পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৫৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূগু ভৃগুতুঙ্গ—রামায়ণোক্ত হিমালয় পৰ্ব্বতশৃঙ্গ। এখানে ধৰ্চীক মুনির আশ্রম ছিল । রাজা অম্বরৗধ শুনঃশেফকে এখানে ক্রয় করেন । ভেলিয়া—দামুস্তার ১৮ মাইল দক্ষিণ পশ্চিমস্থ গ্রাম (কবিক ) । ভোগবতী (বো) নাগরাজ বাসুকির রাজধানী । সাগর পার দক্ষিণে কুঞ্জরাচলে অবস্থিত, পাতাল পুরী ( রামা: ) । ভোজ ( জ, ) বিদর্ভ ( Berar) ধারা বা ধারনগর ইহার প্রাচীন রাজধানী । মতান্তরে ধারা হইতে ভুপাল পয্যন্ত বিস্তৃত বিন্ধ্যপৰ্ব্বত পাদমূলে স্থিত প্রদেশ । মগধ (ধ, ) আধুনিক বিহার। গিরিব্রজ ইহার সৰ্ব্ব প্রধান প্রাচীন নগরী। এবং রাজগৃহ ইহার প্রাচীন রাজধানী । মঙ্গলকোট ( মে, ) বৰ্দ্ধমান জেলার অন্তর্গত গ্রাম ( অ, ম ) । মঙ্গোলিয়। ( \longolia | পুষ্কর দ্বীপ । মতঙ্গ। শ্রম ( সম্) পম্পা সরোবরের পশ্চিম তীরস্থিত মতঙ্গ মুনির আশ্ৰম । মৎস্যদেশ ( মোৎশদেশ) রাজপুতানার জয়পুর ও আলবার রাজ্য । মতান্তবে রঙ্গপুর, দিনাজপুর ও রাজসাহী অঞ্চল। মদ্র ( মদূদ্র ) পঞ্জাবের অংশবিশেষ ; চন্দ্রভাগ ও ইরাবতী নদীদ্বয়ের মধ্যবৰ্ত্তী দেশ । মধুকবন ( ) অগস্তাশ্রম ও পঞ্চবটীর মধ্যস্থিত দণ্ডকারণ্যের এক কানন। মধুরী (মে ) মধুদৈত্যের পুরী ; মপুর। মন্দর ( মে, ) বিন্ধ্য পৰ্ব্বতের শৃঙ্গবিশেষ । ২ । পুরাণোক্ত পূৰ্ব্বদিকের পর্বত, ইহা দ্বার সমুদ্র মন্থন করা হইয়াছিল। মন্দাকিনা—ঋক্ষ পৰ্ব্বতোৎপন্ন কামত পাহাড়ের সন্নিহিত নদী ৷ ২ ৷ হিমালয় প্রদেশে গঙ্গা নদীর ত্রিধারার অন্যতম । অন্ত দুই ধারা অলকানন্দ ও ভাগীবী । ৩ । পুরাণবর্ণিত আকাশগঙ্গ, ৮০,• • • যোজন উন্ধে অষ্টমকক্ষায় বায়ু এই নদীকে আদিত্যপথে ধারণ করিয়া আছে । ৪ । চিরকূট পৰ্ব্বতের তলবাহিনী নদী ( রামা: আl, ৯০ ) । ৫ । নৰ্ম্মদা নদীর নামাগুর । ময়নাগড় (য়, ড) মেদিনীপুর জেলাস্থিত দুর্গ ও গ্রাম । কবি ঘনরামের ধৰ্ম্মমঙ্গল গ্রন্থে কর্ণসেনের পুত্র লাউসেন ময়নাগড়ের রাজা । হাণ্টার সাহেবের মতে লাউসেন বীরভূমের জনৈক রাজা । ময়নানগর ( ) মেদিনীপুরের অন্তর্গত নগর। ঘনরামের ধৰ্ম্মমঙ্গলের বীর নায়ক ইছাই ঘোষের রাজধাণী । অজয় নদের