পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অরি অরিন্দমী (ওরিনদোমি ) { মূলশব্দ অরিন্দমিন : অরিম্ (শত্রুকে ) দমী( দমনকারী ) ] ৰিণ, শত্রুদমনকারী ; শত্রুজয়ী । অরিমর্দ, অরিমর্দন (ও,ন)[অরি (শত্রু) মর্দন (মৃদ=চুর্ণ করা +অন, কর্তৃ ) যে শক্রর মৰ্দ্দক ] ৰিণ, শত্রুদমনকর্তা : বিপক্ষনাশক । ২ । কৃষ্ণাৰ্জ্জুনের নামান্তর। ৩। অকুরের मांश्i१ब्र । অরিষ্ট (অরিণট) { ন=অ (নাই) বিষ্ট (অমঙ্গল) যেস্থানে, বং ] বিণ. অমঙ্গলশূন্ত । ২ . কুশল। ৩। সমর্থ। ৪ । অহিংসিত । ৫ অক্ষয় : অমর। বি, দেবালয় । ২। স্থতিকাগৃহ ; আঁতুড় ঘর। ৩। অন্ত: পুর । ৪ । অবরোধ গৃহ বা স্থান। ৫ । অদৃষ্ট । ৬ । মঙ্গল বা অমঙ্গল, ৭। মৃত্যুলক্ষণ । ৮। ভূকম্পনাদি উৎপাত : উপদ্রব। প্র— “সেইকালে অরিষ্ট হইল বহুতর।” –কবিক । ৯ । ঘোল । ১ • । মদ্য ; আসিব । ১১ । ঔষধ বিশেষ (“ইয়ুবিকারমিশ্রিত অঙয়া চিত্রকদন্তীপিপ্পল্যাদি ভূরিভেষজকাথাদি সংস্কারবান দ্রব্যকে অরিষ্ট বলে ।” –ভারতকোষ ) । ১২। দৈত্যরাজ বলির পুত্র : বৃষরূপধারী অম্বর : বৃষভানুর (কৃষ্ণকর্তৃক নিহত ) ৷ ১৩। বৈবস্বত মমুর পুত্র : নাভাগ। ১৪। রিঠ। * āāi off& : soapbery plant. »• I নিমগাছ। ১৬। লম্বন। স্ত্রী,অরিষ্টা— দক্ষকস্তা ও কণ্ঠপের পত্নী : ত্রয়োদশ পত্নীর মধ্যে চতুর্থ। ২। কটুকী : কটুকী । ৩। নাগবল্পী । অরিষ্টনেমি-বি, পুং, বিনতা-গর্ভজাত কগুপপুত্র। ২। দক্ষজামাতা প্রজাপতিবিশেষ। ইনি দক্ষের ৪টী কস্তা বিবাহ করেন। ৩ । বৃষ্ণির প্রপৌত্র । ৪ । সুর্যারথাধিষ্ঠিত যক্ষ ( পৌষমাসে স্বর্ঘ্যের চক্রাশ্বের লাগাম সংযত করিয়া দেয় বলিয়া উক্ত )। —বিষ্ণুপুরাণ । • । দ্বাবিংশতি জৈন তীর্থঙ্কর । [ভারতকোষ] অরিষ্টসূদন (শূন) [ অষ্টি (অহরবিশেষ) স্বদন (যে নাশ করে ) ৬হৎ ] কংসকর্তৃক অরিষ্টামুর কৃষ্ণৰধার্থ গোকুলে প্রেরিত হইলে কৃষ্ণকর্তৃক নিহত হয়] বি. পুং, শ্ৰীকৃষ্ণ বিষ্ণু। ২ । বিণ, অরিষ্টনাশক । অরিহা (ওরিহ ) { অরি ( শক্র ) হন ( বধ করা )+ক্ষিপ, কর্তৃ=অরিহন শব্দের ১ম ১ বচনে, যে অরিকে বধ করে (উপপদ ) ] বিণ, রিপুনাশক : শক্রঘাতক। ২। সূৰ্য্য। অরু (ওর ) { অরুণ শব্দের সংক্ষেপ। ব্রজ ] বি, বিণ, রক্তবর্ণ। প্র—“সুন্দর বদন, চাক অক লোচন