খেদে খুঞ্জি ধরে সব ঠাই বুড়ীকে না ছলে কার পরিত্রাণ নাই ॥"—শিবায়ন । খেদে ( খ্যাদে) ক্রি, তাড়ায় ; দূর করে ; অপসারিত করে । প্র—“অন্ধকার খেদে"— ধ, ম (ঘনরাম) । ২ । আক্রমণ করে। প্র—"দন্ত করি লম্ফ মারি থেণে লাউসেনে"—ঘনরাম । ৩ । [ খেদে ] ক্রি-বিণ, দুঃখে ; আক্ষেপে । প্র—"বিচ্ছেদে মনের খেদে, ঘুরি দিব যামিনী ॥"—বিষাদ ( গিরিশ ) । খেন ( থ্যান্) [ ক্ষণ শব্দজ ] বি, মুহূৰ্ত্ত। প্র— “থেনে থেনে ধূলায় লুঠায় ভগবতী”—কবিক । খেপ (প, ) (সংক্ষেপ শব্দের অপভ্রংশ ] ৰি, बांझै : १भु] ! খেপা ( খ্যাপী ) { সং—ক্ষিপ্ত : ক্ষেপ দ্রঃ ] বিণ, ক্ষিপ্ত ; পাগল ; অস্থিরচিত্ত ৷ ২ ৷ স্নেহসূচক পাগুলা। (২) আবদারে । (৩) অবু। প্র—খেপাছেলে। স্ত্রী থেপী খেপান ( খ্যাপানো ) [ ক্ষিপ্ত শব্দজ ] ক্রি, ক্ষিপ্ত করা : পাগল করা ৷ ২ ৷ মাতান ; মত্ত করা । ৩। রাগান। প্র—"বড় বউ তোমায় কে খেপিয়েছে”—জামাইবারিক ( দীনবন্ধু) । ৪ । ( খ্যাপান) বি, প্র—তাকে এমন থেপানটা খেপিয়েছে”। খেপাম, মো ( থ্যাপামো ) বি, পাগলামি । প্র—“নরহরি পরাণ নিমাই এইরূপে গে৷ থেপামো করিতে ভাল জানে”—নরহরি । খেম ( গ্যামো ) [ ক্ষম শব্দজ ] ক্রি, ক্ষমা কর : মার্জন কর । প্র—“চরণে ধরিয়া হরে কুমার মিনতি করে অপরাধ থেম মহাশয়।"-কবিক। থেমরাআ, ( ) ( প্রা-বাং ] বি, ধান্তবিশেষ। প্ৰ—“পাঙ্গুসিআ ভাদমুখি বুনেন থেমরাঙ্গ। তুলন ধান বুনেন বিরিঞ্চি দুঙ্গুরান্স।” —পৃষ্ঠপুরাণ । খেমচা ( খ্যাম্চা ) বি, বাদ্যযন্ত্রবিশেষ ৷ ২ ৷ থাম্চার উচ্চারণ ভেদ ] একমুষ্টি পরিমাণ ; খাবল । খেমটা (খ্যামূঢ় ) বি, সঙ্গীতের তালবিশেষ ; ছয় মাত্রার, মতাস্তরে চারি মাত্রার তাল । ५°l- + > > | | | | "ধাটে ধে, না-তে নে, তাঁটে ধে, না ধেনে” অথবা + > e > | I | I "ধাগেবি, নাতিন, নাধি নাতিন” । ২। ঐ তাল অনুযায়ী নৃত্য , থেস্ট নাচ । —ভারতকোষ । - খেমটী ( খ্যামটা দ্রঃ ] ৰি, নৰ্ত্তকী ; খেমটা । ওয়ালী । | খেমা ( খ্যাম ) [ গ্রা । গ্রা-ৰাং । সং—ক্ষমা ; 8૧૭ শব্দের অপভ্রংশ ] বি, ক্ষমা | প্ৰ—“আমার বিসেস দোস খেমা কর মোরে সঙ্কটে তারিবে মোরে সমন দুষ্করে ॥"