সাঞ্চ পরিহিত সেনা । ২ । তহশীলদার । প্র— “লিখি দিলা সেই রাজা দিব বার লক্ষ। সাজোয়াল হইল সুজন সৰ্ব্বভক্ষ ।”—অ, ম । সাঞ্চারিক (শানচারিক ) { সঞ্চার+ইক ] বিণ, সঞ্চারযোগ্য ; সঞ্চারণীর। সাট (শাটু) { সাপট এ ] বি, সংক্ষেপ ; স্বল্পতা ৷ ২ ৷ সৰ্ব্বশুদ্ধ ; সমস্ত ; সবগুলি । প্র—“তোমার কথার টাকা লয়ে গেমু জানি পাক তামা বলি ফিরে দিল সাটে।"—অ, ম । ৩ । শ্রেণী বিভাগ। প্র—“কদম্ব বকুল রূপি নানা ফুল মানচিত্ত কৈল সাট।”—শূপু। সটি (শাট ) ছোট দ্রঃ বি, ছড়ি ; বেত্র। প্র—“ধরিতে চলিলা শচী হাতে সাট করি।” -क्वे, मत्रल । সাটা (শা ) ( শাসন করা অর্থে বাংক্রিয়ায় শাস—তাহা হইতে সাটা ( প্রা-বাং-য় ) ] ক্রি, শাসন করা । প্র—“যে নারী কাটন নাহি কাটে। রাতি পোহাইলে পোপানকে সাটে।" ーGi卒 l সাটিন (শাটিন) [ *—satin ; চীনা—“ছাটিন' হইতে ] বি, পুর রেশমনিৰ্ম্মিত হচিকণ বস্ত্রবিশেষ । সাট (শা ) । শাটী দ্র: ] কি সধবা নারীর পরিধেয় পাড়যুক্ত বস্ত্র ; শাড়ী। প্র—"বলিহারী কিব সাটা দুকুল বাহার"–হেম বলে । সাটোপ (শাটোপ, ) {স (সহিত) আটোপ (গৰ্ব্ব) যাহার, বহু ] বিণ, সাহঙ্কার ; গৰ্ব্বিত । ২ । বিকৃত ; বিকট । সাঠা (শা) সেটি দ্রঃ ] ক্রি, দৃঢ়লগ্ন হওয়া : ংলিপ্ত হওয়া । প্র—“ফুয়ল বসন হিয়া ভুজে রহু সাঠি । বাহিরে রতন অচিরে দেই গাঠি ॥” —বি, প। • সাড় ( শাড়, ) { সং—স্বর হইতে ] বি, শব্দ । ২ । সার হইতে ] চৈতন্ত : স্পর্শানুভূতি। ৩। স্পন্সন । [ বিপরীত—অসাড়–নি:স্পন্দ ] । সাড়া (শা ) { সাড় দ্র: / বি, শব্দ ; ধ্বনি । প্র—“এ হেন সহরে নাই মমুণ্যের সাড়া । সহর করেছে নষ্ট বাঘে দিয়া তাড়া।”—ঘনরাম । ২ । উত্তর । প্র—“আমার বলে ছিল যারা আর ; ত তারা দেয় লা সাড়া কোথায় তারা কোথায় । তারা কেঁদে কেঁদে কারে ডাকি ৷”—গান ৷ ৩ । আহবান : ইকি ডাক । প্র—“সাজ সাজ বলিরা পড়িয়া গেল সাড়া”—কবিক । ৪ । আনন্দ সংবাদের কোলাহল : সোর সরাবৎ । প্র—“নবকিশোর অন্দরে গিয়া উপস্থিত হইতেই চারিদিকে একটা সাড়া পড়িয়া গেল।” —ভারতী, ১৩২• । সাড়া দেওয়া—উত্তর দেওয়া । সাড়াশব্দ-কথার শব্দ বা নড়াচড়ার শব্দ ; উচ্চৰাক্য । ులిసి(t সাড়ে, সাঢ়ে (শা ) { সং—সাৰ্দ্ধ ] বিশ, অৰ্দ্ধ সহ। প্র—সাড়ে চার ( অৰ্দ্ধ অধিক চার ) । { দ্রঃ—অৰ্দ্ধসহ এককে সাড়ে এক বলিবার প্রথা নাই, উহাকে দেড় বলে। তদুপ অৰ্দ্ধসহ দুইকে আড়াই বলে । সাড়ী (শা ) { সাটা গ্রঃ ] কি স্ত্রীলোকের পরিc१ग्न बग्न । य-"नौज मांप्लौ cषांझ्नकांद्रौ উছলিতে দেখি পাশ ।”—চণ্ডীদাস। সাৎ (শাৎ) [আত্মসাৎ ক্রঃ) অ, লাভ ; গ্রহণ। ●थ-“दए मां★के प्रtग्न मां९ कब्रिटल cथंडांव সি, এস. আই”—হেম ৷ ২ ৷ প্রাপ্ত। প্র— "সকল কৃষ্ণের সাং হুইল আমার।”—চৈ,ভা। जांङ, म॥१ (नाउ ) [म६-मश्ठि-माष, সাত ] ক্রি-বিণ, সহিত। প্র—“বনের হরিণী থাকে কিরাতের সাতে"-চণ্ডীদাস । সাত ( শাত ) ৷ সাত ( মুণী হওয়া ) + অ ( ভাবে ) অল্] বি. রী, সুপ : শৰ্ম্ম ৷ ২ ৷ भत्रल । ७ । श्रीं । সাত (শাত, ) (সং—সপ্তন-প্রাকৃ—সত্ত ] বি, ৭ এই সংখ্যা । ২ । বি৭, সাত সংখ্যক । ৩ । বহ । সাত কথা শুনান—নানা কটু কথা বলা ; বহু দোষারোপ বা অমুযোগ করা। সাত কথার এক কথা—নানা কথার মধ্যে সার বচন ; অনেক বাজে কথার মধ্যে একটা কাজের কথা । সাতকাণ্ড— [ রামায়ণের সাতকাণ্ড হইতে ] বৃহৎ ব্যাপার । সাত ঘাটের জল খাওয়ান-বালী লেজে বাধিয়া রাবণকে যেমন সাত সমুদ্রের জল খাওয়াইয়াছিল তদ্রুপ নাকালের একশেষ করা। সাত চড়ে রা বেরোয় ন|প্রহারের উপর গ্রহারেও মুখ বুজিয়া সহ করে এমন নিরীহ । সাতদেশ–নান স্থান ৷ ২ ৷ বহুদেশ। সাত নকলে আসল খাস্তা —নকল দ্র: সাতনর—সপ্তলহর হারবিশেষ। ক্ষুদ্রার্থে-সাতনরী। সাতনলা –পাণী মারা নলযস্ত্রবিশেস ; আঠাকাঠি । প্র-- ব্যাধে যথা সাতনলাতে পার্থী মারে”— গান। সাতপাচ–বংবিধ ; নানাপ্রকার। প্র—“শুনি মনে ভাবনা বাড়িল সাতপাচ ।”— ঘনরাম ৷ ২ ৷ [ একবার সাত একবার পাঁচ ] অগ্র-পশ্চাৎ । প্র—“আগু পাছু সাত পাচ ভেবে করি মানা”—অ, ম । সাত (শাত,) [ সং—সপ্ত। গ্রা-বাং ! ৰি, সপ্তদ্বার। প্র—“সাত দিয়া সাতজন গৰ্জ্জিয় সোঙ্গাইল”—মাণিকচাদের গান । পুরুষ—পিত পিতামহ প্রপিতামহাদি ক্রমে সপ্ত পুরুষ ; বংশাবলী । প্র—“সাত পুরুষে সভ্য মোরা ইলেম গুদামজাত"—ছেম বন্দ্যো । সাত সতীনের ঘর-বং পত্নীর সংসার ; वर्थ श्१िनी cचष ७ कलtश्ञ श्ॉन । थ সাত- | সাতা "নিম তেতো নিশিল্পে ভেতো ডেতে মাকাল ফল । তার চেয়ে অধিক তেতো বোণ, সাত সতীনের ঘর ॥”—প্রবচন । সাতসতের-নানান। ২। বহু অয়োজন । সাতে নাই পাচেও নাই—কোন সংক্ৰৰে নাই। সাতসয়ালী-পক্ষিবিশেষ ; the minivet. সাতই, সাতুই (শা) সাত-ই (নি সংখ্যার্থে) ] বি, মাসের সপ্তম দিন । সাতচল্লিশ (শাত চেল্লিশ, ) (সপ্ত চত্বাৱিংশং] বি, ৪৭ ; সাত অধিক চল্লিশ ৷ ২ ৷৷ ৪৭ সংখ্যক । সাতত্য (শাতত্ত) [সতত+যশ,] বি, কী, বিচ্ছেদ রহিত ; অর্থও ৷ - সীতন্ত্র্য (শাতন্ত্র ) { সতন্ত্র+ঘণ, ] বি, স্ত্রী, স্বেচ্ছাচারিত্ব । সাতবাহন (শাতবাহন) { সাত (সিংহরূপী १क#ि ) श्ग्रांप्रु बांश्नषांशब्र, ब५ ] दि, ५९, শালিবাহন রাজা ; ইনি শৈশবকালে এই গন্ধৰ্ব্বকে বাহন করিয়া ভ্রমণ করিতেন। সাতভাইয়া, সাতভেয়ে (শাত ) বি, ছাতারিয়া পার্থী ; ছাতার দ্রঃ ৷ ২ ৷ সপ্ততারামুক্ত কৃত্তিকা নক্ষত্র (অম্ব, দুল, নিতত্নী, অত্ৰযষ্ঠী, মেঘধষ্ঠী, বর্য্যন্তী, চুপুন্নীক এই সাতটি তারা ) । সাতয় ( শাভয়, ) ( সাতি ( সৌত্র ধাতু তুষ্ট হওয়ান ) + অ ] বিণ, সুখকর । সাতষটি (শাস্তম্বোইট ) { সপ্তদষ্ট শব্দজ বি৭, ৬৭ সংখ্যক । ২ । বি, ছয়দণ সাত সংখ্য । | সাতাত্তর (শাতাংভর) । সপ্ত সপ্ততি শঙ্কজ ] বিণ, ৭৭ সংখ্যক ৷ ২ ৷ সাতদশ সাত সংখ্যা । সাতান, সাতোয়ান (শাতান, শাতোয়ান্) { সা—তুয়ান ( সমর্থ ) । নাতোয়ান (দ্র: ) .এর বিপরীত ] বিণ, সমর্থ ; সঙ্গতিপন্ন ; ধনশালী । সাতানই, সাতানববই (প ) { সং— সপ্তনবতি ] বি, ৯৭ সংখ্যা ; সাত অধিক নব্বই। প্র—“সাত নই বনে বিশাই টাঙ্গাইল দড়ি ।”—কবিক । সীতাম্ন (শাস্তান্ত) [ সং—সগুপঞ্চাশং ] বিণ, পাচদশ সাত সংখ্যক ৷ ২ ৷ বি, ৫৭ সংখ্যা । সী তাল (শাতাল) { সপ্ততাল ভেদ ব্যাপারের ইঙ্গিত ] বি, বাবাফোঁট পূর্বক আঘাত । প্র--"মের পর্বতে যেন করিতে সাতাল "-- কৃত্তিবাস । সীতাশ ( শ1 ) { সং—সপ্তবিংশ ] ধি, সংথ্যাবিশেষ ; দুইদশ সাত ৷ ২ ৷ বি৭, ২৭ সংখ্যক । সীতাশি (শ ) { সপ্তবিংশতি শব্দজ । ছন্দের অনুরোধে ই যোগ] বি, সাতাশ ; ২৭ । প্র— "বিশ্ব বাড়ী মুকুট বুরুজ বার রাশি। গোলন্দাজ न१ुश् नचद्धि मोङlश्;ि ॥-य, भ्र ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।