কাজরে রঞ্জিত ভেলা ।” —বিদ্যাপতি । ২ । [ হিঃ ঔর শব্দজ ] অ, আর । و"\ e < প্ৰ—“লগনাহি সৰয়ে শুনয়ে নাহি বোল । অর বেরি বেরি করহি কর জোর ॥” —বিদ্যাপতি । “4कमिन ८शब्रि (शब्रि शनि शनि यां★ । অর দিন নাম ধয় মুরলি বাজায়।” ৰি, প। ( নগেন্দ্র গুপ্ত ) অরুক ন=অ—রুজ (রুগ্ন হওয়া )+ক্ষিপ, ভাবে, নাই (রুস্কৃ=পীড়া ) যাহার, বং ] বিণ. নীরোগী : সুস্থ । [ বাঙ্গালায় স্বতন্ত্র ব্যবহার হয় না, অন্ত শব্দের সহিত মিলিত হইয়া ব্যবহৃত হয় ] । অরুগ্ন ন=অ—রজ + ত(কত্ত্ব, গ=ক্ত)জ.– ত=ন=গ, নঞ তৎ] বিণ, সুস্থ , নীরোগী । অরুচি [ ন=অ-রুচি (ইচ্ছা, দীপ্তি) নঞ তৎ ] বি, স্ত্রী, অনভিলাষ ; অনিচ্ছা ; অপ্রীতি । ২। রুচির অভাব : আহারে প্রবৃত্তির অভাব। ৩ । আহারে অনিচ্ছারূপ রোগ। ৪ । [ কাৰ্যালঙ্কারে] দশবিধ স্মর দশার মধ্যে বস্তুবৈরাগারাপ দশা বিশেষ [ নাই রুচি যাহার } বিণ, ইচ্ছারহিত। ৬ । দীপ্তিহীন । ৭ । [ ব্যঙ্গার্থে বিরাগ বা বিতৃষ্ণ হেতু পরিত্যক্ত ; যাহার মরণ নাই। প্র—“যমের অরুচি।” অরুচিকর (র) [ অরুচি-কর (যে করে)) বিণ, বিরক্তিকর ; অপ্রীতিজনক : অসন্তোষ কর । অরুণ ( ওরুন) [ খ (গমন করা)+উণ (ন) কর্তৃ—যে নিয়ত গমন করে ] বি, পুং, স্বৰ্য্য। প্র—“বিদ্যাপতি কহে চাদ গেল নিজ ঠাই । অরুণ কিরণ হবে ফিরে ঘরে যাই।”—বি, প। ২। স্বৰ্য্য সারথি, বিনতাগৰ্ভজাত কণ্ঠপপুত্ৰ ; গরুড়ের জ্যেষ্ঠ ভ্রাতা । ৩ । বালার্ক ; রৌদ্র উঠবার পূর্বাবস্থায় দৃশ্বমান লোহিতবর্ণ স্বৰ্য্য। প্র—"শিউলি তলার পাশে পাশে, ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে, অরুণ রাঙা চরণ ফেলে নয়ন-ভুলানো এলে!” —শারদোৎসব ( রবি ) ৪ । কৃষ্ণাঙ্গরক্তবর্ণ( purple) : কপিলবর্ণ) ৫ । রক্তবর্ণ ; উষারাগ : সন্ধ্যারাগ। ৬। কুঙ্কুম। ৭। সিন্দর। ৮। অর্কবৃক্ষ ; আকনাগাছ। ৯। পুন্নাগ বৃক্ষ। ১• ; শ্যোশাকবৃক্ষ। ১১। কৃষ্ণের পুত্র। ১২। স্বৰ্য্য বংশীয় ত্রিধদ্বার পুত্র। ১৩। চন্দ্রবংশীয় উরুক্ষ রাজার জ্যেষ্ঠ পুত্র। ১৪ । শান্মলী দ্বীপস্থ ক্ষত্রিয়গণ । ১০ । [ সঙ্গীত শাস্ত্রে ] মল্লার, কানড়া এবং নট সংযোগে উৎপন্ন রাগ বিশেষ । [ ভারতকোষ ] বিণ, অরুণরাগরঞ্জিত ৷ উষারাগরঞ্জিত : সন্ধ্যারাগরঞ্জিত ; কৃষ্ণাভ রক্তবর্ণ বিশিষ্ট । প্র—“অরুণনয়ন তব মরম সঙে মম নির্মিখন অস্তুর হোয়।”