পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এক এককোষ্ঠী (অ্যাকোট) বি,এক কোঠম দেহ শিরঃপদী সামুদ্রিক জীব। প্ৰ—কটল wsz ( cuttle fish ) Ntồfotą ( octopos) প্রভৃতি। [ অক্টোপসূত্র: ] একগম্য ( গোম্ম ) { এক-গম্য (লভ্য) ] বিণ. একলভ্য : একমাত্র প্রাপ্তব্য । একগঙ্গা এক কল্লী দ্র: : ভরাগাঞ্জ ; পরিপূর্ণতার ভাব ] ৰিণ, প্রচুর ; বহু পরিমাণ ; একরাশি । একগা (অ্যাক্গ ) { এক ( ভর) গা (গাত্ৰ ; অঙ্গ ) ] বিণ, সৰ্ব্বাঙ্গ : গাত্রপূর্ণ ; গাত্রের সকল স্থানে। প্র—একগা গহন । একগাল (অ্যাক্গালু) । এক (পূর্ণ) গাল (গও, কপোল ) ] বিণ, গালভরা ; মুখপূর্ণ। প্র—একগাল পান ; একগাল হাসি । ২ । [সংখ্যামাত্র সুচক ] একগ্ৰাস । প্র—একগাল ভাত । একগুঁয়ে, একগুয়ে (আগৃপ্ত এ ) { এক —গে +এ ( স্বার্থে ) ] বিণ. ষে মানা মানে ন : অবাধ্য ; একরোখা ; যে নিষেধ বা বারণ শুনে না। প্র—“একগুয়ে তেজীয়া অথচ তরল” —কস্তুরী । এক গুরু (অ্যাগগুর' ) { এক (অভিন্ন ) গুরু (উপদেশক ) যাহার ( বহু ) ] বি, পুং, সহাধ্যায়ী ; একগুঞ্জর শিষ্য : গুরুভাই ; সতীর্থ ; সহপাঠী । একগ্রামীণ (অ্যাগ গ্রামিন) [ একগ্রাম+ঈন বিদ্যমানার্থে ( গান ) ] বি, পুং, যে সকল লোক একগ্রামে বাস করে ; একগ্রামাধিবাসী। একঘরিয়া, একঘরে ( আগৃঘেরিআ, অ্যাৰূঘোরে ) । এক—ঘর +ই-আ (স্বার্থে) একঘরে বদ্ধ, অস্ত ঘরের সহিত আদানপ্রদান রহিত ] বি, জাতিভ্রষ্ট : সমাজচ্যুত । একঘেয়ে ( আগৃঘেএ ) { এক—ঘ +ই-আ ( স্বার্থে) ] ৰিণ, একরূপ ; নূতনত্বহীন : পুরাতন। প্র—“আর ভাল লাগেনাক প্রত্যহই একঘেয়ে” —দ্বিজেন্দ্র রায় । একচক্র (অ্যাক্‌চক্‌ক্র ) { এক (অদ্বিতীয় ) চক্র (চাকা) যাহার (বং) যে রথের একচাকা ] বি, পুং, একচক্ৰযুক্ত রথ স্বয্যের রথ। ২ । পুং, স্ত্রী, গণ্ডার। ৩। বিগ, একমাত্র চাকাযুক্ত। একচক্র (অ্যাক্‌চক্র) বি, স্ত্রী, পাটনা জেলার 'অস্তুগত ছাপরার নিকটস্থ নগরীবিশেষ । পাণ্ডবগণ জতুগৃহ দাহের পর জননীর সহিত এই নগরে বাস করিয়াছিলেন, তথায় ভীম ৰকরাক্ষসকে বধ করেন । একচত্বারিংশ [সং–একচত্বারিংশৎ ] বি. একচল্লিশ ; ৪১ সংখ্যা । } একচর (অ্যাচ [এক (একাকী) চর (যে{ (ك سواد