পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অংশ

অ— বাঙ্গালার এই নঞ অর্থক উপসর্গ ইংরেজী ভাষার নঞ্, অর্থক উপপদ ( Prelix ) a, ib, im, in, no, non, ir, un প্রভৃতির তুল্য। তুল্য—ইং un, on; আইস্—০ (অ) ; সুইড— : ডেন-u. [সংস্কৃতমূলক ভারতীয়, সিংহলী, ব্রহ্ম প্রভৃতি যাবতীয় ভাষার আদ্যক্ষরের উচ্চারণ বাঙ্গাল। "অ" এবং লঘু আকারযুক্ত হিন্দী “অ”র সম- তুল ৷ ফিনিক্, হিব্রু, তুর্কী, আরবী, ফাসী, প্রভৃতি সেমেটিক ভাষাগুলির আদ্যক্ষরের উচ্চারণ “আলিফ ” এবং য়ুরোপীয় বর্ণনালার প্রথম অক্ষর “এ” ; গ্রী, উচ্চারণ "অ্যাল্ফা”] অই—  (ওই) [সং, অদসৃ শব্দ ১মা, বহ-ব—অমী =প্রাকৃ, অঈ = বাং অই (পদ্যে ও সঙ্গীতে) = ঐ (গণ্যে এবং ছন্দের অনুরোধে পদ্যে)] অ, পুরোভাগে : ইন্দ্রিয়-গোচরে : সম্মুখে । প্ৰ—“অই যে জগং জাগে, স্বদেশ অনুরাগে।”

—কাব্যবিশাবদ ।

২। ওখানে ; যথায় বিরাজ করিতেছে ঠিক সেই স্থানে ৷ প্র—“অই শশী অই খানে, এই স্থানে দুই জনে”

-হেমবন্ধ্যো।

প্র—“শারি কহে কই তব, তমালিকা কই, শুক বলে অই দেখ, ডালে বসে অই।”

-বাসবদত্তা।

৩। অদূরে। ৪। দূরে। ৫। অনশ্য : নিদ্দিষ্ট। ৬। উক্ত : উল্লিখিত । ৭। স্মরণ সূচক। ৮। দোষ বা ভয় প্রদর্শন সুচক । উচ্চারণ সাদৃশ্য হেতু 'অই’ স্থলে পদ্যে ‘ওই’ (সংক্ষেপে 'ও') এবং 'ঐ' ব্যবহৃত হয়। [ঐ, ও ওই, দ্রঃ] ব্রজ, প্রা-বৈ-সাহিত্যে, ‘অই' স্থলে 'ও' এবং 'উহ' শব্দের প্রয়োগ দৃষ্ট হয় । প্ৰ—"উহ রসময়ী ইহ রসিক-শিরোমণি.” —জ্ঞানদাস । "ও নব জলধর অঙ্গ। ইহুপির বিজুরী তরঙ্গ"

—গোবিন্দদাস ।

অইন  (ওইন্‌) [প্রাদে] বি. ছোট গাছ। ২। মন্য বিশেষ। [শব্দার্থ প্রকাশিকা ] অইল—  (ওইল) [প্রাদে] বি. অম্লকুচির গাছ । ইহার কষ লাগাইয়৷ চামড়া নরম, পরিষ্কার ও রং করা ( Tan) হয়। অঋণী—  (অরিনি) [অঞ্চণিন্ শব্দ। অ(না, নহে) + ঋণিন (ঋণগ্রস্ত, ধেরো) — যে ঋণী নহে ] বিণ. যে কাহারও কিছু ধার করে নাই। (২) যে এক্ষণে কাহার কিছু ধারে না : যাহার উপস্থিত ঋণ নাই । (৩) ঋণমুক্ত ; যে ঋণ পরিশোধ করিয়াছে। ২। দেব-ঋণ, ঋষিঋণ ও পিতৃষণ নামক ঋণত্রর হইতে যাগ, যজ্ঞ, দান ও সন্তানোৎ- পাদন দ্বারা মুক্ত ।

অওঘর্ষণ (ন্ ) [ প্রাদে ] বি. সঙ্গীতের স্বরের ঐক্য ( harmony )। অওরে! [প্রাদে] বি. অবতরণ; অষ্টমশ্বর হইতে ক্রমশঃ নিম্ন নিম্ন বরে অবতরণ। অংশ [অনশ্ (ভাগকরা) + অ ( ভাবে, অম্ল )] বি. ভাগ ; part : division. প্র–২ অংশ হাইড্রোজেন এবং ১ অংশ অক্সিজেন সংযুক্ত হইয়া জল হয় ৷ ২। বিভাগ ; বণ্টন ; share. প—“যদি পিতা বিভাগ করিয়া দেন, তাহা হইলে পুরদিগকে (স্বোপার্জিত ধন) ইচ্ছামত অংশ করিয়া দিতে পারিবেন।" * পিতার পরলোক-প্রাপ্তির পর বিভাগ করিলে, স্ত্রীবনরহিত মাতাও পুত্রদিগের সমান অংশ প্রাপ্ত হইবেন।”—যাজ্ঞবস্ক্য, ঊনবিংশ সংহিতা, পৃ—১৮০১।

