হাসা হাসান ( হাশানো ) {হাস ত্রঃ। উ-পু— হাসাই। ম-পু-হাসাও ; হাসান ; হাস । প্র-পু—হাসায় ; হাসান। অসক্ৰি—হাসাইতে ; হাসাইয়া ; হাসিয়ে ] ক্রি, হাসিতে বাধ্য করা । প্র—“তখনকার ছেলেরা পুড়া সংসাজিয়া গায়ের লোককে হাসাইত ।”—ভারতবর্ষ। লোক হাসান—সাধারণের উপহাস্ত হওয়া । হাসি (শি) [ হস্ (হাস্ত করা) ধাতুজ বি. হাস্ত ; হাস । আটহাসি—উচ্চহাস্ত । কাষ্ঠহাসি— নীরস অর্থে কাঠ) লোক দেখান হাসি ; দীতের হাসি। দেখন হাসি-দৃষ্টিমাত্র যাহার মুখ হাস্যময় হয়। দেতোর হাসি—হাসির অনুকরণে দাত দেখান মাত্র আন্তরিক নহে : কাঁঠহাঁসি । মধুর হাসি—মনোমুগ্ধকর হাস্ত। মিষ্ট হাসি-মধুর হাসি । মুচকে হাসি— মুখ চাপিয়া হাসি ; ঈষৎ হাস্য : ঠোট চাপ৷ হামি । বিক্রপের হাসি—বিদ্রুপ করিবার উদ্দেশে হাসি ; উপহাস। স্নান হাসি— বিসাদ-মলিন মুখের হাসি । ২ । অতিশয় দুঃখে অদৃষ্ঠের প্রতিবিদ্ধপের হাসি। লোক হসাহসি–লোকের মাঝে উপহাস্তহওয়া ; ঢলাচলি । হাসিকান্না—হাস্ত ও ক্রনন : বিধাদানন্মেরমিশ্রভাবের প্রকাশ। হাসিখুসি —হাস্ত ও হর্ষ : আমোদপ্রমোদ : আহলাদ আমোদ। হাসি ঠাট্টা—হান্ত উপহাস : ঠাটা বিদ্রুপ। হাসি তামাসা—হান্ত কৌতুক ; রঙ্গরসিকতা। হাসি ধরে না— মুখমণ্ডল হাস্তপূর্ণ হইয়া যেন ছড়াইয়া পড়িবার মত হওয়া । হাসি ফুটা—মুখে বা অধরে হাস্ত বিকশিত হওয়া বা প্রকাশ পাওয়া । হাসি মুখ—সহান্ত বদন ; প্রফুল্লমুখ হাসির কথা—উপহাসের বিষয়। হাসির গটর,-গরা—হাসির গিটকিরি বা গর্গর শব্দ ; হাসির ঘট,—ছটা—আলোকের মত হাসির দীপ্তি ও শোভা । হাসিকা (শি ) {হসূ+ণিচ,=হাসি ( হাস্ত করান )+অক (কন্তু ) আপ স্ত্রী ] বি, স্ত্রী, বচন চাতুৰ্য্য বা অঙ্গভঙ্গী দ্বারা হাস্তোষ্ট্রেককারিণী দাসী ; বিদূষিক । হাসিল (শিল) [ আ—হাসিল্] বি, বুদ্ধি ও কৌশলপূৰ্ব্বক কায্য উদ্ধার। ২। আদায় ; ৩ । উৎপন্ন দ্রব্য ; লভ্য। ৪ । কল্যাণ : মঙ্গল : ভাল। প্র—"সাহেব করেগা তেরা নিয়ত হাসিল।”— । বিশ, পূর্ণ; সিদ্ধ ; সমাপ্ত। >8Qbー প্র—"এক দিলে অল্প ধনে যে তোমারে সিন্নি মানে হাসিল করন্থতার কাম ।”