গমন করে বা চরে) ] বি. পুং, গণ্ডার। ২ । বিণ যে একাকী বিচরণ করে বা অবস্থান করে। ৩ । অন্ত সংসর্গবিহীন : যে অস্তের সঙ্গে যায় না ব থাকে না : বিজনবাণী । একচৰ্য্যা (একচোপ্পুজা ) { এক-চর ( গমন করা )+য ( ভাবে ক্যপূ) ] বি, স্ত্রী, একাকী গমন : অসহায় চলন । একচল্লিশ (অ্যাচেল্‌লিপ্ত) একচত্বারিংশং শব্দজ ] বি, ৪১ সংখ্যা । একচাপ (অ্যাচাপ্ত ) ( প্রা, এক (একত্র ) চাপ ( জমাট ) ] বিণ. একত্র ; সমবেত । প্র—"সকল পাষণ্ডী তারা একচাপ হৈয়া” । —চৈতষ্ঠভাগবত । একচারী (এক, অ্যাক্চারি) { এক (একাকী) চকু ( গমন করা ) +ইন ( কত্ত্ব শিন=একচারিন ১ম, ১ব ) ] বিণ. যে একাকী বিচরণ করে ; এক বাস করে । প্র—"লা শুনিলে এই কথা যে ঘরে লহন সতা একচারী ভুখিল বাঘিনী।” –কবিকঙ্কণ। ২ । বুদ্ধ-সহচারী। স্ত্রী, একচারিণী। একচালা (অ্যাক্‌চাল' )[ এক-চাল (ছাদ ) + আ ( বিশিষ্টার্থে } বিণ, একচালবিশিষ্ট : একছত্র : একচালের অন্তর্গত : বংশ, তৃণ, পরাদি আচ্ছাদিত একখানি চালবিশিষ্ট ক্ষুদ্র शृंश् : ७कज रांम । थ-ठशंब मश्ठि उ আমার একচালা নহে ৷ ২ ৷ চালনীতে যাহা একবার মাত্র চালিয়া বা ছাকিয় লওয় হইয়াছে। ৩। একবার চালিত ; যাহা একবার চালান হইয়াছে। একচিত্ত ( অ্যাক্চিৎতে ) { এক ( এক বিষয়ে ) চিত্ত ( মন: ) যাহার ( বহু ) ] বিণ, যাহার এক বিষয়ে চিত্ত নিবিষ্ট " আছে ; একমতি ; অনন্তচিত্ত : একমনী ৷ ২ ৷ আন্তর সহিত যাহার চিত্তের সম্পূর্ণ ঐক্য বা সামঞ্জস্ত আছে : অভিমহাদয় । একচুল (আকচুল) বিণ. একগাছি চুল পরি মাণ : অতি সুগা ৷ ২ ৷ অতি সামান্ত ; অত্যঙ্গ মাত্র। ৩ । সিকি স্থত বা—; জবা— , ইঞ্চি পরিমাণ । ( চুল দ্রঃ) একচুণী—বি, পুং, তৈত্তিরীয় যজুৰ্ব্বেদের - টীকাকার মুনিবিশেষ । একচেটিয়া, একচেটে ( অ্যাচেটআ ) এক-চাট ( সৰ্ব্বতোভাবে )—ই+অ) (স্বার্থে)] বিণ, একায়ত্ত একের অধীন। একচোখে (অ্যাকচোখে ) { এক-চোখ, (চকু)—উ+আ (বিশিষ্টার্থে)=একচোখুআ =একচোখে (অবজ্ঞার্থে) ] বিণ. একচক্ষুবিশিষ্ট। ২। অযথা একপক্ষানুরাগী ; পক্ষপাত দুষ্ট : অমুদার। প্রঃ—“এক-চোখে৷ এমন কাৰ্য্য অনিবাৰ্য্য"—মনোমোহন বসু । এক একচ্ছত্র, একছত্র [ এক+ছত্র ] বিণ. এক রাজছত্রের