পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগু অগ্রগণ্যা: অগ্রবৰ্ত্তিনী ; প্রধান; শ্রেষ্ঠ । প্র— "রূপে গুণে যৌবনে ভুবন আগুলি”— —জ্ঞানদাস । “সোহাগে আগুলি হৈল ইন্দ্রের ইন্দ্রাণী—" -চৈতন্ত ভাগবত । ক্রি, আগুলিয়া'র সংক্ষেপ : আটক করিয়া প্র—“প্রচণ্ড চণ্ডিক দ্বার আগুলির রয়"— —শিবায়ন । আগুসর (শত্রু) (সং—অগ্রসর। হি—অর্থসার! ৰিণ, অগ্রগামী : অগ্রসর । ক্রি, আগুসরি অীগুসরে—অগ্রসর হইয়া । প্র—“সবজন তেজিয়া আগুগরি করই”—বিদ্যাপতি। “আগুসরে" (কাণী—মহা ) । আগুসার (শার্) ব্রিজ—আগুসার] বিণ. অগ্রগাণী। ক্রি, আগুসারি। আগুসারে (শারে) [ ব্ৰঞ্জ—আগুসারে । হি-অগুসারুন] ক্রি, অগ্রসর হয়। প্র—“ঠাড়ি রহুল রাই নাহি আগুসারে”—বিদ্যাপতি । অাগে (আগে) [“আয় গিয়ে" বা “আসূগে" র সংক্ষেপ । প্রাদে ] ক্রি, আয় গিয়ে ; ফিরে আয়। প্র—“সৰ্ব্বতীর্থ ভ্ৰমি আগে ভাই দুই জনে। বে-জন ভ্রমণ করি আসিবে সকালে । পারিজাত মালা আমি দিব তার গলে ।” —ঘনরাম । আগে (আগে ) [ অগ্রে শব্দের অপভ্রংশ ] ক্রি-বিণ, অগ্রে ; প্রথমে । প্র—“আগে দিয়া কত দুঃখ, মধ্যে দিলি কত সুখ, শেষে দুঃখ বাড়ালি দ্বিগুণ ।” —অ, ম. ৷ ২ ৷ পূর্বে। প্র—“আগেকার কালে।" “আগে দেখ, পরে যাহা বলিবার বল। “৩ । সন্মલ ; পুরোভাগে । ৪ । আগে=পরে, আরও; অত:পর প্র-"প্ৰভু কহে এহো বাহ, আগে কহ আর” —চৈ, চরিতামৃত । অাগে আগে [ আগে ( অগ্ৰে )—আগে ( অগ্রে অবস্থিতি ও গতির নিরবচ্ছিন্নতা, জ্ঞাপক ) ] ক্রি-বিণ, অগ্রবত্তী হইয়া ক্রমাগত গমনের ভাববোধক । প্র—তুমি আগে যাও । আগেকার () [ আগে ( অগ্র )—কার ( সম্বন্ধার্থে) ] বিণ, অগ্রবর্তী ৷ ২ ৷ পূর্বের; বিগত। প্র—আগেকার কালে । আগে-পাছে [ অগ্র পশ্চাৎ শব্দের অপভ্রংশ ] ক্রিণি, সন্মুখে ও পশ্চাতে। প্র—“আগে পাছে দানা ধায় প্রণমে বেতাল”—অ, ম । আগেভাগে [সং-অগ্রভাগ ] ক্রিৰিণ, সৰ্ব্বাগ্রে ; প্রথমে ; প্র—“আগেভাগে হরি বিধি সঙ্গে করি গেলা হেমস্তের ঘরে”— - --यद्रमृॉमत्रल । আগেয়ান, আগেয়ানী ব্রিজ—অজ্ঞান, জগেরানি, আগেয়ানী, আগোনী পদও দৃষ্ট হয়] ৰিণ, অজ্ঞানী ; অজ্ঞান। প্র—"বিদ্যাপতি कर छूश् जानानि ।”