লেস ব্রজের রাজ্য ছিল রামরাজ্যের প্রায়, নাহি ছিল দুঃখের লেণ।"—বাং-গান । লেস ( ) ইং–lace ] বি, ফিতা : কাপড়ের ৰাজামায় বসাইবার স্বতায় পাতা ফুল প্রভৃতি | তোলা পাড়, পটি বা ফিতা । লেস বসান | --জামা কাপড় প্রভূতিতে লেসের পাড় বা পটি যুড়িয়া দেওয়া । লেস বোনা—বোনার কাঠি দ্বারা কাপাস রেশমাদির স্বতায় ফাস দিয়া লেস প্রস্তুত কর । লেসা ( লেশ, ল্যাশা ) । গ্রা। লইয়া আসা সংক্ষেপে—লয়ে আসা। উ-পু-লেসি (লয়ে আসি ) । ম-পু—লেস (লয়ে এস ) প্র-পু— লেসে ( লয়ে আসে ) । অসক্রি—লেসূতে (লয়ে আসতে বা এসূতে) ; লেসে ( লয়ে এসে ) ] ক্রি, লইয়া আসা । লেহ [লিহ, (আস্বাদন করা ) + অ (ভাৰে— অল]]ৰি, পুং, জিহ্বা দ্বারা গ্রহণ ও আম্বাদন ; লেহন ; চাট । বিণ. লেহী—লেহনকারী। লেই [সং—স্নেহ হইতে প্রাকৃ, ব্রজ, সিনেহ— নেহ=লেহ ] ধি, স্নেহ ; মায় ; ভালবাসা : প্রেম ; প্রীতি। প্র—“ঐছন কামুর লেহ" —চওঁী। • হািদয়ে লাগল লেঙ্গ ।”—জ্ঞান । “রহিতে সোয়াথ নাহি নেীতুন লেছ”—বি, প। বিণ, লেহী—স্নেহকারী। লেহন (ন) [লিহ (আম্বাদন করা )+অন ( ভাবে-অনটু) ] বি, ক্লী, আস্বাদন ; রস গ্রহণ ; জিহা দিয়া চাটন। ২ । চাট । ५iveन । লেহা [ লেহ দ্রঃ । লিহ=লেহ ( রেহা, নেহ এ: ) ] বি, স্নেহ ; প্রীতি : ভালবাসা । ২ । সাধ ; বাসনা । প্র—“মনে ছিল না টুটৰ লেহু । সুজনক পিরীতি পাষাণক রেহ ॥”— বি, প। "তেজিয়া সব লেহা পিরীতি কৈমু”— চণ্ডীদাস । লেহু [ লং ( দ্র: ) উচ্চারণ বিকারে ] বি, শোণিত ; রধির ; রক্ত। প্র—"নিরাশার ওই সুর্পনখা বেশ লেখ বহে নাসিকায়।"—অশোক গুচ্ছ । লেহ (লেক ঋ ) { লিছ, (আস্বাদন করা )+য ( কৰ্ম্মে—যাণ, ) ] বিণ. যাহা লেহন করিয়া থাইতে হয় ; লেহন-যোগ্য ৷ ২ ৷ আস্থাপনীয় । লেহ ( লেঞ্চ ঋ ) (সং—ষ্ঠায্য হইতে এবং গ্রা–উচ্চারণে নেজে হইতে সাধু ভাষার অনুকরণ করিতে গিয়া ভুলক্রমে লেজ, পরে উচ্চারণ সাদৃষ্ঠে লেহ ] বিণ, স্যায্য ; উচিত। লৈঙ্গ । লিঙ্গ+অ (সম্বন্ধার্থে—অণ,) ] বিণ. লিঙ্গ সম্বন্ধীয়। ২। বি, লিঙ্গপুরাণ। লে। [সং—হল হইতে ওলো, সংক্ষেপে লো । অবজ্ঞায় লা ( দ্র: ) । মিথিলার ভাষায় এই সম্বোধন শব্দ স্ত্রী ও পুরুষ উভয়ার্থেই ব্যবহৃত