হিল্লে ক্রি, হিলোলা। আসক্রি, হিলোলি— হিল্লোলিত হইয়া ; আন্দোলিত হইয়া : ঢলিয়া । প্র—“ঢলঢল কলিত কাঞ্চন তনু গোরী । ধরণী পড়িছে নব যৌবন হিলোলি।”—জ্ঞান । হিল্লে (আ—হীল। উর্দু –হিল| বি, অবলম্বন ; আশ্রয় ৷ ২ ৷ ৬পায় । হিল্লোল (ল) সিং বি, আন্দোলন ; দোলন। ২ । তরঙ্গ : ঢেউ। প্র—“আলি পিয়ে মকরণ কমলিনী কোলে । সুখে দোলে মন্দ বায়ে জলের হিল্লোলে।”—অ, ম । হিলুলা (হিল্লা) [সং ] বি, স্ত্রী, মৃগশিরা নক্ষত্রের শিরোদেশস্থ পঞ্চতারকা । হিলসা (শা) { হি-তে ও পূবঙ্গে হিল্স ] বি, ইলীশমাছ। হিষ্টরিয়া ( হিস্টরিআ ) [ FR–hysteria] বি, মুচ্ছ রোগবিশেষ ; মৃগীরোগবিশেষ । হিপ্পী (হিস্ট্র) (ইং-history বি ইতিহাস। হিসাব (হিশা ) { আ ] বি, গণনা ; অন্ধ ; calculation, R of{R}}| losa! : ol.  ; account, 5 I of: ; rate. 8 | পরিমাণ ; সংখ্যা ; সীমা । ৫ । বিচার। হিসাব করা—গণনা করা। ২। পরিমাণ করা। ৩। বিচার করা। হিসাব কিতাব —জমা খরচ বা দেনা পাওনা সম্বন্ধীয় হিসাব পত্র। হিসাব চুকান,-মেটান— প্রাপ্য আদায় ও দেন শোধ করা। হিসাব দিহি—দায়িত্ব : জবাবদিহি। ২। বিণ, দায়ী। হিসাব দেওয়—জাখরচ বুঝাইয়া বলিয়া বা লিথিয় দেওয়া। হিসাব নিকাস,—নিকাশ–আয় ব্যয় বা জমাখরচের লিখিত বিবরণ। প্র—“আয় ব্যয়ের একটা হিসাব লিথিয়া রাখিবে "—হরিদেব . শাস্ত্রী। হিসাব লওয়া-দেনা পাওনা বুঝির লওয়া ; জমাখরচের কৈফিয়ৎ লওয়া । গর হিসাব,-বেহিসাব-অ্যথা ব্যয় ; আয়ের অতিরিক্ত ব্যয় ৷ ২ ৷ বিণ, জমাখরচের সামঞ্জস্তহীন। গর হিসাবী-অমিতব্যয়ী ; গরমিল হিসাব-যে হিসাবে জমার সহিত খরচের মিল নাই বা গোজামিল আছে । হিস্ত, হিস্সা, হিস্সে (হিশ,শা) [ আ— হিস্সা ] বি, ভাগ : অংশ। হিস্যাদার, হিস্সাদার—অংশীদার : shareholder. হি হি [ শব্দাত্মক। শীত শীত শব্দজ] বি, শীতে কম্পজাত মুখশব্দ। প্র—“শীতকালে ভোরে যখন সহরবাসী লেপ মুড়ী দিয়া শীতে হি হি করে তখন কলে জল থাকে ।”—বাঙ্গালী ( ২৬ বৈশাখ, ১৩২৩ ) ৷ ২ ৷ আনন্দ-প্রকাশক হু—বি, অনুকরণ শব্দ । × 8\\:)Y অমুচ্চ বা লঘু হাস্তধ্বনি। উচ্চশব্দে "হাঁহী” অত্যুচ্চ শব্দে "হোহো"। প্র—“হিহি করি হাসিল ব্রাহ্মণ ইহা শুনি"—শিবায়ন ৷ ৩ ৷ উপেক্ষা বিদ্ধপাদি প্রকাশক হাস্যধ্বনি । [ শব্দাত্মক ] বি, হাস্ত, বিষাদ, শোক বিস্ময়াদিসূচক অব্যয় । হীন (ন)। হা (ত্যাগকরা ) +ত (কৰ্ম্মে—ক্ত) আ=ঈ :ত=ন ] বিণ, শূন্ত ; বিরহিত উন। ২ । পরিত্যক্ত : বজ্জিত ৷ ৩ ৷ নীচ : অধম ; নিন্মনীয়। ৪ । দীন। হীনবর্ণ-বি, পুং, নীচজাতি। হীনবল—দুৰ্ব্বল : শক্তিশূন্ত। হীনবাদী—বিপরীত বাদী। ২। বাকশক্তি হীন ; মুক। হীনবেশ-মলিন ছিন্ন স্বল্প বস্ত্র পরিহিত ; দীনবেশ। হীনভাব—দৈন্ত । হীনমতি-নীচমতি ; দুৰ্ব্বদ্ধি। ২। বুদ্ধি বিবেক শূন্ত ! হীনাঙ্গ— হীন+অঙ্গ ] বিণ. অঙ্গহীন ; বিকলাঙ্গ। হীনাবস্থ—[হীন+ অবস্থা যাহার, বহু ] বিণ. দরিদ্র ; দীন । হীনিত [সং ] বি, বিয়োগচিহ্ন ; “—” এই 35o1 fix ; minus. হীস্তাল (ল্) (সং ] বি, পুং, হেঁতালগাছ। হীয়মান (ন) [ হা (ত্যাগ করা )+আন ( কৰ্ম্মে ) য, ম আগম ] বিণ, যাহা হ্রাসপ্রাপ্ত হইতেছে ; যাহা ক্ষয় পাইতেছে। হীরক ( ) (সংJবি, কী, রত্নবিশেষ ; হীরা। diamond. হীরকখণ্ড—হীরার টুকরা । হীরা, হীরে (সং—হীরক। গ্রা—ইরে । বি, হীরক । প্র—“নামটীযেমন হীরে তোমার, কথায় তেমনি হীরের ধার।”