-क् ि*, । Y(to "তাঁহার পিরীতে, আগেয়ান চিতে, ফিরে চল হলধর ॥"—উদ্ধবদাস (বৈ, পদলহরী) । [ আগেরানি পাঠও দৃষ্ট হয়। ইহা অকারের হিন্দী উচ্চারণ মাত্র ] । আগে ( আ ) [ প্রাদে । ওগো হইতে । মেয়েলি উচ্চারণ। তুল—ওলো হইতে আলো অ, সম্বোধন, ওগো । প্র—“আগে সই কে জানে এমন রীত "—চওঁীদাস । “বিদ্যা বলে আগে আই জিজ্ঞাসি তোমায়।” —ভারতচন্দ্র । আগোড় (ড়) [ অর্গল শব্দজ আগল হইতে (ল=ড়) ] বি, বাপ ; আবরণ । আগোর (র) { সং—অঘোর ] বিণ, পুং, অঘোর ; অচৈতন্ত । প্র—“আর তিন ভুবন আগোর।” –বিদ্যাপতি। স্ত্রী, অীগেরী ও আগরী। অাগোরল সিং-অর্গল-অর্গলিল—আগলিল —রিল (ল=র) । ব্ৰজ ] ক্রি, লইল ; আগলাইল । বেষ্টন করিল। প্র— “কোরে আগোরল নাহ”—বিদ্যাপতি । “আগোরল বাট”—চওঁীদাস । ২ । প্রকাশ করিল ৷ ৩। অধিকার করিল। প্র—"দিনে দিনে অনঙ্গ আগেরিল অঙ্গ ৷”—বিদ্যাপতি । অtগোরি [ আগেরিল দ্র: ব্ৰজ আগোরিয়া সংক্ষেপে ] ক্রি, আগুলিয়া ; আবৃত করিয়া | প্র—“শাশ ঘুমাওত কোরে আগোরি।” —বিদ্যাপতি । ২ । [ আগরি দ্রঃ ] বি, আগোর ; আধার ; ডালি । প্র—“হেদেলো সুনারি প্রেমের আগোরি শুনহ নাগর কথা "—চণ্ডীদাস। আগ্নেয় (আগুনেও) [ অগ্নি +এয় (ষ্ণের)— ই—লোপ ] বি, পুং, অগস্ত্যমুনি। ২ । ক্লী, নগরবিশেষ ; দেবীকোটা । ৩ । অগ্নিপুরাণ। ৪ । বিণ, অগ্নিসম্বন্ধীয়। ৫ । অগ্নিগর্ভ। প্র—“আগ্নেয় গিরি” । ৬ । অগ্নিবিশিষ্ট ; অগ্নির গুণ বা ধৰ্ম্মমুক্ত ; জ্বলন্ত : উজ্জ্বল। প্র—আগ্নের অক্ষর । ৭। অগ্নিউৎপাদক : অগ্নিযোগে যাহার কার্য্য হয় । প্র—“আগ্নেয় অস্ত্র" "আগ্নেয় পোত” । ৮ । অগ্নিকর বা জনক ; জঠরাগ্নি বা ক্ষুধা বৃদ্ধিকারক। প্র-“আগ্নেয় ঔষধ” । আগ্নেয়ী (আগুনে) স্ত্রী, অগ্নিপত্নী স্বাহা । २ । एत्रग्निष्का१ ।। আগ্নেয়গিরি-বি. পুং, যে পৰ্ব্বত হইতে অগ্নি, ধাতুনি:স্ত্ৰৰ, অঙ্গার প্রভৃতি নির্গত হয় ; volcano. - আগ্নেয়-প্রস্তর ( প্রোস্তর) ৰি, যে প্রস্তর অগ্নি দ্বারা দ্রব হুইবার পর শীতল হইয়া বৰ্ত্তমান ofoto offe &otto ; volcanic formation. * অাঘা আগ্নেয়াস্ত্র আগ্নের+অস্ত্র বি, ঔৰ্ব্বমুনি কর্তৃক সগরকে প্রদত্ত অস্ত্র