পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५१* অংশহর (অংশোহর) [ অংশ +হর (হৃ=হরণ কর)-যে হরণ বা গ্রহণ করে ] বিণ. যে, অংশ লয় ; অংশগ্রাহী । ২ । অংশীপহারী । ৩ । অংশলোপকারী । অংশন (নো ) ক্রি, অংশ দেখ । ংশাংশ ( শো ) { অংশ +অংশ ( অংশের অংশ - ষষ্ঠীতৎ ) বিভাগের ভাগ : কলা । প্র—“অংশের অংশ যেই কলা তার নাম।" —চৈতন্যচরিতামৃত । ২ । [ অংশ ( এবং ) অংশ – দ্বন্দ্ব সমাস ] ভিন্ন ভিন্ন ভাগ । ংশাংশি—বি, ক্লী, পরস্পর ভাগ । যাহার যে স্বাস্থ্য অংশ । অংশিত ( ওংশিত) [অংশ +ত ( কৰ্ম্মে)] বিণ, বিভাজিত : বিভক্ত। স্ত্রী, অংশিত। অংশিত্ব ( ওংশিৎতে ) ধি, ভাগাধিকারিত্ব । অংশী ( ওংশি) [ অংশিন শব্দ। অনুশ, ( ভাগকরা ) +ইন (কত্ব() ] বিণ. ভাগী : যে অংশ করিয়া লয় । ( ২ ) যে ভাগ পাইতে পারে ; ভাগাই । ( ৩ ) ( কোন বিষয়ে ) যাহার অংশ আছে । ২ । —ইন ( বিশিষ্টার্থে) অংশ বিশিষ্ট ] অংশধর ; অংশের আধার । প্র—“কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ ।” - —চৈতন্তচরিতামৃত । স্ত্রী, অংশিনী (ওশিনি)—অংশবিশিষ্ট ; অংশধর । প্র—“অবতরি কৃষ্ণ যৈছে করেন অবতার। অংশিনী রাধার হৈতে তিন গণের বিস্তার।” —চৈতন্যচরিতামৃত । অংশু ( ওংশু ) [ অশ্ব ( বিকীরণ করা, ব্যাপী) +উ (কত্ত্ব) সংজ্ঞার্থে-বে ব্যাপে ছড়াইয় পড়ে। বিজ্ঞানমতে সমস্ত পদার্থই একপ্রকার অতীব লঘু ও প্রবল স্থিতিস্থাপক বাপীয় পদার্থদ্বারা পরিব্যাপ্ত থাকে, তাহার ! অণু সকল কম্পায়মান গতিদ্বার অসীমবেগে ! চালিত হইয়া দীপ্তিরশ্মি উৎপন্ন করে। দীপ্তিরশ্মি আকাশপদার্থে (ether) নীত হইয়া | তরঙ্গায়িত গতিদ্বারা চতুর্দিকে ব্যাপ্ত হয় বা । ছড়াইয় পড়ে । ঐ রশ্মি দর্শনেক্রিয়ে ਮਿ। হইলে সমস্ত পদার্থ আমাদের দৃষ্টিগোচর হয়। সেই বিকীর্ণরশ্মির এক একটি রশ্মি বা রেখ | | (Luminous rays)to অংওঁ বলে J तःि, 었:, রশ্মি ; আলোক-রেখা , কিরণ। এ—”কন্তু সাধ্বী ঋবিংশ-বধু স্বহাসিনী, আসিতেন দাসীর কুটরে, , স্থধাংশুর অংশু যেন অন্ধকার ধামে ৷ ” —মেঘনাদ । "দিনমণি অগ্নিস্থ লিঙ্গের স্তায় প্রচও অংশু সমুহ নিক্ষেপ করিতে লাগিলেন।”