পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্য্য অীৰ্য্যধৰ্ম্ম ( আবূজোধর্মে' )—বি, সদাচার।

২ । আৰ্য্যজাতির ধৰ্ম্ম । আৰ্য্যপুত্র (আজোপুত্ৰ) । আৰ্য (সংকুল জাত) পুত্র কৰ্ম্মধ1] বি, পুং, সদ্বংশীয় পুত্র।

২ । গুরুপুত্র।

৩ । মাষ্ঠব্যক্তির পুত্র ।

৪ । [ আৰ্য্য=পশুর ) শ্বশুরপুত্র ; স্বামী ; পতি । [ নাটকীয় ভাষায় স্বামীকে আধ্যপুত্র বলিয়াই সম্বোধন করিবার প্রথা আছে ] । আর্য্যবৃত্ত (আবুজোবৃৎতে) [আর্য্য=শ্রেষ্ঠ= ठूख=फब्रिज ) यांशंब (व<) ] दि१, नाभूब्रिज : সদাচারবিশিষ্ট ; ধৰ্ম্মশীল ৷

২ ৷ বি, সদাচার। আর্য্যত্রত (আবুজোত্রোতে) আৰ্য (আর্যের श्लोका) -ऽवङ ( यो5ांझ. नेिनिम्) - श्ािंव्र-वॐ ] বিণ, শ্রেষ্ঠত্রতধারী।

২ । [ ৬ষ্ঠ তৎ] বি, আর্য্যের পালনীয় নিয়ণ বিশেষ । আর্য্যভট্ট(আবুজোভট্টটাে) বি "আৰ্য্যসিদ্ধান্ত" ও "বীজগণিত” প্রণেতা কুসুমপুর (পাটনা)নিবাসী জনৈক ভারতীয় হিন্দু জ্যোতির্কিং, ইনি খ্ৰীঃ ৩য় বা ৪র্থ শতাব্দীতে বর্তমান ছিলেন বলিয়া পণ্ডিতগণ অনুমান করেন। ইনি সৰ্ব্বপ্রথমে পৃথিবী যে স্বৰ্য্য-কেন্দ্রকে পরিভ্রমণ করে এই মত প্রকাশ করেন। আরবী ও পারসী ভাষায় ইনি "অধ্যভড়' নামে খ্যাত । —ভারতকেৰি । আর্য্যমিশ্র (আবৃজোমিসূত্র) [ আধ্য (শ্রেষ্ঠত্ব) মিশ্র (মিশ্রিত) ] বিণ, বিখ্যাত ; প্রসিদ্ধ। [विझल्]

২ । [সংস্কৃত নাটকে] গৌরবান্বিত বা পূজ্য পুরুষের প্রতি ব্যবহৃত । আর্য্যলিঙ্গী (আরজোলিংগি) [আধ্য-লিঙ্গী (লিঙ্গিন)=লক্ষণ বিশিষ্ট ] বিণ, আৰ্য্যলক্ষণাক্রান্ত । আর্য্যের লক্ষণধারী ।

আর্য্যসমাজ (আরজোপমাজ, ) বি, স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক স্থাপিত ধৰ্ম্মসমিতি । এই সমাজ বেদের সংহিতা ভাগকে অপৌরুষেয় বলিয়৷ স্বীকার করেন, স্বতঃ প্রমাণ মানেন, মুক্তিপূজা, শ্রাদ্ধ, তর্পণ করেন না, বর্ণ, গুণ, কৰ্ম্ম, স্বভাব অনুসারে মানেন । আর্য্যা (আবুজা) | আর্য্য-স্ত্রী আপ ] কি স্ত্রী, পাৰ্ব্বতী ; দুর্গার নামান্তর।

