কচ কচলন (কচলোন ) ( প্রাদে ] কি প্রক্ষালন ; ধৌত করণ। ২ । মর্দন । কচলা | প্রাদে ] বিণ, ধোয় ৷ ২ ৷ মৰ্দ্দন করা । ৩। বিবাদী। কচলান (কচলানো) { হি-কুচলান । উ, পু, —কচলাই। ম, পু-কচলাও : কচলান : কচল । প্র, পু-কচলায় : কচালে । অসক্রি - কচলাইতে : কচলাইয়া :কচালিয়া কচালি : ( সংক্ষেপে ) কচালে ] ক্রি, মর্দন করা : মাডান । ২ । ধৌত করা : প্রক্ষালন করা । ৩। চট্টকানো ; মাথা । প্র—“চম্পক অজুলে আম মাগে কালিয়া" —ফুলরেণু । বি, রগড়ান ; মার্জন করা । 3~ এক হাতে সপী কচালিয়| শাগি নয়নে দেগিয়ে অরি।” —চণ্ডীদাস । "দিশে হারা হয়ে সার ঘুরে বেডসি চোক্ কচালে ।” - 히F কচা [ প্রাদে ] বি, দণ্ড : যষ্টি । ২ । কাঠের ছিলকা। প্র—কাঠের কচ। ৩। বৃক্ষবিশেষ । (২) গাছের কচি ডাল । ৪ । ডাটা : খাড়া। প্র-"বাৰ্ত্তাকু কুমড়া কচ তাহে দিয়া কলা মোচ,"—কবিক। ৫ সং —কচ্ছ শব্দজ ] জলের কাছ বা নিকটস্থ ভূমি : জলাভূমি । ( তুল—কাছাড়) । ৬। কচডা ; পাটিকেল : ইষ্টকথও ৷ প্ৰ—ইটের কচ । [ দ্র:—মুদ্র কচাকে কুচী : অতিক্ষুদ্রকে কুচি বলে প্রাদে ] ক্রি, পরীক্ষা করা। কচাচিত [সং-কবি ভারী কর্তৃক ব্যবহৃত। কচ (চুল) দ্বারা আচিত ( ব্যাপ্ত ) ৩ ৩২ ] বিণ, আলুলায়িত কেশ । [ প্র, আ. ] কচান ( নো ) [ কচ দ্র: । প্রাদে ] ক্রি, কলানো ; গজান : মুঞ্জরিত হওয়া । [অপ্র ] [ প্রা-বাং—বৈ-স' ] কচটান : রগডান। প্র— “কচাইয়া আঁখি” —চণ্ডীদাস । কচাল (ল) { হি-কুচল কছল ] কি বিরক্তি জনক তর্ক বিতর্ক : বাৰুকলহ ; বিবাদ ; ঝগড়া। প্র—“কাত্যায়নী কহে কহ কটু হৈল কেন । কয়ে কপী কচাল যে কর পুন: পুনঃ ”—শিবায়ন। ২ । [ প্রাদে ] কুৎসা । ৩ । মৎস্ত ধরিবার এক রকম বড় জাল । ৫ । মর্দন ; রগড়ান। ৪ । [ কিচলি দ্রঃ । হি— কাঁচড় ] কর্দম । কচালে { কচলান দ্রঃ ] ক্রি, মর্দন করে। প্র— "দুই চক্ষু লোহিত কচালে করে করে ।” भशं-कॉनौ । "এত শুনি নৃপতি কচালে করে করে।” –ঐ । ২ । রগড়ান। প্র—“উঠিল পদাতি ধরিয়া ঢাল কাতি, কচালে কেহ বিলোচন।” – কবিক কচি (কোচি) [হি—কচ্চা : কচ্চী]বিণ, কচি ; |9ృR অপক। ২ । কোমল : নরম। ও । নূতন ; সদ্যোজাত ; নবপ্রস্থত। প্র— “এমনি স্বভাব মোর কচি ছেলে পেলে । অমনি কাদাই তারে মহা কুতূহলে ।” —অশোকগুচ্ছ । কচিপোকা—কোমলমতি শিশু ৷ ২ ৷ শিশুর স্থায় অবোধ | প্র—তাহার কচিথোকার মত কথা বলা বা কাজ করা হয়েছে । স্ত্রী, কচিখুকি। কচু, কচ্চী (কোচু, কোচি) বি, স্ত্রী, কচুনামক কণীবিশেষ ; কচু মূল : কচুর গাছ। ২। [ ‘ঘোড়ার ডিম’ ‘কলা' প্রভৃতি শব্দের ন্যায় বিদ্ধপোক্তি : কচুর সাদৃশ্যার্থে অণ্ডকোষ ] কিছুই নহে ; অসম্মতিজ্ঞাপক অব্যয় । কচুপোড়া পাওয়া । কচুর সাদৃশ্যার্থক অণ্ডকোষ পোড়াইয় পাওয়| ] গ্রাম্য গালিবিশেষ । কচুকাটা । কচু কচু শব্দ হইতে ] অবলীলাক্রমে ও যদৃচ্ছা গও গও করা। কচুৰ্ঘে চু—কৃষিজাত কচু এবং বুনে ঘেসে মাটিজাত ঘেঁচু । স্থানভেদে মেটে আলু। তুল—হি-যুঁইয়। কচু এবং কচুজাতীয় আনাজ। তুল—ফলমূল, শাকসবর্জী। কচুশাক-কচুগাছের বোট বা ডাটা-শুদ্ধ পাতা । কচুয়া ( কো) বি. বাদ্যযন্ত্রবিশেষ ; কচুয়া সেতার | কচুরি, রী (কোচুর ) । কুচুর কুচুর করিয়া গাইবার শব্দ হইতে হি—কচৌরী, কচৌড়ী, তাহা হইতে কচুরী ] বি, নিম্বকী জাতীয় খাবার : সিদ্ধ দাইলের পুর দেওয়া মশলা মিশ্রিত ময়দায় ভজ্জিত পিষ্টক : পূরিকাবিশেষ । কচেবার (রো) (হি-কচ্চে বারহ,=কাচ ४२ । श्–िकफ्र1=कएफ्र-अिश्। श्रेष्ठ बो९কচে ] বি, পাশা পেলায় যে দান পড়ে তাহ ছয় পাচ এক জুড়িয়া যে ১২ হয় ( জোড় তাড়া দিয়ে বার সুতরাং কাচা বার) । কচ্চর ( কচ্চত্র ) [ কু (কুৎসিত) চর (কু— কৎ-চর্=গমন করা + অ (কর্তৃ–আচ) ] বিণ, যে কুৎসিত ভাবে গমন করে। ২ । দুরাক্স ; । ७। [श्–िकाक्रब=2मण (श्–ि কুচৈল ) ] বিণ. কলুষিত ; মলদূৰিত । কর্দমাক্ত ; মলিন । কচ্ছ [সং—কচ্ছ (সমুদ্রকূলের ভূমি ]বি, পুং, জলপ্রায় দেশ : জলময় দেশ : সৰ্ব্বদা জলমগ্ন পঙ্কিল স্থান ; জলের উপকণ্ঠস্থ ভূভাগ : অমুপদেশ : হ্রদাদির তীর-দেশ ; কাছার। ২ । জল প্রান্ত ঃ ৩ । তুদকৃক্ষ। ৪ । নৌকার পশ্চাৎ ভাগ । ৫ । পৰ্ব্বতের সন্নিহিত সমতল কজ্জ স্থান। কাছাড় ত্রঃ ৷ ৬ ৷ গুজরাটের সমীপস্থ অন্তরীপবিশেষ ; কচ্ছভুক্ত : কচ্ছ প্রদেশ । কচ্ছেঙ্গর বা কোটেশ্বর ইহার প্রাচীন রাজধানী ছিল