—রৰি। ২। (অরন) বাৰুশক্তিহীন । ৰোৰা। ९ष्झ ৩। নিঃশব্দ ; স্ত্রী, অরুণ । [ তুলঃassi, aurora ) অরুণকমল ( ওক্লকমল) { অরুপ (রক্তবর্ণ) কমল (পদ্ম) কৰ্ম্মধা] ৰি, ক্লী, রক্ত পদ্ম : রক্ত কমল । অরুণবসন (ওরুন বশন) { অরুণ (রক্তবর্ণ) বসন (বস্ত্র ) ] ৰি, রক্তবস্ত্র ; রক্তাম্বর । প্র—"অরুণবসন পরি বিগলিত কেশ । আভরণ তেজল ঝাপল বেশ ॥” –বিদ্যাপতি । ২ । বিণ, রক্তবস্ত্র পরিহিত । অরুণ-লোচন (ওরুন লোচন, ) ( অরুণ (রক্তবর্ণ বিশিষ্ট) হইয়াছে লোচন (চকু) যাহার, বই ] বিণ, লোহিত নয়ন ; রক্ত আঁখি । ২ । ক্ৰোধ-কষায়িত লোচন । ৩ । ৰি, পুং, স্ত্রী, পারারত ; পায়রা। অরুণসারথি ( ওরুনশারোধি ) { অরুণ ( গরুড়াগ্রজ ) হইয়াছে সারথি যাহার, বং ] বি, পুং, স্বৰ্য্য। অরুণা ( ওরুন' ) { অরুণ শব্দের স্ত্রীলিঙ্গে ] বি, স্ত্রী, অতিবিধা : আতইচ । ২ । মঞ্জিষ্ঠা , ৩ । পৌণ্ডরীক নামক ক্ষুদ্র বৃক্ষ : Root stock of nymphoea lotus. হিঃ—পুড়েরী l 8 ত্রিবৃৎ Ipomoea Turpenthum. তেউড়ী ৷ ৫ ৷ জবা । ৬। খামালত । ৭ । ইন্দ্রবরিণী । ৮। গুঞ্জা । ৯ । পুনর্নবা । ১• । মুণ্ডিতিক বা মুণ্ডিরী বা বড় খুলকুড়ী ; Sphaeranthus Indicus. ১১ । কণ্ঠপের ঔরসে র্তাহার প্রধানায়ী পত্নীর গর্ভে জাত অপসরা । অরুণোদয় কালে জন্ম বলিয়| এই নাম । ১২ । প্লক্ষদ্বীপস্থ সাতটী নদীর মধ্যে সর্বপ্রধান নদী : অরুণোদয় কুও হইতে নির্গত হইয়াছে বলিয়া এই নাম । অপর নাম অরুণোদা । ১৩ । অরুণবর্ণ বিশিষ্ট ; গোলাবী ; রক্তবর্ণ ; অরুণবর্ণ । &“নুতন প্রীতি আনিবে নীতি কুমারী উষা অরুণা ; আবার কবে ধরণী হবে তরুণ ?” —মানসী (রবি) । অরুণাত্মজ (ওরুনাৎউজ, ) ( অরুণ (সূৰ্য্যजाब्रथि) उांशद्र यांग्रछ (भूज) ७ठ९) वि, भू९, জটায়ুপক্ষী । অরুণামুজ (ওলনামুঙ্গ) (অরুণের অমুজ (কনিষ্ঠ) ৬তৎ] বি, পুং, গরুড় পক্ষী । অরুণিত (ওরুনিত) [অরুণ (বাল স্বৰ্য্য, অহ্মপ লোহিতবর্ণ)+ইত (যুক্ত) বিণ. লালরঙ্গে রঞ্জিত। প্র—“পিতৃবৈর শোধে ধর অরণিত বেশ ॥” —শুরসুন্দরী। ৭[গ্রঃ-রাজপুতদিগের যুদ্ধবাস রক্তবর্ণে রঞ্জিত হইত] । - অরুণিম (ওরুনিম) [অরণিমা শব্দের অপভ্রংশ] বিণ, অর্ণবর্ণবিশিষ্ট : অরশান্ত ।