१छे यश् ियl *ांtफेब्र चांद्रां ॐशंद्र । ॐ-ग्रँग्लों মারা। গটগট করিয়া চলা—পায়ের গীটের শব্দ করিব গমন করা ৷ ২ ৷ দম্ভতরে চলা । গটরা (টু) গর। দ্র: । গটা ( প্রা-বাং। গোটা দ্ৰ ] বিশ, একটা ; আন্ত। ২। সংখ্যাপূরক “টা” । প্র— “সকল সাঙ্গ হইল পরভুর আর সাজ চাই। গটাস কুআ দিআ সাজাইল মই ॥"— শূন্ত পুরাণ । १छैन (न्) [*ां नि१ि कज्ञे ) +अन ( ভাবে-অনটু ) ] বি, ক্লী, প্রস্তুত ; নির্মাণ । ২ । রচনা ; গড়া। ক্রি, গঠী ( প্র-অ ) চগড় । তাহা হইতে গঠিল–গড়িল ; নিৰ্ম্মাণ করিল।-গঠিব—গ্রা, গড়িব । গঠতে—গ্রা. গড়িতে। বিণ, গঠিত (গড়িত অপ্র ) । গঠিয়া ( প্রা-বাং )—গ্রা, গড়িয়া। প্র—"সত পল স্বনার কান্ত গঠআ জগাএ”—ণুগুপুরাণ । গঠিত (গোটতে ) {গ, (নির্মাণ করা ) +ত (কৰ্ম্মে, ক্ত ) ] বিণ, যাহা গঠন করা হইয়াছে : নির্মিত ; রচিত । গড় (ড়, ) ( প্রাকৃ—গঢ়ো=দুর্গ (হেমচন্ত্রের দেশী নামমালা ) ] বি, পুং, প্রতিবন্ধ ; বাধা ; আটক । ২ । দুর্গ। প্র—“আজমীর গড় দিলা যৰে মোরে, পণ করিলাম মনে, প্রভুর দুর্গ শত্রুর করে ছাড়িব না এ জীবনে।” —রবি । ৩ । পরদা । ৪ । পরিখা ; গৰ্ত্ত । প্র—“আড় করি পাড় দিতে সিকি গেল গড়ে । লেখা করি নাহি হয় আদপোয়| গড়ে ॥”—ঈশ্বর গুপ্ত । ৫ । স্থানবিশেষ । ৬ । টেকি পতন হইবার গহবর স্থান । প্র—“কদলে পরমানন্দ নারদের টেকী। আঁকশলী পোয়| মোনা গড়ে মেকামেকৗ ॥”— ভারতচন্দ্র । ৭ । নমস্কার ; অভিবাদন ; প্রণাম । “সম্মুখে আসিয়া ঢিপ করিয়া গড় করিল”—টেকচাদ । প্র—“অষ্টাঙ্গেতে কৈল গড় মনসার পায় "–মনসার ভাসান । ৮ । গড়ই মাছ। ৯। স্থল হিসাব : average. S. 1 (ol) द्धि, *र्टन कद्र । গড় করা—নমস্কার করা : প্রণাম করা। প্র—“গড় করি গেীরীর নন্দন গণনাথে”— শিবায়ন । গড়ক (গড়ো ) { গড় +ক (স্বার্থে) ] বি, পুং, “್ಲಿ भांझ । - গড়খাই (ড়, ) { গড়খাত শব্দজ ] বি. রাজা বা ভূম্যধিকারদিগের বাটীর চতুঃপার্শ্বস্থ *प्रिंथ ।। 4-“अब्र° बांग्रांब्र छांशे डरब्र मा १ गंछ्था३ ।”-कलद्रौ । গড়খানা (ড়, ) [ গড়খাত শঙ্গজ ] ৰি, গড়খাই জঃ । 