হরি সঙ্কীৰ্ত্তন ; হরিনাম। প্র—“হয়েছি আজরা মর হরিগুণ গেয়ে।”—শিবায়ন। হরিঘোষের গোয়াল-কলিকাতায় হরিঘোষ নামক জনৈক ধনীর গৃহ অতিথি অভ্যাগত ও পরিচিত অপরিচিত বহু নিষ্কৰ্ম্ম লোকের পক্ষে অবারিত ছিল । গো-গৃহে যেরূপ গোপাল থাকে তরূপ এই সকল নিষ্কৰ্ম্ম প্রতিপালিত হইয় গল্প গুজব ও কোলাহল করিয়া জীবন যাপন করিত। ২ । [ লক্ষণায় ] নিষ্কৰ্ম্মার দলের বৃথা কোলাহলময় স্থান । হরিচন্দন —বি, দেবতরুবিশেষ । ২ । [ হরি ( কপিল বর্ণ) যে চন্দন, কৰ্ম্মধা ] শ্বেতচন্দনবিশেষ । ৩। গোশীর্ষ । ৪ । কুঙ্কুম পদ্মকেশর । ৬। জ্যোৎস্না । হরিনীল—ইক্রনীল । হরিনেত্র--শ্বেতপদ্ম ৷ ২ ৷ [ হরি (সবুজ বর্ণ ) নেত্ৰ যাহার, বহ ] বি, পুং, পেচক ; পেচা। হরিপ্রস্থ-বি, রাজা যুধিষ্ঠিরের রাজধানী ; ইন্দ্রগ্রন্থ । হরিপ্রিয়— হরিভক্ত ৷ ২ ৷ বি, কদম্বতর । ৩ । ক্লী, কুষ্ণচন্দন। ৪ । পীত ভূঙ্গরাজ । ৫ করবীর । ৬ । শঙ্খ। স্ত্রী, হরিপ্রিয়া-লগী। ২ । তুলসী । হরিবংশ—শ্ৰীকৃষ্ণের বংশধরগণ : হরিকুল , ব্যাসকৃতগ্রস্থ ; মহাভারতের পরিশিষ্ট্রভাগ । হরিবর্ম—জম্বুদ্বীপের নববধের অন্তর্গ৩ বধবিশেষ, ইহার দক্ষিণে ইলাবৃত বস । হরিবল্ল ভা—বি, স্ত্রী, লক্ষী । ২ । তুলসী। ৩। জয় । হরিলাসর—বি, স্ত্রী, একাদশী যুক্ত দিন । ২ । দ্বাদশীর প্রথমপাদ ৷ ৩ ৷ হরিসভা । হরিবহন-বি, পুং, গরুড় । হরিবীজ-বি, হরিতাল। হরিবোল— | | | হরি এই নাম ডাক ; হরিনাম উচ্চারণ ; হরিধ্বনি । হরিবোল দেওয়া— মুহমুখ হরিনাম উচ্চারণ করা হরি ২fর বল ৷ ২ ৷ “বল হরি হরিবোল” এই বলিতে বলিঙে শ্মশানে শব লইয়া যাওয়া । হরি বোল হরি-কন্মশেধস্বচক ইরিধ্বনি । ২ । নৈরাশ্য, বিস্ময়াদিসূচক অব্যয় । হরিবেtলা—যে ইরি হরি বলে : হরিণাম যাহার জপমাল । গোলে হরিবোল-- যে কীৰ্ত্তন করিতে জানে ন সে পাচজনেব মিশালে হরিনাম গান গাহিলে আর ধবা পড়ে না । ২ । গোজামিল দিয়া কাজ বাজান : কাজে ফাকি দেওয়া । হরিব্যাসী--নিম্বাক বৈষ্ণব সম্প্রদায়ের অg"{ও হরিব্যাস-প্রবৰ্ত্তিত ধৰ্ম্মসম্প্রদায়বিশেষ । হরিভক্ত-বিণ, হরির প্রতি ভক্তিযুক্ত ৷ ২ ৷ বি. বিষ্ণুভক্ত : বৈষ্ণব । >888 दक्षैिभङ्गि–इनिान । य–“ज्रमा ठूश्। রোহিত মৎস্তের