—সত্যনারায়ণ “এখন দাড়াও সরে বুড় দিদিহাসিল হল কাজ” --হেম বন্দো । হাসিল জমী—আৰাদি छौ । হাস্তিক ( ) { হস্তিন ( হাতী)+ইক (मभूशtर्ष) ] रि, क्ली, शंउँौब *ाल । २ পুং, হস্তারোহী ; হাতি-সওয়ার । ৩। বিণ হস্তিসম্বন্ধীয়। হাস্তিন (ন) [ হস্তিন ( রাজাবিশেধ )+অ ( কৃতার্থে—অণ, ) ] বি, ক্লী, হস্তিনাপুর। ২। বিণ, হাতিপ্রমাণ । হাস্তিয়া হস্ত+ইয়া (অস-ক্রি-বিভক্তি )— হস্তিয়া—হাস্তিয় । প্রা-বাং ] অস-ক্রি, হাত করিয়া ; হাতাইয়া । ২ । হস্তসঞ্চালন করিয়া : হাতড়াইয়া। প্র—"তৈলর মাঝ ত ৰেড়ায় হাস্তিয়া ।”—মাণিক চাদের গান । হাস্য ( হাশ,শ ) { হস্ (হাস্ত করা)+য (ভাবে ঘাণ) বিকসিত । হান্ত করণের ভাব হইতে ] বি. ক্লী, হার্সি । ২। হস+যণ, বিণ, হাস্তরস ৩ । [ কৰ্ম্মে—ঘাণ, ] ৰিণ, উপহসনীয় ; পরিহসনীয়। উচ্চহাস্য-অট্টহলি ; ঘোর শব্দ করিয়া হাসি। হাস্য করা—হাস । হাস্য-বদন-হাসিমুখ : স্মিতমুখ ; প্রফুল্লমুখমণ্ডল। হাস্যচছটা—হাসির ঘট । হামির ফরণ ; হাসির শোভা। হাই1[ হা (বিধাদসূচক অব্যয়-হা (পাওয়া) +ক্ষিপ কত্ত্ব ] বি, পুং, কুবেরের অনুচর : গন্ধৰ্ব্ব ৷ ২ ৷ অ, শোক দুঃখ বিস্ময়ও সন্ত্রমসূচক শব্দ । ৩। খেদোক্তি ; বিলাপ ; হায় হায় । প্র—“হাহা বিহি মোরে এত দুখ দেল।”— বি, প। "হাহা ধৰ্ম্ম বৃকোদর নকুল কুমার হাহা কুস্তি জননী লক্ষ্মী অবতার।”—মহা ( বিজয়) । ৪ । অমুতাপে ; আমুশোচনায়। • । অভাবের কষ্ট । প্র—এত রোজগার তবু তাদের সংসারে হাহা আর ঘুচে না। হাহা দৈ দৈ– হাং (অভাবার্থে) দেহি দেহি-অপভ্রংশে ] অভাব পুরণার্থ কাতর প্রার্থন । হাহাকার ( ) [ হাহা ( শোক ধ্বনি) কার ( করা ) ] বি, হায় হায় শব্দ ; কাতর ক্রদনের উচ্চ শব্দ। প্র—“টানিয়া আনিয়া বুকে করি হাহাকার।”—প্রেম ও ফুল। “চির নিরন্নের নিত্য হাহাকার ”—বাং-গান। ২। আক্ষেপ ধ্বনি । ও । কোলাহল শব্দ । ৪ । শোকধ্বনি ; মৰ্মভেদী ক্ৰন্দনের রোল। প্র—“আজি নহে সত্যভামা মানিনী তোমার উঠিয়াছে প্রাণে তাঁর বড় হাহাকার।”