পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাত লিখনকার্য্যে পাক হওয়া । হাত পাত —প্রার্থনা করা। ২ । গ্ৰহণার্থ করতল স্য করা । হাত ফেরান—হাত বদল কর। হস্তান্তর করা । হাত বদল-হস্তান্তর এক হস্ত হইতে অন্য হস্তে গমন । প্র—“হাণ বদল করিতে বেশের হৈল মন”—কবিক | ২ হস্ত পরিবর্তন । হাত বদলাবদলি— হস্তান্তর করণ । হাত বাক্স—খুচরা খরচে টাকাকড়ি রাখিবার বাক্স । হাত বাড়ান— হস্ত প্রসারণ করা । হাত বাতি, হাত লণ্ঠন—ল্যাম্প-গতে ঝুলাইয়া লইয়া যাইবার মত বাতি বা আলোকাধার। হাং ভারি—যাহার হাতে টাকা আছে অথচ হাত তুলিয়া দিতে হাত উঠে না ; কৃপণ। প্র—"বড় হাত ভারি—বাক্স থেকে টাকা বাহির করিতে হইলে বিষম দায় হয়"-টেকচাদ। হাতমাটি করা—মল ত্যাগান্তে জলশৌচ করত হাতে মাটি মাখিয়া ধুইয়া ফেলা । হাতযশ–কৃত কাৰ্য্যতার খ্যাতি ; সিদ্ধ-হস্ত বলিয়া সুনাম হাত রাড় করা—হাত শুধু করা দ্রঃ হাত লাগা—হাত ঠেকা ; স্পর্শ হওয়া । ২ হস্তগত হওয়া । হাত লাগান—ছোয়া। ২ । কাজে হাত দেওয়া ৷ ৩ ৷ সাহায্য করা । হাতশানি, — সানি—হাতের ইঙ্গিত। হাত তুলিয়া অঙ্গুলি সঞ্চালনে আহ্বান। হাত শুধু করা-হাত সবার চিহ্ন (লোহ অলঙ্কার) শূন্ত করা। প্র—“এখানে এসে হাত শুধু করে থান ত পরেছে”—ভারতী, ১৩২• । হাত সই—এক হাত পরিমাণ। হাত সড়সড় করা–হাত চুলকান। হাত সাফাই–ইস্ত লাঘব । হাতে কলমে করা—কেবল পড়িয়া ও শুনিয়া শেখা নয় নিজের হাতে কাজ করিয়া শিক্ষাকে কাৰ্য্যকরী করা। হাতে খড়ি-বিদ্যারম্ভ। প্র-- “কত দিনে মিশ্র পুতের হাতে খড়ি দিল ।” চৈ, চরিত। হাত খোলা-হস্তে ভিক্ষাপাত্র স্বতরাং সৰ্ব্বস্বান্ত । হাতে গড়া— স্বহস্তে নির্মিত। ২। স্বয় শিখাইয় পড়াইয় মানুষ করা । হাতে চাদ দেওয়া— দুরাশা পূর্ণ করা। হাতে থাকা—সঞ্চিত থাকা। ২। অনুকূল থাকা । ৩। বশে থাকা । হাতে ধরা-সনিৰ্ব্বন্ধ অমুরোধ করা ; মিনতি করা । হাতে পাওয়!— আপন অধিকারে প্রাপ্ত হওয়া ; হস্তগত করা । হাতে পাঁজি মঙ্গলবার-পাঁজি হাতে থাকা সত্ত্বেও কি বার তাহা লইয়া গোল ; জানিবার উপায় থাকিতে বৃথা তর্ক। হাতে হাতড়ান, হাতড়ানো (হাওড়ানো ) [হাত | 〉8(t○ মাথা কাট-এত উদ্ধত যে অস্ত্ৰ আনিবার অপেক্ষা না করিয়া হাতেই মাথা উডান ; ঘোরতর অত্যাচারী। হাতে মারা নয় ভাতে মারা—প্রহার না করিয়া অনাহারে । রাগিয়া প্রাণে মারা । হাতে লওয়া— | গ্রহণ করা । ২ । আরম্ভ করা ; কায্যের স্বত্রপাত করা । হাতে নোতে,—নতে— [সং— লোপ্ত,=চোরাই মলি ] হাতে চুরি করা মাল সহিত : বৰ্মাল : চোর * * গাড়ীর চাকা হইতে রবার পুলিয়৷ লইতেছিল। সে তখনই হাতে-নো৩ে গ্রেপ্তার হয়।"—বাঙ্গালী, ১৩২৩ । হাতে হাতে —হস্তান্তর হইবার পূর্বেই ; অবিলম্বে ; তোকাতুকি । হাতে হাতে ফল—সদ্য ফল। প্র—“ঘটে তার ভাগ্যেতে প্রেম তরতে হাতে হাতে ফল"-গান। হাতে হেতেরে, --হেতুড়ে-হাতে হাতিয়াব বা অস্ত্ৰ লইয়া : স্বহস্তে যন্ত্রপাতি ব্যবহার করিয়া । হাতের জল না গলা—বদ্ধমুষ্টি হওয়া ; কৃপণতা করা। হাতের ঢ়িল ছুড়লে আর না ফেরা—কোন কাজ করে ফেলে আর তাহাকে ফেরান বা অকুত করা যায় না ; श्रांश् झब्र| श्न उश् िश्रॆष्ठ स्रांझ श्रिष्ठाश्वांत्र যে না থাকা । হাতের পাচ– তাস খেলার ভাষায় ] অবশিষ্ট সম্বল ; শেষ ভরসা । প্র—“আপন দোষে হারাইলি হাতের পাচ” —গান। হাতের লক্ষী পায়ে ঠেলা —উপস্থিত সুযোগ ত্যাগ করা। প্র—“হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছ, ঠেল, একদিন পস্তাবে”— ভারতী, ১৩২১। কপালে হাত—অদৃষ্ট্রের দোহাই দিতে ৷ ২ ৷ আক্ষেপে ; খেদে ৷ কাচা হাত—অনভ্যস্ত হস্ত : অসিদ্ধ হস্ত । গলে হাত—বিস্ময়ে। ডান হাতের ব্যাপার-ভোজন ব্যাপার : আহার । পাকা হাত—সিদ্ধ হস্ত। পায়ে হাত —নমস্কার অর্থে। ২। শপথার্থে। বুকে হাত—সাহস প্রকাশে। ২। আন্তরিকতা | প্রকাশে । মাথায় হাত—দুর্ভাবনায় । ২ । , শপণ করণে । | m edl lı,anded. 2– —আন ( বাং-কৃৎ প্রত্যয়), মধ্যে ড্র আগম | গ্রা-ব্যবহারে ] ক্রি, হাত বুলাইয়া অনুসন্ধান করা। প্র—”এই আছে এই হাতড়ে পাস্নে, । তাই বলিমন, আর হাতড়াসনে৷”—রজনীসেন । হাতড়ী—হাতুড়ী দ্রঃ। হাতব্য (হাতো ব) হো (ত্যাগ করা)+তব্য । ( কৰ্ম্মে ) ] বিণ, ত্যাগযোগ্য : ত্যক্তব্য । হাতল (হাতোল্) { ३१-li.undle ] ,ि श्ाङ দিয়া ধরিবার কড়া ; আংটা । হাতু হাত [সং—হস্ত—হাত+আ (সাদৃষ্ঠে ) ] বি, দবি। প্র—“রত্ব হাত ডানি হাতে সঘৃত পলান্ন তাতে "—ভা-চন্দ্র ৷ ২ ৷ [ হস্তা শব্দজ ] বিণ, হন্ত : প্রতিবন্ধক। প্র--"এক জন করে দান আর জনহয় হাত ৷”—গোবিন্দচন্দ্রের গীত। "কি তোর যোগ্যতা খালী হতে এলি হাত ॥”—ধৰ্ম্মমঙ্গল ( ঘনরাম) । হাতান ( নো ) { হাত—আন ( ক্রিয়ায় )] ক্রি, হস্তগত কর । शउिॉव्त (व्न्) [ शङ-थल (मांपूरश्च ) ] बि, যাহা তাতাইয়। রাঙ্গ ঝাল প্রভৃতি দেওয়া হয় । আগুনে তাতাইয় প্রয়োগ করা হয় বলিয়া ইহার অন্ত নাম তাতাল । হাতাহাতি (হাত) হাত +আ—হাত + ই ( ব্যাপারার্থে ) ] ক্রি-বি, হাতে হাতে ; অবিলম্বে ; শীঘ্র। প্র—“হাতাহাতি হুকুমে হইল গড় বাড়ী"—ঘনরাম। "মুকেদে মহল তুলে দিব হাতাহাতি।”—ঐ । ২। হাত ধরাধরি। প্র—“গোপী কৃষ্ণ নাচে গায় করি হাতাহাতি”। ৩ । পরস্পরের অঙ্গে পরস্পরের হস্তক্ষেপ ; মারামারি । হাতিপাঞ্জর (র) [ প্রা-বাং ] বি, ধান্তবিশেষ। প্র—“গুজুরা, বোআলি দাড়, হাতিপাঞ্জর । বুড়ামাত্তা, ধান বুনেন দেখিতে স্বন্দর।”— শূন্তপুরাণ । হাতিয়ার (র) [ হি-হাথিয়া-হস্ত হইতে —হাণ—অস্ত্র হইতে—আর । গ্রা–হেতের] বি, অস্ত্র ; যুদ্ধের উপকরণ। ২। শিল্পসাধন যন্ত্র : শিল্পাঞ্জ । - হাতী (হাতি) সং—হস্তী বি, হস্তী ; করা। হাতী বাধা—ঐশ্বৰ্য্যলক্ষণ, কারণ ঐশ্বৰ্য্যশালী ব্যতীত হাতীর খরচ যোগাইতে পারে না। হাতী শুড়—শুড়ের মত বাকা ও লম্ব পাতা ছোট গাছ। ২। জলস্তম্ভ। হাতীর খোরাক-হাতীর মত বহু-ভোজী ; যাহার অন্ন যোগাইতে বিস্তর ব্যয় হয়। হাতীর গলায় ঘণ্টা— লক্ষণায় ] বৃহতের সহিত ক্ষুদের সংযোগ । হাতী পোষা—বং ব্যয়সাধ্য কাজ করা | হাতুড়িয়া ( ) (হি-হত্য হইতে হত্যার (হত্যাকারী ) অপভ্রংশে হাতুরিয়া পরে হাতুড়িয় ] বিণ, আনাড়ী চিকিৎসক। ২। অশিক্ষিত। হাতুড়ী (হি-হুখোড়ী) বি, কামারশালের লোহা পিটিবার যন্ত্র : লৌহ দ্রব্য গঠনকারী ( firenian )—যে একস্থানে বসিয়া কাৰ্য্য করে, সে এই যন্ত্র ব্যবহার করে । [ দ্রঃ—যে দাড়াইয়া লোহা পেটেসে হাম্বর ব্যবহার করে]।