অহ e । মালবদেশের স্বনামধন্তা রাজ্ঞী এবং স্বনামখ্যাত মলহর রাওএর পুত্ৰ কুণ্ডজ রাওয়ের পত্নী। ইনি রাজবেশে সিংহাসনে উপবিষ্ট হইয় স্বয়ং রাজকাৰ্য্য পরিচালনা করিতেন । ইনি স্বশিক্ষিতা, ধাৰ্ম্মিক, দয়াবর্তী এবং সর্বপ্রকার সদনুষ্ঠানে মুক্তহস্ত ছিলেন। ইনি অতিশয় দক্ষতার সহিত ৩• বৎসর রাজ্য সুশাসন করিয়া ১৭৯৫ খৃঃ অব্দে পরলোক গমন করেন। ইনি অসংখ্য ধৰ্ম্মশালা, দেবালয়, রাজপথ, আতুরাশ্রম, কাশীর বিশ্বেখরমন্দিরের পুনরায় নিৰ্মাণ ও গয়াধামের বিষ্ণুপদ-মন্দির ও নাটমণির এবং কলিকাতা হইতে কাশী পৰ্য্যন্ত স্বপ্রশস্ত রাজপথ নিৰ্ম্মাণে ও অন্তান্ত বংবিধ সৎকার্য্যে লক্ষ লক্ষ টাকা অকাতরে ব্যয় করিয়া যশস্বিনী হইয়াছেন । অহস্কর (অহশ কর ) [ অহন (দিন) কর (যে করে) যিনি দিবস করেন, উপপদ ] বি, পুং, স্বৰ্য্য : দিনকর ; দিবাকর । ২ । আকনা বৃক্ষ । অহ মীল ( আহমাল্) [ আঃ হমল (গর্ভস্থ সপ্তানের ভার বা বোঝা—দ্রব্যাদির বোঝা ) বহুবচনে আহমাল। আদালতের ভাষা ] বি, দ্রব্যসম্ভার : জিনিষপত্র । অহহ { সং, আধু-বাং, বিরল ] অ, আৰ্ত্তনাদ : আক্ষেপ খেদ । ২ । আনন্দ । ৩ । স্মরণ । ৪ । বিস্ময়। ৫ । প্রশংসা । ৬ যক্ষ্মণ । ৭ । বিক্রপ । ৮ । মোহ । অহাৰ্য্য (অহাজ) { ন—অ—হায্য (হরণীয় ) নঞ তৎ ] বিণ, যাহা হরণ করিবার যোগ্য নয় : অহরণীয়। ২। বি, পুং, যাহাকে স্থানান্তরিত ব| লড়ান যায় না : আচল : পৰ্ব্বত ৷ ৩ ৷ অবহনীয় : অবাহ । আহি ( ওহি ) { ন=অ-হা (ত্যাগ করা)+ই সংজ্ঞার্থে ]বি,পুং, সর্প। প্র—অহিনকুল সম্বন্ধ । ২। খল। ৩ । [ আয়ুৰ্ব্বেদে ] শীসক : মনসাসিজ : তেকাটাসিজ ; নাড়াসিজ। অহিংসক (শক্) [ ন=অ—হিংসক, নঞ তৎ] বিণ. যে হিংসক নয় : যে কাহারও হিংস বা অনিষ্ট করে না : অহিংস্র। প্র—“অতিথি আসিত নিত্য করভ, করভী, মৃগশিশু, বিহঙ্গম, স্বর্ণ-অঙ্গ কেল্লাহ, অহিংসক জীব যত ।” —মেঘনাদ । অহিংস (শা ) { ন=অ—হিংসা ( ক্ষতি ) মঞতৎ ] ধি, স্ত্রী, হিংসার অভাব ; কায়মন ধাক্যে অর্থাৎ সর্বপ্রকারে পরপীড়া দানে বিরতি : প্রাণিপীড়া নিবৃত্তি । ২। পরের অনিষ্ট ইচ্ছা বা শক্রতার অভাব ; পরের মন্দ চেষ্ট না করা ; দ্বেষহীনতা । [ সাধারণতঃ অহিংসা অর্থে প্রাণীমাত্রেরই প্রাণ-নষ্ট না করা এবং বিশদার্থে