লাগা 0 । একটা উদ্দেষ্ঠ লইয়া অবিরত তাঁহার সাধনে প্রবৃত্ত হওয়া ; মত্ত হওয়া ; মাতা জুটে যাওয়া। প্র—এখন তিনি মকদ্দমাতেই লেগেছেন | ৬ | আরম্ভ করা । প্র—সে তথন ভাবিতে লাগিল ৷ ৭ ৷ অধিকারে আসা ; আয়ত্ত বা প্রাপ্ত হওয়া । প্র—কাজটার জন্ত সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু লাগিল না । ৮ । বোধ হওয়া ; অনুভূত হওয়া । প্র—গান শুনিয়াছ,—কেমন লাগিল ? শীত লাগিলে জাম গায়ে দিও ; ক্ষুধা লাগ । (২) রসবোধ বা স্বাদ বোধ হওয়া। ৯। বেদনা বা ক্লেশ উৎপাদন করা ; ব্যথা দেওয়া । প্র—“ম ৰ'লে তো ডাকব না আর লাগে কি না দেখব তোমার"—গি, ঘোষ। ফোড়া কাটিবার সময় তাহার খুব লাগিয়াছিল। ১• । খুঁটিনাটি করা ; কলহ করা । প্র—সে অতি নিরীহ তাহার সঙ্গে লাগা কেন ? ১১ ৷ বিবাদ বাধা । প্র—”এই লাগে ত এই লাগে ; দুই পক্ষে তখন খুব লাগিয়া গেল। ১২। নিবিষ্ট হওয়া । প্ৰ—যাহাতে উন্নতি ও আনন্দ নাই এমন কৰ্ম্মে মণ লাগে না । ১৩ । অঙ্গ স্পশ করা । প্র— কোন দেমাগী অহঙ্কার গরব ক’রে যায় । দেথিস্ যেন চলে যেতে জল লাগে ন গায় ।” —ঈ, গুপ্ত। “মেখে ফুলের রেণু মলয় লাগে গায় ।”—গি, ঘোষ । ১৪ । থামা ; সংলগ্ন হওয়া। প্র-নৌকা ঘাটে লাগিয়াছে ; জাহাজ । বণারে লাগিল ; ডাকগাড়ী সকল ষ্টেশনে লাগে না । ১৫ । শিকড় দিয়া মাটি ধরা। প্র— সেদিনের বৃষ্টিতে বেগুন চারাগুলি সব লাগিমাছে । ১৬ ৷ ঘট । প্র—গ্রহণ লাগিয়াছে । ১৭। বাধা পাওয়া : ধাক্কা বা ঠোকর পাওয়া । প্র-কাপড়টা খোচা লাগিয়া ছিড়িয়া গেল ; | জাংজিথান চড়ায় লাগিল । ১৮ । একে অষ্ঠা বস্তু বলিয়। ভ্রম হওয়৷ ৷ প্ৰ—“সোণার কাটারি | কুচযুগুগিরি, কনকমগ্রি লাগে ।”—চণ্ডী । । ১৯ । (ঠেক, স্পশ করার ভাব হইতে] মুনজরে পড়া ; পসর্ণ হওয়া : সুখকর হওয়া । প্র-- "নয়নে লেগেছে ভাল”—রাম বসু । ২ • । ন্ধি হওয়া। প্র-গোলাপ বা কেয়া ফুল তুলতে হাতে কাঢ়া লাগে ; মাছ থাইতে তাহার গলায় কঁtoা লাগিয়াছে । ২১ । জমা ; জমাট বাধা । প্র—ফাকা জায়গায় গান লাগে না । २२ । श्रांसूचक ब| ●थएग्नांछन श्Gग्न : कॉtSी অtস । প্র--ফল গছানর ব্রত৩ে কি কি ফল লাগে? পুস্তকগুলি ক্রয় করিতে যাহা লাগে দিৰ । ২৩ ৷ ফলদায়ক হওয়া ; অশান । , ধাহার পোষ পাই তাছাকে অভিশাপ লাগে না । ২৪ । বিশেষ অনুভূতি জন্মান [ ধর ঐ:]। প্র—ওল লাগা : শুপারি লাগা : বিছুটা । লাগা । ২৫ । ( প্রহার বা শাসন