কুল পান (নাশ করা )+অন ( কৰ্ত্ত—সংজ্ঞার্থে অনটু ) ] বিণ, কুলকলঙ্ক ; কুলদূর্বক ; যে বংশের মর্য্যাদা নাশ করে । কুলপালক (ক) (কুলের (বংশের) পালক ( রক্ষক ) ৬তৎ ] ৰিণ, গোত্ৰবৰ্দ্ধক ; বংশরক্ষক ; যে নিজ জ্ঞাতিবর্গের প্রতিপালন করে। স্ত্রী, কুলপালিকা । কুলপালি, কুলপালিকা কুলের পালি পালিকা ( রক্ষিক ) ৬তৎ, যে নারী আপন বংশাবলীর পরিপালন করে ] বি, স্ত্রী, কুলকামিনী পতিব্ৰত ; কুলবধু সতী ; সাধী यौ । কুলপ্রদীপ (প্রো, প, ) ( কুলের প্রদীপ স্বরূপ, ৬ভৎ ] বিণ, যে আপন সুকীৰ্ত্তি দ্বারা বংশের স্ত্রীবৃদ্ধি করে ; বংশোজ্জ্বলকারী ; কুলভূষণ ঃ বুলমৰ্য্যাদাবৰ্দ্ধক । কুলবর্তী (কুলোবােতি) । কুল°বং (বস্তু) অস্ত্যৰ্থে ] বি, স্ত্রী, কুলকামিনী : সাধী স্ত্রী : যে স্ত্রী কুলক্রতানুসারে চলে। প্র—“সব কুলবর্তী করয়ে পিরীতি। এমত না হয় কারে ।” ی۔- —চণ্ডীদাস । কুলবধূ (কুলোবােৰু) । কুলের বধু (স্ত্রী) ৬তৎ ] বি, স্ত্রী, কুলকামিনী ; কুলস্ত্রী : কুলধৰ্ম্মে স্থিত সতী নারী। কুলবর (র) (কুল (কুলসংজ্ঞক) যে বার (দিন) কৰ্ম্মধ ] বি, পুং, মঙ্গল ও শুক্রবার, তন্ত্রে মঙ্গল ও শুক্রের কুলসংজ্ঞা উক্ত হইয়াছে। কুলবালা ( লে৷ ) [ কুলের বালা ( স্ত্রী ) ৬তৎ ] বি, স্ত্রী, কুলী ; কুলনারী ; কুলবধু। প্র—“উহ স্বপুরুষবর, বিদগ্ধশেখর, এ অবিচল কুলবালা ।” —গোবিন্দ দাস । “অনঙ্গ কেবল আমাকেই এইরূপ করিতেছে এমন নহে, কত শত কুলবালাকে এইরূপ অপথে পদার্পণ করায়।” –কাদম্বরী। কুলবিদ্যা (বিদ্যা) [ কুলের বিদ্যা, ও তৎ] বি, স্ত্রী, বংশগত বিদ্যা : কুলক্ৰমাগত বিদ্যা : যে বিদ্য বংশপরম্পরায় শিক্ষা করা হয় । কুলবিপ্র (কুলেৰিপপ্রো) ( কুলের গ্রি ( ব্রাহ্মণ ) ৬ তৎ ] বি, পুং, কুলগুরু ৷ ২ ৷ কুলপুরোহিত । কুলত্রত (কুলৰূদ্রোতে ) কুলের ব্রত, ৬ তৎ] বি, ক্লী, বংশ পরম্পরার অনুষ্ঠিত ব্ৰত ; যে নিয়ম বংশের প্রত্যেক পুরুষ অনুষ্ঠান করে। কুলভ্রষ্ট (কুলোত্রোটাে কুল হইতে ভ্ৰষ্ট ( পতিত) তৎ ] বিণ. যে ব্যক্তি নিকৃষ্ট কৰ্ম্ম দ্বারা কুল হইতে পতিত হইয়াছে ৷ ২ ৷ যাহার কুলমৰ্য্যাদা লোপ পাইয়াছে। কুলমৰ্য্যাদা (মোজা) ( কুলের (বংশের) মৰ্য্যাদা ( গৌরব) ৬উৎ ] ৰি, স্ত্রী, বংশের গৌরব ; কুলের সন্মান । 