী, কবি বিদ্যাপতির পৃষ্ঠপোষক রাজা শিবসিংহের পত্নী। প্র-রাজ শিবসিংহ লছিমা দেবী ভনয়ে বিদ্যাপতি মনই সঙ্গ বিশঙ্কা—বি, প। “রায় শিবসিংহ রূপনারায়ণ । লছিমা দেবী পরমাণ ।”—বি, প। লজঞ্জস, রজঞ্চুস (শ, ) (ইং—ivenges] বি, বিবিধবর্ণেরঞ্জিত বিভিন্ন আকারের চিনির লজ্জমান (ন) [ লজ, ( লজ্জিত হওয়া ) + আন ( কৰ্ত্ত—আনণ, ) ] বিণ, লজ্জাশীল ; লাজুক। স্ত্রী, লজ্জমান। రిe(t ठाञ्ज] [ जर-लन्छ ( शब्छ। कब्र )+अ७, ( ভাবে) । মেয়েলি—নজ ] ধি, স্ত্রী, ইদয়ের যে কোমল বৃত্তি অস্তের সমক্ষে ৰ জ্ঞাতসারে কোন কৰ্ম্ম করিতে সঙ্কোচ আনিয়ন করে ; পরপরিজ্ঞান ভয় : ক্রীড়া ; সরম ; সন্ত্রম ; হায়া । ক্রি, লজ্জা করা, লজ্জান [ নামধাতু —গ্রা—ছি-লাজান । ত্ৰজ—লজাই, লজীয় হ্যাপি ] [ দ্র:—কাহার কাছে মনের কথা ৰলিতে ৰ৷ কিছু করিতে ঔচিত্যানেীচিত্য বোধে যে বাধা ৩াহাই কুষ্ঠা হৃদয় বলিতে চাহে কিন্তু মুখ ফুটিয়া বলিতে না পার লজ্জা । কোন কাজ করায় ইতস্তত: করণ এবং কথা বলায় জড়ীভাব তাহা সঙ্কোচ । লজ্জার সহিত ৰিনয় এবং জড়ীভাবের যে মিশ্রণ তাহার নাম ত্রীড়া ]। লজ্জাকর,—জনক —বিণ যাহাতে লজ্জা জন্মে : ক্রীড়াজনক । লজ্জাবোধ-সঙ্কোচঞ্জান : কুঠাবোধ । লজ্জা দেওয়া—নিন্দ বা ভৎসনা দ্বারা অপ্রস্তুত করা। লজ্জা পাওয়|-পরপরিজ্ঞান-ভয় পাওয়া । লজ্জার কথা— লঞ্জিত হুইবার বা লজ্জ পাইবার মত বিষয় : নিন্দার কথা। লজ্জার মাথা খাওয়া --নিৰ্লজ্জ হওয়া : বেসরম হওয়া । লজ্জা রহিত,— বিহীন, —শূন্য, --চীননির্লজ্জ ; বেহায় । লঙ্কাবান লঙ্গ +বং (অস্ত্যৰ্থে) ১ম, ১ব । বিণ, পুং, লজ্জাশীল : লাজুক। স্ত্রী, লজ্জাবর্তী—লজ্জাশীল । ২। লতাবিশেম (যে লতা স্পর্শ করিলে তাহার পাতাগুলি গুচাইয়া যায় )। প্র—“ছু ইওন ছু ইওন উটি লজ্জাবতী লতা”—হেম | লজ্জালু লঙ্ক আপু (প্রত্যয় ) ] বিশ লাজুক। ২। লজ্জাবতী লতা । লজ্জালুলতা—লজ্জাবতী লতা । লজ্জাশীল (শিল) { লক্ষা–ণীল (স্বভাব ) যাহার, বহু ] বিণ, লাজুক । স্ত্রী, লজঞ্জাশীলা--ত্রীড়া-সঙ্কুচিত। ২। সাধ্বী । বি, লজ্জাশীলতা-লাজুকতা । ২ । সতীত্ব। লজ্জাশীলতার হানি করা—বেআবর করা ; সন্ত্রম নষ্ট করা ৷ ২ ৷ সতীত্ব নাশ করা । লটকন (টু, নো ) { হি–লটুকান ] ক্রি, ঝুলান লম্বিত করা ; টাঙ্গান। বি, লটকন—ঝুলন। লটুকান t মেয়েলি-নটুকান ] কি বিদেশী