তৎকালে ঐ দেশের নাম ছিল উড়ম্বর : the province of Cutch. ৭ । কচ্ছদেশের ঘোড়া । ৮। বিণ, জলের প্রান্তস্থিত । স্ত্রী, কচছা—কাছ ; পরিধেয় বক্সের যে অংশ পশ্চাদ্ভাগে গুজিয়া দেওয়| হয়। ২। ঝিঝিপোকা । কচ্ছটিকা ( কচ্ছেটিকা) [ গ্রা–কাটা । বি, স্ত্রী, কাছ : কাছুটী । কচ্ছপ (কচুছোপ ) [ কচ্ছ (মুখসংপুট) প ( পা রক্ষা করা ) + অ ( কর্তৃ, ড ) ষে আপন মুখ সংপুট শরীরমধ্যে রক্ষা করে ] বি, পুং, কমঠ ; কুৰ্ম্ম : কাছিম ৷ ২ ৷ মল্লযুদ্ধের বন্ধবিশেষ ; কুস্তির প্যাচবিশেষ । ৩। কুবেরের নব নিধির মধ্যে এক নিধি । ৪ । নাগবিশেষ। স্ত্রী, কচ্ছপী—স্ত্রী-কচ্ছপ । ২ । ক্ষুদ্র কচ্ছপ। ৩। যেরোগে তালুতে অৰ্ব্ব হয়। ৪ । সরস্বতীর বীণা, কচ্ছপী বীণা : ত্রিতন্ত্রী। কচ্ছরহ1(কচ ছোরাহ ) কচ্ছ (জলার্দ স্থান) রুহ (জাত ) যে জলাদ স্থানে জন্মে ] বি, স্ত্রী, দূৰ্ব্বাঘাস । কচছু কচ্ছ (কোচ্ছ) [সং । বি, কও, : চুলকানি ; গোস ; পাচড়া । [ দ্রঃ-হিনীতে কচ্ছ, অর্থে কচ্ছপ | কচছুমতী ( কোচুচুমোতি ) । কছু +মৎ (মতু-জননার্থে) ঈপ—স্ত্রী ]বি, স্ত্রী, কচ্ছু রোগোৎপাদক শূকশিম্বী। কছম ( মৃ ) { ফুt—কিসম্] বি, প্রকার : ভেদ । কছু (কোছ) [ হি-কুছ হইতে গ্রাহি, কছু তাহা হইতে ব্ৰজ ও প্রা-বাং-বৈ-সা—কছু ] কিছু ৷ প্ৰ—“নব অমুরাগিণী রাধা কছু নাহি মানয়ে বাধা” —বিদ্যাপতি “বচন চাতুরী হাম কছু নাহি জানি”—ঐ । কজাই, কাজাই বি, ঘোড়ার মুখের সাঁজ ; মুখস : কড়িয়ালি । কজাওয়া [ ফু | বি, উটের পিটের জিন বা কাঠি । কজ্জল (ল) [ কু ( কুৎসিত, কৃষ্ণ) যে জল ( বারি, রস ), কু স্থানে কৎ, কৰ্ম্মধা ] বি, ক্লী, অঞ্জন : কাজল । ২ । [ অঞ্জন সদৃশ বর্ণ হেতু ]বি, পুং, মেঘ । ৩। কালি। ৪ । রসসিন্দুর ; রসপপটী, black sulphide of mercury. #, কজ্জলা—মৎস্যবিশেষ ; কাজলা মাছ ৷ ২ ৷ কাজল আক । কজ্জলী, কভজ্বলী (কজজোলি) (রাসাঃ পরিঃ কজ্জল দ্রঃ ] বি, রস-কজলী ; পপটিকা : রস পর্পট রসামৃত şí: Aothiop's mineral. [ দ্র:—“চক্রদত্ত মতে সমানভাগ পার আর গন্ধক একত্রে থলে মাড়িলে প্রথমতঃ কৃষ্ণবর্ণ
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।