পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঠ কেঠো : নৌকাগর্ভস্থ জল তুলিয়া ফেলিবার কেটে। কাঠ কাটা কাটা প্রঃjবি, কাষ্ঠ চ্ছেদন ; গাছ কাটিয়া জ্বালানী কাঠ করা কাঠখড়—কাঠ ও তৃণ বা খড়। প্র— কাঠখড়ে পোড়ান। ২। জ্বালাইবার কাট শুষ্ক তৃণ প্রভৃতি উপকরণ সংগ্রহ জোগাড় যন্থ চেষ্টা ও শ্রম। প্ৰ—ওতে অনেক কাটখড় আছে কত কাঠখড় ক'রে তবে কাজটা করতে হয়েচে কাঠখড়ে হওয়া, কাঠেখড়ে হওয় —মরিয়া কাঠ ও খড় যোগে পুড়িবার মত হওয়া ; মরা। কাঠখড়ি। সং—কৰুখটা] বি, দৃঢ়খড়িবিশেষ ; কঠিন খড়িমাটি কাঠখোলা—বলিখোলা নহে ; বালিশূন্ত ভাজন খোলা। কাঠগড় (কাঠ—গড় গৰ্ত্ত—গাঢ়=গড়-গড় ] বি, উদুখল । कठंशप्ल ( १ ) [ श्-िकर्पूषाকঠহরা–কঠড় ] বি, কাষ্ঠ-নিৰ্ম্মিত "বেড়া কাঠের গরাদে যুক্ত মঞ্চ । প্র—"চারিদিকে কাঠগড়া মত্ত-হাতী মাঝে । তার মাঝে গেল সেন ভাবি ধৰ্ম্মরাজে ।” —ঘনরাম | ২ । কাঠম্বারা বেষ্টিত স্থান ; কাঠর । কাঠগোলা (; ) { কাঠ ( ব্যবসায়ার্থ কাষ্ঠ রাখিবার ) গোল ( আড়ত ) ] বি, কাঠের গোলা বা আড়ত। কাঠগোলাপ (, পৃ) বি, পুষ্পবিশেষ ; ইহা দেখিতে গোলাপ পুষ্পের স্তায় কিন্তু তাদৃশ গন্ধ নাই ; গন্ধহীন গোলাপ। কাঠ ছাত কাট দ্রঃ । পচ কাঠে যে ছাতা জন্মে ] বি, কোড়ক ; polyporus. কাঠ জালি-বি, বিটলবণ । ২ । বৃক্ষের অস্থায়ী ফল। কাঠঠোকরা [go—&—wood pecker. কাঠে ঠোকর মারে বলিয়া এই নাম ] বি, স্বনাম প্রসিদ্ধ পক্ষী । সচরাচর যে কাঠঠোকরা দেখা যায় তাহার ৬৭ ইঞ্চির বেশী বড় হয় না ; দেশ ও জাতিভেদে ইহারা বহু প্রকার । ইহাদের গায়ের বেশীভাগ পালক কালো, মাঝে মাঝে শাদা ডোর ও লেজের পালক ছিটযুক্ত, ঠোট সরু, লম্বা ও শক্ত । कोट्टैনেকার ( কাঠুষ্ঠাকার ) { কাঠ—কাষ্ঠ শব্দজ, নেকার স্বাক্কার শব্দজ] বি, নীরস কাষ্ঠবৎ নেকার : শুষ্কবমন ; উকি ; যে বমনে উদর হইতে শ্লেষ্ম পিত্তাদি বহির্গত হয় না। কাঠপিপড়ে । কৃষ্ণ পিপীলিক ] কি কাল রঙের বড় পিপড়ে। কাঠফড়িং— কাঠির মত সরু ফড়িং ; পতঙ্গবিশেষ । কাঠবিষ—অতি-বিষজাতীয় বিশ্ববিশেষ ; ৩৭২ তীব্রবিষ্ক : মিঠাবিৰ : এই বিষ বৃক্ষবিশেষের ( aconitum spicatum ) Fe ( বিকারে কাঠ অথবা কটু হইতে? ) মুল হইতে পাওয়া যায়। কাঠমল্লিকা (কামোলিকা) ° বি, বনজাত মল্লিকা পুষ্প ; বন-মল্লিক কাঠমূরতি কোঠমুৰ্বি ] কি কাঠের স্থায় প্রাণহীন অসাড় বা স্পন্নহীন মূৰ্ত্তি : আকাট বা জড়মূৰ্ত্তি। তুল—হি—“কাটক উলু।" প্ৰ— "কাঠমুরুতি ঐছন আছয়ে কবি বিদ্যাপতি ভাণ।”—বিদ্যাপতি। কাঠবিড়াল (ঠ ল্ ) { কাঠ ( কাঠ আরোহী) বিড়াল (মার্জার )] বি, কাষ্ঠ মার্জার : বৃক্ষমার্জার কাঠর ( ) { কাঠ+রা (নির্কিত অর্থে कां??ांप्ल म: । श्-िकर्छप्लl ; कर्णश्ब्रां] वि, कांछेবেষ্টিত স্থান : দারুময় গৃহ। ২। [হি–কাটড় কটোত ] কাষ্ঠনিৰ্ম্মিত দ্রব্যাদি ; কাঠের থোরা। প্র-কাঠ কাঠর গুলা ঘরে তুলিয়৷ ফেল : কাঠ কাঠরার জিনিৰ ফেলিয়া গিয়াছে कॉर्टब्रिग्न, कां?द्विग्न [ का?-३श-छैन। —র আগম, উচ্চারণে } বি, কাঠচ্ছেদক কাঠকাটা জাতিবিশেষ । কাঠা সং—কাষ্ঠ ] বি, ভূমির পরিমাণবিশেষ ৮•হাত দীর্ঘ ও ৪হাত প্রস্থ পরিমিত ভূমি। ২ । ধান্ত্যাদির পরিমাণ পাত্র : রেক । প্র—“ফুল্লরা দুকাঠী চাল মাঙ্গিল উধার।" —কবিক । কাঠাকালি কাঠা দ্রঃ বি, কাঠার পরিমাণ অঙ্ক । কাঠাকিয় [ কাঠা দ্রঃ বি, শতাবধিকাঠা গণনা : কাঠার সংখ্যা ঘটিত গণনা বা হিসাব । কাঠাম (মে) [ কাঠ-কাম (ক লোপ) বি, কাষ্ঠ কিম্বা বংশাদি রচিত আধার : ঠাট । প্র—এক ঝাড়ের বঁাশ বটে, কোন খানায দুর্গা ঠাকরুণের কাঠাম, কোন থানায় হাড়ির ঝুড়ি ।” —নীলদর্পণ । "হায় কি দৈবের দোষে কাঠামো হইতে নিৰ্দ্দয় রাক্ষসমূৰ্ত্তি হইল বাহির ।” —অশোকগুচ্ছ । कांठेि, ठी [का8-का?+३ त्रे (यूजार्थ) ] বি, কাষ্ঠের সরু ছোট খণ্ড : কাঠের শিক। ২ । ক্ষুদ্র শলাকা । প্র—চাবিকাঠি । কাঠি পোক-কাঠির মত সরু পতঙ্গ : stick insect. মাদুর কাঠি-মায়ূর যে ঘাসে নির্শিত श। थक्लएक दांठेि-मैठ भूराब *Fifo i tooth pick. কাঠি করা-খোচ দেওয়া ; উসকান ; উত্তেজিত করা ৯ ব্যস্ত করা ; বিরক্ত করা । কাড়া (কঠিনী দ্রঃ) [কঠিন+অর্ণ (স্বার্থে) ঈপ স্ত্রী ]বি, স্ত্রী, খড়ি। কাঠিন্য (কাঠিন্নো) কঠিন (দৃঢ়)+য (ভাৰে —য৭, ) ] বি. ক্লী, দৃঢ়তা ; কঠিনতা ৷ ২ ৷ ਜਿੱਚ। ; নির্দয়ত । কাঠয়া–িকাটতি]বিকাঠেরপাত্র:কোঠা। কাড় (ড় ) [ কাড়া দ্রঃ ] বি, কাড়া নামক বাদ্য ; ঢোল। ২ । ঢেড়া। কাড় দাবী— ঘোষণাপত্র জারীর জন্য ঢুলীর মেহনৎআন। কাড়ন (কাড়োন) [ কাড়া দ্রঃ ] কি বহিষ্করণ : ব্যবহার করণ । ২ । পরিষ্করণ । ৩ । বল দ্বারা গ্রহণ ; বল পূর্বক লওয়া ; লুঠ। কাড়া [সং–কর্ষণ ; প্রাকৃ—কড়চণ ; হি— কাঢ়ন । উ, পু-কাড়ি। ম. পু-কাড় : কাড়ন । কাড়। প্র, পু—কাড়ে কাড়েন। অস-ক্রি—কাড়িতে ; কাড়িয়া ; কেড়ে(গ্রা ) । ণিজন্ত—কাড়ানক্রি, বলপূৰ্ব্বক গ্রহণ করা ; ছিনাইয়া লওয়া ৷ ২ ৷ আকর্ষণ করা ; টানা । প্র—“কাড়িয় চালের খড় জ্বালিল আউড়ি ।” —কবিক । ৩। [প্রা-বাং—কাঢ়া (“আমাকাঢ় কুঞ্জ হইতে" —চৈ, চরিত) । হি—কাড়না] বাহির করা ; প্র—“হাড়ি কাড়া” । ৪ । প্রকাশ করা ব্যক্ত করা । ৫ । ডাকা । প্র—“কোকিল রে কত ডাক সুললিত রা । * * আর যদি কাড় রা বসন্তের মাথা খা, মদনের শতেক দোহাই ।” —কবিক। ৬। বিণ. বলপূর্বক গৃহীত ; লুষ্ঠিত। ৭ । কাড়া ; কওন করা। রা কড়া—ডাকা ; শব্দ করা ৷ ২ ৷ উত্তর দেওয়া ৷ ৩ ৷ [প্রাদে] তত্ত্ব লওয়া ; ডাকিয়া জিজ্ঞাসাবাদ করা ; সংস্রব রাখা ; পোষ কাড়–কুড়েমি করা । কাড়া সিং-কটাহ বি, বাদ্যযন্ত্র বিশেষ ; ঢকা ; ইহার একমুথে চৰ্ম্মাচ্ছাদনী । ইহা গলায় ঝুলাইয়া বাজাইতে হয়। প্র—"বাজিল বৃটিশ দামামা কাড়া ।” --হেমচন্দ্র । কড়াকড়ি [ কাড়া ঐ ] উভয়ে উভয়কে আকর্ষণ : পরস্পর বল দ্বারা গ্রহণ। প্র—"প্রাণ নিয়া করিয়াছি কত কাড়াকড়ি।”—কুঙ্কুম। ২ । টানাটানি। প্র—“মড়া নিয়ে কাড়াকড়ি” । কাড়ান (নো) [ কাড়া (দ্রঃ) ধাতুর ণিজন্তু রূপ । উ, পু-কাড়াই। ম, পু—কাড়াও, কাড়ান, কাড়া। প্র, পু—কাড়ায়, কাড়ান। অস, ক্রি, কাড়াইতে ; কাড়াইয়। ] কাড়িতে বাধ্য করা। ২। স্বীকার করাণ : মুখের কথা বাহির করিয়৷ লওয়া। প্র—কথা কাড়ান। ৩। দেবতার মাথায় ফুল রাখিরা শুভাশুভ ফল নির্ণয় করাণ। প্র—তাহারা ঠাকুরের মাথায় ফুল কাড়াইতে গিয়াছে।