পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতা সতা ( শ ) { সপত্নী হইতে সতীন ( সংক্ষেপে সতl ) ] বি, স্ত্রী, সপত্নী। প্র—“গঙ্গানামে সতা তার তরঙ্গ এমনি । জীবনস্বরূপ সে স্বামীর শিরোমণি ॥”—অ, ম । “সাত সতী গৃহে ৰাস বিষম জঞ্জাল।"—কবিক । সতাই (শ, ) { সতীন মা, মার সতীন অর্থে) বি, স্ত্রী, বিমাতা। প্র—"ীরাম বলেন শুন স্বমিত্রা সতাই।”—কৃত্তিবাস । সতানন্দ (শ ) { সৎ-উত্তম আনন্দ যাহার, বং ] বিণ, গৌতম মুনির পুত্র। ইনি মিথিলাপতি জনক রাজার পুরোহিত ছিলেন। সতি (শোতি) [ প্ৰা-ৰাং । সং–সং ] বিণ, সৎস্বভাব। প্র—“মাণিকচন্দ্র রাজা বঙ্গে বড় সতি"–মানিকচন্দ্র রাজার গান। "অসতি রাজা হুৈল রাজ্যের ভিতর ”—ঐ । ২ । [ न६-मठा श्रङ । ॐl-वां९] गठा । &थ"সে কি সতি বোলইতে পারে।”—জ্ঞান। সতিন, সতিনী, সতীন (শোতিন) সিপত্নী শব্দজ ] বি, স্বামীর অন্ত্যপত্নী। প্র--"সতিনী বলিয়া বাছা পাছে ছাড় দয়া ।"—ঘনরাম । "এত বলি দুসতীনে করিলা প্রণতি ।”—ঐ । সতীন-ঝি—সপত্নীকস্তা। সতিন-পো —বি, সপত্নী পুত্র। সতী (শোতি) { সং*ঈপ, স্ত্রী ] ৰি, স্ত্রী, দক্ষের কথা ; শিবানী । প্র—"লুকাইয়া দশ মূৰ্ত্তি সতী হৈল সতী।”—অম। ২। সৌরাষ্ট্রের মৃত্তিকা। ৩। সাধী পতিত্ৰত স্ত্রী। প্র— "মাতার স্নেহ মুরুতি সতীর পবিত্র প্রীতি, স্তুতি গীত তোমারি হে জীব-হৃদয়-রঞ্জন ॥"—বাংগান। ৪ স্বামীর মৃত্যুতে যে স্ত্রী সহমৃতা হয় ; অমুমৃত স্ত্রী। তুল *—she became a suttre on her husbands funeral pile". এই অর্থে ক্রমে অপ্র হইয়া আসিতেছে। প্র— "রাজকন্ত সতী হৈল ঈশ্বরীর বোলে।”— কৰিবল্লভ। সতীপণা—সতীত্ব : সতীত্বের বড়াই। প্র—“তোর সতীপণা, সব গেল জানা, শঙ্খ পরিবে ত পর।”—শিবায়ন। সতীমন্দির-সহমৃতার সমাধিমন্দির। সতীর চিতাভস্ম প্রোথিত করিয়া তাহার উপর নিৰ্ম্মিত স্মারক মণির। সতীমা—ম দুর্গ (সতী )র উপাসক : কৰ্ত্তাভজার শ্রেণীবিশেষ। সতী. লক্ষণী—লক্ষ্মীশ্বরূপ সাধী। প্র—“তুমি সতীলক্ষ্মী ভাগিামানি। তুমি আশীৰ্ব্বাদ কর ওর মতিগতি ফিরবে।”—ভারতী, ১৩২• । সতীসাধবী—[ সহচর শব্দদ্বয় ] সতী লগী। সতীত্ব (শোতিৎত) সতী +ত্ব (ভাবে) ]ৰি, ক্লী, সতী স্ত্রীর ধৰ্ম্ম। প্র-"নাসিক মোদিত মন্দারের পরিমলে । সতীত্ব সৌরভ যায় হৃদয়-অঞ্চলে।" —লীলাবতী। সতীন ( শোতিন)-সতিন দ্রঃ। براون (9 هج সতীর্থ (শ) [স (সমান) তীর্থ (অধ্যাপক ) যাহার, বহ] বি, পুং, সমকালে এক অধ্যাপকের ছাত্র ; সহাধ্যায়ী ; একপাঠী। প্র—“তুমি আমি দূরে দূরে আজ, সতীর্থ আমার।”