দয়া বুঝায়] অহিংস্ত (শ ) { ন=অ-হিংস্ত, মঞ, তৎ ] لانك لا বিণ, অহিংসার ধোগ্য : যাহাঁকে কেহ হিংস করে না : কেহ যার মন্দ করিতে চেষ্টা করে না : হিংসার অপাত্র । অহিংস্র [ ন=অ-হিংস্ৰ, নঞতৎ ] বিণ. যে হিংসা করে না । অহিংসক : সৰ্ব্বতোভাবে পরপীড়াদানে বিরত । খ্ৰী, অহিংস্র-কন্টকপালী: কুলেথাড় : capparis sopiaҹа. অহিচ্ছত্র ( ওহিচ্ছত্ৰ ) { আহি (সৰ্প ) ছত্র ( ছাত ) ] বি, পুং, আৰ্য্যাবৰ্ত্তের অন্তর্গত পঞ্চাল রাজ্যের উত্তর অৰ্দ্ধাংশ, যাহা দ্রোণাচাৰ্য্য অৰ্জ্জুন-সহায়ে পঞ্চালরাজ দ্রুপদকে পরাস্ত , করিয়া স্বয়ং গ্রহণ করিয়াছিলেন (অপরাদ্ধ | তিনি দ্রুপদকে প্রত্যুপণ করিয়াছিলেন) – ! মহাভারত । ইহার অপর নাম তহিক্ষেত্র । ইহার রাজধানীর নাম অহিচ্ছত্রা | উক্ত আছে"এখানে আভীর জাতীয় আদি নামে একব্যক্তি যখন নিদ্রিত ছিল, সেই সময় একটী সর্প (আহি ) তাহার মস্তকে ফণা (ছত্র ) ধারণ করিয়াছিল। পরে ঐ ব্যক্তি ঐ স্থানের রাজা হইলে তাহার রাজ্য উক্ত নামে অভিহিত হয় ।” — ভারতকোষ ] उश्उि ( उ, ) [ न=ख-श्ठि ( बन्नल ) ] বি, পুং, অমঙ্গল। ২ । [ যাহা হইতে মঙ্গলের আশা নাই ] শক্র । ৩। কুপধ্য : রোগ বৃদ্ধিকর বা অস্বাস্থ্যকর উপায় অনুষ্ঠান। অহিতকারী { অহিত (অমঙ্গল)-কারীকারিন (যে করে) ] বিণ, অপকারী : অনিষ্টজনক : অমঙ্গলকর : ক্ষতিকর । অহিতুণ্ডিক (ওহিভূনডিক্ ) { অঙ্কি (সপ) –তুও (মুখ )-ইক (ফিক) ধারণার্থেসৰ্পের মুখধারক ] বি, পুং, যে সৰ্পের মুখ ধরিয়া ক্রীড়া করে : সাপুড়ে । [ আহিতুণ্ডিক দ্রঃ ] অহিনকুল (ওহিনোকুল) [ অহি (সর্প)নকুল ( বেঞ্জী ) ] বি, সর্প এবং নেউল । ২ । স্বভাববৈরী ; চিরশত্রু । অহিনকুলতা, অহিনকুলিকা (ওহিনো কুলোত) (ওহিনকুল-তা, ইক (ভাবে)—আ] বি, স্ত্রী, সাপ নেউলের মত পরম্পর শক্রতা : চিরশত্রুত । অহিপূতন (ওহিপূতন) বি, শিশুগের মলদ্বারে জাত ব্ৰণ বা স্ফোটক : intertrigo. অহিফেন ( ওহিফেন) [ অংি ( সৰ্প )–যেন ( বিষ ) ] বি, সপধিৰ : গরল। ২ । আফিম : পোস্ত গাছের ফলের অাট । (তুল—গ্রী —opion ; Re-opium : Ngf3f3 --আফুন ] অহিবুর (ওহিবুধন) অহি-বুং (গ্ৰীবা ) ] বি, সপের ন্তায়গ্ৰীব যাহার ; সপঞ্জীব । ২। রুদ্র বিশেষ ৷ ৩ ৷ উত্তরভাদ্রপদ নক্ষত্র : আহে