পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ অওড়ম বওড়ম্ (যে বাতুলের স্তায় অর্থহীন বাক্য বলে বা বড়বড় করিয়া বৃথা বকে তাহাকে ‘বওড়ম্’ বলে ) অও,বও বাং— আলাৎপালাৎ অর্থে ] বি, অপ্রাসঙ্গিক বাক্যাবলী ; অর্থহীন অসংলগ্ন কথা ; অপ্রয়োজনীয় বাক্যাবলী । প্র—কি সব আগড়ম বাগড়ম বকে যাচ্চ, কাজের কথা কও ৷ আগড়া ( ) { হি—অগৃড়া=জার বাজরা প্রভৃতির খোলা বা খোসা । আগ+ড়া (তুচ্ছার্থে)] বি, যব, ধান প্রভৃতির শীষের আগায় এইরূপ খোসা : তুষ ; ভুৰী ; চাউলহীন বা শস্তহীন ধান্ত । ২ । তুচ্ছধান্ত । আগড়ি (হিঃ—আগাড়ী) বিণ, অগ্রগামী : অগ্রবর্তী। ২। সন্মুখ-ভাগ : সামনের দিক। ৩। অশ্বাদির সন্মখের পা বাধিবার দড়ি। [ আগাড়ী দ্রঃ ] আগণ (আগোনা) [সং—অগণিত, যাহা হইতে "অগুতি' ] বিণ. যাহা সংখ্যাত নহে ; যাহার গণনা, হয় নাই ; যাহার সংখ্যা করা যায় না ; অগণ্য ; অসংখ্য । আগত [ আ—গমূ=গমন করা—আস+ত ( কৰ্ত্ত ক্ত ) মূ লোপ ] বিণ. যে আগমন করিয়াছে ; যে উপস্থিত হইয়াছে ; যাহা ঘটিয়াছে : পংছিয়াছে বা আসিয়াছে ৷ ২ ৷ [ কৰ্ম্মে ক্ত ] প্রাপ্ত ; অধিগত : লব্ধ । ৩ । [ ভাবে ত্ত্ব ] বি, আগমন । ৪ । অবস্থান : সংস্থিতি । আগত-খামার—খাস থামার হইতে দাখিল করা । আগত-রাইয়র্তী—কোন রায়তের জমা হইতে দাখিল করা । জাগতি (গো ) [ অগত দ্রঃ ] কি আগমন । প্র—“পতির আগতি বাৰ্ত্ত শুনি দূত মুখে । দুৰ্ব্বলারে বলে রামা বিষাদ কৌতুকে ॥” —কবিকঙ্কণ । আগস্তু (আগোন্তু ) { আ—গমূ=গমন করা ( যাওয়া আসা )+তুন ( কৰ্ত্ত) আগন্তু ] বি, অতিথি ; অভ্যাগত : অজ্ঞাত কুলশীল : নবাগত ব্যক্তি ৷ ২ ৷ বিণ, আগমনশীল । ৩ । অনিয়ত ; যাহা নিয়ত স্থায়ী নহে । আগস্তুক (গো, ) (আগন্তু+ক (স্বার্থে– ক) বিণ, আগমনশীল অভাবিত বা অতর্কিত ভাবে উপস্থিত ; অকস্মাং সংঘটিত । ২ । বি, পুং,অতিথি : অভ্যাগত ; নবাগত ব্যক্তি ৷ ৩ ৷ আতিথ্য যাহার উপজীব্য। ৪ । আকস্মিক ব্যাধি । আগম (মূ) [ আ—গমূ=গমণ করা + অ (করণে জল) ] বি, পুং, ক্লী, বেদাদি আপ্ত-বাক্যাক্সক শাস্ত্র। (২) তন্ত্রশান্ত্র ; যাহা শিবের মুখ হইতে আগত, গিরিজার কর্ণে 'গ'ত ও বামু ×8ს• ८मtवन्न ‘म'ठ मन्प्रठ-७ांशझे पत्र-१-भ *ांश । প্র—“শুনেছিকৈলাস-পুরে কৈলাস-নিবাসী ব্যোমকেশ, স্বর্ণাসনে বসি গৌরী সনে, আগম পুরাণ, বেদ, পঞ্চতন্ত্র কথা পঞ্চমুখে পঞ্চমুখ কহেন উমারে ;” —মেঘনাদ । ২ । [ ভাবে, অল ] আগমন ; উপস্থিতি। (২) উপদেশ পরম্পরা । ( e ) আশ্রয় । ৩। [ করণে, অল্] সাক্ষ্যপত্র ; alidavit দলিল। ৪ । [ কর্তৃ, অল্‌ ] লাভ ; আমদানি : উপার্জন ; আয়। প্র—অর্থাগম ৷ ৫ । ধারা ; প্রবাহ । ৬ । [ ব্যাকরণে ] প্রকৃত্যাদির অমুপযাতে উপস্থিত বর্ণ: প্রকৃতি প্রত্যয়ের লোপ না করিয়া তন্মধ্যে আগমন । বিণ, আগত । আগমবাগীশ–শাস্ত্রজ্ঞ পণ্ডিতের উপাধি বিশেষ । ২ । তন্ত্রাচাৰ্য্য। আগম-বিরোধ—বেদ বা শ্রতিবিরোধ ; শাস্ত্রবিরুদ্ধতা । আগমবেদী ( বেদিন) যিনি বেদাদি শাস্ত্র জানেন : তন্ত্রশাস্ত্রজ্ঞ : পণ্ডিত ৷ ২ ৷ শঙ্করাচার্য্যের গুরু গৌড়পাদাচাৰ্য্য । আগম ( মূ) [সং—অগম্য হইতে অগম পরে আগম ] বিণ, অথাই: অগাধ । প্র—লোকটী সাতার দিতে দিতে আগম জলে গিয়ে পড়েছে । আগমন (আগোমোন) [ আ—গম্ (গমন করা )+অন (ভাবে অনটু) গমনের বিপরীত ] বি, ক্লী, উপস্থিতি ; পহুছন ; আসা । বিণ, আগত । আগমনী ( গৃ মো) সিং । আগমন (কৈলাস হইতে পাৰ্ব্বতীর পিত্রালয়ে আগমন )+ঈ ( সম্বন্ধার্থে)—তৎসম্বন্ধীর গীত] বি, গিরিরাণী মেনকার নিকট উমার আগমনবিষয়ক সঙ্গীত । ২ । উদ্বোধন সঙ্গীত ; আগমন সঙ্গীত : আহান সঙ্গীত। প্র—“আকাশবাণার তারে তারে জাগে তোমার আগমনী” —গীতাঞ্জলি । "আনন্মেরই কোলাহলে চারিদিক নিমগন । পার্থী গায় আগমনী হাসে বন উপবন৷” —গান। আগমিত ( আগোমিত) [ আ—গমি ( গম্ শিচ্‌) গমন করান, জানা, অধ্যয়ন করা +ত (কৰ্ম্মে ত্ত) ] বিণ, অধীত ; অভ্যাসিত । ২ । জ্ঞাত ৷ ৩ ৷ প্রাপ্ত । আগয়ান (ন) [ সং—অজ্ঞান হইতে ব্ৰজভাষায়—‘আগরান, ‘আগোয়ান, ‘আগেয়ান" । —অপ্র ] বিণ, অজ্ঞান । প্র—"কেন হইলে আগয়ান”—চণ্ডীদাস । অাগর ( ) [ সং—অগ্র ] বিণ. অগ্রগণ্য ; শ্ৰেষ্ঠ ; চূড়ামণি। প্র—“গুপসাগর নাগর, আগর হে”—ভারতচন্দ্র । [মতাস্তরে সম্বোধলে আগর" শব্দের প্রয়োগ । কিন্তু এখানে "হে" আগা এই শব্দই সম্বোধন পদ। একইস্থানে ছুই সম্বোধনের প্রয়োজনাভাব ৷ ২ ৷ [ প্রাদে । আগল দ্রঃ ] বিণ, অগ্রসর ; দক্ষ ৷৷ ৩ ৷ [সং—আগার শব্দের অপ্রভ্রংশ . ব্ৰজ ] বি, আগার ; নিলয় ; আলয় ; আধার ; খনি ; কুপ। প্র—“তুই রস আগর নাগর টাট”— বিদ্যাপতি । ৪ । [ প্রাদে (পূবঙ্গ)-আগল (ধাম) শব্দের রূপান্তর আগরি দ্রাৰি, ডালা । আগর (র) [ ইং—auger ] বি, কাঠাদিতে ছিদ্র করিবার ভ্রমর যন্ত্র । আগরবালা ( র) [ হি—আগর বৃলি, বৃলি ] বি, দিল্লী, আগ্রা প্রভৃতি স্থানের বৈপ্তসম্প্রদায় বিশেষ । আগরি (গে) সং—আগার—অপভ্রংশ বি, আগার ; আধার। ২। [প্রাদে । আগলি =ধামা] ডালি । প্র—"সে হেন সুন্দরী গুণের আগরি পুন কি পাইব দেখা ?” –চণ্ডীদাস । ৩ । [ব্ৰজ বিণ, অগ্রগণ্যা ; প্রধান । প্র— "সে হেন নাগরি রূপে গুণে আগরি” -वि, १ ॥ জাগুরি দ্রঃ । আগরী ( গো ) { অঘোরার্থক আগোর শব্দের স্ত্রীলিঙ্গে) বিণ, স্ত্রী, আঘোর : অচৈতষ্ঠ । প্র— “পরশে নাগরী, হুইল আগরী, পড়িলা বেণ্যানী কোরে ।” —চণ্ডীদাস । আগল (স্থাগল) সিং-অর্গল। প্রা, বাং— অগুলও পদ্মাপুরাণে ব্যবহৃত। চ–আগড়= বেড়া ; ঝাপ ] বি, বেষ্টন : বেড়া : ঝাপ । ২ । রক্ষণ । ৩। অগ্রসর ; দড় । প্র— “তুমি বিবাদে আগল।” –পদ্মাপুরাণ (বিজয়গুপ্ত) । আগলন, আগলানো ( আগলোনো, আগুলানো) অর্গল গ্রঃ] ক্রি আটক করা। ২। রক্ষা করা। ৩। আবৃত করা । বি, অগিলন-রক্ষণ । আগলা (গ) (আগল (আবরণ)+আ (নিষেধ বা অভাবার্থে) ; অথবা আলগা বৰ্ণবিপৰ্য্যয়ে ] বি৭. অনাবৃত ; মুক্ত ; খোলা। আগলি (গো ) (সং—অগ্র । আগল, আগলি গ্রঃ ] বিপ, অগ্রবর্তী ; অগ্রগামী। ২। প্রধান। ৩। দক্ষ। ৪ । আগার ; আলয় । প্র— "কর্ণধার আছিলেন বুদ্ধির আগলি।” -कदिक । আগলিকট (গ) ক্রি, ভিড় ঠেলির • সকলের আগে যাওয়া ; আর সকলকে অতিক্রম করিয়া আগে বাড়া । "পেছলিকাটার বিপরীত। প্র—”আগলিকেটে" t —হেম বন্দ্যো । আগা [অগ্র শাজ] ধি, অগ্রভাগ : ডগা ৷ ২ ৷ উপরিভাগ । ও । প্রান্তভাগ : ধার । ‘গোড়া"র বিপরীত ।