পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদি হৃদিক [সং ] বি, স্ত্রী, কুপাচায্যের মাতা । হৃদি কামৃত-বি, পুং, পাচাৰ্য্য। হৃদগত [ হৃদ (অন্ত:করণ ) গত (প্রাপ্ত ) ] বিণ, হৃদয়স্থ : মনোগত । হৃদ্য ( হৃদ্ৰ ) { হৃদ ( অন্ত:করণ ) +যণ, ] বিণ, রাচ্য ; মনোমত ; প্রিয় । ২ । মনোজ্ঞ । রুচির । স্ত্রী, হৃদ্যা—বুদ্ধিনামক ওষধি । হৃদ্যতা (হৃদূদোত ) { সদ্য +ত ( ভাৰে ) ] বি, স্ত্রী, হার্দ : প্রণয় : সপ্তাব । शल्लाज (५) [ग] बि, श्मिा । হষিত হৃষ, ( হৃষ্ট হওয়া ) +ত ] বিণ, ইষ্ট প্রফুল পুলকিত। স্ত্রী, হাষিত। হৃণাক (ক) সং ৰি, ক্লী, ইন্দ্রিয়। হৃষীকেশ (শ, ) { হৃষীকের (ইলিয়ের ) ঈশ ( ঈশ্বর ), ৬তৎ ] ৰি, পুং, পরমাত্মা : বিষ্ণু । প্র—“হৃষীকেশ বৈকুণ্ঠ বামন।”—অ, ম । হৃষ্ট হয় (হ্যাম্বিত হওয়া)+ত (কর্তৃ) ] বি৭, হর্ষযুক্ত প্রফুল্ল। বি, হৃষ্টি। হৃষ্টরোমা— পুলককণ্টকিত : রোমাঞ্চিত। হে সং অ, সম্বোধনে বা আহানে ; ওহে। ২ । পাদপুরণে ৩ । (হে:) অবজ্ঞা বা ঘূণায় । হেঁ (খ) অ, সম্মতিৰ স্বীকারে ; ই । হেঁগা, —গো—স্নেহসূচক ও কোমল সম্বোধন। হেঁ মা—কন্ত ৰ মাতৃস্থানীয় নারী সম্বোধনে । হেঁ দেখ—সতর্কীকরণে। ২। ভয়প্রদর্শনে। অবজ্ঞার্থে হেঁ দেখ, হেরে—অবজ্ঞার্থক পুং সম্বোধনে। হেঁলা—অবজ্ঞা বা অতিপরিচয়ার্থক নারীসম্বোধন, সমানার্থে–হেঁলো । হেঁহে, হ্যাহে—পুং সম্বোধনে বা প্রশ্নে। হেঁই—অ, ব্যাকুল প্রার্থনা : হেঁ হেঁ করিয়া যাচঞা সনিৰ্ব্বন্ধ অনুরোধ। প্র—“হেই খুড়া তোর পায়ে ধরি ("—ছড়া । ২। জেদে । ৩ i বলপ্রয়োগকালীন শব্দে। হেঁইও, হেঁইয়ে। —গুরুভার তুলিতে বা ঠেলিতে শ্রমলাঘব ও বলসঞ্চয়ার্থক মুখশব্দ। হেইগো হেঁইগে, হেঁই মা, হেঁই হেঁই–সনিৰ্ব্বন্ধ অনুরোধ। ২ । অতিলোভব্যঞ্জক প্রার্থন । হেঁট (ট) হেট দ্রঃ) বিণ. অবনত । প্র—একবার হেঁট নয়নে চেয়ে দেখ মা,”—বাংগান। "মোন তুও হেঁট মুণ্ড”—অ, ম ৷ ২ ৷ বিনীত। ৩। বি, পরাজয়। প্র—“নাহি মানে হেঁট ।”