ব্ৰহ্মাস্ত্র ; একান্ত্রী বা পাশুপত, শতন্ত্রী প্রভৃতি অন্ত্র ; লীলান্ত্র । মুসলমান অধিকারের পূৰ্ব্বে ভারতে রাজস্থানে ব্যবহৃত চাদকবি কর্তৃক উল্লিখিত, "নলনালা" নামক আগ্নেয় অস্ত্র। (আধু) কামান, বল্লুক প্রভৃতি । [ বৈদিকমুগের বস্ত্র। বক্স শব্দ अठेवा ] । আগ্ৰথন (আগগ্রোথোন) [আ (সম্যক্)—এখন (अंश्न) । अं५=अँथ|+वन (थमप्ले) ] क्,ि क्ली, अंश्न , शैथिीं । २ । रुकन ; रँiषां । আগ্রহ (আগগ্রোহে) (আ—গ্রহ,=গ্রহণ করা, যত্ন করা ইত্যাদি +অ (ভাবে অল্) তুল—ইংeager : প্রাচীন ফ্ৰে—aigre.] কি পুং, ঐকাস্তিক যত্ন ; আঠা । ২। অতিশয় ব্যগ্রতা । ৩ । অভিনিবেশ : আসক্তি । ৪ । সাহায্য । ৫ । আক্রমণ ৷৷ ৬ ৷ গ্রহণ ॥ ৭ । অনুগ্রহ ; প্রসাদ । ৮ । সামথ্য ৷ ৯ ৷ অতিক্রম । [অপ্র] আগ্রহায়ণ, আগ্রহায়ণিক (আগুগ্রো. হাওন, আগগ্রোহীওনিক্ ) [ অগ্র (অগ্রবর্তী, আদি)—হায়ন ( বৎসর ) + অ (ক্য )—ইক (ফিক) স্বার্থে—বৎসরের আদি মাস বি, পুং, পূৰ্ব্বে অগ্রহায়ণ হইতে বৎসরারম্ভ হইত এজস্ত ইহাকে অগ্রবত্তী বা মার্গশীর্ষ বলে। আগ্রহারিক (আগগ্রোহারিক্) (অগ্রহার + ইক (ফিক) বি, পুং, অগ্ৰদানী ব্রাহ্মণ ; মৃতদানগ্রাহী ব্রাহ্মণ । আগ্রায়ণ (আগুগ্ৰাওন) অগ্র-অরুন+জ (ক)] ৰি, কী, নব শস্ত হেতু যাগ ; শরৎ ও বসন্তু বিহিত নৰান্ন। আঘটন (আঘটটোন্) (জ ( সম্যক্ )—ঘট (চালিত করা) +অন (ভাবে অনট)] বি. ক্লী, সম্যক্ চালন ; ঘাটা বা ঘোটন ; সক্সটন : ২ । সঞ্চলন ; কম্পন। ও । আঘাত । অীঘাট (ট) সং—অঘট। আ(অভাবার্থে)– ঘাট] বি, অঘাট বা যেখানে খাট নাই এমন স্থান । ২। খারাপ ঘাট । আঘাটা (আ) ব্রিজ—ঔঘট ঘাট—খি, প, (গুপ্ত) । আl (না)—ঘাট] বি, যাহা ঘাটনহে । যে ঘাট কোন কারণে ব্যবহারের অযোগ্য হওয়ায় কেহ সরে না । প্র—"আঘাটে বসে রৈলে বেলা যাচ্চে ৰ'য়ে ” -ब्रशिरः । আঘাত (আঘাত) [ আ—হন=ৰংকর+অ (ভাবে ঘঞ) হস্=ঘাত ] ৰি, পুং, চোট ; ८कां★ । &ध-ठग्नसांख्निग्न थांपांठ ; गंलग्न वांशांठ । २ । मूड, यडेि थङ्कठि चाब्र প্রহার। ৩ । ছেদন । ৪ । তাড়ন । e । ৰথ। ৬। আঘটন। আঘাতক— (জ্বাষাতত্ত্ব)[আ-হন—অক (কর্তৃপক)]ণি, যে আঘাত করে। স্ত্রী, আঘাতিকা ।