অধীন : একজন অধিপতির শাসনাধীন। প্র—“থাকে গৃহাশ্রমে পুত্র হৰে রাজচক্ৰবৰ্ত্তী একছত্র করিবে ভুবন ।" —অমিতাভ । একচ্ছায় ( একছ ছায় ) { একঃ+ছায় ] বিণ, অর্থগুছায়াসমাবৃত : সমাচ্ছাদিত । প্র—“বাণে বাণে আকাশমণ্ডল একচ্ছায় হইয়া ফলত ধনঞ্জয় বিশিখজালে আকাশ মণ্ডলকে যেন একচ্ছায় করিয়া তুলিলেন।” —মহা, বিরাট ( বৰ্দ্ধমান ) । একছুট (অ্যাক্ছুট) (এক +ছুট (দৌড়)] ৰি, লম্ব দৌড় ; বাধা রহিত দৌড়ন। ২ । [দুট (ইং, suit ; a set)=xist–a set of clothes. } বি, এক প্রস্থ বস্ত্ৰ : এক সার্ট পোষাক বা পরিচ্ছদ । ৩ । [ এক +স্থত (স্বত্র) ] একবস্ত্ৰ ; ধুতি সাড়ী প্রভৃতির একখানি মাত্র : ধুতি এবং উড়ানী বা চাদরের মধ্যে কেবল ধুতিকেই বুঝায়। বিণ. উত্তীয়বিহীন । ক্রি-বিণ. একছুটে । একজ [এক-জ—জন (জন্মান)+আ(কত্ত্ব ড) ন লোপ] বিণ. এক হইতে জাত ; একজাত। ২ । সহোদর । স্ত্রী, একজl—সহোদরা । একজ (অ্যাজ ) [এক-জ (ধব বা যবোদর হইতে ) ] বি, ৪ ধান পরিমাণ ৷ ২ ৷ এক যবোদর পরিমাণ ॥ ৩ । [ সুত্রধর কৰ্ম্মকার প্রভৃতির ভাষায় ] দুই স্থত বা সিকি ( ; ) ইঞ্চি পরিমাণ । - একজট (অ্যাক্) এক--জটা (একত্রীকৃত চুল) যাহার ] বিণ, যাহার মস্তকে একটা মাত্র জটা আছে ৷ ২ ৷ উগ্রতারা-মুৰ্ত্তি। দেবগণ অম্বর ভয়ে ভীত হইয়া মাতঙ্গী মহাবিদ্যার স্তব করিলে তাহার দেই হইতে কৃষ্ণবর্ণ একজটা মূৰ্ত্তির আবির্ভাব হইয়াছিল –কালিকাপুৰাণ । একজন্মা (অ্যাজনা ) { এক (প্রধান ) হইতে, জন্ম (জন্মস্-উৎপত্তি) যাহার ( বং) ] বি, পুং, লোকপাল ; রাজা। রাজা দিক্‌ পালের অংশে সম্ভত এই জন্তই একজন্ম। ২ । [ একবার জন্ম যাহার অর্থাৎ দ্বিজাতির স্যার গায়ত্রী মস্ত্রে দীক্ষারূপ জন্মান্তর নাই ] শূদ্ৰজাতি । একজাই (অ্যাজাই ) { উ–এৰুজ শব্দজ ] ক্রি-বিল, বারংবার : ক্রমাগত ; অবিরাম । ২ । বি, জনতা ; ৩ । বিণ, এক মেলবন্ধ ; একত্র : এককাটা [ হি—ইকটুঠ ] । ৪ । [ জমাদারী সেরেস্তায় ] বিণ, একুন ; মোট হিসাব ; total. একজাই চালান— বৎসরের শেষে একুন চালান। একজাত (অ্যাজাত) [ এক (অভিন্ন ) হইতে জাত (উৎপন্ন) ] বিশ, এক পিতা-মাত হইতে যাহাঁদের জন্ম । ২ ] [ খ্ৰীষ্টধর্থশাস্ত্রে ]