—ঘনরাম । হেঁট করা—নোয়ান। ২। উপুড় করা। হেঁট মাটী উপর-ওলট পালট। হেঁট হওয়া—নত হওয়া । মাথা হেঁট করালজ্জা দেওয়া । মাথা হেঁট হওয়া—লজ্জার एष८५ांबनि श्७झ। । >w8 Ꮌ8Ꮻ%☾ হেঁটরে হেঁটরে (ট্র, ট্র) (ওরে ওঠার হইতে ফ্রি-বিণ, পুনঃ পুন: উঠরে উঠরে বলিয়া বা অনুরোধ দ্বারা কায্যে প্রবৃত্ত করিয়া । হেঁটে—অসক্তি,হাটিয়া। ২। ক্রিৰিণ, পদব্রজে। হেঁটে হেঁট দ্র: ক্রিৰিণ, নিয়ে। ২। বি. হেটে দ্রঃ । প্র-—হেঁটে কাটা উপরে কাঢ়।"--গল্প । হেঁড়াল ( ) (হি-খড়িয়াল-ছাডিয়াল - ८ईप्लांक्ष ] बि, भूश्९ कूठौन । ॐ-“?काश्ल কচ্ছপ কুম্ভে কুম্ভীর হেঁডাল।”—ঘনরাম । হেঁড়েল (ল) । গড়িয়াল ৰিণ, প্রকাওগভীর গৰ্ত্ত ৷ ২ ৷ হাড়ির মত। প্র-হেঁডেল মাথ । হেঁতাল (হ্যাতাল) বি. হেতাল দ্রঃ বৃক্ষ। 6रँग्नांव्नि [ म९-थाइलिक ] दि, शिंग्रालि अ: : প্রহেলিকা : সমস্ত । প্র—তারকের কাছে নবকিশোর যতই দুৰ্ব্বোধ হেঁয়ালি বলিয়া বোধ হইতে লাগিল ততই সে নবকিশোরের সঙ্গ চাপিয়া ধরিতে লাগিল।”—ভারতী, ১৩২• । ক্টেসেল, হেঁশেল (হেঁশেল) [ হাড়িশাল হইতে] বি, রন্ধনাগার । হেঁসে (হেঁশো) {ঙ্গাস (হাসের গলার মত বাকা) +উয় (যুক্তার্থে) যে হার ] বি, কণ্ঠের হার বিশেষ ; ইণগুলি । ২। বড় কাস্তে । হেঁঙ্গলা (হাংলা) | হাঙ্গল দ্র: ; যে হাইঠাই ব৷ হাঙ, হাড় করে বিণ. খাদ্যলোভী : কাঙ্গলা । হেটু—অ, অনুকরণ শব্দ। ২। অধাদি চালনা শব্দ । ৩। তাড়াইয়া লইয়া যাইবার ইঙ্গিত । এই অর্থে দ্বিত্ব—হেটু হেটু । হেট (টু ) পা—হেটা (নীচ, অবনত ) ] বিণ. নত : অবনত। প্র—“লজ্জাভয়ে মহাবীর হেট 8कठ भांथ| ।'-कदिक । হেটমুখ– অধোমুখ। প্র—“দেবতা সম্মুখ হন হেটমুখ” —ঘনরাম। হেটমুণ্ড—অবনতমস্তক। প্ৰ— “হেটমুও করি হেট মিছা কর।”—রৰি । হেটে [হেট দ্রঃ]বি, নিম্নদেশ ; তলদেশ। প্র— “এ সপ্ত পাতাল হেটেতে জল।”—শিবায়ন। হেটে ট্যাংরা, হাট ট্যাঙ্গরা—হটকঠ্যাং দ্রঃ । উচুনীচু ; অসমান ; আবুড়ীখাবুড়া হেঠ ( , ) হেট দ্রঃ । হেড (ড ) { ইং-head ] ৰি, মাথা। ২। বুদ্ধি ; মেধা । বেহেড-ৰে স্ত্র । হেত। ( হেথা দ্র: ] বি, অত্র ; এখানে। প্র— "সে কথা বলিতে হেতা”--শিবায়ন । হেতার (র) [ হি-হাথিয়ার ] ৰি, হাতিয়ার ; অস্ত্র : শিল্পসাধন যন্ত্র । প্র—“কোন দেব দয়া করি দিয়াছে হেতার ”—ঘনরাম । হেতাল (স্) বি, হিন্তাল বৃক্ষ। হেতালের বাড়ি, হেতাল বাড়ি-হিন্তাল গাছের হেপা লাঠি । প্র—“হাতে হেতালের বাডি পেয়ে ।" —ঘনরাম। প্র—“হেতাঁলবাড়ি কান্ধে করি চলে সদাগর ।”