উদ্দেশ্যে ) অঙ্গে পতিত হওয়া। প্র-বেত যখন লাগবে >○〉o তখন টের পাবে। ২৬ । [ হি–লগমা= সম্বন্ধিত হওয়া । প্রাদে ] জ্ঞাতিত্বে সম্পর্কিত হওয়া । ২৭ অতিবাহিত হওয়া ; ব্যয় হওয়া । প্র—তথায় যাইতে পাচ দিন লাগে । ২৮। নিকটবৰ্ত্তী হওয়া ; ঘনাইয়া আসা ; প্র—দিন লাগ । অfগুন লাগা—আগুন ধরা । ২ । তুমুল ঝগড়া বাধা । ৩। অন্তরে অন্তরে ক্রোধাগ্নি প্রজ্বলিত হওয়া। উঠে পড়ে লাগা—অনন্তকৰ্ম্ম হইয়া নিয়ত প্রবৃত্ত বা রত থাকা ; সমুহ উদ্যোগ ও অধ্যবসায়ের সহিত কোন কৰ্ম্মে প্রবৃত্ত হওয়া । এড়ে লাগা—কোলের শিশু মায়ের গর্ভাবস্থায় স্তন্য পান করিয়া অঞ্জীর্ণাদি রোগগ্ৰস্ত হয় এবং ক্রমেই শীর্ণ ও দুর্বল হইয় পড়ে— তাহার আকৃতির বৈলক্ষণ্য ঘটে। ইহাকে এড়ে লাগা বলে । গলায় লাগা—কোন কিছু গলাধঃকরণকালে সেই বস্তু কণ্ঠনালীতে বদ্ধ হইয় যে ক্লেশ উৎপাদন করে তাঁহাকে গলায় লাগা বলে । গায়ে লাগা—আঘাত লাগা : ঠেশ লাগ ইঙ্গিতে দোষারোপ হইতেছে মনে 3 || কেন গায়ে লাগে । ৩ । গাত্রে বেদন বোধ হওয়া ; দেহ আড়ষ্ট হওয়া । গায়ে মাংস লাগা—দেহের মাংস ভাগ বৃদ্ধি হওয়া ; দেহ স্থূল হওয়া ; | মোটা হওয়া । ঘুর লাগ—যে অবস্থায় মাথা ও সৰ্ব্বশরীর ঘুরিতেছে বলিয়া মনে হয় : সৰ্ব্বাঙ্গ ঝিম ঝিম করে, পী ঢলিয়৷ পড়ে, সেইরূপ অবস্থ হওয়া ( নেশায় ঘুর লাগে বা সাগর দোলা প্রভৃতিতে ঘুরিলে যুর লাগে, কাহারও রেল গাড়ীতে বা জাহাজে ভ্রমণ করিলে যুর লাগে) : গা ঘোরা । ঘুম লাগ৷ প্র—সে উহাকে বলিতেছে, তোমার ২ । গাত্র স্পর্শ করা । —ঘুম পাওয়া : তন্ত্রা আসা : শরীরের যে অবস্থায় ঘুমাইতে ইচ্ছা হয়, দেহ ঢুলিয়া পড়ে চক্ষু বুজিয়া আসে সেই অবস্থা প্রাপ্ত হওয়া । চমক লাগা—বিস্ময়ের উদ্রেক হওয়া : হঠাৎ কোন অভাবনীয় দৃষ্ঠ বা ঘটনায় চমকিত বা আশ্চম্যাম্বিত হওয়া। চুণ কালি লাগ (মুখে)– অপদস্থ হওয়ার লক্ষণ ] অপমানিত, লঞ্জিত বা অপ্রতিভ হওয়া । চোখ লাগ । --শ্লেষ্মাবশত: বা চমু উঠা প্রভৃতি হেতু চোখের পাতা নেত্রমলে জুড়িয়া বন্ধ হওয়া । ২। নজর লাগ । জোড়া লাগা— ভগ্নাংশগুলি একত্র সম্বন্ধ হওয়া । ২ ! জীব জন্তুর মধ্যে স্ত্রী পুরুষে সঙ্গত হওয়া ; pairing. ৩। মনান্তর বা প্রণয় ভঙ্গের পর মিলন হওয়া । প্র—ভাঙ্গ মন জোড়া লাগে না । তাক লাগা—চমক লাগা : অবাক করা ; বিস্ময় বশে কোন অভাবনীয় অদ্ভুত বিষয় বা ঘটনার লাগা প্রতি বিস্ফারিত নেত্ৰে চাহিয়া থাক। তাল। লাগা— তাল লাগাইলে দ্বার বন্ধ হওয়ার ভাব হইতে ] শ্রতিপথ রুদ্ধ হওয়া ; বধির হওয়া । দিন লাগা—লগ্ন উপস্থিত হওয়া । ২ । মৃত্যু লগ্ন ঘনাইয়া আসা। প্র—"বৃকোদর বলে বেটার বড় না দেখি ত্বর। অপচ করে এমন কথা দিন লেগেছে পারা ।”