পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সক —সঁপে। অস-ক্রি—সঁপিতে, সঁপিয়া, সঁপে (সোপে ) ] ক্রি, সমর্পণ করা ; রাখা ; স্থাপন করা ; প্রদান করা। প্র—”সপিল আপন তনু চণ্ডিকার পায়”—কবিক ৷ ২ ৷ বিসর্জন করা । প্র—“সতীত্ব রতন করিতে রক্ষণ রাজপুত সতী আজি কে কেমন সঁপিছে পরাণ অনল শিখে।”—জ্যোতিঃ ঠাকুর । ৩। আত্মদান করা। প্র—“কুমুদিনী কায় মন সপে শশধরে—ভুবনমোহন !”—ত্ৰজাঙ্গনা। সঁপে দেওয়া—সঁপা ; সমৰ্পণ করা । হাতে হাতে সাপে দেওয়া-যাহাকে অর্পণ করা হইবে তাহার হস্তে অর্পণকারী কর্তৃক স্বহস্তে সমর্পণ করা । সক ( শক্‌ ) [ আ—শৌক, শওক, ] বি, অভিরুচি ; পসন। প্র—সকের জিনিস। ২ । অভিলাষ ; ইচ্ছা : লালসা । ৩। যশ । প্র— "যে হয় সে হয় আজ সংগ্রামে একক। পরাণ হারাই কিম্বা রেগে যাই সক ॥”—ঘনরাম । ৪ । জোক সুখভোগ : বিলাস । ক্রি, সর্থকরা । সকড়ি, সকড়ি (শো, শো ) { সং—সঙ্কার] খি, উচ্ছিষ্ট। ২। ভাত [হিন্দুস্থানে রটি ] ৩। ভাতের স্পর্শ দুষ্টতা। এড়া সকড়ি— বাসী সকড়ি । সকণ্টক (শক্ষনটুকৃ ) । স (সং) হইয়াছে কণ্টক (কাটা) যাহার, ব2] বিণ, কণ্টকমুক্ত। সকর ( শকবৃ) [ করের সহিত | বিণ, করসহ : হস্তযুক্ত। ২। রাজস্ববিশিষ্ট। ৩। শুণ্ডবিশিষ্ট। সকৰ্ম্মক (শকৰ্ম্মকৃ) সে ( সহিত) কৰ্ম্ম যাহার, বং ; ব্যাকরণে ] বি, যে ক্রিয়ায় কৰ্ম্ম আছে ; active transitive. সকল (শক [সহিত কলা | বিণ, সম্পূর্ণ; সমস্ত : সমগ্র ; সমুদয় । ২ । কলা সহিত । [ বঞ্জ ] সয়ল—সকল ।.প্র—“একল রামাই পণ্ডিত সয়ল অবধান ।”—বঙ্গভাষা ও সাহিত্য । সকল ( শকল) { সং ] বিণ, সমস্ত : সব ; সমগ। [ দ্রঃ-বাং-য় বিণ শব্দ ও প্রত্যয় রূপে ব্যবহৃত । প্র-সকল লোক, লোক সকল । प्रकोभ (•ाकाग्र)।[म (नश्ठि) काम (कोभनl) যাহার, বহ ] বিণ, কামনাযুক্ত : সকাল ( শকাল্) (সং ] বি, প্রত্যুৰ ; প্রাতঃ কাল। ২। বিণ, সত্বর। প্ৰ—“পরভুর মালঞ্চএ জাগস্তি নন্দি মহাকাল। পরনাম করিঞ বুলে ফুল লহুত সকাল।”—শু-পু। সকাল সকাল—শীঘ্র শীঘ্ৰ । সকাশ (শকাশ,) [স (সহিত) কাশ (দীপ্তি, প্রকাশ) আধু গদ্যে বিরল। পদ্যে এখনও চলিত। বি, সন্নিধি : সমীপ। প্র—“দুঃখিনী ফুল্লর মোর আছে প্রতি আশে । আজ কি কহিব যায় তাহার সকাশে ॥”-কবিক । .