পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অংশ
অংহ্রি

অংশহর (অংশোহর্ ) [ অংশ + হর (হৃ= হরণ করা) – যে হরণ বা গ্রহণ করে ] বিণ, যে, অংশ লয় ; অংশগ্রাহী । ২ । অংশাপহারী । ৩। অংশলোপকারী । অংশান (নো ) ক্রি. অংশ দেখ ৷ অংশাংশ ( শো ) [ অংশ + অংশ ( অংশের অংশ – ষষ্ঠীত‍ ) বিভাগের ভাগ ; কলা । প্র—“অংশের অংশ যেই কলা তার নাম।” —চৈতন্যচরিতামৃত। ২ । [ অংশ ( এবং ) অংশ - দ্বন্দ্ব সমাস ] ভিন্ন ভিন্ন ভাগ । অংশাংশি—বি, ক্লী, পরস্পর ভাগ । যাহার যে ম্যান্য অংশ । অংশিত (ওংশিত ) [অংশ +ত ( কৰ্ম্মে )] বিণ. বিভাজিত ; বিভক্ত । স্ত্রী. অংশিতা । অংশিত্ব (ওংশিতো ) [ অংশ + ইন্‌ +ত্ব ] ধি ভাগাধিকারিত্ব । অংশী (ওংশি ) [ অংশিন শব্দ । অনশ ( ভাগকরা ) + ইন (কর্তৃ´) ] বিণ. ভাগী : যে অংশ করিয়া লয় । ( ২ ) যে ভাগ পাইতে পারে ; ভাগার্হ । (৩) ( কোন বিষয়ে ) যাহার অংশ আছে । ২। [—ইন (বিশিষ্টার্থে) অংশ বিশিষ্ট ] অংশধর ; অংশের আধার । প্র—“কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ।” চৈতন্যচরিতামৃত। স্ত্রী, অংশিনী (ওংশিনি) -অংশবিশিষ্টা অংশধরা । প্র—“অবতরি কৃষ্ণ যৈছে করেন অবতার। অংশিনী রাধার হৈতে তিন গণের বিস্তার । ” —চৈতন্যচরিতামৃত ।

অংশু ( ওংগু ) [ অশ্ ( বিকীরণ করা, ব্যাপা) + উ (ৰুত্ত্ব ) সংজ্ঞার্থে,—যে ব্যাপে ছড়াইয়া পড়ে ৷ বিজ্ঞানমতে সমস্ত পদাৰ্থই এক প্রকার অতীব লব ও প্রবল স্থিতিস্থাপক বাষ্পীয় পদার্থদ্বারা পরিব্যাপ্ত থাকে, তাহার অণু সকল কম্পায়মান গতিদ্বারা অসীমবেগে চালিত হইয়া দীপ্তিরশ্মি উৎপন্ন করে। দীপ্তি- রশ্মি আকাশপদার্থে (ether) নীত হইয়া তরঙ্গায়িত গতিদ্বারা চতুর্দ্দিকে ব্যাপ্ত হয় বা ছড়াইয়া পড়ে। ঐ রশ্মি দর্শনেন্দ্রিয়ে পতিত হইলে সমস্ত পদার্থ আমাদের দৃষ্টিগোচর হয়। সেই বিকীর্ণরশ্মির এক একটি রশ্মি বা রেখা (Luminous rays)কে অংশু বলে ] বি, পুং রশ্মি ; আলোক-রেখা : কিরণ ।

এ কভু সাধ্বী ঋষি-বংশ-ধু সুহাসিনী, আসিতেন দাসীর কুটারে সুধাংশুর অংশু যেন অন্ধকার ধানে! -মেঘনাদ । “দিনমণি অগ্নিস্ফু লিঙ্গের ন্যায় প্রচণ্ড অংশু- সমূহ নিক্ষেপ করিতে লাগিলেন। ” — কাদম্বরী।

