পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৈম সৈমন্তিক (শৈমন্তিক্) ( সীমন্ত (কেশৰীৰী निमूब निंबाब्र शन)+३क (मषकांtर्थ३क५)] বি, ক্লী, সি দূর । সৈয়দ (শৈয়দ ) { আ ] ৰি, মুসলমান ধৰ্ম্মপ্রবর্তক মহম্মদের দৌহিত্র হুসেনের বংশধরদিগের উপাধি ৷ ২ ৷ মান্তব্যক্তি : প্রধান ব্যক্তি। ৩। মুসলমান সম্প্রদায়বিশেষ । সৈরন্ধ, (শৈ) সৈর (ইচ্ছামত) (ধারণ করা )+অণ, (নিপাতনে ) ] ৰি, কৃষক ; চাৰ। স্ত্রী, সৈরন্ধী, সৈরিন্ধী—শিল্প কৰ্ম্মদক্ষ পরগৃহস্থিত স্ববশ শিল্পকারিণী । প্র—“র্তান্তে কৰ সৈরন্ধীর কৰ্ম্ম আমি জানি।” | —কাশী-মহা-বিরাট । সৈরিক (শৈরিক্) সৌর (লাঙ্গল)+ইক (সংস্কৃষ্টার্থে—ইকণ, ) ] বিণ, লাঙ্গল সম্বন্ধীয়। ২। বি, পুং, লাঙ্গলিয়া : চাষা । ৩। হেলে গর। সোআগী ( শো) দোহাগী দ্র: । সোকা(সং–শিজ, ধাতুজ। শোক দ্র: ক্রি, আপ্রাণ করা । সোটা ( শে1) (হি] বি, লাঠী : প্র—"শিবের সাক্ষাতে বল সে মারিবে সোটা"—শিবায়ন । সোত (শে1) { সং—সমস্ত হইতে সোম (তুল —সোমবৎসর সোত ) ] বি. সমস্ত : সমুদয় ; সারা । প্র-সোত মাস : সোত বছর। cft (બા ) [ મર–લાડ] ,િ કાષ્ઠ প্র--"গোৎ করে সোৎ ঠেলে ভাটি গাং ছেড়ে” —ঈশ্বর গুপ্ত । সোসর (শেশির) বিণ, সদৃশ ; তুল্য ; সমান। প্র—“এইরূপে হরিহোড় পেয়ে ধনবর। ধনে ধান্তে পরিপূর্ণ কুবের সোসর ॥”—অ, ম ৷ ২ ৷ অবলম্বন : আগুয়। প্র—"বিদ্যানাম সোসর দোসর নাই সাতে । কথার দোসর মাত্র শুক • পক্ষী হাতে।”—জ, ম । 6नॅॉल (cनl) [ म९-८मोशक-cर्गांन+था (যুক্তার্থে ) ] বি, দুগ্ধ বা শুষ্ক মৃত্তিকার জল পড়িলে যে সৌগন্ধ বাহির হয় । সোদাল (শোদাল) { সং—স্বৰ্ণালু হইতে অথবা ফল বৃহৎ কঠিন শুটী বা সোটার মত বলিয়া সোটাল পরে সোদাল ? ] বি, যষ্টির মত লম্বা কঠিন দল সোণালী রঙ্গের ফুল-বৃক্ষfr*fw ; cursia fistula. সোপল ( শো ) { সমর্পণ হইতে। ব্রজ ] ক্রি, সমর্পণ করিল। প্র—"বিধি বড় দারুণ বধিতে রপিক জন সোপল তোহার নয়নে ৷”—বি, প। সোপলু-সমর্পণ করিলাম। প্ৰ—“শুন শুন স্বন্দর কানাই। তোহে সোপলু ধনী ब्रॉ३ ॥”-वि, श्रृं । ১৪২৩ সোঙরি (ণে ) { সং– ( ক্ষরণ করা ) ধাতুজ । স্মরি—সমরি—সঙরি—সোঙরি ] অস-ক্রি, স্মরণ করিয়া, মনে করিয়া । প্র— “কানণ করয়ে আলো কপালের ছাদে । সোঙরি তাহার রূপ প্রাণ মোর কাদে ॥”—-কবিক । "কহই বিদ্যাপতি সোঙরি চরিত । সোসৰ গণইতে ভেলি মুরুছিত।”—ৰি, প। সোজা ( শো ) [ সহজ হইতে ] বিণ, অবক্ৰ ; ঋজু সরল। ২ । অকুটিল। প্র—“চেন না আমারে শমন চিনলে পরে হবে সোজা ।"— বাং-গান। ৩ । সরল প্রকৃতি। সোডা ( শো ) [ ইং-Roda ] বি, সঞ্জিকা ক্ষার। সোডাওয়াটার—সর্জিকাক্ষার- , যুক্ত জল : soda water. সোণ, সোনা ( শোনা ) { সং—স্বৰ্ণ হইতে बां९ थांकु-मत्र : श्-ि८मांनां : ॐl-२ां९সুন । বাং-য় যাবতীয় স্বর্ণশব্দজ যৌগিক শব্দের দুই প্রকারে রূপই প্রচলিত ] বি, সুবর্ণ ধাতু : কাঞ্চন। সোনী কযl—সোনার মুল্য নিৰ্দ্ধারণার্থ কষ্টিপাথরে ঘধিয়া দেখা ৷ ২ ৷ নির্দিষ্ট দরে সোনার মূল্য নিৰ্দ্ধারক গাণিতিক প্রক্রিয় বিশেষ । সোনা গালান— আগুনের উত্তাপে সোনা তরল করা । সোনা চাপ—স্বর্ণচাপা