—শুষ্ঠপুরাণ । খেমী (প্রাদে । খুশী দ্রঃ Jবি, খুঙ্গী ; পেটক খেয় (য়) [ খন ( খনন করা ) +য (কৰ্ম্মে ) —ন লোপ | বি, ক্লী, বাট নগর বা দুর্গের চতুর্দিকে যে থাত করা যায় ; গড়খাই । ২ । [ থেআ ] বিণ, যাহা খনন করা আবণ্ঠক বা উচিত ; খননযোগ্য । খেয়া [সং—ক্ষেপ হইতে ] বি, নৌকাচালন : নৌকার পাড়ি। প্র—“আমায় নিয়ে যাবি কেরে বেলা শেষের শেষ খেয়ায়”—-চয়নিক । খেয়া দেওয়া—ক্রি, নৌকা পার করে দেওয়া । প্র- “সেই ঘাটে থেয়া দেয় ঈশ্বরী পাটুনী”—অ, ম। খেয়াঘাট—নৌকায় পার হইবার ঘাট । খেয়াতি [ গ্রা। খ্যাতি শব্দ অপভ্রংশে। পদ্যে] খি, খ্যাতি : প্রসিদ্ধি। প্র-—“কলঙ্কিনী করি থেয়াতি হৈয়াছে । আর কি কাহারে ডর।" —জ্ঞানদাস । খেয়ান ( থেআনে ) ক্রি, নৌকা করিয়া পার করা ৷ ২ ৷ ভাসান : ভাসাইয়া দেওয়া । প্র—“থেয়াব তমুর তরী প্রবাস-সাগরে ৷”— ভারতচন্দ্র । খেয়ানৎ [ থিয়ানং দ্র: ) বি, ক্ষতি । খেয়াল (ল) [ মু!—থেয়াল (মন, মনোযোগ)] বি, কল্পনা । ২। বিদ্যা । ৩। স্বলতান হোসেনী কর্তৃক প্রচারিত একরূপ সঙ্গীত । ইহাতে অস্থায়ী ও অন্তরা এই দুই তুক সৰ্ব্বদা থাকে। খেয়াল নানা প্রকার – ভারতকোষ । ৪ । জ্ঞান ৷ ৫ ৷ চিপ্ত । ৬ । অনুমান । ৭ স্বপ্ন । ৮। প্রলাপ । ৯ । নিজ স্বভাব : প্রিয়-উদ্দেষ্ঠ বা মত্ত । প্র—"ক্ষ্যাপী তুই আছিস আপন খেয়াল ধরে। 本 k 来 率 率 球 মিছে তুই তারি লাগি আছিস্ জাগি না জানি কোন আশার জোরে ।”—রবি । খেয়াল দেখা—স্বপ্ন দেখা ৷ ২ ৷ প্ৰলাপ বকা । খেরাজ (জ )[ আ—ধিরাজ, ] বি, রাজস্ব ; কর : খাজনা । বিণ, থেরাজী। থেরাজী জমী—যে জমীর কর দিতে হয়। বিপরীত লাখেরাজ জমী। খেরি ( ব্রজ। হি-খেল। (ল=র) ] বি খেলা ৷ প্ৰ—“সহচরী সঞে যাহা কয়ল ফুল পেরি }”—বিদ্যাপতি । খেরে [ হি–গেরয় ] বি, লাল রঙে ছোপান মোটা সুতার কাপড় থেরয়া ; ইহাতে প্রধানত: গদি বালিশ প্রভূতির খোল তৈয়ার कद्र! श्ब्र ! খেল (ল) { হি-খেল ] ৰি, খেলা ; ক্রীড়া ; খেলা বাজী । ২ । ক্রীড়াস্থল : ক্রীড়ার বস্তু ; ক্রীড়নক। প্র—“সকল চিন্তার খেল তুমি যারে বাম | পদ্মালয় পাদপদ্মে ভণে ঘনরাম।” —ধ, ম । ৩ । [ খেয়াল শব্দের অপভ্রংশ ] খেয়াল ; ধ্যান : জ্ঞান | প্ৰ—‘‘মড় মড় ভাঙ্গে হাড়, তবু খেল নাহি তার।”