—কাৰী। | ২ । [ অংশু (প্রভা, অর্থাৎ বুদ্ধি প্রতিভা ) । २ । । [ यरन+३न +ए ] । | ૭ ২ । প্রভা ; রুচি ; কাস্তি ; দীপ্তি । প্র—“তিনি কথা কহিবার সময়ে মুখপন্মের নিকটবৰ্ত্তী ভ্রমরগণকে দৃশনাংশুদ্বারা শুক্লবৰ্ণ করিয়া কথা কহিয়াছিলেন।” –কাদম্বরী। ৩। সুত্রাদির স্বগ্যাংশ : তত্ত্ব ; অাশ । | s । १श । ! ৫ । [ সহস্রাংশু স্থলে ] সুর্ঘ্য [ অপ্র ] | অংশুকায় (ওংশুকায়) [ অংশু (কিরণ)— কায় ( দেহ )—বং ] বি, পুং, যে সকল জীবের দেহস্থ কৰ্ম্মেন্দ্রিয় সকল অংশুর মত দেখায়। প্রবালকীট, তারামৎস্ত (Star fish) e.gfs Rayed animals. ংশুধর (ওংশুধর্)—[অংশু (কিরণ)—ধর (a ধরে) যিনি অংশু ধারণ করেন। উপ| রাজার পুত্ৰ অসমঞ্জরাজা । ংহি +ল (অস্ত্যৰ্থে) ] ৰি, পুং, তীরবৃদ্ধি চাণক্য | t পদ ] বি, পুং, স্বৰ্য্য। ২। স্বৰ্য্যবংশীয় সগর । অংশুপঢ় ( ওংশুপট্ট ) { অংশু (হুগ স্বত্র ) । নির্মিত—পট (রেশমী বস্ত্র)—অর্থাৎ রেশমের সুগা সুত্র নিৰ্ম্মিত বস্ত্র ] বি, ক্লী, পট্ট বস্ত্র, ক্ষেীমধাস। গরদ তসর মটকা প্রভৃতি রেশমী অর্থাৎ কুমিকোষজাত সুহ্ম স্বত্র নির্মিত বস্ত্র । প্র—“পীতবর্ণ অংশুপটে শোভে বনমালী।” ংশুবাণ (ওংশুবান)—অংশু (কিরণ)— । বাণ (শর) । কিরণ যাহার বাণসদৃশ–বং ] বি, পুং, স্বৰ্য্য। ২। বিণ. অংশুমান ; অংশুবিশিষ্ট । অংশুমৎ ( ওংশুমৎ) [ অংশু (কিরণ) + মৎ (মতু)—অস্ত্যৰ্থে ] বিণ. প্রস্তান্বিত ; কিরণ । যুক্ত ; আজ্ঞাময় । বি, পুং, ২ স্বয্য । ৩ । স্বৰ্য্যবংশীয় রাজা । সগর রাজার পৌত্র : ইনি সগরের মেধ্য । অশ্বের রক্ষক নিযুক্ত হইয়াছিলেন । ংশুমৎফল। (ওং) অংশুমৎ (প্রভাযুক্ত)— ফল + আ ( বিশিষ্টার্থে ) ] বি, স্ত্রী, কদলীবৃক্ষ : কলাগাছ । ংশুমান (ওংশুমান অংশুমৎ শব্দ । অংশু (কিরণ) +মৎ (অস্ত্যর্থে মতু)—যাহার অংশু আছে ] বি, পুং, হুৰ্য্য। ২। স্বৰ্য্যবংশীয় রাজা অসমপ্লের পুত্র ও সগররাজার পৌত্র। ৩ । বিশ, কিরণ বিশিষ্ট । - অংশুমাল (ওংশুমালা) [অংশুর মাল (শ্রেণী) —৬ তৎ ] বি, স্ত্রী, কিরণমালা ; রশ্মিজাল । অংশুমালা (কিরণমালা)+ইন (অস্ত্যর্থে)— যাহার অংশুমালা আছে ] বি, পুং, স্বৰ্য্য। ২ । বিণ, কিরণমালা বিশিষ্ট । অংসভার অংশুমালী (ওংশুমালি) [অংশুমালিন, শব্দ। । প্র—"দিনমণি