আহিব্রন্ধ (ওহিত্ৰোন্ধ ) { অহি-বন্ধ ( বন্ধন করা ) বি, সৰ্প যাহার গলদেশ বন্ধন করিয়া থাকে : শিব । ২ । রুদ্রবিশেষ । অহিভয় (ওহিভয়) বি. সপভয় । ২ । নৃপতির স্বপক্ষ হইতে ভয় : রাজাদিগের বিপক্ষ ভয় । অতি ভয়দা (ওহিভয়োদ ) । অহি-ভয়-দা (ছেদক, নাশক) ] যে সপের ভয় নাণ করে । । ২। ভুইআমলা । অহিতুক (ওহিভুক্ ) [অহি-ভুক্ (যে ভোজন করে) ] বি, যে সৰ্প ভোজন করে : সপাহারী । ২ : গরুড় । ৩। ময়ুর । ৪ ৷ নকুল। ৫ । গন্ধনাকুলী । অহিমতেজীঃ [অহিম (উষ্ণ ) তেজা (দীপ্তি মান ) ] বি, সুৰ্য্য । অহিমর্দনী (ওহিমর্দনি) বি, গঙ্গনাকুলী। অহিমার, আহিমেদ, অহিমেদক (ওহি মার, দু: ) বি. অরিমেদ । ২ । ওয়েবাবলা । আহিলতা (ওহিলত) [ আহি (অহির মত) লত|| বি, গন্ধনকুলী। ২। তাম্বলিলতা । ठाशेन (न) [ अश् ि+अॅन् (८थर्छां८४) ] शि, সর্পরাজ : অনন্ত : অজগর ৷ ২ ৷ [ন=অ +ইন] বিণ, হীন নহে। অনুনি । অঙ্গীনগু—বি, স্বৰ্য্যবংশীয় দেবানীকের পুত্র। ইনি সৰ্ব্বদা সৎসংসর্গে কালযাপন করিয়া প্রধল প্রতাপে রাজত্ব করিয়াছিলেন । ২ । [ অহীন +গু (গো শব্দজ) = কিরণ] বিণ, কিরশোজ্জল । অহীন্দ্ৰ—বিণ, অনন্তমূল : শারিব । অহীরণি ( ওহিরোনি) বি, দ্বিমুখ সৰ্প দুখুপে সাপ । অহীধর (ওহিশশৱ ) বি. নাগেশ্বর : শেষ । অনন্ত । আহদত [ন=অ +হত (আহত : চোরিত) ] বিণ, যাহা হরণ করা হয় নাই ; যাহা চুরি যায় নাই। অহঙ্কু ( অহৃদ ) { ন=অ +হদ্য ( প্রিয় ) ] বিণ, যাহা মনোমত নহে ; অপ্রিয় ; নিরানন্দ জনক । - অহৃষ্ট (অর্থট) (ন=অ+ইষ্ট (আনশিত) ] বিণ, অপ্রফুল্ল ; আনন্দবিরহিত ; অসন্তুষ্ট । তাহে (ওহে ) { সম্বোধনার্থক সংস্কৃত শব্দ ] অ, বন্ধুকে তুল্য পদবীর এবং নুন পদবীর পুরুষকে সম্বোধন করিবার শব্দ । [ ওহে এঃ ] কবিতায় স্ত্রীলোককে সম্বোধন করিতেও আছে শব্দ ব্যবহৃত হয়। প্র—“অংে দুতি এ বসন্তে আসিবে না কান্ত ।” —কাব্যনির্ণয় । অহেতু-বিণ, অকারণ ; হেতুবিহীন ; কারণ হীন। ২। বি, হেতু বা কারণের অভাব। অহেতুক (ক) বিণ. হেতুবিহীন ; কারণষ্ঠ । অনিদান। ২ । অনর্থক: নিম্প্রয়োজন: অকারণ। ৩। আকস্মিক । ৪ স্বার্থশূন্ত ঃ নিঃস্বার্থ। অহেতুকী—বিল, স্ত্রী হেতু বা কারণ তি
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।