১৩৬৩ সকুনৎ (শো) [ ] বি, বাসস্থান। সকুল্য ( শকুল ) { স (সমান ) কুল্য (বংশ) যাহার, বহ ] বি, পুং, সগোত্র ; সপিণ্ড । সকৃৎ (শ ) { সং । বার অর্থে 'এক শব্দের উত্তর স প্রত্যয় করিয়া নিপাতন-সিদ্ধ ] অ, বারেক ; একবার। প্র—“আশুতোষ উমাপতি যদি দিলা করে। ষড়ঙ্গ সাধিল সকুৎ পাংশুমুষ্টি থেয়ে”—শিবায়ন। সকৃৎ শুনিলে মাত্র ঠাকুর ধরেন”—চৈ,ভা। ২। সৰ্ব্বদা । ৩। বি, বিষ্ঠ । সকা (শ) [ ফু ] ভিস্তি । প্র—“সন্ধা হৈল বরণ পবন বাড়কশ। চত্র হ্য মশালচী মশাল ওজস ॥"—অ, ম । সক্ত (শ) { সনঙ্গ, (আসক্ত হওয়া ) +ত (কর্তৃ —ক্ত ) ] বিণ, আসক্ত । ২। নির্দিষ্ট । ৩ । লগ্ন । বি, সক্তি । সক্ত (শো) (সং বি, পুং,যবচূর্ণ ; ছাতু। সখী (শ ) (সং—সগি শব্দ । মিত্র দ্র: ) বি. পুং, বয়স্ত ; বন্ধু। ২ । সহচর । সখিত, সখিত্ব (শো) সখি+ত, ত্ব ( ভাবে ) ] বি, সপ্য । সখী (শা)[সপি+ঈপ স্ত্রী, সম্বোধনে সখি ! ] বি, স্ত্রী, বয়স্তা। ২ । সহচরী ; সঙ্গিনী । প্র— "সখিরে, বন অতিরমিত হইল ফুল ফুটনে”— ব্ৰজাঙ্গন । সখ্য (শোথ,গ ) সিপি+য (ভাবে—যণ.)| বি, বন্ধুত্ব ; সেীগদ্য ; মিত্রতা। ২। [ অলঙ্কার শাস্ত্রে ] কাব্যরসবিশেম | প্ৰ—“শান্ত দান্ত সখ্য আর বাৎসল্য মধুর রস”—গান । স,গ [ প্রা-বাং । সগর দ্রঃ ] বিণ, সমস্ত : সব ; সকল । প্র—“যত জ্ঞাস্ত সগ আনিল রাও দিয়া ।”—মাণিকচাদেব গান । সগড়া (শগড়া ) (সং—শকট হইতে হি— সগড় তাহা হইতে বাংrয় ছড়ি ] বি, শকট : গাড়ি । ২ । [ প্রাদে ] দগড়া দ্রঃ । সগন্ধ (শ ) [স ( সমান ) গন্ধ ( সম্পর্ক— আত্রাণ) যাহার, বহু ] বিণ, গন্ধযুক্ত ৷ ২ ৷ গন্ধের সহিত। ৩। সগোত্রজ একবংশোৎপন্ন : জ্ঞাতি । সগর (শগৰ্ব) সি (সহ) গর (বিষ)-বিষের সহিত জাত বলিয় ] বি, পুং, স্বৰ্য্যবংশীয় বাহ রাজার পুত্ৰ : ইনি গর্ভে থাকিতে ইহার গর্ভিণীকে সপত্নী ভোজ্য দ্রব্যের সহিত বিল দিয়াছিল : কিন্তু ঐ বিষে গর্ভ ও গর্ভিণী কাহারও মৃত্যু না হইয়৷ যথা সময়ে বিষের সহিত উৎপন্ন হওয়ায় এই নাম ৷ ২ ৷ বিণ. বিষযুক্ত । সগর [ সগ দ্র: । সকল হইতে হি—সগর, ক =গ, ল=র। ব্রজ । স্ত্রী, সগরি। তুল—“সগরি রাতিয়া” ] বি, সকল ; সমুদয় ; সব। প্র— "অরুণ পুর্ব দিশ বহল সগর নিশ”—বি, প। “সগর বচন কহু নত কর মাথ ॥”