হয় ] অ, সমবয়স্থ। স্ত্রীগণের প্রতি পরম্পর ృురి:Re সম্বোধন শব্দ । প্র—“—লো সহচরি, এত- | দিনে আজি ফুরাইল জীবলীলা জীবলীলাস্থলে ; আমার”—মেঘনাদ । ২। স্ত্রীলোকের প্রতি । দূর আহ্বান ও উত্তর বা সাড়া দিবার শব্দ । | প্ৰ—ওলে, হ্যালো, কিলো । ৩। [ মৈথিল । ভাষায় অনির্দিষ্টার্থক অব্যয় ] রে ; গো । প্র—"দুহু মুখ হেরইতে দুই সে আকুল রে ॥" —বি, প। "হসি হসি কী দহু বোলে, জিব ডোলে লে ।”—বি, প । লো [সং—লোত ( নেত্রায়ু) ; ছি—লোহ : ব্ৰজ-লেহি ; সংক্ষেপে লেী, লে৷ ] বি, চক্ষের জল ; অশ্র । প্র—“ঝলকে ঝলকে বহে নয়নের লো ॥”—কবিক। "মহারাজ ছল ছল লোয়ে”—ঘনরাম । লো আ] [ সং—লেীহ, লোহ-বাং-লোহা— লোআ ; গ্রা–নোআ, নোয় ] বি, cलोश् । লোই [ লুই দ্রঃ ] বি, পশুলোমজাত শীতবস্ত্র বিশেষ ; কম্বলবিশেষ । লোউ লং দ্রঃ ] বি, শোণিত। ২। [ লে৷ 3:] || লোক [সং—লুক্ ( দেখা )+অ। “লোকন্তু ভুবনে জনে”—অমর। “ভূলোকোহথ ভূবলোক: স্বলোকোহথ মহৰ্জন । তপ: সত্যঞ্চ সপ্তৈতে দেবলোকা: প্রকীৰ্ত্তিতা; ॥”—মৎস্তপুরাণ। "ভূলোক ( ভূভারত=আধ্যাবৰ্ত্ত, দক্ষিণাপথ ও পূর্বোপদ্বীপসনাথ ভারত) ভুৰলোক (অস্তরিক্ষ—তুরস্ক, পারস্ত ও আপোগ স্থান ) স্বলোক ( ত্রিনাক-তিব্বত, তাতার ও মঙ্গোলিয়া ) মহলোক, তপোলোক ও ব্ৰহ্মলোক অর্থাৎ সমস্ত সাইবিরিয়া (ত্রিদিব ) জনলোক ( বর্তমান চীন )”—মানবের আদি জন্মভূমি ] বি, পুং, জগৎ ; ভুবন, স্বর্গ, মৰ্ত্ত, পাতাল-এই তিন লোক ; ভূম, ভুব, স্ব: মহঃ, জন, তপ; ও সত্য এই সপ্তলোক । ২ । সমূহ । ৩। মনুষ্য । ৪। জন ; ব্যক্তি । প্র—“দুঃখীলোকে দয়া করে ভয়ালকে ভয় श्रब्र'-कविक ।। ० । छूठा ; यशू5ग्न । ७ ।। মজুর ; মুটে ; কুলি । প্র-“সঙ্গে লোক আছে ? না থাকে একজন ডাক ৷” ৭। বর্ণ : জাতি । প্র—তাহারা কি লোক । ৮ । জন্ম । প্র—পরলোক : মনুষ্যলোক । লোকচক্ষুঃ —স্বৰ্য্য। ২। সাধারণের দৃষ্টি। প্র—লোক চক্ষুর অন্তরালে। লোকজন-বি, একাধিক লোক ; লোকবল ৷ ২ ৷ মনুষ্য সমাগম । প্র— যেখানে লোকজন নাই এমন স্থান। লোকজিৎ—বি, পুং, বুদ্ধদেব । ২ । বিণ, ভুবনজয়ী। লোকনাথ—জগৎপতি। ২। ব্ৰহ্মা ; বিষ্ণু শিৰ । ৩ । বুদ্ধ। ৪ । নরনাথ ; পৃথিবীপতি ; রাজা। লোকপাল-শিব, কুবের, লোক ইন্দ্র, বরুণ, অগ্নি, বায়ু