২। প্রভা ; রুচি ; কান্তি ; দীপ্তি । প্র—“তিনি কথা কহিবার সময়ে মুখপদ্মের নিকটবর্ত্তী ভ্রমরগণকে দশনাংশুদ্বারা শুক্লবর্ণ করিয়া কথা কহিয়াছিলেন।" — কাদম্বরী। সূত্রাদির সূক্ষ্মাংশ ; তত্ত্ব ; 4191 ৩। 81 771 । [ সহস্রাংশু হলে ] সূর্য্য [ অপ্র ] অংশুকায় (ওংশুকায়) [ অংশু (কিরণ ) - কায় (দেহ ) ব2 ] বি, পুং, যে সকল জীবের দেহস্থ কর্ম্মেন্দ্রিয় সকল অংশুর মত দেখায়। প্রবালকীট, তারামৎস্ত ( Star fish) প্রভৃতি ; Rayed animals. অংশুধর (ওংশুধর্) – [ অংশু (কিরণ) –ধর (যে ধরে) যিনি অংশু ধারণ করেন। উপ- পদ ] বি. পুং, সূর্য্য। ২। সূর্য্যবংশীয় সগর রাজার পুত্র অসমঞ্জরাজা । - অংশুপট্ট (ওংগুপট ) [ অংশু (সূক্ষ্ম সূত্র ) নির্ম্মিত—পট (রেশমী বস্ত্র) – অর্থাৎ রেশমের সূক্ষ্ম সূত্র নির্ম্মিত বস্ত্র ] বি, ক্লী, পট্ট বস্ত্র, ক্ষৌমবাস ৷ গরদ তসর নটকা প্রভৃতি রেশমী অৰ্থাৎ কুমিকোৰজাত সূক্ষ্ম সূত্ৰ নিৰ্ম্মিত বস্ত্ৰ । প্র—"পীতবর্ণ অংঙপটে শোতে বনমালী।" অংশুবাণ (ওংশুবান ) – (অংশু (কিরণ) - বাণ (শর)। কিরণ যাহার বাণসদৃশ-ব2 ] বি, পুং, সূৰ্য্য ৷ - ২। বিণ. অংশুমান : অংশুবিশিষ্ট । অংশুমৎ (ওংশুমৎ) [ অংশু (কিরণ) + মৎ (মতু)- অন্ত্যর্থে ] বিণ. প্রভাষিত কিরণ- যুক্ত ; আভাময় ।

বি, পুং, ২। নুয্য । ৩। সূর্য্যবংশীয় রাজা । সগর রাজার পৌত্র; ইনি সগরের মেধ্য অশ্বের রক্ষক নিযুক্ত হইয়াছিলেন । অংশুমৎফল। (ওং) [অংশুমৎ (প্রভাযুক্ত) - ফল + আ ( বিশিষ্টার্থে ) ] বি, স্ত্রী, কলী- বৃক্ষ : কলাগাছ ! অংশুমান (ওংশুমান) [অংশুমৎ শব্দ । অংশু (কিরণ) + ম‍ (অস্ত্যর্থে মতু)—যাহার অংশু আছে ] বি, পুং, সূৰ্য্য । ২। সূর্য্যবংশীয় রাজা অসমঞ্জের পুত্র ও সগররাজার পৌত্র। ৩। বিণ. কিরণ বিশিষ্ট । অংশুমালা (ওংশুমালা) [অংগুর মালা (শ্রেণী) —৬ তৎ ] বি, স্ত্রী, কিরণমালা ; রশ্মিজাল । অংশুমালী (ওংশুমালি ) [ অংশুমালিন, শব্দ । অংশুমালা (কিরণমালা) + ইন (অস্ত্যর্থে)- যাহার অংশুমালা আছে ] বি, পুং, সূৰ্য্য । ২। বিণ. কিরণমালা বিশিষ্ট ৷ - এ—“দিনমণি যেন অংশুমালী” – মেঘনাদ । অংশুল ( গুং, ল্ ) [ অংশু (কিরণ ) + ল — (অন্ত্যর্থে) ] বিণ. কিরন্ময় ; জ্যোতির্ম্ময় ; উজ্জ্বল । ২। [ অংশু (প্রভা, অর্থাৎ বুদ্ধি, প্রতিভা )