যেন অংশুমালী” –মেঘনাদ । । ংশুল ( ওং, ল) { অংশু (কিরণ) +ল— (অস্ত্যর্থে) ] বিণ, কিরম্ময় : উজ্জ্বল । জ্যোতিৰ্ম্ময় ; মুনি । ংশুশিরালদেহ ( ওংশুশিরালোহে ) + [অংশু (অংশুর মত)—শিরাল (শিরাযুক্ত)– দেহ যাহার—বং ] বি, পুং, যে-সকল জীবের শরীরস্থ শিরাসমূহ একটা কেন্দ্র হইতে সুয্যের অংশুর স্যায় দেহের সর্বত্র ব্যাপ্ত হয় (পুরুভুজাদি) ; Radiata অংশুহস্ত (ওংগুহম্মতো) অংশু (কিরণ) হস্ত স্বরূপ যাহার (বং )—জলাকর্ষণ প্রভূতি হস্তনিষ্পাণ্য ক্রিয় অংশু দ্বারা সাধিত হয়, বলিয়]] বি, পুং, সুখ্য । ংস (অংশে) [অম্ (রুগ্ন হওয়া) +স ( সংজ্ঞার্থে )—যে ভারাদি দ্বারা রুগ্ন অর্থাৎ পীড়িত হয় ] কি পুং,—প্লীং, স্কন্ধ : র্কাধ । প্র—"বন্দুক সাপ ভরে, তুলিনিল অংসোপরে ; সঙ্গিণে কণ্টকাকীর্ণ হ’ল রণস্থল”— নবীনচন্দ্র (পলাশি) । ২। দুইটা স্বন্ধের অদ্ধাঙ্গুলি পরিমিত স্নায়ুবিশিষ্ট . স্থান । ৩ । [অংস (ভোগকরা) + অ (যঞ,স্তাবে) পুং, বিভাগ । (অংশ দ্রঃ) । [অপ্র] অংসকূট (অশোকু মেস (স্কন্ধ)-পূঃ (শিখর) ৬ষ্ঠ তং বি, পুং, ষাড়ের ঝুটি ; কফুদ । অংসত্র (অংশত্ৰ) [অংস (স্কন্ধ)—ত্ৰ(ত্রে – ত্ৰাণ করা) + অ–(কর্তৃ, ক) । যে রক্ষা করে) বি, স্কন্ধরক্ষক কবচ : স্কন্ধাবরক । ংসফলকাস্থি (অংশফলকামূধি ) [অংস ( স্কন্ধ ) ফলক—অস্থি–৬ঠী তত্ব ] বি, ক্লী, হস্তমূল চালনার সঙ্গে উভয় স্বন্ধের পশ্চাৎভাগে চালিত হইতে দৃষ্ট হয় যে ত্রিকোণাকার অস্থি<!ea: : Scapula. ( অংশোভার ) [ অংশ (স্কন্ধ) —ভার ( যাহাঁকে বহন করা যায় ) ৬ তৎ ] বি, ক্লী, স্বন্ধের ভার , কঁাধের বোঝা । ংসল (অংশল) অংস (স্কন্ধ) +ল (অস্ত্যর্থে) ] বিণ, পুষ্টদেহ ; মহাকায় : শক্তিশালী : মহাবল ৷ ২ ৷ উন্নতস্কন্ধ । ংহ [ অনহ (গমনকরা ) + অ ( করণে অল্ ) ংজ্ঞার্থে। যাহা দ্বারা অধোগমন ঘটে ] বি, ক্লী, অঘ : পাপ অধৰ্ম্ম ; অধঃপতন । ংক্রি (ওংহৃ ) অংহ দ্রঃ । অংহ+রি (করণে, সংজ্ঞার্থে) যাহা দ্বারা গমন করা যায়। অজি, দ্রঃ ] বি. পুং, চরণ । প্র—“অংক্রিযুগ”—মদনমোহন তর্কালঙ্কার । ২ । বৃক্ষমূল । ৩ । ( কবিতার ) চতুর্থাংশ। অংক্রিপ ( অংহপ) { অংক্রি (পান )— * (*|=*ान कक्ष) +श्र (कडू” ७ )