છે. উখড়ন, উখড়ান (উড়োনো, উখুড়ানো) [ উৎখাত শব্দজ ] ক্রি, উৎপাটন করা : উন্মলন করা। প্র—“তক উপাড়িয়া, গিরি উখাড়িয়া কৈল প্রলয়ের ঝড় ।”—অন্নদামঙ্গল । ২। ঠিকরান। প্র—“টেকি দান গায়, উপড়িয়া যায়, পুষ্পের যেমত মালা ।” –কবিক । ৩ । উন্টিয়া পাণ্টিয়া দেওয়া । উখড়া (উৎড়) (প্রাণে—জেমোকাদি অঞ্চল । ৰি, মুড়কি। [ উকৃড়ে দ্র: ] উখড়ী (উখড়ি) (প্রাদে ] ৰি, নারিকেলমাল প্রভূতি এবং কাঠ শলাকা দ্বার প্রস্তুত এক প্রকার হাত ; উড়কী । উখড়ো (উথ ড়ে) প্রাদে, বীরভূম ] বি, পপ : রাস্ত । উখন (উখন বি, ঘর্ষণ ; মার্জন । উখা, উঘা (উখা, উখl) { প্ৰা ] অগ্নিকণা ; एलित्र । २ । मशाल । ७ । ख्नन। ४ ।। পাকস্থালী : হাড়ী। উখাড়িয়া [হি-উপাড়ন=তোল ] ক্রি, উত্তোলন করিয়া । উখারিয়া [হি—উখড়ন৷ ] ক্রি, পদ-খলিত হইয়া ; হুছোট লাগিয়া । 《회 - "উখারিয়া পড়ে ঘোড়া যায় মন্দ তেজে ।” —কৃত্তিবাস । উখি ( প্রাণে, পূর্ববঙ্গ ] বি. মাথার মরামাস : খুঞ্চি । উখুনপীশী ( উখুনপাণী ) { উখুন+পাণ ( দণ্ড ) +ঈ (বিশিষ্টার্থে ) ] বি, উকুনবাড়ি ; শস্ত পরিষ্করণ দণ্ড । প্র—“জোয়ালে কোদাল ফাল দা উখুনপাণী ।” –শিবায়ন । উগ [উগ্র শব্দের অপভ্রংশ ] ৰিণ, উগ্র : প্রখর । প্র—"হিমকর উগ হতে দিনকর তেজ ।” – জ্ঞানদাস । উগরণ, উগরোন (ন) [ উদিগরণ শব্দজ ] বি, উদিগরণ ; বমন ; স্তাকার। প্র— “যাহা মুনি পিয়াছিল, কাণে উগরিয়া দিল।” —ভারতচন্দ্র । উগরণ, উগরাণো, উগলান উগ লানো—ক্রি, বমন করা । উগরি— উদিগরণ করিয়া। প্র—“অজীর্ণ ভোজন দ্রব্য উগরি দুৰ্গতি।” - মেঘনাদ । উগরে, উগারে-ক্রি, উদিগরণ করে ; বমন করে । প্র- "ফণী মণিবর উগরে নিরথি ।" —বিদ্যাপতি । ২ । বর্ষণ করে : ঢালে। প্র—“কোকিল উগারে মধু ভ্রমর গুঞ্জরে।" -ঘনরাম (ধ, ম) [ পদ্যে A ৩। [উগরিয়ার দ্রুত উচ্চারণ ] ক্রি, উদগীরণ করিয়া । উগরে দেওয়া—ক্রি, বর্ণন করিয়া ফেলা ৷ ২ ৷ বাহির করিয়া দেওয়া । २* ২২৫ উগা (উদ্গার, হি-উগনা ৰ উদগমন হইতে] ক্রি, উদয় হওয়া ; গজান । প্ৰ—“ব্যগ্র হুইলা উগ্র আর উগে, নাহি কিছু ৷” –শিবায়ন । ২ । উদ্গীর্ণ করা । ৩। উচ্চারণ করা ; বলা । উগারা ব্রিজ। ছিঃ—উগ্র হয়।] বিণ. উদগীর্ণ। প্র—“রাং