— আলো ও ছায়া। "নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য দ্রোণ সন্নিধানে সমাগত হইল,— সে সাধারণের সতীর্থও সমতুল্য হয় ইহা নিতান্ত অনভিপ্রেত।"—মহা ( বন্ধ ) । সতুষ (শতু সি (সহিত) তুৰ] বিণ. তুষের সহিত ; তুষমুক্ত ৷ ২ ৷ বি, তুষমুক্ত শস্ত : ধান্ত । সতৃষ্ণ (শতৃৰ ট) সে ( সহিত) তৃষ্ণ (পিপাসা ) যাহার, বহ ] বিণ, তৃষ্ণাযুক্ত : পিপাসাযুক্ত। ২। পিপাসু , সম্পূহ ; অতিশয় আগ্রহযুক্ত । সতেজ (শতেজ, ) সে ( সহিত) তেজঃ (বল ) যাহার, বহ=সতেজস্ ১ম, ১ৰ, সতেজী: বাং-য় সতেজ ] বিণ. তেজাল : বীৰ্য্যশালী ৷ ২ ৷ বলবান। সতের (শ ) { সং—সপ্তদশ ] বি, সাত অধিক দশ সংখ্যা, ১৭ এই সংখ্যা । ২। বিণ, ১৭ সংখ্যক । ज६ (“९) [थन् (श्७ग्न)+अ९(कर्छु—५ङ्) আদি "আ" লোপ ] বিণ, সত্য। ২ । নিত্য। ৩ । বৰ্ত্তমান । ৪। সাধু প্রশস্ত। ৬। মাথ ৷ ৭ ৷ শুভ I ৮ । শোভন । ৯ । বি, ব্ৰহ্ম। সৎকৰ্ম্ম—সাধুকাৰ্য্য। ২ । বেদাদি শাস্ত্রবিহিত ক্রিয়াকৰ্ম্ম। সংক্রিয়া—সাধু কৰ্ম্ম ৷ ২ ৷ সৎকার । সৎ ছেলে—সতীনপুত্র। সৎপুত্র-স্বসন্তান । সৎমা-- বিমাতা। প্ৰ—“আনাইব তোমার জননী সৎমার।”—কবিক । সৎবাপ—বিপিতা : জননীর অন্তপতি । প্র—“কে পাড়িবে সৎবাপ মায়ের কল্যাণে l—ঈশ্বর গুপ্ত । সৎকার (শংকার) [সৎ-কার (ক্রিয়) ] বি, পুং, শুভকৰ্ম্ম : মঙ্গলক্রিয়। ২। পূজা ; সন্মান। ৩। সেবা । ৪। শবধাহন কৰ্ম্ম । • । পুরস্কার। বিণ, সৎকৃত। সত্তম ( শততম্) [সৎ +তম ( অতিশয়ার্থে) ] বিণ, অত্যুত্তম ৷ ২ ৷ সাধুত্তম : অতিশয় সাধু। প্র—“অতএব সাবধানে শুনহে সত্তম । মুরসাল সৎকথা প্রসঙ্গ অনুত্তম ॥”—শিবায়ন । ৩। মহামান্ত : পূজ্যতম । সত্তা ( শৎত ) (সং (বিদ্যমান)+তা (ভাবে) ] বি, স্ত্রী, অস্তিত্ব ; বিদ্যমানত ৷ ২ ৷ নিত্যতা। ৩। শ্রেষ্ঠত ; উৎকৰ্ষ। ৪ । সাধুতা। • । উৎপত্তি । সত্ত্ব, সত্ব (শত ) { সৎ+তু ( ভাবে ) । (২) ৎ লোপ ] বি, বিদ্যমানত ৷ ২ ৷ স্থিতি ,৩। আত্মা । ৪ চৈতন্ত প্ৰাণ । ৬। বল ; শক্তি ; তেজ: ; পরাক্রম । ৭। ধৈর্ষ্য। ৮। সত্য উৎসাহ । ৯। স্বভাব। ১• । পদার্থ। ১১। १न । २२ । गांश्न ! s७I नन I ss ! मरु রজ: তমঃ—প্রাকৃতিক ঐ গুণত্রয়ের মধ্যে শ্রেষ্ঠ গুণ। ইহা মানব হৃদয়ের সত্য, স্তার, দয়া, ধৰ্ম্ম, শ্রদ্ধাভক্তি ঔদার্য্যাদি পৰিত্ৰ ভাবোৎপাদন করে। প্র—“গুণ সত্ত্বতমোরজে হরিহর কমলজেকছিলেন তপ তপ তপ "—অ, ম । ১৫ । রস ; নিৰ্য্যাস। প্ৰ—“ধুতুরার সত্ত্ব তাতে শিৰ দিল ঘসে ।”— শিবায়ন। ১৬ । [ আ—শং হইতে বাং—সতর্ণ বা সৰ্ব শব্দ ভ্ৰমে ] কড়ার ; নিয়ম। প্র— “পশুপতি পাৰ্ব্বতী পাসরে কোন সত্ত্বে।” —শিবায়ন । ১৭ স্বত্ত্ব। প্র—“তিনের জালিত সত্ত্ব জানাইতে নিজ তত্ত্ব শবরূপ হইল৷ কপটে।”—অ,ম। সত্ত্ববান—সত্ত্বপ্রকৃতি ; সত্ত্বগুণান্বিত ৷ ২ ৷ স্থায়িত্বশীল। ৩। বীৰ্য্যবান ; শক্তিশালী। ৪ । ধাৰ্ম্মিক। সত্ত্বস্থ—ৰিণ, সত্ত্বগুণ-প্রধান ৷ ২ ৷ ধৰ্ম্মশীল । সত্ৰ, সত্ৰ (শত্ৰ ) { সদ্ধ (গমন করা )+ত্র ( অধি ) গ্র|-ছত্র ] বি, ক্লী, যজ্ঞ । ২ । সদাত্ৰত ৷ ৩ ৷ আচ্ছাদন ৷৷ ৪ ৷ আশ্রম । ৫। অরণ্য। বিণ. সত্ৰী, সত্ৰী-যজ্ঞশীল। ২ । গৃহস্থাশ্রমী । সভ্রশালা—অন্নাদি বিতরণ স্থান ৷ ২ ৷ যজ্ঞাগার। সত্ৰাজিৎ (শ ) বি, পুং, সত্যভামার পিতা। সত্ৰ—সত্র দ্রঃ । সত্য ( শোৎত ) [ সৎ+য ] বিণ, প্রকৃত : যথার্থ। ২। বি, সৎ : নিত্যতা : অনশ্বরত্ব। ৩ । বিষ্ণু । প্র—"তিনি সত্যে ও সত্য তাহাতে প্রতিষ্ঠিত আছে এই নিমিত্ত তাহার নাম সত্য”—মহাভারত ( বদ্ধ ) । ৪ । যাথার্থ । ৫ । যথার্থ জ্ঞান : বিজ্ঞান। প্র— "পারমার্থিক সত্যের ক, খ, গ, ঘও আজ পয্যন্ত বিজ্ঞানের আয়ত্তের মধ্যে ধরা দিল না" —দ্বিজেন্দ্র ঠাকুর । ৬ । প্রতিজ্ঞা : সপথ : দিব্য । প্র—“ধন দিয়া সত্য কৈল নগেন্দ্র নন্দিনী"—কবিক। ৭ । আদিযুগ : কৃতযুগ। ১••৬২৮• • • বৎসর ব্যাপীকাল । ৮। সপ্তলোক বা ভুবনের অন্যতম ভুবন : সৰ্ব্বলোকের উপরিস্থিত লোক । ৯। অ, নিশ্চয় ; ঠিক কথা। তিন সত্য, ত্রি-সত্য—তিনसांझे मठ वलिग्न भिवा वl **५ । २ । मडপ্রতিজ্ঞ । সত্যনারায়ণ—মুসলমানের সত্যপীরই হিন্দুর সত্যনারায়ণ। সত্যপীর —মুসলমানের পূজ্য পীরবিশেষ। প্র— "সত্যপীর নামের তাৎপৰ্য্য শুন আগে । মিথ্যার বিনাশ হেতু সত্যপুর ভাগে। নারায়ণ নামে সিন্নি না হয় সম্ভব। পীর হলে প্রাণ গেলে না পূজে হিন্দৰ। অতএব নারায়ণ নাম "–রামেশ্বর। সত্যপুর— বিষ্ণুর পুরী ; বৈকুণ্ঠ। সত্যফল—বিশ্ববৃক্ষ।