যম ও নৈঋত এই অষ্ট দিকৃপাল ৷ ২ ৷ মহীপাল ; রাজা। লোকপালক-প্রজাপালনকারী ; রাজা । লোকপ্রবাদ-জনশ্রুতি ; যাহা লোক সমাজে প্রচলিত। লোকপ্রসিদ্ধ—জগ ৰিখ্যাত : বিশ্ববিশ্রুত । লোকপ্রিয়—জনপ্রিয় ; সাধারণের প্রতিভাজন । লোকবন্ধু—বিশ্বমিত্র ; সৰ্ব্বসাধারণের বন্ধু ; নরহিতৈষী : philanthropist. Coifolio —স্বৰ্য্য। ২। পরহিতৈষী । লেt কবিদ্বিষ্ট —সাধারণের অপ্রিয়। লোকবিশ্রত— জগদবিখ্যাত । লোকমত—জনসাধারণের অভিমত ; লোকের কথা ; প্রজাসাধারণের উক্তি । লোকযাত্রা–সংসারযাত্রা : জীবন ব্যাপার। লোকযাত্রাবিধান— সংসারযাত্ৰ নিৰ্ব্বাহের বিধিদর্শক নীতিশাস্ত্রfor ; political economy. লোকরঞ্জন—লোকের প্রীতি সম্পাদন ; লোকের সন্তোষ সাধন । লোকলজ্জা—জনসাধারণের নিন্দার ভয় । লোকলস্কর— [ফা-লাও লস্কর ও বাং-য় লোকজন এই দুয়ের মিলনে] চাকর নফর ; অনুচরবর্গ ; লোকজন। লোকলোচন—লোকচক্ষু: ; সাধারণের দৃষ্টি। ২। স্বৰ্য্য। লোক-লেীকতা— লোকের সহিত লৌকিক ব্যবহার ; সামাজিক আদানপ্রদান । লোকহাসান—এমন কাজ করা, যাহাতে লোকে উপহাস করে : মন্দবুদ্ধি হেতু লোকের উপহাস বা বিদ্রুপ অর্জন করা । লোকে বলে—সাধারণের মত এই ৷ লোকন (ন) [ লুক্ (দেথা ) +অন ( ভাবে —অনট) ] বি, ক্লী, অবলোকন ; দর্শন । লোকবাহিত ( কৃ ) { লোক (মনুষ্য) দ্বারা বাহিত, ৩তৎ] বিণ, নরবাহিত ; যাহা মামুষে টানে বা বহন করে । লোকবাহ { লোকের বাহ (বর্হিভূত) ] বি৭, সাধারণ্যে যাহা দৃষ্ট হয় না ; লোক বর্হিভূত : স্বষ্টি ছাড়া । ২ । আচারভ্রষ্ট। ও । [ বাহ (रुझ्न cयांशj) ] (लांक षांब्र रुश्नौग्न ; नब्रवांश । লোকব্রত ( লোক্ব্রোত) [ লোকের (সৰ্ব্বসাধারণের ) ব্রত, ৬তৎ ] ৰি, নরনারীর কৰ্ত্তব্য পূজা বা ধৰ্ম্মানুষ্ঠান। প্র—“হয়ে মোর ব্রতদাস মোর পূজা পরকাশ মরত ভুবনে গিয়া কর । লোকব্রত পরকাশি পুনঃ হবে স্বৰ্গবাসী আমি সঙ্গে রব নিরস্তর ॥"--অ, ম । লোকমতা (কৃ ) [ লোকের মাতা-৬তৎ ] ति, স্ত্রী, কমলা ; ठाको । লোকস্থিতি (কৃ) [ লোকের স্থিতি (মর্যাদ) ৬তৎ] ৰি, স্ত্রী, মানৰ সমাজ ; জনসমাজ ৷ ২ ৷ মনুষ্যাবাস । ৩। জগতের স্থায়িত্ব বা রক্ষা ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।