ককু ককুদ [ "প্রাধান্তে রাজলিঙ্গে চ বৃষাঙ্গে ককুদো ইস্ক্রিয়াম্।”—অমর | পুং, ক্লী, শৈলশৃঙ্গ পৰ্ব্বতের চূড়া। ২ । রাজচিহ্ন (ছত্র চামরাদি ) । ৩। বিণ, প্রধান ; শ্রেষ্ঠ । ককুদক্ষ ( কে ) [ ককুদ (রাজচিহ্ন) অক্ষ ( ধরা ) + অ ( কত্ত্ব, অন) ] বিণ, রাজলক্ষণাক্রান্ত : রাজচিহ্নাঙ্কিত : ছত্র চামরাদি রাজচিহ্নধারী। ককুদ্মতী (কোকুদ্বমোতি) { "ফটাে না শ্ৰোণিফলকং কটি: শ্রোণী ককুষ্মতী ।”—অমর। ককুদ্ম২+ঈ ( স্ত্রীলিঙ্গে ) ক = শরীর : কু= ভূমি ; নিতম্বন্থ ভূমি—নিতম্বদেশ। শরীরের যে অংশে নিতম্বদেশ আছে ] বি, কটি ; নিতম্বদেশ : শ্রোণী । ককুদ্মান (কোকুদমান কোকুদান) [ ককুদ+ মৎ (অস্ত্যর্থে মতুগু) ১ম, ১ব ] বি, পুং, যাহার ককুদ আছে ; বৃষ ; ষাড় । ২ । চূড়া বা শিখরবিশিষ্ট বলিয়া শৈল : পৰ্ব্বত । ককুন্দর ( কোকুন্দর ) । ক (শরীর) কু (নিতম্ব ) দূ, (দীর্ণ হওয়া ; গৰ্ত্ত হওয়া ) + অ ( কৰ্ত্ত খণ্ড বা খ সংজ্ঞার্থে) ] বি, রী, নিতম্বের দক্ষিণ ও বাম ভাগের দুইটী আবৰ্ত্তাকার গৰ্ত্ত ৷ ২ ৷ কটু তিক্ত রসাত্মক বৃক্ষবিশেষ । ককুভূ [ ককুভ দ্রঃ । ক-কুম্ভ-ক্ষিপ্ত ( কর্তৃ ) ] বি, বৈদিক ছন্দোবিশেষ ৷ ২ ৷ রাগিণীবিশেষ। ৩। দেশ । ৪ । দিক্ । ৫ । চম্পকমালা ; চম্পকশাখা । ককুভ ( কোকুহু ) { ক (দিক্, বায়ু) কু (ভূমি) +ভ ( ভাসিত হওয়া, দীপ্তি পাওয়া ) অ (কর্তৃ—ড) বা ক-কুন (পরিব্যাপ্ত করা, বিস্তার করা ) +অ ( কত্ত্ব ) ] বি, রাগিণী বিশেষ । ২। বীণার প্রান্তভাগস্থ বক্র কাঠ : অলাৰু অংশ ; বস। ৩। [ বিস্তীর্ণ ভূমি ব্যাপক বলিয় ] অৰ্জ্জুনকৃক্ষ। ৪ । [ বিস্তীর্ণ পক্ষ হেতু ] পক্ষিবিশেষ । ককুভা-ককুহু দ্রঃ । ককুহাস (কোকুহা) বি, পুং, স্তুতি। ককোল (ল) [ কক্ (অহঙ্কার করা)+(কন্তু —রিপূ) কোল-কুল (রাশিকরা ) + অ ( কৰ্ত্ত—অন ) ] বি, পুং, ক্লী, কাকলালামক গন্ধদ্রব্যবিশেষ । কক্ষ ( কোথ ) { সং—ক,*স (করণে, नरञ्जॉर्थ) ] वि, शृश् : थकाछे : ६ब्र । २ ।। রাজাস্তঃপুর । ৩ । দেওয়াল । ৪ । বাহমূল : বগল ! ( সাধারণত: ) কক্ষপুট । ৫ । কোমর : কাক : কাকাল : পার্থভাগ ৷ ৬ ৷ ( ধগলে হয় বলিয়া ) কাকবিরালী