পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনা ছিল"—ভারতী, ৩৬শ বধ । ৩ । সোনার পাত । ৪ । সোনা রঙ্গের জরী । সোন|—সোণ দ্র: | সোম| ( শোনা ) { সং–সন্ধংশ হইতে ] বি, স্বর্ণকারের চিমূঢ় । সোনদান ( শোনানো ) [ গ্রা–সে দুণে । সন্ধান দ্রঃ ] ক্রি, প্রবেশ করা । প্র—“সাত দিয়া সাত জন গৰ্জিয়া সোনাইল।”—মাণিক চাদের গান ! সোন্ধ ( শোনা) [সং—সৌগন্ধ হইতে ] বিণ. সুগন্ধযুক্ত। প্র-“সোন্ধা মুকুঙ্কুম, কপুর চন্দন আনিল মুখাশিকড়।”—চণ্ডীদাস । সোন্মাদ ( শোন্মাদ) [স ( সহিত ) উন্মাদ ( ৰাতুলতা ) যাহার, বহ ] বিণ, উন্মাদগ্ৰস্ত : পাগল । সোপপ্লব ( শো ) { স ( সহিত) উপপ্লব (রাহ) যাহার, বহ ] বিণ, রাহগ্ৰস্ত চন্দ্র অথবা সুৰ্য্য । সোপরদ (শো) { ফু-মুপুদ বি, বিচারার্থে সমর্পণ। প্র—“সরোজিলী দাসী এখানে উপস্থিত নাই, থাকলে হাকিমকে ফৌজদারী সোপরদ করতে বলতুম।” সোপধিক ( শোপাধিক্ ) { স (সহিত ) উপাধি যাহার, ব2 + ক ] বিণ, উপাধিবিশিষ্ট । সোপান (শোপান ) { স (সহিত) উপ (উদ্ধে) অন (গমন করা ) + অ (করণে—অল) ] বি, ক্লী, সিউী { আরোহণ দ: ] । সোলে ( শো ) { শুব দ্র: ] ৰি, সন্দেহ । সোম, সোমন্ত্ৰ ( শোম্) [হু ( প্রসব করা ) + ম মন ( কত্ত্ব ) ] বি, পুং, চন্দ্র ৷ ২ ৷ বয়বিশেষ । ৩ । [স ( সহিত ) উমা যাহার, বহ ] মহাদেব : শিব । ৪ যম । ৫ । কুবের । ৬। বায়ু। ৭। পৰ্ব্বত । ৮। বানরবিশেষ । ৯। বারবিশেষ । ১• । সোমলত । বিণ, রমণীয় : সৌম্য । সোম ( শোম্) { সং ] বি, জল ৷ ২ ৷ অমৃত । ৩। কপূর । ৪। সোমলতা। সোমলস-- সোমলতার রস । সোমন্ময় (শেমিক্গয় )। সোমের (চক্সের ) ক্ষয় হয় যে সময়ে, বহু ] বি, পুং, অমাবস্তা। সোমগিরি ( শোম্) বি, উত্তর সমুদ্রস্থিত অলঙ্ঘ্য পৰ্ব্বত । ২ । [ রামায়ণ মতে ] উত্তর সীমান্তে অবস্থিত পৰ্ববত ; ইহা দেবাদিদেব শঙ্করের মালয় । সেীমজ ( শো ) { সোম ( চন্দ্র ) হইতে জ (উৎপন্ন) | বিণ, চন্দ্রেীভূত ; চন্দ্রজাত। ২ । পুধগছ । ৩। গজ । ৪ । দুগ্ধ । সোমতীর্থ (শোম্ ) [ সোম ( চন্দ্র ) তীর্থ (পুণ্যস্থান ) ৬৩২ বি. পুং, ভারতের পশ্চিম প্রদেশস্থ তীর্থবিশেষ ; প্রভাস ক্ষেত্র। > X | Ֆ8Հ8 সোমধারা ( শোম্) [ সোমের ( চন্দ্রের) ধারা ( যে ধারণ করে ) ] বি, স্ত্রী, অন্তরীক্ষ : আকাশ । সোমপ (শো, প) সোম (সোমলতার রস) প ( যে পান করে ) ] ধি, পুং, যজ্ঞীয় সোমরসপানকারী। সোমপা (শো) [ সোম—প ( পান করা ) + কিপ (কর্তৃ) ] ৰি, পুং, যজ্ঞে সোমরসপায়ী । সোমপায়ী (শো) [সং—সোমপারিন ১ম, ১ব ] ৰিণ, সোমপ দ্রঃ । সোমপুতিক ( শোম্) { সং] ৰি, ক্লী, পুতিকরঞ্জ লতা ; ইহা সোমলতার অভাবে ব্যবহৃত হইয়া থাকে । সোমবন্ধু (শোবোন্ধু) [ সোম (চত্র)হইয়াছে বন্ধু যাহার, বহু ] বি, ক্লী, স্বৰ্য্য। ২ । কুমুদ পুষ্প । সোমবার ( শোম্বাবু ) [ সোম দ্রঃ ] বি, রবিবারাদিক সপ্তাহের দ্বিতীয় দিন ; Monday. সোমযাগ ( শোমূ জাগ ) [ সোম—যাগ ( যজ্ঞ ) ] বি, সোমরস পানাঙ্গক বৰ্ষত্রয়-সাধ্য যজ্ঞবিশেষ। সোমযাজী ( শোজাজী ) [ সোম (সোমরস) —যজ, (যাগ করা)+ইন (কর্তৃ)=সোমযাজিন ১ম, ১ব ] বি, পুং, সোমধাগকারী। সোমরাজ (শোর, জ, ) ( সং--সোমরাজী ] বি, বাকুচী । সোমরাজ (শোম্) [ সোম (চল ) রাজ, ( দীপ্তি পাওয়া )+ইন্‌=সোমরাজিন ১ম, ১ব ] বি, পুং, সোমরাজ দ্র: কালজীরার মত বীজপ্ৰসু শাকবিশেষ ; বাকুচ দ্র: । সোমলতা (শো) [ সোম (চন্দ্ৰ) লতা । যাহার ১৫টী পত্র কৃষ্ণ ও শুক্লপক্ষে চন্দ্রকলার সঙ্গে সঙ্গে হ্রাস বৃদ্ধি প্রাপ্ত হয । বি, আকন পুষ্পবৎ পুষ্পদ পত্রহীন ক্ষীর লতাবিশেষ । সোমসিদ্ধান্ত ( শোশিদ্ধান্ত ) বি, পুং, চন্দ্রপ্রণী ৩ জ্যোতিষ গ্রন্থবিশেষ। ২। শৈবমতাবলম্বী পণ্ডিতবিশেষ । সোমসিন্ধু ( শোম্শিন্ধু) বি, পুং, নারায়ণ । সোমসূত্র ( শোমশুৎত্ৰ ) { সং ] বি. ক্লী, জল নির্গম স্থান । সোমোস্তবা ( শো ) [ সোম ( চন্দ্র) হইতে উদ্ভব (উৎপত্তি ) যাহার, বহু ]বি, স্ত্রী, নৰ্ম্মদ নদী । সোয়াতি ( শো ) { সং—শ্বস্তি। ব্রজ ] বি, সোয়াস্তি : চিত্তস্তৈয্য : শাস্তি । প্র—“জনম অবধি না পাই সোয়াতি কাদিয়া মরি যে নিতি।” —চণ্ডীদাস । সোলা সোয়াথ ( শোয়াথ, ) { স্বস্তি হইতে—সোয়াস্তি সোয়াখি–সোয়াথ ] বি, মুস্থত ; চিত্তের শান্তি। প্র—“রহিতে সোয়াথ নাহি নেতুন লেহ ।”—বি, পতি। “সোয়াথ না পায় মনে ।”—পদরত্নাবলী। সোয়াদ ( শোয়াদ) [সং—স্বাদ । বি, স্বাদ । প্র—"লহনার বোলে সাধু না পাল্য সোয়াদ ।” —কবিক । সোয়ামী (শো) { সং—স্বামী । গ্রা-রূপ] বি, স্বামী ; ভৰ্ত্ত । সোয়ার (শোয়ার্) [ ফু—সবার ; হি-আলওয়ার সং—অশ্বারোহী ್ರ! ৰি, অশ্বারোহী সেনা ; সাদি। প্র—"ভোজপুরে সোয়ার বোদেলী শতশত।”—অ,ম।ৰিণ, সোয়ারী —আরোহণযোগ্য ; আরোহীর উপযোগী । প্র—“সোয়ারী গাড়ী। ২। বি, যানবিশেষ । সোয়ীরা (শো) [ সোয়ার (দ্রঃ) [ আ (পদ্যে) হি—অনুকরণে মাত্রা স্বরূপ ] বি, অশ্বারোহী : সওয়ার। প্র—”পয়দল কলবল ভূতল টলমল সাজল দলবল অটল সোয়ারা ৷"—অ, ম | সোয়ারি ( শো ) { হি—সৰ্বারী ] বি৭, আরোহী : যানাদিতে আরোহণকারী। প্র— “নব বাবুর ঐ সোয়ারি দেখিবামাত্র দৌড়ে গিয়ে চারিদিকে ঘেরিয়া ফেলিল ও বেহার দিগকে মারপিট করিল।”—টেকচাদ ৷ ২ ৷ আরোহণ ৷ প্ৰ—“সোয়ারির অশ্ব আনে গমনে বাতাস ৷”—আ, ম । সোয়াল ( শোয়াল্) { সওয়াল দ্রঃ বি, প্রশ্ন । ২ । বাদী প্রতিবাদীকে আদালত যে প্রশ্ন করেন । প্র--"সাক্ষিগণের প্রতি অনেক সোয়াল হইয়াছিল।”—নীলদর্পণ। সেয়াল জবাব--প্রশ্নোত্তর । সোয়াস্তি (শো) { সং—স্বাস্ত অপভ্রংশে ] বি, চিত্ত্বেব স্থিরতা : স্বস্তি ; শান্তি । প্র—“শয়নে সোয়াস্তি নাই বিরাম নিদায়।"-হেম বন্দ্যো । "থাইতে সোয়াস্তি নাই নাহি টুটে ভুক্‌ ৷”-- চণ্ডীদাস । সোর ( শোর্) ( শোর দ্র: ] বি, কোলাহল : গোল। প্র—"বাসাডে বাসিনে বেওয়া বেষ্ঠা করে সোর ।"-হেম | সোরা ( শো ) { সং—সজ্জিকাক্ষার। ফু!— শোর] ] বি, ক্ষারবিশেষ ; যবক্ষlর। সোরাই ( শো ) [ ফু— স্বরাহি ] বি, গল| সরু লম্বা ও পেট-মোটা মাটির জলপাত্র : কুজা । সোলা ( শো ) [ শোল দ্র: ] বি, সচ্ছিদ্র লঘু ও কোমল কাষ্ঠ । প্র-—“আমি প্রদীপ তেল চকমকি সোলা সকলি আনিয়া রাখিয়াছি”— মুণালিনী । “পলায় বাঙ্গাল ভাই ফেলাইয়