২। শাশুড়ী।

৩। মাষ্ঠী ও শ্রেষ্ঠা স্ত্রীলোক ।

৪ । ছন্দোবিশেষ ।

৫ । তাহা হইতে ছন্দোবন্ধ ।

৬ । অপ স্বত্ৰাদি : নিয়ম ; সঙ্কেত। প্রশুভঙ্করের আর্য্যা । আর্য্যাবৰ্ত্ত (আবুজাববৃত) [ আৰ্য্য(পূজ্য) + আবৰ্ত্ত ( বাসস্থান )—৬তং । অথবা ( "আৰ্য্যা অত্রাবৰ্ত্তন্তে পুনঃ পুনরুস্তুবন্তীত্যাধ্যাবর্ষঃ” আর্ধ্যেরা এই স্থলেই পুনঃপুনঃ জন্ম গ্রহণ করেন বলিয়া এই নাম–কুমুকভট্ট ] বি. পুং, জাৰ্য্যজাতির জন্মভূমি—যাহার পূর্ব সীমাসাগর


(বঙ্গোপসাগর), পশ্চিম সীমা সাগর ( ক্ষীরব সাগর), উত্তর সীমা হিমালয় এবং দক্ষিণ সীমা বিন্ধ্যাচল—মনু । গ্ৰীক Aryana--উত্তরাপণ। —গৌড়রাজমালা । আশৰ্থ (আবৃশখ, ) { জমীদামী পরিঃ ] কি প্রত্যেক প্রজার অধিকৃত ভূমির হিসাব : “A zemindari village account showing the gross holding of each ryot in a mouzah, and detail founded on the terij.” A glossary es Jernacular ./udicia/ and A'evenue Morws.