গাছবিশেষ, ইহার ফল রক্তবর্ণ, বহুবীজ ও কঁকরোল আকৃতি হয়, ফল পাকিলে ফাটিয়৷ যায়। ইহার বীজ জলে গুলিলে যে লাল রঙ্গ হয় তাহাতে লোকে বস্থাদি রঞ্জিত করে । লড়ী লট্‌খটু, লট্‌খটী নটখট ড্রঃ Jৰি, ঝঞ্ঝাট ; ৰিম্বু ; উৎপাত । লটপট, লটাপট ( ) {লটু=লড় ( বিলাসে) পৰ্টু ( গমনে, ৰেষ্টনে) বিলাসযুক্ত গমনের ভাব : শিথিলভাবে বেষ্টিত বা লগ্ন হওয়ার ভাব । হি—লেীঢপেীট ] বি, লুণ্ঠন : লুঢ়াইয় পড়ন। প্র—"লটাপট জটাজুট সঞ্জাট্ট গঙ্গা "–ম, ম ৷ ২ ৷ ৰিণ, শিথিলভাবে যাহা ঝুলিয়া আন্দোলিত বা পুষ্ঠিত হইয়াছে ; দোদুল্যমান। প্র—"লটপটতার বেশ”—চণ্ডীদাস । ৩ । লম্পট ; বি, লটপটি, লটাপটি। কি, লটপটনি ( নো ) । lew el. লট সং ] বি, স্ত্রী, চূর্ণকস্থল। ২ । কুসুমফুল। ৩ । নাটাকবগ্ন । ৪ । গ্রাম্য চটক পক্ষী । ৭ । কানুকী । পুং, লট—লম্পট : lowl. লটুয়া [ লড (বিলাসে ) লট -উয় ] বিণ. লম্পট : কামুক । লড় (ড়, ) { লড় (স্পশানে--কম্পনে) রড় দ্রঃ । প্রা-বাং ] ধি, দেীড । প্র—“এতবলি লড দেই ধলে সৰ্ব্বগণে”—৮ৈ-ভা । "লড় দিয| চলে গেল ভাই দুইজন”—রাম (দ্বিজ লগাণ) । ২ । স্পন্ন ; কম্পন : আন্দোলন : নডন। কি লণ্ড । লড়চড়--[ নড9ড দ্রঃ ৷ বি. ব্যতিক্রম ; গেলাপ ; গুপী । লড়লড়— নড়নড় দ: | লড়কান (লড়,কানো ) { হি–লড়কান ] ক্রি, লোভান : লো ভ দেখান । ২ । মাছের আহার দেওয়া । লড়ন (ন) {লড দ্রঃ বি, স্পন্ন : আন্দোলন। ২ । [ লড়, উৎক্ষিপ্তভাবে ] যুদ্ধকরণ । ৩। সমবয়স্ক দুইজনের মধ্যে শক্তি পরীক্ষা ; কুস্তি থেলা । লড়ন চড়ন—চলন ধিরন গতি । ২ । আন্দোলন : স্পন্দন । লড়বড় (ড় ) { নডৰড় দ্রঃ । লর্ড (বিলাসে, কম্পনে ) বা ( বেষ্টনে, সঞ্চালনে ) ] বি. শিথিলভাবে বেষ্টন করিয়া নড়িবার ভাব ৷ ২ ৷ লোল বা শিথিলভাবে আন্দোলিত হওয়ার ভাৰ। বিণ, লড়বড়িয়া, লড় বড়ে। ক্রি, লড় বড়ান (নো) লড়বড় করা । প্র—“মস্তকে আঙ্গুল ফিরে জিপ লড়বডি"— কাশীমঠা-আদি । ৩ । [ শব্দাত্মক ] দেীদুল্যমান বস্তুর দোলন শব্দ। লড়রবড়র— ক্রমাগত লড়বড় করিতে থাকার ভাব । লড়া, লঢ় লে (উৎক্ষেপণে) ধাতুজ। উ-পু—লড়ি। ম-পু-লড় ; লড়ন লড়, । প্র-পু—লড়ে ; লড়েন । অসক্রি—লড়িতে : লডিয়া, লড়ি, লড়ে । পিজন্ত—লড়ান। হি— লঢ় না। প্রাবাং লগ ] ক্রি, যুদ্ধ করা ; রণ করা। প্র—“কালকেতু বড় লড়ে”—কবিক ।