8br8 গড়গড় (ড়, ডু, ) { শব্দাত্মক। লঘু শব্দে "গুড়গুড়"। প্রাকৃ—গড়য়ড়ি=বজধ্বনি (হেম' চক্সের নামমালা)] বি, বজ্রনিৰ্ঘোষ । ২। ঘড়া হইতে জল ঢালুিবার শব্দ। ৩। উপর হইতে লাফ দিয়া গড়াইয়া পড়িবার শব্দ ও পতনভঙ্গী। ৪ । জলপ্রবাহের শব্দ। গড়গড় করা—গড়গড় শব্দ করা। প্র—আকাশ বা মেঘ গড়গড় করা। পেট গড়গড় করা—অজীর্ণজনিত পেট সাড় করা । গড়গড় [ হি—গড়গড় করিয়া তামাক টানিবার শব্দ হইতে ] বি, তামাক খাইবার ছোট আলবোল । ২ । উলুখড়ের মত ঘাসবিশেষ, ইহার ধানগাছের স্যার শীষ হয়, ফল শাপা মটরের মত । গড়ন (গডোন) [ গঠন শব্দজ] বি. ক্লী, প্রস্তুত করণ ; গঠন : নিৰ্ম্মাণ ৷ ২ ৷ নিৰ্ম্মিতি । ৩। সৌষ্ঠব। প্র—“সাবাস সাবাস নাক চোখের গড়ন ।”—হেমবন্দ্যো । ৪ । বি, গহনার গঠন : অলঙ্কারের নিৰ্ম্মিতি। প্র— “গড়ন ভাঙ্গিতে সই আছে কত খল। ভাঙ্গিয়৷ গডিতে পারে সে বড় বিরল ॥”—চণ্ডীদাস । গড়নপিটন (গড়োন্ পিটোন্) বি, গঠন ও সৌষ্ঠব ; নিৰ্ম্মিতি ও ডৌল ; আকারপ্রকার (তুল—হি-ডিলডৌল ) । গড়নদীর (গড়োন্দার) [গড়ন (গঠন ) ফা—দার ( কৰ্ত্ত অর্থে ) ] বি, যে গড়ে ; যে স্বর্ণ রৌপ্য তাম্রাদি ধাতু পিটিয়া বিশেষ কোন দ্রব্যের আকারে পরিণত করে । গড়পড়তা (গড়পড়তা ) [ গড় (হি—গর ( মোট হিসাব ) পড়তা (হি )—হিসাবে যাহা পড়ে ] বি, মোটামুটি হিসাব ; average. প্ৰ—“৩৬ বৎসর ও ৯ বৎসরের গড়পড়তা ২২।২৩ বৎসর।”—সনাতনী। গড়মিল (গড় মিল) গরমিল শব্দের প্রাদেশিক উচ্চারণ বিকার ] বি, বেমানান ; অমিল ; পরম্পরের মধ্যে সাদৃষ্ঠের অভাব। প্র—"লিখিতে বস্লেই অক্ষরগুলো গড়মিল হয় যে সবই ।”—দ্বিজেন্দ্র রায় ৷ ২ ৷ মতভেদ ; পরস্পর মনের মিল না হওয়া । গড়া—বি, মোটা ধুতি ; সাদা থান ফাড় ধুতি। ২। দুর্গের স্থায় চতুর্দিক পরিবেষ্টিত স্থান। প্র-কাঠগড়া । ৩। মাছ ধরিবার জগু খাল প্রভৃতি জলাশয়ের পারাপার বেড়া । প্র—"শত শত এক জায় গুজরাটে তত্ত্ববায় । ভূণ-ধুতি আদি বুনে গড়া।”—কধিক । গড়া (গ, ) ( সং—গঠন—গঠ ; ছি—গঢ়ন । উ-পু—গড়ি ( গো ) । ম-পু—গড় ; গড়ন (গোড়ন) ; গড় প্রপু-গড়ে ; গড়েন। অসক্রি গড়িতে (গে, ) ; গড়িয়া ( গো ) । পিক্ষপ্ত—গড়ান। উ-পু—গড়াই। ম-পু— গড়াও ; গড়ান: গড় । প্র-পু-গড়ায় ; গড়ান। श्रृंख्नो অসক্রি-গড়াইতে ; গড়াইয়া, গড়িয়ে ] ক্রি, গঠন করা ; নিৰ্মাণ করা। প্র—পুতুল গড়া ; গহনা গড়া। ২ । শিক্ষা, মন্ত্রপাদি দ্বারা প্রস্তুত করা। প্র—তাহাকে এতক্ষণ খুৰ গড়েপিটে রেখেছে। ৩। ভাঙ্গার বিপরীত। প্র-ভাঙ্গ সহজ কিন্তু গড় বড় শক্ত ৷৷ ৪ ৷ বি৭, সাজান : কাল্পনিক : অপ্রকৃত ; জাল । প্র—ওসব গড়া মামলা বা কথা বা সাক্ষ্য। ৫ । গঠিত। শিব গড়িতে বানর— ভাল করিতে মন্দ ; এক করিতে আর । প্র—“শিব গড়িতে বানর হল এই কি বিধির বিড়ম্বন ॥”—বাং-গান ৷ গড়াই, গড় ই ( গো ) সং—গড়ক ( অমরে ) । গড় (বৈদ্যকে ) ] বি. চেঙ্গ মাছ সদৃশ মৎস্তবিশেষ । গড়াগড়া [ গড় ( গড়ানর ভাব )—গড় (সাদৃষ্ঠার্থে, দ্বিত্ব)—প্রায় গড়াইবার মত ] বিণ, সারি সারি ; পাশাপাশি । প্র—গড়াগড়া পড়ে আছে দেখা গেল । গড়াগড়ি ( গড়াগোড়ি ) { গড়ান দ্রঃ ] বি, অবলুণ্ঠন ৷ প্ৰ—“এত বলি কান্দেরাম গড়াগড়ি দিয়া ।”—-ঘনরাম ৷ ২ ৷ [ কাত হইয়া ইতস্তত: পতিত থাকার ভাব ] ছড়াছড়ি। প্র— "গোট কত ভগ্ন ঘট যায় গড়াগড়ি"-নবীন সেন ( অবসর সরোজিনী ) । গড়ান (গড়ানো ) [ গড় দ্রঃ ] ক্রি, গঠন করান ; নিৰ্ম্মাণ করান। প্র—“গাছ কাটি গড়াইব লাঙ্গল জোয়ালি।" –শিবায়ন । [ ব্রজ ] গড়াইতে—গড়িতে ; গড়াইতে । গড়ায়ত—গড়ায়। গড়ায়ব—গড়াইব । প্র—“ভাঙ্গি গড়ায়ৰ বুঝি কত বেরি"-বি, প। গড়ল—গঠন করিল। প্র—“কাহে কুলবর্তী করি গড়ল মোবু দেহ”—বি, প। গড়ান (গড়ানো ) [ শব্দাত্মক। ঘড়ার জল ঢালিবার সময় বা চক্রাদির আবৰ্ত্তনকালে যে গড়গড় শব্দ হয় তাহা হইতে গড়গড়ান—গড়ান । উত্তমাদি পুরুষে রূপান্তর "গড়" শব্দে গ্রঃ ] ক্রি, গড়াইয়া যাওয়া ; আবৰ্ত্তিত হইয়া পড়া । अ–“निधि ब्रि गंग्न फु कब्रिग्न गम्नाहेब्र পড়িল । ২। গড়াইয়া দেওয়া ; ঢালুস্থানে ছাড়ির দেওয়া : আবৰ্ত্তিত করা । ৩। ঘটাদি পাত্র হইতে জল ঢালা। প্র-কুল হইতে জল গড়ান। ৪ । ভূমিতে অঙ্গ ঢালিয়া দেওয়া ; শয়ন করা। প্র—একটুখানি গড়াইরা লওয়া । ৫ । অত্যন্ত বিনীত হওয়া ; অতিশয় অমায়িকত দেখান ; গড়াইয়া পড়া । ৬। অবলুণ্ঠন করা ; গড়াগড়ি দেওয়া। ৭ । পৌছন : পরিণত হওয়া। প্ৰ—শ্ৰাদ্ধ অনেক দূর গড়াইল। ব্যাপারটা যে শেষে এতদূর গড়াইৰে
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।