+ ল (অন্ত্যর্থে) ] বি, পুং, তীক্ষ্ণবুদ্ধি চাণক্য মুনি । অংশুশিরালদেহ ( গুংগুশিরালোদেহ ) + [অংগু (অংগুর মত)–শিরাল (শিরাযুক্ত) - দেহ যাহার–বহ ] বি, পুং, যে-সকল জীবের শরীরস্থ শিরাসমূহ একটী কেন্দ্ৰ হইতে সূর্য্যের অংশুর ন্যায় দেহের সর্বত্র ব্যাপ্ত হয় (পুরুভুজাদি) ; Radiata অংশুহস্ত (গুং গুহতো) [অংশ (কিরণ) হস্ত স্বরূপ যাহার ( ব২) — জলাকর্ষণ প্রভৃতি হস্তনিষ্পাপ্য ক্রিয়া অংশু দ্বারা সাধিত হয় বলিয়া] বি, পুং, সুখ্য ৷ অংস (অংশে।) [অম্ ( রুগ্ন হওয়া) + স (সংজ্ঞার্থে) – যে ভারাদি দ্বারা রুগ্ন অর্থাৎ পীড়িত হয় ] বি. পুং,—ক্লীং, স্কন্ধ : কাঁধ । প্র—“বন্দুক সদর্প ভরে, তুলি নিল অংসোপরে ; সঙ্গিনে কণ্টকাকীর্ণ হ'ল রণস্থল”- নবীনচন্দ্র (পলাশি)। ২। দুইটী স্কন্ধের অর্দ্ধাঙ্গুলি পরিমিত স্নায়ুবিশিষ্ট স্থান । ৩। [অংস্ (ভোগকরা) + অ (ঘঞ, ভাবে)] পুং, বিভাগ ৷ ( অংশ দ্রঃ) । ( অপ্র] অংসকূট (অংশোকুট) [অংস (স্কন্ধ)-কুট (শিখর) ৬ষ্ঠী তৎ] বি. পুং ষাঁড়ের ঝুঁটি ; ককুদ ৷ অংসত্র (অংশত্র) (অংস (স্কন্ধ) -এ (ত্রৈ- ত্রাণ করা) + অ—(কĞ, ক) । যে রক্ষা করে] কি স্কন্ধরক্ষক কবচ : স্কন্ধাবরক । অংসফলকাচ্ছি (অংশফলকাথি ) [অংস - ( ঋগ্ধ ) ফলক – অস্থি-৬ষ্ঠী তৎ ] বি, ক্লী, হস্তমুল চালনার সঙ্গে উভয় স্কন্ধের পশ্চাৎভাগে চালিত হইতে দৃষ্ট হয় যে ত্রিকোণাকার অস্থি- খণ্ডদ্বয় : Scapula. অংসভার ( অংশোভার ) [ অংস ( স্কন্ধ ) - ভার (যাহাকে বহন করা যায়) ৬ তত্ ] বি, ক্লী, স্কন্ধের ভার কাধের বোঝা । অংসল (অংশল) [অংস (স্কন্ধ) + ল (অন্ত্যর্থে) ] বিণ, পুষ্টদেহ মহাকায় : শক্তিশালী মহাবল । ২। উন্নতস্কন্ধ ৷

অংহ [ অনহ. ( গমনকরা ) + অ ( করণে অন্ ) সংজ্ঞার্থে। যাহা দ্বারা অধোগমন ঘটে ] বি, ক্লী, অব : পাপ : অধর্ম্ম ; অধঃপতন ৷ অংহ্রি (ওংহৃ ) অংহ দ্রঃ । অংহ +রি (করণে, সংজ্ঞার্থে) যাহা দ্বারা গমন করা যায়। অি দ্রঃ] বি. পুং, চরণ ৷ - প্র— “অং হ্লিযুগ”— মদনমোহন তর্কালঙ্কার । -- २ । বৃক্ষমূল । ৩। ( কবিতার ) চতুর্থাংশ । অংহ্রিপ (অংহৃপ ) [ অংঙ্গি ( গান ) -- প ( পা = পান করা ) + অ ( কৰ্ত্ত ড ) -