—কুঙ্কুম। খেলই [ ব্ৰজ ] ক্রি, খেলা করে। প্র— "নাগর খেলই রাইক সঙ্গে ।”—জ্ঞানদাস । খেলকা (ল) [উ বি, অঙ্গাবরণবিশেষ । খেলৎ [ খেল (পেল করে ) +অৎ ( কৰ্ত্ত, শতৃ ) ] বিণ. যে থেলিতেছে। খেলত [ব্ৰঞ্জ। হিঃ—থেলল] ক্রি খেলা করিতে : খেলিতে। প্র—"খেলত না খেলত লোক দেখি লাজ ।"—বি, প। খেলন (খ্যালোন) [ খেল্ (খেলা করা ) +অন (ট) ভাৰে] বি, ক্লী, এীড়া : খেলা। প্র— "নব নব খেলন।”-বি, প। ২। কৌতুক । পরিহাস । খেলনা ( থ্যালন ) { হি-খেলোনা । খেল্ + না—যাহা দ্বারা পেল করে } বি, ক্রীড়নক ; থেলিবার বস্তু । খেলা ( খ্যাল ) [ খেল ( থেলা করা ) + অ ( ভাবে—অঙ, ) আপ— } বি, স্ত্রী, ক্রীড়া খেলন দ্রঃ)। খেলাধূলা-ধূলা লইয়া থেল ৷ ২ ৷ অজ্ঞান শিশুর অকিঞ্চিৎকর পদার্থ লইয়া ক্রীড়া। প্র-বেদে দিলে চক্ষে ধূলা, ষড় দর্শনের সেই অন্ধগুলা, ওরে না চিনিল জ্যেষ্ঠা মুলা, খেলাধূলা কে ভাঙ্গিল।”—রামপ্রসাদ । ছেলে খেলা—শৈশবের ক্রীড়া ৷ ২ ৷ লঘু বিষয় লইয়া ব্যাপৃত থাকা ; অকিঞ্চিৎকর বিষয়ে আসক্তি । খেলাঘর ( খ্যালাঘর) [ থেল ( ক্রীড়া, মিথ্যা, কৃত্রিম ) +ঘর ( সংসার ) ] বি. কৃত্রিম সংসার : প্রকৃত সংসারের অমুকরণ করিয়া ক্রীড়া। খেলাঘর পাতা—সংসারে লোক যেরূপে জীবন যাত্রা নিৰ্ব্বাহ করে তাহার অনুকরণে মামুষের পরিবর্তে পুতুল ও বাসন কোসনের পরিবর্তে ভাড়কুড় প্রভৃতি লইয় নকল সংসার প্রতিষ্ঠা করা । খেলাড়িয়া, খেলাড়, খেলাড়ে (খ্যা ) { হি—গেলাড়ী, থেলাড় ] বিণ, ক্রীড়ক : যে খেলা করে ৷ ২ ৷ খেলাপ্রিয় । খেলত, খেলোয়াত ( ত, ) ( স্থা— থেলাত,Jবি, মুসলমান বাদশাহগণ কর্তৃক প্রদত্ত # Itax5* visão; ; role of honour. প্র—“রাজাকে * * * খেলোয়াত দিয়া বিদায় করিলেন।”—দুর্গেশনন্দিনী । খেলান (খ্যালানো) বি. খেলা করান ; কাহার ৰ কোন কিছুর খেলা দেখান । প্র-সাপ cषणांन । २ । प्राङ्नाडांप्त दिशंद्र कब्रl ;
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।