৩। একদেশ : স্থান বিশেষ; নির্দিষ্ট স্থল। প্র-আরব দেশের কোন কোন অংশ সৰ্ব্বদা উত্তপ্ত থাকে । ৪। টুকরা : খণ্ড : part. প্র—“হোমিওপ্যাথি মতে প্রস্তুত ঔষুধের অদ্ভুত কাৰ্য্যকারীশক্তির ইহ! একটী অকাট্য প্ৰমাণ স্থল ৷ বিন্দুমাত্র ভেষজ-পদার্থ কোটী কোী অংশে বিভক্ত হইয়াও তদ্দ্বারা দুরারোগ্য ব্যাধি প্রশমিত হয়।”—ভৌতিক তত্ত্ব। ৫। ভগ্নাংশ; fraction. [ সামান্য ভগ্নাংশ - Simple fraction : দশমিক ভগ্নাংশ – Decimal fraction ] | ৬। ভূপরিধির ৩৬০ ভাগের এক ভাগকে এক একটী অংশ বলে । ৭। রাণিকের ত্রিংশ ভাগের এক ভাগ। ৮। শরীর বা যন্ত্রাদির প্রত্যঙ্গ; (Limb.) প্র—“একটি বিদ্যুৎ-পরিচালক দুই অংশে বিভক্ত। সূচ্যগ্র বিশিষ্ট প্রথমাংশ এক গাছি লৌহ শিক, * একটি লৌহ পাত, * “ – ভৌতিকতত্ত্ব। দ্বিতীয়াংশ

তিনি সেখায়ের কলের অংশগুলি খুলিয়া পরিষ্কার করিয়া একে একে যথা স্থানে সংলগ্ন করিয়া দিয়াছেন। ৯। অঙ্গ : অবয়ব ; মূর্ত্তি। প্র— “মনে মনে প্রভুর হইল অভিলাষ। এক অংশ চারি অংশে হইতে প্রকাশ শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষ্মণ। এক অংশে চারি অংশ হৈলা নারায়ণ। —কৃত্তিবাস। “যিনি দেবতাগণের অভ্যর্থনানুসারে দশরথ- গৃহে অংশ চতুষ্টয়ে অবতীর্ণ হইয়া বানর-সৈন্য সমভিব্যাহারে সমুদ্রে সেতুবন্ধন পূৰ্ব্বক দুর্বৃত্ত দশাননের বংশ ধ্বংস করিয়াছেন।” বিদ্যাসাগর (বেতাল প. বিং)।

i । ১০। অবতার; ভগবানের জীব দেহে জন্ম গ্রহণ; incarnation. প্র—“পৃষ্ট্যাদির নিমিত্ত যেই অংশের অবধান । সেই ত অংশের কহি অবতার নাম ॥” —চৈতন্যচরিতাম্বত । ১১। বিষয় : সম্বন্ধ ৷ প্র—“প্রসবের পর অপত্যসংস্কারবিধি যথা- বিধি সমাহিত হইবেক, কোনও অংশে অঙ্গহীন হইবেক না।” – বিদ্যাসাগর (সী, ব.)। “জাড্যংশে শ্রেষ্ঠ দেখিয়৷ নবাব কন্যাকে কালা- পাহাড়ের হস্তে অর্পণ করিতে সম্মত হইয়া- ছিলেন।” ১২। [অনন্ + অ (কর্তৃ)] স্কন্ধ : কাঁধ । বিণ. অংশী, অংশিত। ক্রি. অংশ করা—বিভাগ করা, বণ্টন করা। ২। নির্দ্দেশ করা। অংশান (অংশানো)-দায়ভাগপুরে প্রাপ্য হওয়া ; উত্তরাধিকারসূত্রে পাত্রান্তরে প্রযুক্ত হওয়া বা খাটা; স্বাধিকার স্থাপিত হওয়া। অংশক (ক) [অংশ + অক (কর্তৃ)] বি. পুং, জ্ঞাতি। ২। ক্লী, দিন। ৩। ভাগ । অংশকূট (অংশকুট্ ) [ অংশ (ঋন্ধ ) +কূট ( শিখর ) ] বি, ক্লী, বৃষের স্কন্ধের উপরিস্থিত উন্নত মাংসপিণ্ড ; ককুন : ষাঁড়ের ঝুঁ টি । ! অংশগত [অংশ+গত (প্রাপ্ত)] বিণ, দায়াবি কারভুক্ত : উত্তরাধিকারসূত্রে যাহার প্রাপ্য তাহার বিষয়ের অন্তর্গত। প্র—তাহার পৈতৃক বিষয়ের কিছুই এখনও অংশগত হয় নাই । সম্বন্ধীয় : ভাগ বিভজনজাত । প্র—উইলপত্রে ঐ অংশগত ত্রুটির জন্যই ত তাহাদের বিষয় লইয়| এত মোকদ্দমা । অংশন (ন্) [অনশ্ (ভাগ করা) + অন (ভাৰে অনট্)] বি. ক্লী : বিভাগ করণ : বিভজন : খণ্ড খণ্ড করণ। ২ । অংশ : ভাগ: খণ্ড-সৱ । “তুমি নরাধিপ হও বিষ্ণু অংশন ।” ~ চৈতন্যচরিতাম্বত । অংশনীয় (অংশোনিও) [অন্‌শ + অনীয় (কর্ম্মে)] বিণ, ভাগ করিবার উপযুক্ত : যাহা ভাগ করা উচিত ; যাহা ভাগ করিবার জন্য আছে বা ভাগ করিতে হইবে; বিভাজ্য । অংশভাক্ [মূল শব্দ অংশভাজ, অংশ + ভাঞ্জ (ভাগ করা) —যে ভাগ করিয়া লয়] বি. পুং, অংশী : অংশীদার ; উত্তরাধিকারী । . অংশমান (অংপোমান) [অংশ+আন (কর্তৃ শানচ)] বিণ, যে ভাগ করিয়া লইতেছে । অংশল (ল) [অংশ (শক্তি) +ল (অন্ত্যর্থে)- যাহার শক্তি আছে] বিণ. বলবান ; শক্তিশালী। ২। অংশ (ভাগ) +লা ( গ্রহণকরা) + অ (কর্তৃ) অংশ গ্রহণকারী] বিভাগ গ্রাহী ; অংশ- গ্রাহক ।