—শিবায়ন । দাগ লাগা—দোষ বা কলঙ্ক স্পর্শ করা । দাতি লাগা-মুচ্ছবি বিকারাদিহেতু উপর পাটীর সহিত নীচের পাটার দাত দৃঢ় বন্ধ হইয় চুয়ালের খিল জাটকাইয়া যাওয়া । দীতে দাঁতে লাগা—অত্যন্ত শীত অনুভব করায় সৰ্ব্বাঙ্গ কঁাপিতে থাকা ও তৎসঙ্গে দাতে র্দাতে ঘন ঘন স্পৰ্শজনিত অব্যক্ত ধ্বনি হওয়া । নজর লাগা—ডাইনের মন্ত্রপূত দৃষ্টি (কুদৃষ্টি) প্রাপ্ত হওয়া ৷ ২ ৷ হিংসা দৃষ্টি পতিত হওয়া । ৩। লুব্ধ দৃষ্টি পড়া ; অন্তর্ভেদী খরদৃষ্টি পড়া। নোনা লাগা—এ ড়ে লাগার মত শিশুদিগের বা গৃহপালিত পশুপক্ষীর দেহ যে রোগবশতঃ জীর্ণ শীর্ণ হইয়া যায় তাহা প্রাপ্ত হওয়া । পাক লাগা, প্যাচ লাগা—কোন বিষয় পরবর্তী কোন কারণে বাধা প্রাপ্ত হওয়া ; জটিল ও কষ্টসাধ্য হওয়া। পিছু বা পেছু লাগা—ক্রমাগত দোষ ধরা ; বিপক্ষতচরণ করা ; প্রতিকুল হওয়া : নিন্দ বা বিদ্ধপ করিতে থাকা : অপদস্থ করিতে চেষ্টা করা । প্র— "তা না—যাই কিছু আগেকার মত না হল, তথনি লোক তার পিছু লাগলে । এই মেঘনাদ বধ কাব্য যা তোদের বাঙ্গালী ভাষার মুকুটমণি তাকে অপদস্থ করতে কিনা ছুচোবধ কাব্য লেখা হোল –9রামকৃষ্ণ পরমহংস। বিষম লাগা—গলাধঃকৃত দ্রব্যের ক্ষুদ্রাংশ শ্বাসনালীর মধ্যে প্রবেশ করিয়া কাণ আদি বিশেষ শারীর ক্রিয় উৎপাদন করা। ভাঙ্গা কঁাচ জোড়া লাগা—মনান্তর বা প্রণয়ভঙ্গের পর মিলন হওয়া । ভাব লাগা—ভাপ বা তাপ বোধ হওয়া । ২ । রসাবেশ হওয়া । ভেন্ধী লাগা—কোথা হইতে কি হইল, এরূপ কাৰ্য্য কারণের সম্বন্ধ নির্ণয়ে অক্ষম হইয়া হতবুদ্ধি হওয়া : যাদু ক্রিয়ায় মুগ্ধ হওয়া ; নজরবন্দী হওয়া । মন লাগা—প্রবৃত্তি হওয়া । মনে লাগা—পসন হওয়া ; মণের মত হওয়া মুখ লাগা—সৰ্ব্বদা সম্মুখে থাকিয়া মুখা মুখী বাক্যালাপ দ্বারা প্রিয়পাত্র হওয়া ; আঙ্কার বা সাহস পাওয়া ৷ ২ ৷ ওল প্রভৃতি খাইবার সময় মুখ ও গলা কুটুকুটু করা । লাগিয়া থাকা—না ছাড়া। লগলাগি —~পরস্পরে নিন্দ পরম্পরের কাণে তোলা । হাত লগা—অধিকৃত হওয়া ; আয়ত্ত হওয়া । (ণিজন্ত) লাগান। বি. লাগন ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।