—বি, প । সঙি म*ॉर्ड ( * ) [ न (मश्डि, ममांन) भर्ड ( छैमब्र) যাহার, বহ ] বিণ, গর্ভসহ ; গর্ভমুক্ত ৷ ২ ৷ ৰি, সহোদর। স্ত্রী, সগর্ভা—সহোদরা । ২ । সুগ্মপত্রাদি গর্ভে আছে এমন কুশ বা দর্ড । ৩। বিণ, গর্ভিণী ; অন্তঃসত্ত্ব । সগন্নাদ (শগলা ) [ প্রা-বাং ] বি, মূল্যবান রেশমী বস্ত্রবিশেষ ; গরদ । প্র—“চামর চামঞ্জী ভোট সগন্নাদ গজঘোট করভ পাটশ অঙ্গ রাখি ।”—কবিক । “সগন্নাদ বদনে চামরি দিবে”—ঐ । [ দ্রঃ—কবিকঙ্কণে সগোল্লাদ” ও চৈতগুমঙ্গলে “সকলাত” শব্দ ব্যবহৃত হুইয়াছে ] । সগুণ ( শগুন ) { স ( সহিত) গুণ (সত্ত্বাদি ত্রিগুণ)]বি, সত্ত্ব রজ: তম: এই ত্রিগুণ সহিত : ত্ৰিগুণাত্মক । প্র—"নিগুণাব্যক্ত সাধন স্কুল তুষার ঘাতন। সগুণ সাধনে সদা কররে যতন ॥”--গান ৷ সগোত্ৰ ( শগোত্ৰ ) { স ( সমান ) গোত্র ( २१* ) षांश्tश्च, ब१] वि, १:, म*ि७ : জ্ঞাতি : স্ববংশীয় । গ্ৰী, সগোত্রা | সগ (শগুগো ) { সং—স্বৰ্গ হইতে গ্ৰা ] বি, স্বৰ্গ । সগ হাতে পাওয়া— অপ্রত্যাশিত দুর্লভ বস্তু লাভ করা। সগে যাওয়া—মরা । সগের সিড়ি করা --রাবণ চিরজীবন স্বগের সিড়ি করিবার সঙ্কল্প পোষণ করিয়াও দীর্ঘসূত্ৰতাহেতু পারে নাই । তদ্রুপ কোন কিছু করিব বলিয়৷ ফেলিয় রাখিলে তাহা আর খটিয়া না উঠা । সঘম (শ্যন) [ সং ] ক্রি-বিণ, ঘনঘন : অবিরত : নিরস্তর। প্র—"সঘনে বদলে বলরে কালী”—গান । ২ । [ বাং-য় ] উচ্চ শব্দে। প্র—"কঙ্কণ কিঙ্কিণ ধ্বনি বাঞ্জিবে লে| সম্বনে।” —ব্রজাঙ্গনা। “কুলায়ে কঁাপিছে কাতর কপোত দাদুরী ডাকিছ সঘনে”—রবি । সঘন ( , ) { স ( সহিত, সমাবৃত) খন (মেঘ) বিণ, ঘনাবৃত : মেঘাচ্ছন্ন। প্র—"গগন সন্মণ মহী পঙ্ক|”—বি, প। সঙ, সঙ্গ (শং ) (হি-সবাং, সোমাং। সং স্বাঙ্গ ] বি, হাস্তকৌতুককারী ; রঙ্গস্থলে যে নানা বেশ ভূসা, বিবিধ অঙ্গভঙ্গী ও রঙ্গকৌতুক করিয়া লোকের হাস্তোদ্রেক এবং মনোরঞ্জণ করে ; নট। সঙ করা—সঙ্গের অভিনয় করা । সঙ দেওয়t—অভিনয় ক্ষেত্রে সঙ বাহির করা। সঙ সাজ-বিচিত্র বেশ ভুষ৷ ও অঙ্গ চিত্রিত করিয়া নটরূপে দেখা দেওয়া । সঙিন, সঙীন ( শোণ্ডিন) { সঙ্গিন দ্রঃ ] ধি৭, ভয়ানক ; সাঙ্ঘাতিক ; বিপজ্জনক ; বিষম । প্র—“কিন্তু অবস্থা ক্রমেই সঙিন হইয়া উঠিতে লাগিল”—ভারতী, ১৩২• । “কিন্তু একটা সঙিন কথা স্ত্রীজাতির স্বাধীনতা"—দ্বিজেঞ্জরায়।