কাক করে ) দ্বীপবিশেষ। ৩। কড়ার চতুর্থাংশ : এক কড়ার চার ভাগে এক কাক ; কাগ । ৪ । ঈষৎজল ; অল্পজল। কাক ( কৃ ) { হি-কা-ক ( সম্বন্ধে ) ] কাহার : বার। প্র—"কাপ্ত! কাক-মুখে নাহি সংবাদই” —বিদ্যাপতি । কাক ( ) [ ইং—cork ] বি. ককগাছের ছালের ছিপি ; ছিপি । কাক ( ) ( সং । হি—কৌআ । পুং-বঙ্গে —কে আ । গ্রা—কাগ । ক (কৈ = রব করা ) অ ( কৰ্ত্ত—৬ )--যে 'ক' এই রব করে ] বি, কাক পক্ষী : বায়স : clow. ২ । কাক উড়িবার সময় যেরূপ আকৃতি হয় তরূপ তিলক । দাড়কাক—দ্রোণ কাক : কৃষ্ণ *T* : jackdaw ; jungle crow. Fīzī, কাকুড় জ্ঞান-উচ্চারণ সাদৃষ্ঠ থাকিলেও উভয়ের মধ্যে ভেদজ্ঞান : বস্তুটা কি ৩াহার জ্ঞান। কাক কোকিলে ভেদ —ম্ভাল মন ভেদ জ্ঞান। তার্থের কাক --তীর্থস্থানে লোকে শ্রাদ্ধ-শাস্তি ব্রাহ্মণভোজনাদি করায় । শ্রাদ্ধের পিণ্ড ও ভুক্তাবশিষ্ট প্রাপ্তির আশায় কাক প্রতীক্ষা করিয়া থাকে ৷ ২ ৷ তীর্থের কাকের ন্যায় অপেক্ষা বা প্রতীক্ষাকারী। বেল পাকিলে কাকের কি-বেল পাকিলেও তাহার পোলা এত শক্ত থাকে যে কাকে করাইয় ছিদ্র করিতে ও থাইতে পারে না । সুতরাং তাহা কার্কের ভক্ষ্য হয় না : কাক সুতরাং তাহাতে লোভ করে না । ২ । ( তাহা হইতে ) যে বস্তু যাহার পক্ষে অপ্রাপ্য সে বস্তু বিদ্যমান থাকিলেও তাহার আশা করায় কোন ফল নাই। ভাত ছড়ালে কাকের অ ভাব হয় নী—যেখানে কাক বসিয়া নাই সেখানে গুহস্থ উচ্ছিষ্ট ভাত ফেলিলে কোপা হইতে কাক আসিয়া জুটে । ২ । ( তাহা হইতে ) অন্ন দিলে সহচর অনুচর প্রভৃতি লোকজন কোথা হইতে আসিয়া জুটে । কাকের ছ। বকের ছ। [ ছ=ছানা অথবা ছাদ সংক্ষেপে ছোট বড় সরু মোট ছাদে কোপাও অক্ষর ভাল ফোটে নাই সুতরাং সেখানে বকের মত অনেকটা সাদা, কোথাও খুব কালী পড়িয়া কাকের মত কাল এমন লেপ ] বি, কদক্ষর ; লেখার ছাদ যার খুব খারাপ ; পুষ্ট আথর । কাকজঙ্ঘা (ক) | সং ] বি, কেউয়াঠেঙা বা কাটাগুড়কাউলী 5ífö : 1eva h rta. কাকজম্বু, কাকজম্বু ( কাজে ) [ কাক ( কাকের মত কালবৰ্ণ) যে জম্বু-জন্তু (জমি) কৰ্ম্মধা ] বি, স্ত্রী, ক্ষুদ্রজাম ; বনজাম : ardisia solanacca. কাকপক্ষ ( কাপোৰূপে ) v$)ჯ8 কাকডুমুর (কাভুমন্ত্র) বি, কালডুমুর। কাকতন্দ্র। ( কৃ ) { কাকের—তন্ত্রা (নিদ্রা) ৬উৎ ] বি, স্ত্রী, কাকের নিদ্রা । ২ । কাকের মত নিদ্রা ; অতি সতক নিদ্ৰা । কাকতালীয় ( ) { কাক ( বায়স ) তাল ( ফলবিশেষ ) +ঈয় (তুল্যার্থে)—পাক তালে কাকের আগমন ও তালফলের পতনরাপ ঘটনার স্যায় ] বি, স্যায়বিশেষ ; গাছে পাকা তালের উপর কাক আসিয়া বসিতেই তালটী পড়িয গেল, অতি পক্কতা হেতু কাক না বসিলেও হয়৩ তালটী পড়িত, সুতরাং তাল পতনের প্রতি কাকের বাস্তবিক কারণত না থাকিলেও আপাতদৃষ্টিতে কাককেই কারণস্বরূপ মনে হইতেছে । এইরূপ ঘটনাস্থলে অর্থাৎ যথায় প্রকৃত কারণ ভিন্ন অন্তকে কোন কায্যের কারণ বলিয়া ভ্রম হয় সেই সকল স্থলে কাকতালীয় স্যায় ঘটিয়া থাকে। ২ । বিণ, হঠাৎ সংঘটিত ; আকস্মিক যোগাযোগ সম্বন্ধীয় ; coincidental. কাকতিন্দুক (কু, ক্) ( সং ] বি, পুং, কুচিল । ২ । গাব । কাকতুণ্ডী ( ) [ কাকতুও+ঈপূ গ্ৰী ] বি, স্বী, বনৌষধি বৃক্ষ : ইহার পত্র কাকতুণ্ডের স্তায় । ২ । [ রাসাঃ পরি: ] পিত্তল : brass. ৩। গিণ্টি করা পিতল । কণকধবজ (কাকর্ধঞ্জ ) { কাক ( কাকচিহ্ন ঙ্কিত ) হইয়াছে ধ্বজ যাহার, ব২ ] বি, পুং, যাহার ধ্বজায় কাকচিহ অঙ্কিত আছে। প্র—“কাকবিজরথারূঢ়া" —ভারত ! ২ । [ কাক ( বাষ্প ) হইয়াছে ধ্বজ ( ধ্বজা স্বরূপ ) যাহার, বহু ] বি, পুং, বাড়বানল । কাকনাম ( ) [ কাকনামন—১ম, ১ব : কাকের আরোহণে শাখা নত হয় বলিয়া এই ংজ্ঞ ] বি, পুং, বকফুলের গাছ । কাকনাসা (কানাশ) { সং—কাকের নাসার ষ্ঠায় কৃষ্ণবর্ণ ফল বলিয় ] বি, স্ত্রী, বই গাছ। কাকনিদ্রা (কানিদ্ৰা ) [ কাকতন্দ্র দ্রঃ ] বি, কপটনিদা ; তন্দ্র । [ কাকের পক্ষের ষ্ঠায় পক্ষ (উপমিত ) ] বি, পুং, মস্তকের দুই পার্থের কেশ-রচনাবিশেষ । শিগগুক ৷ ২ ৷ কাকের পক্ষের মত উভয় গণ্ডে লম্বমান অনতিদীর্ঘ স্বল্প কেশ ; কাণপাট ; ! I কাকপদ ( কাকৃপদ) বি. ক্লী, উদ্ধার চিহ্ন ; vy এই fbo ; sign of quotati, ২ । শিরঃস্থিত কাকপদীকার কেশ : শিক্ষা । ৩ । লেখার মধ্যে পরিত্যক্ত স্থান বুঝাইবার চিহ্ন ; × × × এই চিহ্ন। কাক “কাক পক্ষীর পদ পরে ইহা রূঢ় শব্দে পরিণত হইয়াছিল ( মৃচ্ছকটিক নাটক ) । রূঢ় অর্থ——হস্তলিখিত পুস্তকে লিপিকর যে সকল স্থানে পাঠোদ্ধারে অক্ষম হইয়৷ কিয়ং স্থান র্যাক রাখিতেন ঐ সকল স্থানে x x x এইরূপ চিহ্ন ব্যবহৃত হইত। এই চিহ্নের নাম কাকপদচিহ্ন : উহার অর্থ পরিত্যক্ত বা শূন্তস্থান।” —অক্ষয় মৈত্রেয়, প্রবাসী ১৩০৯ । কাকপুচ্ছ (ক) [ কাকের পুচ্ছের স্থায় পুচ্ছ (লেজ) যাহার, বই ] বি, পুং, কোকিল । কাকপুষ্ট ( ) [ কাক দ্বারা পুষ্ট (প্রতিপালিত) ৩তৎ]বি, পুং, স্ত্রী, কোকিল; পরভৃৎ । (প্রসিদ্ধি আছে, কোকিল কাকনীড়ে কাকডিম্ব দূর করিয়া আপন ডিম্ব রক্ষা করে, কাক৷ আপন ডিম্ব জ্ঞানে তাহ প্রতিপালন করে । কাকফল (কাঞ্চফল)[কাক (কাকের প্রিয় ) যে ফল ( কৰ্ম্মধা ) বি. ক্লী, নিমফল ৷ ২ ৷ [কাক প্রিয় ফল হইয়াছে যে বৃক্ষে ] বি, পুং, নিমগাছ । কাকবন্ধ্যা ( কাবোন্ধ্যা ) । কাকীর মত বন্ধ্যা (মধ্যপদলোপী কৰ্ম্মধl ) যে নারী এক বার মাত্র কাকীর মত সন্তান প্রসব করে jবি, স্ত্রী, একসপ্তানা গ্ৰী ; একগভ রমণী : যে নারীর একটা মাত্র সন্তান হইয়াছে : এক প্ৰসবিনী । কাকবলি (কাবোলি ) [ কাক ( কাকোদেশে ) বলি (উপহার ) ৪তৎ ] বি, পুং, কাকের ভোজনোদেশে উৎকৃষ্ট অন্নাদি : শাস্ত্রামুসারে কাকোদেশে দত্ত অন্ন । কাকভীরু (কাভিরু ) কোক হইতে ভীর ( ভীত ) ৫ ৩২ । যে কাক দেখিয়া ভয় পায় ] বি, পুং, পেচক ; উলুক । ২ । বিণ, কাক হইতে ভয়প্রাপ্ত । কাকভুষণ্ডা, কাকভুশুণ্ডা ( ) বিণ, ভুষণ্ডী নামক পুরাণ-প্রসিদ্ধ কাক। (পূর্ব জন্মে এক ঋষি কাকরূপ ধরিয়া রামচন্দ্রের উচ্ছিষ্ট থাইয়া অমর হন)। ২। ভুষণ্ডীকাক বহুকাল বাচিয়াছিল বলিয়া, সাধারণতঃ দীর্ঘজীবী লোকদিগকে কাকভুষণ্ডী বলা হয়। ককমাচী (কার্মাচি)[সং—কাকাদনী, কাকমাটিক]বি, কেউয়া" টা কাটা গুড়কাউলী . GŲ FİNĚŘ sifs ; capparis sepiaria. ২ । কাটাহীন গুড়কামাই ; nigram. কাকমারি ( ) বি, এক জাতীয় বৃক্ষ ও তাহার ফল : ইহার পাতা পানের মত, ফল ক্ষুদ্র ও অণ্ডাকার, বিষাক্ত । cocculus. কাকযব (কাজব) বিপুং, তণ্ডুলশূন্ত ধান্ত ; আগৃড়া ; (পুৰঙ্গে) চিটা । solanum anamrita
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।