লাঙ্গ লাঙ্গল পদ্ধতি—লাঙ্গলের পদ্ধতি ৰ৷ রেখা : সীতা রেখা । লাঙ্গলিক ( ) { লাঙ্গল +ইক ] বি, পুং, হলধর : কৃষক : চাৰ ৷ ২ ৷ বিণ. লাঙ্গল সম্বন্ধীয়। লাঙ্গলিয়া, লাঙ্গল । লাঙ্গল+ইআ—আ ( ব্যবসায়ার্থে, ব্যবহারার্থে ) ] বি, হলধর ; কৃষক ; চাষ । ২ । অভব্য : অমার্জিত । তুল-ধাঙ্গড়, ধাঙ্গড়া । লঙ্গলি । লাঙ্গল+ই ( ক্ষুদ্রার্থে ) ] বি, ছোট লাঙ্গল ; হ্রস্ব-ঈষ লাঙ্গল ৷ ২ ৷ [ লাঙ্গলী দ্রঃ] ঈশলাঙ্গল নামক বৃক্ষমূল : উপবিষবিশেষ: gloriosa superba. লাঙ্গলী (লাঙ্গল ( হল )+ইন ( অস্ত্যর্থে)= লাঙ্গলিন ১ম, ১ৰ ] বি, পুং, হুলী : কৃষক। ২ । হলঘস্থধারী : সীরপাণি ; বলরাম ৷ ৩ ৷ উপবিষ জাতীয় বৃক্ষমূলবিশেস : বিষলাঙ্গুল : ঈশ লাঙ্গল : 8 : লাঙ্গলাকার পুপদ জলশাকবিশেষ । লাঙ্গুল, লাঙ্গল (ল) লিন (আসক্ত হওয়) +উল—উল (কর্তৃ) ] বি, প্লী, পুচ্ছ : লেজ। লাঙ্গলিক বৈদ্যকে । বি, স্ত্রী, পৃগ্নিপর্ণ । লাঙ্গুলী (লাঙ্গুল (লেজ)+ইন ( অস্ত্যৰ্থে) =লাঙ্গুলিন ১ম, ১ব ] বি, পুং, লাসূলবিশিষ্ট । ২ । বানর ৷ ৩ ৷ ঋষভ নামক ঔষধ ৪ । নারিকেল ফল । লীচার ( ) { আ-লা ( নাই ) +ফু-চার (উপায় )—যাহtল কোন চার নাই । ল দ্র:] ৰিণ, নিরুপায় : সহায়ইন : উপায়বিহীন : অক্ষম । প —"সে বিলাষ্ঠীয় সংবাদ পরের নাশের জন্য যদি কেহ আমাদিগকে পীড়াপীড়ি कt१भ ४tर श्रभिः।। cां5१ श्र"---(लl4:१५ ( বঙ্কিম ) । লাজ ( s ) { লাজ ( ভজন করা ) । অ (কৰ্ম্মে gloriosa superba. --অল, সাং-তে নিত্য বহুবচনে ব্যবসত ] বি, , পুং, ভাজা ধান : থৈ ৷ প্ৰ—“মোদক আর লাঞ্জে পুঞ্জিল দেবরাজে ক্যাব গন্ধাধিবাসন।” --কবিক । ২ । শস্য । ৪ । ক্লী, বেনার মূল : উীর । লাজ পেয়া,-থইযের মণ্ড । লাজভ বক্ত—আছাক থইসিদ্ধ । লাজমণ্ড—অতুাষ্ণ জলে সিদ্ধ কবিয়া ছাকিয় লওয়া থই ; থইয়ের মণ্ড । লাজ (জ, ) { লঙ্ক শব্দজ ] বি. লাজ : লজ্জা । প্র—“কত দুঃখ লাজ দারিদ্র্য সঙ্কট আর জানাইৰ কারে "—রবি। লাজ খেয়ে, লাজের মাথা খেয়ে–নির্লজ্জ হয়ে : লঞ্জা ত্যাগ করে । প্র—“কাজ ভাল নয় কিন্তু লাজ থেয়ে কই"—শিবায়ন। লাজ না বাসা-লজা বোধ না করা। প্র—“দুর্গম