পোলাও ভক্ষণ আর কল| হরিমটরে উদর পুরণ শাস্ত্র নিষিদ্ধ”—হরিদেব শাস্ত্রী। হরিমন্দির-বিষ্ণুমন্দির। হরি মুদগ—হালিযুগ । হরির খুড়ো—যাহার সহিত কোন সম্পর্ক বা পরিচয় নাই। হরির লুঠ—শ্ৰীহরির প্রসাদী বাতাস তুলসীতলা ছড়াইয়া দিলে আনন্দ কোলাহল করিয়া গ্রহণ : হরিকে নিবেদিত মিষ্ট্রান্ন বিতরণ ও লুণ্ঠন । হরিশয়ন—আষাঢ় মাসের শুক্ল দ্বাদশী হইতে কীৰ্ত্তিক মাসের শুক্ল দ্বাদশী পধ্যস্ত চারিমাসকাল : বিষ্ণুর নিদ্র ৷ ২ ৷ আষাঢ়ের শুক্ল দ্বাদশী হইতে কাৰ্ত্তিকী শুক্ল দ্বাদশী পৰ্য্যন্ত কাল। হরিসঙ্কীর্তন— শ্ৰীহরিনামোচ্চারণ । ২ । বৈষ্ণবমণ্ডলী কর্তৃক গোলকরতালাদি যোগে হরিনাম গান। হরিস ভা—হরিনাম সংকীৰ্ত্তন, বিষ্ণুভক্তি প্রচার আদি উদ্দেশে বৈষ্ণবগণের যে সম্মিলন 진 F1 || হরিকালী (হে ) (প্রা-বাং বি, ধান্তবিশেষ । প্র—"কুলি, হরিকালী, বুলেন কুসুমমালী।” —ণুপু ৷ ২ ৷ স্ত্রীলোকের নাম । হরিণ ( হোরিন ) হি (হরণ করা ) +ইন্ ( কত্ত্ব ) যে সকলের মন হরণ করে ] ধি, পুং কোমলাঙ্গ দ্রুতগামী তৃণভোজী চিত্রাঙ্গ পশুविप्*ग : ११श्र : भूर्ण । ज:-श्-िश्रृ१ ।। প্রা-বাং ( বৌদ্ধ যুগ) ও ব্রজ-হরিণ, হরিনা। প্র—“বনাচারি (=বনচরি) বঞ্চে বনে হরিণ ইরিনি । ডালে বঞ্চে সারি সুখ পুরূষ রমনি ॥”—গোবিন্দ গীত ৷ ২ ৷ পাণ্ডুবর্ণ। ৩। বিণ, পাণ্ডুবৰ্ণবিশিষ্ট। স্ত্রী, হরিণী— কুরঙ্গিণী ; মুগী । ২ । পদ্মিনী প্রভূতি চতুৰ্ব্বিধ নায়িকার মধ্যে চিত্রিণ স্ত্রী । ৩। তরুণ । ৪ । বরমারী । ৫ । হরিদ্বর্ণ স্ত্রী । ৬ । অপারোবিশেষ । ৭ । [ছন:] ১৭ অক্ষরের ছন্দোবিশেষ । হরিণনৰ্বক—বি, পুং, কিন্নর । স্ত্রী, হরিণন শুকী—কিন্নর । হরিণহীদয়—বিণ, ভীরু । হরিণাক্ষী (হেরিণাকৃথি ) [ হরিণের ন্যায় অক্ষি ( চক্ষু: ) যাহার, বহু | বিণ, মৃগনয়ন । ২। বি, স্ত্রী, মুনয়ন স্ত্রী : স্বনেত্রী ৷ ৩ ৷ বারাঙ্গনী । ৪ সুগন্ধিবিশেষ । হরিণাঙ্ক (হোরিনাংক ) { হরিণ হইয়াছে অঙ্ক ( চিহ্ন ) যাহার, বহু ] বি, পুং, মুগচিহ্ন : মুগান্ধ ; চন্দ্র । হরিৎ (ংে ) ! (লওয়া ) +ইং (কন্তু ) ] বি, পুং, সবুজবর্ণ : নীল ও গীতের মিশ্রণজাত হরি বর্ণ। ২। সবুজবর্ণ দূর্বাদি । হরিদ্বর্ণবিশিষ্ট । হরিত ( হে ) {হ (লওয়া )+ইত (কর্তৃ) বি, সবুজবর্ণ। ২। বিল, হরিদ্বর্ণবিশিষ্ট। হরিতক (হোরিক্তক্) (হরিত+ক (সংজ্ঞার্থে) ति, शै, इब्रिदर्भ छू१ भजामि । २ । नांक । ৩ । ( বৈজ্ঞানিক পরিঃ ] ক্লোরিণ, নামক উপধাতুবিশেষ । হরিতাল (হো, ল) বি, পারদগর্ভ বিষাক্ত ধাতু. বিশেষ ; হত্তেল। প্র—“এক ভালে হরিতলি স্বশোভন আধই সিনর পুরি রে।”—জ, ম । ২ । হরিতাল নামক পীতবর্ণ পক্ষিবিশেষ । হরিতালী, হরিতালিকা [সং ] বি, আকাশমার্গে উত্তরদক্ষিণব্যাপী শ্বেত রেখা ; ছায়াপথ ; আকাশগঙ্গা ; দুধপথ ; the milkyway. ২। ভাদ্রমাসীয়া শুক্ল চতুর্থী। ৩। দুৰ্ব্ব । হবিতাশ্ম (হোরিতাশ,শ ) {হরিত (সবুজবর্ণ) অশ্বন (প্রস্তর ) কৰ্ম্মধা ] বি, পুং, মরকতমণি। ২। তুতিয়া । হরিদম্ব (হোরিদশশ) [ হরিৎ (সবুজবর্ণ) অর্থ যাহার, বহু ] বি, পুং, স্বয্য । হরিদ্র। ( হোরিদ্ৰ ) [ ইরি (পীতবর্ণ) ক্র ( প্রাপ্ত হওয়া ) + অ ( কর্তৃ—ড ) ] বি, স্ত্রী, হলুদ। ইহা চারি প্রকার যথা–হরিদ্র, বনহরিদ্র, দারহরিদ্র, কপূরহরিদ্র । [সংস্কৃত পৰ্য্যায়—কাঞ্চনী, বরবশিনী, পীত, ক্রিমিয়া, হরবিলাসিনী ; যোধি২প্রিয়া, হলদী এবং রাত্রিবাচক শব্দ ] । প্রা-বাং-প্রাকৃ—হরিদ । প্র—"হরিদা কুঙ্কুম চুয়৷ চন্দন বাসর।”— শু, পু। হরিদ্রারাগ-বি, হলুদবর্ণ। ২ । বিণ, অস্থায়ী অনুরাগযুক্ত । হরিদ্রাঙ্গ ( হোরিদৃদাংগ ).Lহরিদ্র (পীতবর্ণ) অঙ্গ (অবয়ব ) যাহার, বহ ] বি. পুং, হরিয়াল পার্থী। হরিদ্রাভ ( হোরিদূদ্রাভ ) { হরিদ্রার মত আভা ( দীপ্তি ) যাহার, বহু | বিণ, পীতবর্ণবিশিষ্ট : হলুদের আভাযুক্ত । হরিদ্বর ( হোরিদ্ধার ) । হরির (বিষ্ণুর) দ্বার —৬তৎ, মতান্তরে হরদ্বার (হি—হরদোয়ার' ) হরি বা হরের আলয় বা স্বর্গে যাইবার দ্বারস্বরূপ ] হিমালয়ের পাণমূলস্থ নগরীবিশেষ ; হিন্দুর মহাতীৰ্থবিশেষ । হরিন্মণি ( হোবিনমোনি ) { হরিৎ (সবুজবর্ণ) যে মণি ( পাথর ), কৰ্ম্মধা ] বি, পুং, বহুমুল্য হরিদ্বর্ণ প্রস্তরবিশেষ : মরকতমণি । হরিপদী (হোরিপোদি ) [ জ্যোতি: পরিঃ ] বি, অয়নমণ্ডলের পশ্চিমভাগ-যথায় বিষুব রেখা মিলিত হইয়াছে । হরিমন (ছো ) বি, হরিদ্বর্ণ রোগ । ৩ । বি৭,
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।