নামক স্ফোটক রোগ। ৭ । গ্ৰহগণের পরিভ্রমণ" *R : orbit. প্র-কক্ষচ্যুত | <О У о ৮ । বস্ত্রপ্রান্ত ; বস্ত্রাঞ্চল ; আঁচল । ৯ । কচ্ছ ; কাছ (তুল—কাছ গলায় দেওয়া ) বস্ত্রের একাংশ ; পৃষ্ঠদেশে প্রদত্ত বস্ত্রাংশ । ১• । শুষ্কতুৰ্ণ ; শুষ্কবন । [ বিরল ] ss । आठ [ बिब्रज ] ।। २२ । [ कर्= হিংসা করা ] বিণ, স্পৰ্দ্ধাকারী ; প্রতিযোগী ; প্রতিপক্ষ । প্র—সমকক্ষ তুল্যকক্ষ । ১৩। কলুষ ; পাপ { বিরল ] । স্ত্রী, কক্ষী—ভিত্তি ; দেওয়াল । ২। প্রকোষ্ঠ। ৩। চ। ৪ । পুর্বপক্ষ। প্র—“ধার কক্ষ মাত্র নাহি বুঝে কোন জনে” —চৈতন্ত ভাগবত । ৫ । প্রতিযোগিতা । প্র—"বালকেহো ভট্টাচাৰ্য্য সনে কক্ষ করে ।" চৈ, ভা। ৬ । [ কক্ষ্যাও হয় ] চন্দ্রহার । ৭ । হস্তিবন্ধন রজু। কক্ষচ্যুত-কক্ষ হইতে বিচ্যুত বা বিচলিত। কক্ষপুট-বগল। কক্ষ ভ্রষ্ট-কক্ষচ্যুত। কক্ষস্থ—কক্ষের মধ্যে স্থিত ; স্বস্থানে অধিষ্ঠিত ; কক্ষের অন্তর্গত । কক্ষক ( কোকথোক্ ) { কক্ষ +ক (সংজ্ঞার্থে ) ] বি. পুং, রাজা জনমেজয়ের সর্পযজ্ঞে দন্ধীভূত সর্পবিশেষ । কক্ষণ ( কক্খোনো ) { ক (কষ্মিন) ক্ষণ । হি—কোইক্ষণ-কথনই ] অ, কোন কালেই ; কথনই । প্র—সে বলেছে যে ওদিকে সে কক্ষণ যাবে না। কক্ষণই নিশ্চয়ে হি—হি=বাং(সংক্ষেপে) 'ই' । পুনরুক্তি দুষ্ট ] অ, কোন সময়েই ; কথনই । কক্ষধর ( কোকখোধর) [ কক্ষ (দেহপাশ্ব ) (ধারণ করা)+অ (কর্তৃ–আচু সং বি, পুং, বক্ষের উভয় পার্থস্থ মৰ্ম্মস্থল । কক্ষসেন ( কোৰূখোশেন) বি, পুং, রাজ পরীক্ষিতের পুত্র। কক্ষ, কক্ষ্যা-কক্ষ দ্রঃ । কক্ষাপট (কোথাপ ) { কক্ষ (কটিবন্ধ) পট ( বস্ত্র) কর্ণধা অথবা ৬তৎ ] বি, পুং, কৌপান ; অস্তবাস । ২ । কাছ । কক্ষণবেক্ষক ( কোথাবেকৃথক্ ) { কক্ষ (মহল, রাজান্তঃপুর ) অবেক্ষক অব—ঈক্ষ,= দর্শন করা + অকণ কর্তৃ, ৬তৎ ] বি, পুং, অন্ত:পুররক্ষক। ২ । দ্বারবান : ধেীবারিক। ৩ । উদ্যান-রক্ষক । ৪ । চিত্রকর । ৫ । উপপতি ; লম্পট । কক্ষীকৃত (কোর্থীকৃত) [ কক্ষ কৃত (মধ্যে ঈ—ছি অভূততস্তাবার্থে) ] বিশ, বশীকৃত ; আয়ত্ত্বীকৃত ; অধীনীকৃত। ২। কুক্ষিগত। কঙ্ক কক্ষ্য (কোখে ) বি, কক্ষ (দ্রঃ) । ২। সাদৃত। ৩। বিশ, কক্ষোন্তব। ৪। কক্ষ সম্বন্ধীয় । কখন ( কখোনে ) { কি (কিম্ শব্দজ ) খন ( ক্ষণ শব্দজ) কদা, কষ্মিনকালে ; কোন সময়ে । কখন কখন (কখোনোকখোলো) ক্রি—বিণ, সময়ে সময়ে ; কোন কোন সময়ে । প্র—"কখন কথন সখি, দেখা দেয় আসি” —বাং-গীত । কঙ্ক (কংক ) কিন্তু (গমন করা ) +অ (কর্তৃ অচ ) ] বি, পুং, কাকপক্ষী। হাড়গিলে ; the Heron. ২ I যম ৷ ৫ ৷ অজ্ঞাতবাস-কালে যুধিষ্ঠির বিরাটরাজের নিকট এই নামে পরিচিত হইয়া ছিলেন । ৪। ক্ষত্ৰিয় । ৫ । ছলব্রাহ্মণ ৬ : কংসের ভ্রাতা : উগ্রসেনের পুত্র। স্ত্রী, কঙ্কা —উগ্ৰসেনকন্ঠ । ২। শ্ৰীখণ্ড চন্দন ; শ্বেত कन्न ! কঙ্কট (কংকচ্) { (কং ( বায়ুকে ) কটু (আবরণ করা ) +অ ( কত্ত্ব-সংজ্ঞার্থে থ ) ষে বায়ুকে পৰ্য্যন্ত অবরোধ করে ] বি, পুং, বৰ্ম্ম । কবচ : সাজোয়া । কঙ্কটক ( কংকেটক্ ) { কঙ্কট +ক (স্বার্থে) কঙ্কট দ্রঃ ] বি, পুং, কবচ : সাজোয় । প্র— “গলদেশে প্রতিমুক্ত, উরু কঙ্কটকমুক্ত, শিরস্ত্রাণে সুশোভিত শির—রঙ্গলাল ( কাঞ্চীকাবেরী)। কঙ্কণ (কংকন) { শব্দাত্মক পদ । যে পরম্পরের ঘর্ষণে কং কং শব্দ করে ] বি, প্লী, স্ত্রীলোকের করতুষশবিশেষ ; কাকন : খাড়য়া ; থা ২। শেখর। ৩ । করমুত্র । ৪ । সহাদ্রি হইতে সাগর পৰ্য্যন্ত বিস্তৃত দেশ, পরশুরাম একবিংশতিবার নিঃক্ষত্রিয় করিয়া পৃথিবী ব্রাহ্মণাধিকৃত করত আপন বাসের জন্য এই স্থান নিৰ্ম্মাণ করেন । কঙ্কণী (কংকোনি) [ কঙ্কণ+ঈপ, স্ত্রী, ] বি, স্ত্রী, ছোট ঘুঙর । কঙ্কত (কংকর্ত) [কন্দ্ৰ (গমন করা)+অত ( কৰ্ত্ত সংজ্ঞার্থে, অত, ) যে কেশ সংস্কারের জষ্ঠ কেশ মধ্যে গমন করে । ] বি, পুং, ক্লী, কেশ-সংস্কারক : চিরুণী । স্ত্রী, কঙ্কর্তী; কঙ্কতিকা—কাকুই মোটা দাড়ার বড় f53 ; comb. কঙ্কতদেহী কঙ্কতদেহিন শব্দ ] বিণ, চিরুণীর দাড়ার স্যায় কাটায় আবৃত গোলাকার কোমলাঙ্গ টেনফোর নামক সামুদ্রিক জীববিশেষ ; ctenophora. কঙ্কপক্ষ (কংকোপোথো) কঙ্কের (কাকের) পক্ষ পাখা বা পালক, ৬তৎ ], বি, ক্লী, কাক পার্থীর পালক ; হাড়গিলার পালক ; হাড়গিলার ডান ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।