ফুল। সোনা দানাসোনার গহনা পত্র : স্বর্ণালঙ্কারাদি । সোনা ভস্ম—স্বৰ্ণ পুড়াইয়া ভস্ম হওয়া । সোনামুখী—সুন্দর মুখবিশিষ্ট । পুং, সোনামুখ, —মুখো। কঁচা সোনা-বিশুদ্ধ অমিশ্র স্বর্ণ (কোমল বলিয়া কাচ) । পাক সোনা —থাদহীন স্বর্ণ বিশুদ্ধ স্বর্ণ। গিনি সোনা —গিনি দ্র: । মেকি সোনা-সোনা বলিয়৷ ভ্রম জন্মে এরূপ ধাতু ; জাল সোনা। সোনা বাহিরে আঁচলে গিরে—অঞ্চলের নিধি বাহিরে থাকিতে দিয়া অঞ্চলে বৃথা গ্রন্থি দেওয়া । সোনায় সোহাগা—সোহাগ যোগে সোণ সহজে গলিয়া যায় বলিয়া শুভ সংযোগ । সোনার অঙ্গ—স্বৰ্ণবর্ণ দেহ : বরাঙ্গ। সোনার কাঠি রূপার কাঠি [ গল্পের সোনা রূপার কাঠির লক্ষণায় ] মরণ বাচনের উপায় স্বরূপ । সোনার গণ্ডন— স্বর্ণালঙ্কার । সোনার জল—স্বর্ণবর্ণে রঞ্জিত করিবার রাসায়নিক জল ; রসাণ দ্র: | সোনার যাদু-আদরের নাম ; সোহাগের সম্বোধন । সোনার পাত—সোনার অতি স্বগ পত্র। সোনার পাথর বাটী— অসঙ্গত ও অসম্ভব । সোনার বরণ,— বর্ণ—স্বৰ্ণৰৎ পীতবর্ণ স্বর্ণ চম্পকের বর্ণ। সোনার বেণে—সুবর্ণবণিক। সোনার সোণ লঙ্কা—স্বৰ্ণময় লঙ্কাপুরী ৷ ২ ৷ ঐশ্বর্ঘ্যের আগার। সোনার সংসার—সকল ঐশ্বধ্য ও মুখের গৃহস্থলী। সোনামুখী(শে)[সোনা দ্রঃ হি–সন্নামী । বাং-য়—সোনাপাত ও বলে । সং— zitą strš$ i Re-cassia seuna ] বি, কোকণদেশজ বিরেচনগুণবিশিষ্ট কাঞ্চনাদি বর্গের তিক্তাস্বাদ লতাবিশেষ । সোত ( শোত ) [সং—স্রোঙ ] বি, স্রোত ; প্রবাহ। প্র—“সোতের সেওল ভাসাইয়া কাল কাটিল প্রেমের ডোর ।”—চওঁীদাস । "ভুলে মরতের পথে ভাসিয়া আসিয়া সোতে" —কস্তুরা । সোৎকণ্ঠ ( শে! ) [স (সহিত) উৎকণ্ঠা ( উদ্বেগ) যাহার, বহ] বিণ. উদ্বিগ্ন ; উৎকণ্ঠl पूg । সে{ৎপ্রাস ( শোৎ ) { স ( সহিত )—উৎ— প্র—অদৃ(হওয়া)+অ (ভাবে ঘঞ)=উৎপ্রাস ( অতি উদ্যম ) যাহার, বহ ] বি, পুং, ক্লী, শ্লেষবাক্য ; ঈষদ্ধাস্তযুক্ত কথা। ২ । বিণ, বৃদ্ধিযুক্ত । ৩। পরিহাসযুক্ত ( বাক্য) । সোৎসুক (শোৎগুৰু ) { স—উৎসুক ] বিণ. ঔৎসুক্যের সহিত : সাগ্রহ । উৎকণ্ঠিত ভাল। প্র—“গিন্নি ভাড়ারঘরে ছিলেন —স্বামীর ডাকে বঁটি তরকারী ফেলিয়া সোৎসুকে দালানের দিকে ছুটিলেন ।”—ভারতী, ১৩২• । সোদর ( শোদর ) { স (সমান ) উদর (পেট) যাহার, বহ ] বি, পুং, এক গর্ভজাত ভ্রাত ; সহোদর ভাই। স্ত্রী, সোদরী—সহোদর। ભછઠ્ઠો િ সোদৰ্ঘ্য (শোদগুঞ্জ) [ স (সমান ) উদর (পেট) যাহার = সোদর +য ( স্বার্থে ) ] বি, পুং, সহোদর। স্ত্রী, সোদৰ্ঘ্যা—সহোদরা। সোণামুগ, সোনামুগ (শো, গ) [ সোণ (দ্রঃ) র বর্ণ বলিয়। ] বি, পীতবর্ণ মুগ কলাই। সোণীর, সোনাব (শোনার্)[সং—স্বৰ্ণকার) বি,স্বর্ণকার :সেকরা। প্র—“সই মদন সোণারে না চিনে সোণা সোণ যে বলিয়৷ পিতল আনিয়া গড়ি দিল যে গহন ।”—পদাবলী । স্ত্রী, সোনারণী (র) । সোণালী, সোনালি, সোণালি ( শো ) { শোনা—বালী ( যুক্তার্থে ) ] বিণ, সুবর্ণমণ্ডিত । প্র—"মাতা ভগ্নী কস্তা জায় । মায়ার সোনালি কায় ॥"–মহিলা । ২ । সুবর্ণময় ; স্বর্ণবর্ণবিশিষ্ট । প্র—সোণালী রংয়ের জলন্ত কিরণ সেই মেয়েটির চাপা ফুলের মত শরীরের উপর পড়িয় তাহার চারিদিকে যেন একটা জ্যোতি বিচ্ছুরিত করিয়া ধরিয়া