—প্রভাস (নবীন )। হি[সং ] অ, নিশ্চয় ; অবধারণে। ২। পাদ পূরণে। ৩। প্রশ্নে। • লঘুহাস্তে হিহি । । श्8ि [ দ্রঃ-শোক, ব্যগ্রতা, হেতু, বিশেষ প্রভৃতি অর্থে সং-তে ব্যবহার আছে। মৈথিল এবং প্রা-বাং পদ সা-তে-(১) কথার মাত্রাস্বরূপ যথা,-“সেহি" | (২) নিশ্চয়ার্থে। যথা— “গেলহি" । (৩) অনুজ্ঞায়। প্র—“শুনছি” (৪) ৭মীবাচক । যথা,-“অধরহি” ] । হিং, হিঙ্গ-ছিঙ্গু দ্ৰঃ। হিংচা, হিঞ্চা [সং—হিলমেচিক ] ধি, জলজ কষায় তিক্ত শাকবিশেব। হেলেঞ্চ শাক । হিংলী ( হিঙ্গলী দ্রঃ Jষি, হিঙ্গলী নামক তামাক গাছ। হিংলীকোটা তামাক-ছিঙ্গলী পাত কুটিয়া প্রস্তুত তামাক । হিংসক (শল্ক ) { হিন্দ্ৰ ( বধ করা )+অক ( কত্ত্ব ) ] বিণ, হিংসাকারী ; ঈৰ্ষাপরায়ণ । ২ । হস্তী ; ঘাতক । ৩ । বি, হিংস্র জন্তু । ৪ । শত্র । ৫ । অথৰ্ব্ব-বেদ-বেত্ত ত্ৰাহ্মণ । হিংসা (শা ) { হিল্স ( বধ করা)+ অ ( ভাবে অঙ, ) আপ স্ত্রী ] বি, স্ত্রী, প্রাণবধ : মারণ ২ । ঈমা ; বিদ্বেষ । ৩। অনিষ্ট : ক্ষতি। হিংসাকৰ্ম্ম-মারণ, উচ্চাটন, সম্মোহন, স্তম্ভন, বিদ্বেষণ এবং বশীকরণ এই ছয় প্রকার অভিচার কৰ্ম্ম । হিংসার (শা ) { হিংসা—ঋ (গমন করা ) + উ( কত্ত্ব) যেহিংসার জন্য গমন করে ] বিণ, হিংস্ৰক ৷ ২ ৷ ব্যাঘ্ৰ । হিংসালু (শা ) । হিনস্ (হিংসা করা ) + আলু (কর্তৃ, শীলার্থে) ] বিণ, হিংস্রপ্রকৃতি ; হিংসাশীল। ২। বিদ্বেষশীল। হিংসিত (শি ) [ হিনস্ (হিংসা করা )+ত ( কৰ্ম্মে—ক্ত ) ] বিণ, যাহাকে হিংসা কর। হইয়াছে। ২। বিনাশিত ; নিহত। হিংস্থক (শি) হিংস+উক (শীলার্থে) ৰণ, হিংসাশীল ; পরীকাতর। ২। ঘাতক। হিংস্কটে (শু ) { হিংস হইতে। গ্রা–বর্ণ বিপৰ্য্যয়ে হিসফুটে] বিণ, হিংসাশীল ; হিংসুক । প্র—"দ্বিতীয় পত্নী বড়ই হিংসুটে ও দুষ্ট ছিল" —সাহিত্য । হিংস্য (হিংশ,শ) (হিন (হিংসা করা)+ঘ ( কৰ্ম্মে—ঘ্যণ, ) ] বিণ, হিংসার উপযোগী ; বধ্য । হিংস্র, হিংস্ৰক (ক) ( হিনী (হিংসা করা) +র (কর্তৃ—শীলার্থে)+ক ] বিণ, প্রাণহারক ; বিনাশক। ২ । হিংসাশীল। ৩ । প্ৰাণহিংসাকারী জীবজন্তু। হিংস্ৰপশু-সিংহ, ব্যাঘ্ৰাদি প্রাণহারক পশু ; মাংসাশী পশু । হিংস্র-প্রকৃতি,—স্বভাব-হিংসা করা যাহাঁদের স্বভাৰ । হিঃ—অ, হাস্তে। ২। অবজ্ঞায় ; ঘৃণায় ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।