--মনসামঙ্গল ( বিজয়গুপ্ত ) ৷ হেতালবেদন, পেতালবাথা (হাতাল ব্যাথা ) ( প্রসবাস্তকাল হইতে? ] বি, ফুল পড়িবার পর জরায়ুর সঙ্কোচনকালে জরায়ু মধ্যস্থ জমাট রক্ত প্রভৃতি বাহির করিয়া দিবাব উপায় স্বরূপ মুহুমুই বেদন : ভাদালে কামড। হেতু [সং ] ৰি, মুক্তি। ২। কারণ ; মূল । ৩। প্রয়োজন । ৪ । [ কাব্যালঙ্কারে ] কারণের সহিষ্ঠ কায্যেৰ অভেদকথন। হেতুবাদ-- হেতুকথন ; যুক্তি অঞ্চ । হেতুক ( ) হেতু+ক (স্বার্থে) ] বি, পুং, কারণ ৷ ২ ৷ বিণ. হেতুসম্বন্ধীয় । হেতের ( ) { হি-হাপিয়ার ] বি, অস্ত্র ৷ ২ ৷ শিল্পসাধন যন্ত্র । হেত্বাভাস (হেংগুtভাশ, ) { হেতুর স্বায় আভাস ( অনুরূপতা ) যাহার, বহ ] বি, পুং, কুওক :ষ্ঠায়ের ফাকি । ২। ব্যভিচার, বিরুদ্ধতা, অসিদ্ধি, সৎপক্ষতা ও বাধা এই পাচপ্রকার থায়দৰ্শনোক্ত হেতুদোষ : fallacy. হেথা (প-বঙ্গে । সং—অত্র বা এস্থান হইতে এখ —হেথা ] ক্রি-বিণ, অত্র ; এখানে । প্র— "হেথা কি আসিতে আছে”—চয়ণিকা । হেদন (সাদানে) [বিকারে হেদুনো, হেদোনে] ক্রি, ব্যাকুল হওয়া । প্র—“হেদাইল ছেলে ছুটী হারাইয়া হরে ।”—শিৰায়ন। হেদে (হ ) [হেঁ দেখ সংক্ষেপে) অ, সম্বোধনে । ॐ-"हांग्न शंग्न झांग्न ८झ्टम झांडांडौब्र क् ि।” —শিবায়ন । "হুেদে ও সহরবাসী ৷”— হেম বন্দ্যো । হেদেলো—নারীসম্বোধন ; দেথ লে। প্র—, হেদেলো মুনারী প্রেমের আগোরি শুনহ নাগর কথা ।”—চণ্ডীদাস । হেদেহে--পুরুষ সম্বোধনে। প্র—“হেদেহে নিলাজ বঁধু লাজ নাহি বাস।”—চওঁ । হেন (হানো)[সং—ইদম্ শব্দের তৃতীয় বিভক্তির রূপ "আনেন" বা এতৎ=এন ( আদেশে )— হেন অথবা ঈদৃশ হইতে প্রাকৃ—এদিসো— এইসে (হি—ঐসো, ঐসন, ঐসিন) এই=ঐ । পরে, গ্রাহি—ঐসন, ঐস্নে হইতে এহন, এহনে, বর্ণবিপৰ্য্যয়ে বাং-য় এহেন—হেন ] বিণ, ঈদৃশ ; এমন ৷ ২ ৷ যেন ; ঠিক। প্র—“হেন চাপা ফুল”—ঘনরাম। এহেন—[এহন দ্রঃ) এরূপ ; এবপ্রকার। সেহেন—তক্রপ । হেনস্তা ( হানেস্তা ) [ হীন অবস্থা হইতে গ্রামেয়েলি ] বি, হীনাবস্থা : দুর্দশ । ২ । [দেশী थाकू-श्न् ( मूब ) श्रङ इनइ ( मूबइ) ] দূরীকরণ ; ঘৃণা ; অবজ্ঞা । হেপী, হেঁপা (ইঁ্যাপী ) ( স্থাপ—শ্বাসবেগ – বেগ, দম, ক্টোক, ঝুকি ] ৰি, দম : প্ররোচনা।