তীরে এই নগর অবস্থিত। এথন ময়নানগরের ভগ্নাবশেষ दिल्लTभtन । X(f(to মলদ ( ) জনপদবিশেষ ; করব দ্রঃ । মলয়, মলয়াচল (, চল) নীলগিরি পর্বতশ্রেণীর শৃঙ্গবিশেষ : কাবেরী নদী ইহা হইতে উদ্ভূত। এখানে মহৰ্ষি অগস্ত্যের বাস ছিল । মহম্মদপুর (দ্ব, বু) ১৮শ শতাব্দীর প্রারম্ভে ভূষণার ভূস্বামী রাজা সীতারাম রায়ের স্থাপিত রাজধানী । মহানদী (মে' ) মধ্যপ্রদেশের রায়পুর সন্নিহিত স্থানে উৎপন্ন। ওড়িষ্যার মধ্য দিয়া প্রায় ২৬• ক্রোশ পথ অতিক্রম করতঃ বঙ্গোপসাগরে পতিত নদী । রাজধানী কটক ইহার তীরস্থ । মহারাষ্ট্র-দক্ষিণ ভারতের প্রদেশবিশেষ । ইহার পূর্বে বেশগঙ্গা ও হায়দ্রাবাদ, পশ্চিমে আরব সমুদ্র, দক্ষিণে হায়দাবাদ ও গোর এবং উত্তরে সাতপুর পর্বতমালা । মহারুণ শৈল (ন) রামায়ণোক্ত পৰ্ব্বতবিশেষ ( কিষ্কিন্ধ্য।. ৩৭ ) । মহাশৈল-রামায়ণোক্ত ( किभिंक्रji, ७१ ) । মহেন্দ্র-রামায়ণোক্ত দক্ষিণ সমুদ্রোপকূলে স্থিত পৰ্ব্বত। হনুমান এই পৰ্ব্বত হইতে লম্ফ দিয়া লঙ্কায় গিয়াছিলেন । হইতে গণ্ডোয়ানা পয্যন্ত বিস্তুত পৰ্ব্বতশ্রেণী । মহেন্দ্রদ্বীপ ( প, ) ভারতের অংশবিশেষ । কলিঙ্গদেশ বলিয়া অনুমিত [ রঘুবংশ, ৪ । ৩৮–৪৩ শ্লোক ] । মাগধী—শোধনদের নামান্তর। মাগুরা—যশোহরের অন্তঃপাতী ও কলিকাতার ৩৩ ক্রোশ দূরবর্তী গ্রাম। শিশিরকুমার ঘোষের জন্মস্থান । মাটিয়ারি, মেটেরি—নদীয়ার অন্তর্গত গ্রাম । ভাষা রামায়ণরচয়িতা রামমোহন বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান । মাড়ো—বৰ্দ্ধমান জেলার গ্রাম । রামরসায়ণপ্রণেত কবি রঘুনন্দন গোস্বামীর জন্মস্থান । মানস (শ, ) উত্তরস্থ পৰ্ব্বত । অনঙ্গদেবের তপস্ত স্থান ( রামা: ) । ২ ৷ হিমালয়ের উত্তর পারে তিব্বতের অন্তর্গত কৈলাসপৰ্ব্বতস্থ সরোবর : মানসরোবর | মানসেরা—উত্তৰ পশ্চিম সীমান্ত প্রদেশের অন্তর্গত হাজারা জেলার গ্রামবিশেষ। অশোক অনুশাসনে উক্ত । মায়া—সপ্ত মোক্ষদায়িকা হরিদ্বার । মারবার, মাড়বার (ব.) রাজপুতানার যোধপুর রাজ্য। পুরীর অন্ততম ; মালব (ব, ) মধ্যভারতের বর্তমান মালব ( \lalwa ) এবং তৎসন্নিহিত দেশ । পৰ্ব্বতবিশেষ ! ! | | i l | | ২ । চিল্কাইদের নিকট । | | भन| মালিনী—হিমালয় প্রদেশে প্রবাহিত নদী। কণুমুনির