8९० কুললক্ষণ (কুলোলোখোৰু) {ফুলের লক্ষণ ( किंझ) ७७९] वि, क्ली, श्रांकांब्र, रुिनग्न, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠী, আবৃত্তি, তপঃ ও দান এই নয় প্রকার আদর্শ কুলচিহ্ন। কুলশীল (লু) । কুল (বংশ) এবং শীল (স্বভাব) গ্ৰন্থ ] : বি, বংশ ও চরিত্র ; জন্ম এবং স্বভাব চরিত্র । প্র—“কুলশীল রূপবান নিজবংশ সমান "—কবিক । , কুলসম্ভব (শম্ভৰ, ) { কুল (বংশ) হইতে সম্ভব (উৎপন্ন ) ও তৎ ] বিশ, বংশোৎপন্ন ; কুলজাত । কুলস্ত্রী (কুলের স্ত্রী, ৬ তৎ] বি. স্ত্রী, কুল কুমারী ; কুলনারী ; কুলবধু ; কুলকথা । কুলা, কুলে [সং–কুল্য (মেদিনী ) ] বি, স্বৰ্প। প্র—“ছাইফেল ভাঙ্গ কুল ।"–কুঙ্কুম। "ঝি, বি, ভাঙ্গ কুলে বাদ্য বাজাইয়। বিধবা মাগীরে ঝাটদেরে তাড়াইয়া ॥”—অশোকগুচ্ছ। ছাই ফেলিতে ভাঙ্গা কুলা—ঘরের ওঁচল বা ছাইপাণ ফেলিয়া দিবার জষ্ঠ, যাহা চাল ডাল ঝাড়িবার মত কোন আবণ্ঠক কাজে লাগে না এমন ভাঙ্গ কুলার ব্যবহার। ( তাহা হইতে ) সংসারে যে ব্যক্তি অকিঞ্চিৎকর এবং অপ্রীতিকর কাজে নিয়োজিত হয়। বিম নাই কুলা পানা চক্র-বিষধর সর্পেরাই ফণা ধরে সুতরাং তাহাঁদের ফণা দেখিয়াই ভয় হয় এবং ফণা কুলার মত বৃহৎ হইলে অত্যন্ত ভয় হয় । কিন্তু কুলার মত চক্ৰ থাকিয়াও যদি বিষ না থাকে তাহা হইলে তাহ বন্দুকের ফাক আওয়াজের মত কেবল ভয় প্রদর্শনের নিমিত্তই হয় । (তাহা হইতে) যে পুরুষের শাসন করিবার ক্ষমতা নাই কেবল ভয় দেখাইবার জন্ত তাহার তর্জন মাত্র । £gil [*1–rats, &—culla cap বি, ঠোঙ্গা উপুড় করা বা উন্ট ঠোঙ্গার মত কোণ উচু করা টুপী ; পশ্চিমাঞ্চলের পুলিশের ইনস্পেক্টর, পণ্টনের হাবিলদার প্রভৃতির পাগড়ীর মাঝখানে যাহা উচু হইয় থাকে। কুলাকুল (ল) { সং। "বিষমাশ্চাকুলাঃ সৰ্ব্বে শেৰাশ্চ তিথর: কুলা:৷”—তন্ত্র। কুল (গ্র ) +অকুল ( বিষম ) ] বি, অস্ত্রোক্ত তিথি, নক্ষত্র ও বার বিশেষের পারিভাষিক শব্দ । দ্বিতীয়, ষষ্ঠী, দশনীতিথি, আর্দ্র, মুল, অভি জিৎ ও শতভিষা নক্ষত্র এবং বুধবার। ২। সৎকুল এবং অসৎকুল । কুলাঙ্গার (র) [ কুলের অঙ্গার স্বরূপ, ৬ তৎ ] বি, পুং, ক্লী, অঙ্গার যেরূপ যে স্থান স্পর্শ করে তাহাই মলিন করে সেরূপ কুলের অকীৰ্ত্তি রূপ মালিন্ত যাহার সংসর্গে জন্মে তাঁহাকেই কুলাঙ্গার বলে ; যাহার কৰ্ম্ম দোষে কুলের কলঙ্ক হয় । কুলের কালি ; কুলকলঙ্ক । কুল दूशांफ्रल (न्) [ कूण (cान-डॉक्ख्नर्दइ সংখ্যার সাতটি (সপ্তৈতে কুলপৰ্ব্বতাঃ” ) :मश्छ ! मनम्न : गश् : अख्यिान : पक्रान् रिका ७ शांब्रियांज । मठांख्tब्र, श्मिांलग्न लझे আট । কুলাচার (র) [ কুলের ( বংশের)-আচা (আচরণ) ৬ তৎ ] বি, পুং, কুলধৰ্ম্ম ; কুলামু ঠিত ধৰ্ম্ম : বংশপরম্পরায় অনুষ্ঠিত আচরণ। কুলাচাৰ্য্য (কুলাচার্জ) [ কুলের আচার্য (শিক্ষাগুর ) ] কি পুং, বংশপরম্পরার উপ দেষ্টা ; কুলক্ৰমাগত শিক্ষক ; কৌলিক আচাৰ্য্য ; কুলগুরু ; কুলপুরোহিত ৷ ২ ৷ কুলের পরিচয় প্রদান করা যাহার ব্যবসায় ; ঘটক। কুলাদর্শ কূেলের আদর্শ ওতং বি, পুং, কুলদর্পণ ; বংশাবলী ও বংশপরিচায়ক চিহ্নবিষয়ক শাস্ত্র । কুলান (ন) [ কুল=পার ; কুলান=পারপ্রাপ্তি : উদ্ধার ] বি, সংকুলান : সংস্থান : যোগান ; পর্য্যাপ্তি। প্র—“বণিতাকে বস্ত্র নাই বেদে বলে বিভূ। ক্লেশ বিনা কুশলে কুলান নাহি কতু ॥”—শিবায়ন । ২ । (নো) ক্রি, যোগান ; সংস্থান করা ; অভাব মোচন করা । প্র—“কত কাল কুলাবে কেবল বৃদ্ধ বাপ ।”—ঘনরাম । ৩। উপায় করা ; বন্দোবস্ত করা । প্র—"ওরে অনায়াসে ভবনদীর কালী কুলাইবেন কুল।”—রামপ্রসাদ । কুলানি, কুলানী (প্রাদে । কোলানি দ্রঃ ] বি, আলিঙ্গন ; সমাদর ; যত্ন । কুলায় (য়) [ কুলের (পক্ষিকুলের ) আর (আগমন বা বৃদ্ধি) হয়যেখানে বহু কুল-অয়, ( বৃদ্ধি পাওয়া বা গমন করা ) + অ ( অধি— সংজ্ঞার্থে ঘঞ, ) ] বি, পুং, নীড় ; পার্থীর বাসা । ২ । বাসস্থান। o কুলায়স্থ (কুলীয়স্থ ) { কুলারে ( পক্ষীর বাসাতে ) স্থ ( যে থাকে ; স্থা—থাকা + অ, কর্তৃ—ড ) ] বি, পুং, পক্ষী । ২। বিণ, নৗড়স্থ ; বসিাস্থিত। কুলায়িকা কুলার+ক (সংজ্ঞার্থে)আপ, স্ত্রী] বি, স্ত্রী, চিড়িয়াখানা । কুলাল (ল) [ কু ( পৃথিবী মৃত্তিকা ) লাল (ইচ্ছা করা)+অ (কৰ্ত্ত—সংজ্ঞার্থে, আচ) যে মৃন্ময় দ্রব্য প্রস্তুত করিবার জন্ত মৃত্তিকা ইচ্ছা করে । বি, পুং, কুম্ভকারজাতি ; কুমার ৷ ২ ৷ [কুল (রাশি করা) +আল (কত্ত্ব-সংজ্ঞার্থে)] পক্ষিবিশেষ । কুলালচক্র (কুলাঙ্কুৰুক্রো) কুলালের চক্ৰ, ৬তৎ ] বি. ক্লী, কুমারের চাক। প্র—“তাতে কুলালচক্র ভ্রমাইল, চিন্তারাম চাপরাশী এসে” – রামপ্রসাদ ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৪৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।