বদন উগারা ।” –বিদ্যাপতি । উগ্র (উলুগ্র) ৰি, শিব –প্ৰ—“উগ্ৰ তপ করে উগ্ৰ কহিতে অপার ॥” –অন্নদামঙ্গল । ২। শিবের বায়ুমুৰ্ত্তি [ অষ্টমূৰ্ত্তি দ্রঃ ] ৩। ক্ষত্রিয়ের ঔরসে শূদ্রার গর্ভে জাত জাতি বিশেষ : আগুরি ; উগ্রক্ষত্ৰিয় । ৪ । নক্ষত্রগণবিশেষ। এ । কেরল দেশের নামান্তর । ৬। ধৃতরাষ্ট্রের শত পুত্রের মধ্যে একজন । ৭। শোভাঞ্জন বৃক্ষ। ৮। বিষ । ৯ । ক্রোধ ; উগ্র ( উগৃগ্রো) বিণ. ভয়ানক ; প্রচণ্ড : উৎকট । প্র – “উগ্ৰ তপ করে উগ্ৰ কহিতে অপার।" — অন্নদামঙ্গল । ২ । তীব্র : প্রখর : তীক্ষ । ৩। রূঢ় : কর্কশ । ৪। কুর। নিষ্ঠুর । । ক্রুদ্ধ ; কোপন । প্র-“আমার কর্থের গতি, উগ্ৰ হইল মোর পতি ।” —কবিক। विँ, উগ্রতা I উগ্ৰকৰ্ম্ম (উগ্ৰগ্ৰোকর্ম ) { উগ্র=ভয়ানক কৰ্ম্মন=কাৰ্য্য। যাহার (বং ) ] বিণ. যে অনায়াসে ভয়ানক কৰ্ম্ম করিতে পারে ; ভীমকৰ্ম্ম ৷ ২ ৷ ফুরকা । উগ্রকাণ্ড (উগ্ৰগ্ৰোকানডে ) [উগ্ৰ—কাও (ক্রিয় ) যাহার ( বহু ) ] ৰিণ, উগ্ৰকৰ্ম্ম । ২ । ৰি, পুং, কারবেল্ল ; করলা ; উচ্ছে। উগ্রগন্ধ (উপ্গ্রোগন) [ উগ্র (তীব্ৰ, উৎকট )—গন্ধ, যাহার (বং)] ৰি, কী, হিঙ্গু : হিং । ২ । পুং, রশুল । ৩। কটফল । ৯ । চম্পক ; চাপ । ৫ । অৰ্জক বৃক্ষ। ৬। উৎকট "" গন্ধবিশিষ্ট : তীব্রগন্ধ । স্ত্রীলিঙ্গে, উগ্রগন্ধা—বি, অজমোদ । ২ । ৰচ। ৩ । অজগন্ধা । ৪ । ঘৰানী । উগ্ৰচণ্ডা (উগৃগ্রেচন্ড) { উগ্র-( ভয়ানক ) — চও1=অতি কোপনা ( কৰ্ম্মধ1 ) ] বি, স্ত্রী, চণ্ডিকাদেবী। [ দুর্গা—অষ্টাদশভূজা, কোটি যোগিনী সমাবৃত হইয়৷ এই মূৰ্ত্তিতে আশ্বিন মাসের কৃক নবমীতে প্রথমে আবিভূর্ত হইয়া মহিষাস্বরের প্রথম মুক্তি বিনষ্ট করেন। এবং এই মূৰ্ত্তি হইতেই দক্ষষজ্ঞ ভঙ্গ হয় ] ২। অতিশয় কোপনা স্ত্রী। প্র—“সাজে রক্ষ অনীকিনী উগ্ৰচণ্ডী রণে ।” -মেঘনাদ । [ অতি কোপনা, ভয়ঙ্করী নারীকে উগ্ৰচণ্ডী । ও বলে ] উগ্রতা [উগ্র+তা—ভাবে ] ৰি, স্ত্রী, উগ্রস্বভাৰ ঔদ্ধত্য ৷ ২ ৷ উষ্ণতা । তীব্রতা ; প্রখরতা । ৪ । কোপ । e উগ্র উগ্রতারা [উগ্র ( উগ্রতরভর )—তারা (যিনি ত্রাণ করেন ) ( যিনি উৎকট ভয় হইতে ত্রাণ করেন)]ৰি, স্ত্রী,ভগবতীর মূৰ্ত্তিভেদ। ইন্দ্রাদি দেৰগণ শুস্তদানৰ কর্তৃক পরাজিত হইয়া যে সময় তাহার আরাধনা করেন, সেইকালে দেবী মাতঙ্গিনীর কায়কোৰ হইতে উগ্রতারা মূৰ্ত্তি আধিভূত হইয়া বলিলেন—“হরগণ ! আমার আরাধন করিতেছেন, আমি তাহাদের জন্ত শুস্তাদি দৈত্যগণকে বিনাশ করিব।” উগ্রদর্শন ( উগ্ৰগ্রোদর্শন ) { উগ্র (ভীষণ) —দর্শন (দৃষ্টি ) যাহার ( বং ) ] বিণ, उग्नानक मृष्टि याशब : डौष१ पृष्टि । উগ্ৰধম্বা [উগ্ৰ=ভয়ানক +ধন্বন,=ধমুক, यांशब, १५=थवन (१२) ] वि, ५९, ३छ । २ ।। শিব । ৩। বিণ, যাহার ধনু শত্রুগণ সহ্য করিতে পারে না ; প্রথর-ধনুৰ্দ্ধর। প্র-উগ্ৰধম্বা ভীষ্ম । উগ্রপ্রকৃতি ( উগ্রোপ্রোকৃতি) [উগ্ৰ— প্রকৃতি (স্বভাব ) ] বিণ. কোপন স্বভাৰ ৷ ২ ৷ ভীষণ-প্রকৃতি ; যাহার মেজাজ অতিশয় কড়া । উগ্রবক্ত। ( উগৃগ্রোবকৃত ) [উগ্ৰ—বক্ত ( যে বলে ) ] বিণ. কটুভাৰী । উগ্ৰবীৰ্য্য (উগ্ৰগ্ৰোবীজে' ) { উগ্র-বীৰ্য্য ( তেজ ) ] বিণ, তীব্র তেজবিশিষ্ট : অতিশয় তেজস্বী । উগ্ৰমূৰ্ত্তি (উগ্ৰগ্রোমুরুতি ) [উগ্ৰ—মূৰ্ত্তিযাহার ( বহু ) ] বিণ. যে সৰ্ব্বদা উগ্রভাৰে থাকে যাহার মূৰ্ত্তি দেখিলে ভয় হয় ; ভয়নক মূৰ্ত্তি। উগ্রশেখরা ( উগ্র ( শিৰ )-শেখর ( কিরীটস্থিত) ৬ তৎ] বি, স্ত্রী, গঙ্গা । উগ্রপ্রবাঃ (উগ্ৰগ্রোসূত্ৰোৰা) উগ্র (উৎকৃষ্ট) -শ্রৰ ( কর্ণ) যাহার (বং )-উগ্রপ্রবস্] ৰি, পুং, রোমহর্ষণ স্থত। ২। ধৃতরাষ্ট্রের শত পুত্রের মধ্যে একজন। ও । তীক্ষ শ্রবণশক্তিবিশিষ্ট । উগ্রসেন ( উগ্ৰগ্রোশেন, ) { উগ্র ( ক্রুদ্ধ, ভয়ানক ) সেনা=সৈন্ত—যাহার, বহু ] বি পুং, মথুরার রাজা-বিশেষ : আহকের পুত্র, কংসের পিতা : অস্ত নাম দেবক। ২। ধৃতরাষ্ট্রের শত পুত্রের মধ্যে একজন । উগ্রসেনজ (উপ্গ্রোশেনজ) [উগ্ৰসেন–জ (জন,=জন্ম+ড )=জাত ] বি. পুং, কংস। উগ্রস্বভাব ( উগ্ৰগ্রোশ,শভা ) [উগ্ৰ— স্বভাৰ ] বিণ. কোপন স্বভাব ; যে সহসা ক্রুদ্ধ হয় ; উগ্ৰচরিত্র ; ভীষণপ্রকৃতি। উগ্রা (উগ্ৰগ্ৰী ) { উগ্র+আ (স্ত্রী ) ] ৰি, স্ত্রী, উগ্রজাতি স্ত্রী। ২। যোগিনী বিশেষ। ৩। কচ । ৪ । যমানী ; যোয়ান ৷ ৫ ৷ ধনে । ৬ । বিশ, অতি কোপনা নারী ; প্রখর ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/২৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।