আশ্রম ইহার তীরে অবস্থিত ছিল (মহাভারত) ৷ ২ ৷ ভাগলপুরের অন্তর্গত চম্পানগরীর নামান্তর । ৩। অযোধ্যা হইতে কেকয় রাজ্যে গমনের পথে প্রবাহিত নদী ( রামা: ) । মালিহাট-বীরভূম জেলার গ্রাম। বৈষ্ণব কবি যদুনননিদাসের জন্মস্থান । মাল্যবতী (বে। ) চিত্ৰকুট পৰ্ব্বতে প্রবাহিত নদী । এখানে অবস্থান কালে রামচন্দ্রের কুটার ইহার উপকূলে ছিল ( রাম: ) । মাল্যবান-প্রস্রবণ পৰ্ব্বতের অনতিদূরে অবস্থিত পৰ্ব্বত । কিষ্কিন্ধ্যার সমীপবৰ্ত্তী বলিয়। রামায়ণে উক্ত । বোম্বাই প্রেসিডেন্সীর রত্নগিরি জেলায় অবস্থিত । মাহিষক (ক) মহীশূর : Mysore, মাহীম্মতী ( ,মো ) নদীতীরস্থিত নগরী। বৰ্ত্তমান চুলিমহেশ্বর ৷ কীৰ্ত্তবীৰ্য্যাজুনের ও শিশুপালের রাজধানী । মিথিলা । মিপি রাজার নাম হইতে ] প্রাচীন বিদেহ । ইহা জরাসন্ধের রাজ্যভুক্ত ছিল । বৌদ্ধ সমােটদিগের সময় ইহা মগধ সাম্রাজ্যভুক্ত এবং পাল-উপাধিক করদ রাজগণ কর্তৃক শাসিত ছিল । শেষ গৌড়রাজ বল্লালসেন সমগ্র মিথিল দেশ স্বরাজ্যভুক্ত করেন। ইহার উত্তর সীমা নেপাল, দক্ষিণ সীমা গঙ্গা, পূর্ব সীমা বরেন্দ্র ভূমি ও পশ্চিম সীমা নারায়ণী নদী । বিহার প্রদেশের অন্তর্গত বৰ্ত্তমান ত্রিহুত । মিবার (র) রাজপুতানার উদয়পুর রাজ্য। মিশর ( ) [ নোয় (Noa ) র পৌত্র মিজুরেম্ (যিনি ইজিপুটের স্থাপন কৰ্ত্ত ) হইতে মিজুৰু-মিশর। ইজিপুটের আর এক atoji files: (Wilson's Glossary). মিশ্র (মিসূত্র ) { সং নাম ] মিশর ; Egypt মুরলা-কেরল (কাণাড়া) দেশস্থ বঙ্গোপসাগর offo aim The strip of land be. tween the Western Ghats and the sea Kaveri. The principal rivers in to S tract are the Netiawati the Saraw nti and tlhe Kali Nadi which idered to be the same as the Mi ala icscrred to in Raght 4. 55 and Uttar Ramcharita 3 and forms the Irincipal river of Kerala” – V. S. Apte. মেকল (ল ) বৰ্ত্তমান মৈকাল পাহাড় সন্নিহিত স্থান । মেড়পুর (ড়, রু) অগ্রদ্বীপের নিকটবর্তী গ্রাম। কবিরঞ্জন রামপ্রসাদের বাসস্থান । কুমারহট্ট (ಃ) কবির মাতুলাগ্রম বলিয়া অনুমিত । মৈনাক ( কৃ) রামায়ণোক্ত মহেন্দ্ৰ পৰ্ব্বত ও লঙ্কার মধ্যে সাগর গর্ভে অবস্থিত পৰ্ব্বত ।