আশি, আসি (আংশি)[আদর্শ শব্দজা বি, দর্পণ ; মুকুর। প্র—"বিধবার আর্দিখানি পড়ে আছে এক ধারে।” –অশোকগুচ্ছ । আর্ম [ ঋষি-অ (ক) উক্ত বা প্রণীত প্রযুক্তাদি] বিণ, ঋষিপ্রোক্ত ; ঋষিপ্রণীত। ২ [ ব্যাকরণের নিয়ম বহির্ভূত। প্র—আর্যপ্রয়োগ । ৩। ঋষিসম্বন্ধীয়। ৪ । বি, বিবাহবিশেষ । আর্ষেয়—বিণ, আর্ষ দ্রঃ । আহঁত (আবৃহৎ )[ অহৎ+অ (ক)-অৰ্হৎসম্বন্ধীয় ] বিণ, জিনসম্বন্ধীয় ; জিনমতালম্বী ; জৈন দিগম্বর ৷ ২ ৷ বুদ্ধবিশেষ । [আর্থতের মতে আহ্বা চিরস্থায়ী এবং প্রতি শরীরে এক এক আত্মা নিরস্তুর অবস্থান করেন ; সেই আয়া সৰ্ব্বজ্ঞ ও রাগদ্বেষাদিবর্জিত। আহঁতের সমাদর্শন, সম্যগুজ্ঞান ও সম্যগুচরিত্র এই "রত্নত্ৰয়” লাভের জষ্ঠ সাধনা করেন ] । অীল (আল্) ( আইল বা আলি শব্দজ। অল =বাধা দেওয়| ] বি, সীমা : বেড়া ; ঘের : আইল দ্রঃ । আল [সং—অল=হুগামুখী হল। ২। কণ্টক ; হুক । ৩। কীলক বা পেরেকের মুণ্ডি । আtলবিধ—সুগাগ্র কীলক প্রবেশ করণোপযোগী ক্ষুদ্র ছিদ্র। অfল (আলো) [আলোক শব্দের কুঞ্চিতাকার] বি, আলোক । ২ । বিণ, আলোকিত ৷ ৩ ৷ আতপ ; রৌদ্রগুক্ষ । প্র—আলচাল । [আলো দ্রঃ ] আল (আলো) ক্রি, ম, পু, এলে দাও ; অযত্নভাব প্রদর্শন কর । - “যাচিলে যৌবন আল ঐ তাপেতে মরি।" —ঘনরাম । আল (আলু) [অল্‌-শিচ=আলি (ভূষিত করা) +অ ( অল ) । বর্ণের প্রাধান্ত হেতু যে অস্ত পদার্থকে ভূষিত করে । বি, ক্লী, হরিতাল । ২ । হুল ৷ ৩ ৷ শ্রেষ্ঠ । আলওয়ান (স্বালোয়ান্) ( স্বা-আলুরুযাহাতে রং ফলান হইয়াছে ] বি, স্বনামপ্রসিদ্ধ গায়ে দিবার পণ্ডলোমজাত বস্ত্রবিশেষ ; হাসিয়া বা কিনারা-হীন শাল । আলকাতর (আলাংরা ) ( পৰ্ব গীজ , alcatras. স্বা—আল্ক্বৎরা:] क्,ि *ां কয়লা বা এক জাতীয় পাইন বৃক্ষের দগ্ধ কাষ্ঠ হইতে প্রস্তুত কৃষ্ণবর্ণপদার্থ; তারকোল বা কেলিতায় : tar. আলকুশা (আক্কুণি) ( আল (হলসম) कूनै ( =८कनै, मूंग्रांपूल) ] रि, शठीবিশেষ : যন্ত্রণাদায়ক লোমশ ফলবিশেষ । ২। আল্‌কুশীফলের ভিতরের পরাগ পদার্থ। 회"আলকুলী গুড়া মার্থী উড়াও মন্ত্র পড়ে। উঙানি হইয়া ক্ষেতে থায় যেন ছড়ে ।” –শিবায়ন । আলক্ষ্য (আলোক্খে [আ—লক্ষ (লক্ষ্য করা) +য (কৰ্ম্মে ঘাণ) ] বিণ.লক্ষণ দ্বারা অমুমের । ২। ক্রি-বিণ, সম্যক্ জানিয়া বা লক্ষ্য করিয়া । আলখাল্লা, আলখেল্লা ( আল ) {ঙ্গাআলুপ্তালিক,=গাত্রাবরণ বিশেষ ] ৰি, লম্বা ঢ়িলা জামা-বিশেষ ; গাত্রাবরণ-বিশেষ । আলগ (আল) [ অলগ্ন শব্দজ। হি—অলগ ] বিণ, পৃথক। প্র—“বিশ্বম্ভর অগ্রেনিল আলগ করিয়া ।” —চৈতন্য ভাগবত । আলগা, আলগা(স্) ( অলগ্ন শব্দজ। হি— অলা-পৃথক : ঢিলা ] বিণ. যাহা কিছুতে দৃঢ়ভাবে লাগিয়া নাই : আবদ্ধ ; শিথিল : এলো ; ফস্কা । প্র—গেরটা আলগা বাধা হয়েছে । ২ । খোলা ; আদুড় ; অনাবৃত । ৩ । বেফাস ; অসঙ্গত : গাম্ভীৰ্য্যহীন ; যাহাতে আঁট বা বাধুনি নাই ; অসম্বন্ধ। প্র-আলা কথা । ৪ । অসংযত। প্র—লোকটার মুখ ভারি আলগা, যা মুখে আসে তাই বলে। ৫ । শিথিল প্রযত্ব ; অসতর্ক। ৬ । লীগ বা স্পর্শশুষ্ঠ , অস্পৃষ্ট। - আলগোছ, আলগছ (আলগোচু গছ হি—অলগু শব্দজ ] বি. নিরবলম্বন । ২। অম্পর্শ । ৩ । [ আল—গমূ=গচ্ছ ( গমন । কর)-গমন করিতে ব্যগ্র) বিণ, গমনোন্মুখ) ; উঠবার জন্য ব্যগ্র : উদগ্রীব ; প্রস্তুত । ক্রি-বিণ, আলগোছে । - আলগোছি, আলগুছী (লু) । আলগোচ দ্রঃ ] বি, কোন অবলম্বন ব্যতিরেকে শিশুর উচ্চ হুইয়া উঠিবার বা দাড়াইবার প্রথম চেষ্টা : কিছু না ধরিয়া দাড়ান। প্র—“আলগোছি দেয় দশমাসে ॥”—কবিক । আলগোচে, আলগছে, আলগোছে (আগেছে) [ কৃ—অলগুসে ( স=ছ) শব্দজ ] ক্রি-বিল, তফাৎ হইতে ; দূর হইতে ; ন ছুইয়া। প্র—“আলগোচে তুমি গিয়া করহ রন্ধন।”—চৈ, ভা। “কাধরের পান৷ আলগছে দান৷ চাতকের পিয়ে যেন জল ।" -कविक (अकब्र नब्रकांब्र) ।