—বাং-গান । হীরা-ধার—হীরকের যুগ্ম মুগ্ধবৎ অতিশয় ধারাল। প্র--“তব নর্থ হীরাধার দশন বজের সার কি কারণে ভয় কর নরে ।”—কবিক । হীরামণি-হীরক রত্ব। ২। মণিমাণিক্য ; মণিরত্ব। হীরার টুকরা-হীরকখও। ২। অতি মূল্যবান সামগ্রী । ৩। তীক্ষ মেধা ও বুদ্ধি সম্পন্ন : প্রখর বুদ্ধি : প্রতিভান্বিত। হীরামন, হীরেমন্হি-হীরামন বি, শুক বিশেষ ; তোতাপার্থী। হী হী হী (দ্র: ) আনন্দের আধিক্যার্থে দ্বিত্ব ] বি, হাস্তধ্বনি । ২ ! হস্তিস্রোত । ২ । অ, যন্ত্রণাবাচক অব্যয় । ৩ । অবজ্ঞায় : স্মৃণার্থে। ৪ । উপেক্ষার্থে। ৫ । [ ব্রজ । হি'র অনুকরণে ] নিশ্চয়ার্থে। যথা—“অতিহু” (বি, প) । (৩) ৭মী বাচক । যথা—“বনং" ( বি, প) । তৃতা (প্রা-বাং । ভু ধাতুজ। হি-ভওয়া, ভয়] অসক্রি, হইয়া । প্র—"ধৰ্ম্মরাজে সেবএ লোক হুআ মতিমান।”—শু-পু। হসি হুইল (ল) { ইং—wheel ] বি, মাচ ধরিবার ਨ` বড় ছিপের লম্ব স্বতা গুটাইবার ও ছাড়িবার চক্র। ২। সুতা গুটাইবার ও ছাড়িবার চক্রযুক্ত ছিপ। হুইলে মাছ ধরা-হুইল ছিপে মাছ ধর । [ শব্দাত্মক। হুম্ দ্রঃ ] অ, অনুকরণ শব্দ ; হুমূ শব্দ। ২। সন্মতিসূচক ধ্বনি। ৩। নিশ্চয় বাচক শব্দ। হু দ্রঃ । ৪ । সনেহসূচক শব্দ । ৫ । সংকল্প স্থির করণসূচক শব্দ । ৬ । কোপ প্রকাশক শব্দ । ৭ । প্রতিশোধ বা প্রতিবিধান করিবার ভয় প্রদশক শব্দ । ৮ । হুঙ্কার শব্দে তাডনা বা অর্জন গজ্জনসূচক শব্দ । প্র— "বৈরিপক্ষ যক্ষ রক্ষ রুদ্রবর্গ ডাকিয় । যাও যাও হু দিখাও দক্ষ দেই হাকিয় ।”—অ, ম । ৯। অস্পষ্ট সঙ্গীত আলাপে ; গুন গুন শব্দে গান করণে। ১০ । নিষেধে । ১১ । [প্রাবাং ] বাক্যালঙ্কারে। হু হু—স্বীকার বা সম্মতির দৃঢ়তাব্যঞ্জক। ২। বাধা দানে ; নিষেধে ; নিবারণে। ও । সন্তোষকুচক শব্দ । হুক, হু কে [আ-ধৰুক বি, তামাকের ধূম পান করিবার যন্ত্র। প্র—”ইকো টেনে কসে ভাঙ্গা চ্যারে বসে ।”—দ্বিজেন্দ্র রায় । হ'কাকলিকা, ইকোকলকে— হক যন্ত্রসহ তামাক ও আগুনের আধার। হকার খোল—হকার জল রাখিবার নারিকেলের মালা। হুকার নলিচা, —নলচে—এক প্রান্তে খোলের সহিত অন্ত প্রান্তে কলিকার সহিত যুক্ত থাকে যে নল । ডাবা হু কো—বড় খোল ও ছোট নলিচা মুক্ত হক । থেলোঁ হু কো—স্থালীর মত खांडि ं क' ।। ६ं कुi दद्ानांङ्ग-ऐकবাহক ; যে ভূত্য তামাক সাজে ও ইকার জল ফিরাইয়৷ ধুমপানের জন্য প্রস্তুত করে। হু কারি (ইকা—আরী (পটু। তুল— অর্থাৎ জুয়ায় দক্ষ ) ] বি, ইক টানিতে দক্ষ ; তামাক থোর। প্র—“বাবুরাম বাবু ঘোর হকারি দুই এক টান টানিয়া বলিলেন, ওহে ছকটি জীবন জীবন বলছে খুড় খুড় বলছে না কেন ?”—আলাল (টেকচাঁদ ) । ইশ (শ, ) [ হোশ দ্রঃ ] বি, চৈতন্য ; চেতন । হু সিয়ার (হশিয়ার ) [ ফ্রা-হোশইয়ার ] বিণ, সচেতন । ২ । চতুর ; চালাক ; বুদ্ধি মান । ৩ । অ, সাবধান হও : সতর্ক হও । প্র—ংসিয়ার গবরদার পহুরী পহরা ।”— অ, ম। অপভ্রংশে হু সার—হসিয়ার ; সাবধান ॥ প্র—“হেসে বলে ইসার ইসার বট ভাই । বিদেশে ভরসা ভাল এইরূপ চাই।” —ुनश्नम ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।