চাঁপাই যেতে লাজ নাছি বাস”—ঘনবাম । ১৩১২ লাজ বন্ধন—থরে বন্ধন দ্রঃ । লাজ মুষ্ট্রি—একমুঠি খই। লাজ লজ্জা— লজ্জা সরম। প্ৰ—“হইয়াছে লাজ লজ্জা পুড়ে ছারখার”—ফুলরেণু। লাজউলী (জ, ) ( প্রা-বাং ! সং—লাজ+ উলী, হি—বালী (বিশিষ্ট ) : পুং—লাজবালা] বিণ, লজ্জাবতী । প্র—“বেষ্ঠ হইয়া লাজউলী মুখ পোড়াহ তাঁর আগুন জ্বালি”—ডাক । লাজবাব () (স্থা—লা-জবাবJৰিণ, লা দ্রঃ। লাজ! [সং ] বি, লাজ ! থৈ । প্র—“নারী দিব্য গন্ধপুষ্প লাজ বরিসন্ত ।”—মহা( শ্রীকরণ ) । লাজান ( নো ) [ গ্রা-ছি—ও ব্রজ-লজান শব্দের অনুকরণে পদ-সাহিত্যে । লাজ (লজ্জা) + আন (ক্রিয়ায়)] ক্রি, লজ্জা দেওয়া : লজ্জায় ফেলা ৷ লাজওলি—লজ্জিত হইল। লাজtয়ল-লজ্জা দিল । লাজুক ( ) { লাজ (লজ্জ ) +উক ] বি৭, লজ্জামুক্ত ; লজ্জাশীল। প্র—"লুকায়ে লাজুক মেয়ে করে দেব পূজা”—অশোক গুচ্ছ। ২ । মুখ চোরা । লাঞ্ছন (ন) {লাঞ্জ (চিহ্ন করা ) + অন (করণে অনটু ) ] বি, ক্লী. চিহ্ন। প্র—শ্ৰীবৎলাঞ্ছন। ২ । কলঙ্ক । প্র—শশলাঞ্ছন। ৩। উপাধি : *R : an appellation. s 1 &s লাঞ্ছন [ লাঞ্ছন ( কলঙ্ক ) + আ ( আরোপ করণার্থে ) ] বি, ভৎসনা ; দোষারোপ : অপমান। প্র—“গিল্প শীর্ণ জীবনের শত লক্ষ ধিকার লাঞ্ছন উৎসর্জন করি।”—রবি । লাঞ্ছনীর একশেষ—যৎপরোনাস্তি লাঞ্ছনা । লাঞ্ছিত লাঞ্জ (চিহ্ন করা )+ত ( কৰ্ম্মে— ক্ত ) ] বিণ, চিঙ্গিত । ২। ধ্বজযুক্ত। ৩। মামাঙ্কিত । ৪ । কলঙ্কিত । ৫ । ভৎসিত। অপমাণিত। স্ত্রী, লাঞ্ছিত । লাট (টু ) বি. দেশবিশেষ ; বর্তমান গুজরাট। বিণ, লাটী—লাটদেশসম্বন্ধীয়। ২। লাট দেশজ । ৩। লাটদেশপ্রচলিত। লাটীরীতি-রীতি দ্রঃ । লাট ( টু ) [ সং—লট ( নষ্ট স্বভাব, দুৰ্জ্জুন ) ] বি, পষ্ট ; দুষ্ট । ২ । [ বাং-য় রঙ্গ বা ব্যঙ্গচ্ছলে ব্যবহৃত ] ইয়ার । লাট (টু) (সং–লটু ( কখনে) ধাতুজ বি, পণ্ডিত : বিদগ্ধজন : রসজ্ঞ । ২ । বৃথা বাক্য । লাট (টু ) { গ্ৰা—নাট (ন=ল। মূলে নষ্ট হইতে ) : সং-লাট ( বস্ত্র ) জীর্ণভূষণ। তাহা হইতে জীর্ণ বস্ত্র । হি—লত্ত ( মলিন, জীর্ণবস্ত্র ) ] বি, জীর্ণবস্ত্র ৷ ২ ৷ [বাং-য়] বিণ জীর্ণ:পাট ভাঙ্গা ; বিপৰ্য্যস্ত : স্যাক্স ; মলিন। লাটী প্র-কাপড়খান ৰেশ পাট করা আছে লাট করে ফেলোনা । লাট করা—লাটবলী করা। ২। পাট ভাঙ্গ , পাট খুলিয়া বিশৃঙ্খল করা । ৩। ধরাশায়ী করা ; বিছাইয়া দেওয়া । লাট খাওয়া [ গ্রা-নাট খাওয়া ) না ফুটিয়া বসিয়া যাওয়া বা প্রকাশ না পাওয়া যেমন হাম। লাট পাট–উলটি পালটি ; লুটোপুটি । প্র—“জলের হিল্লোলে দুহে করে লাট পাট।”—শুপু। व्यि|प्ने [श्-िशा% ] ,ि उच्च : a pillar ; coluiıı. অশোক कल। पॆि-मवां অশোকের অনুশাসন স্তস্ত । জয়ৎলাট—জয়স্তম্ভ | লাট ( ) [ ইং–lord ] ৰি, প্রভু ; সর্বময় কওঁ । ২ । উচ্চপদস্থ ব্যক্তি । ২ । [ ৰিলাতের রাজন্ত বা জমীদার বংশীয় লর্ড উপাধিক রাজপুরুষ ভারতের শাসনকৰ্ত্ত হইবার প্রথা হইতে ] সৰ্ব্বপ্রধান শাসনকৰ্ত্ত ; দেশশাসক । প্র— "রাজার উপর ওযে রাজা লাট সাহেবের লাট" —গদ্য-পদ্য (বঙ্কিম)। লাট করা— অতুচ্চ পদে উন্নত করা । ছোটলাট— বড়লাটের অধীন শাসনকৰ্ত্তা। জঙ্গীলাট— সামরিক বিভাগের সর্বময় কওঁ । বড়লাট —সৰ্ব্বপ্রধান দেশশাসক । লাটবাহাদুর —সম্মানিত লাট। লাটসাহেব—লাট মহোদয় । লাট ( ) ( ইং–lot ] ৰি, গুচ্ছ ; তাড়া সমষ্টি। ২। জমীদারির অংশ ; থওভূসম্পত্তি। ৩। নিলামে বিক্ৰেয় দ্রব্যের পৃথক পৃথক্ গুচ্ছ। ৪ । চিহ্নিত মহাল । ৫ নিদ্ধারিত দিনে দেয় রাজস্ব । প্র—"লাটের দিন খাজনা হয় না আর”—ঈশ্বরগুপ্ত । লাটবন্দী—বাকী খাজনার দায়ে নিলামে বিক্রয়ের জন্ত তালিকা ভুক্ত । লাটামুপ্রাস (নুপ্তপ্রাণ, বি, লাটা রীতিসম্মত অনুপ্রাসালঙ্কার । রীতি দ্র: । ২ । তাৎপৰ্য্য ভেদাত্মক শব্দার্থের পোনরুক্তরূপ শব্দালঙ্কারবিশেষ । লাটিম, লাটীম (মৃ) সং–লট, লাট ; হি —লাটুJবি, দড়ী দিয়া জড়াইয়া পরে দড়ীর প্রান্ত ধরিয়া বেগে নিক্ষেপ করিলে ঘুরিতে থাকে যে কাঠের ছোট খেলনা ; a top, ২ । শিশুর খেলিবার লাক্ষা বা লাক্ষার বর্ণ দ্বারা রঞ্জিত লাঠী ; ছড়ী। লাটী দ্রঃ । লাটী ( সং—লাক্ষ—লা+পাটি (পাতি) হি— পঢ়ি ] বি, লাক্ষা : গালা। প্র—"চিনির বদলে দান কপূর আলতার বদলে লাটা।”— কৰিক ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।