পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোঙা যাপন করিলাম।–“কত মধু যামিনী রভসে গোঙায় ।”—বিদ্যাপতি। “বহুদুঃখে গোঙায়নু মাধব সাথ”—বিদ্যাপতি। গোঙায়ব— কটিাইব । প্র—ইহ নবযৌবন বিরহে গোঙায়ব ।--বি. প । গোঙায়বি— কাটাইবে । প্র—“জনম গোঙায়বি একান্ত"—বি, প । গেtঙtয়ল—যাপন করিল । গোঙায়লি- কাটাইলি, কাটাইল। প্র—“জনম গোঙায়লি রোই”— ति, श्रृं । গোঙার (গোসাৰ্ব) সিং—গ্রাম্য : হি—গমার —গঙ্গার । গোয়ার দ্রঃ । ব্ৰজ, প্রা-বাং ] বিণ, গ্রাম্য : গেয়ে । ২ । অবিমুষ্যকারী : বিবেচনা-হীন ; মুঢ় ৷ প্ৰ—“বুঝনু এ সখি কানু গোঙার ।"—বিদ্যাপতি । ৩। লম্পট । ৪। চোর ; দয়। প্র—"অমূল্য রতন সাথে, গোঙারের ভয় পথে, লাগি পাইলে লইবে কাড়িয়া ।”—পদকল্পতরু । স্ত্রী, গোঙারিনী ( বৈ-পদাবলী ) গোআরিণী দ্রঃ । গোঙ্গী ( গোঙl ) { শব্দাত্মক, গে। গে। বা গাই গুই হইতে। হি–গুঙ্গা, গুঙ ] বিণ, মুক ; বোবা অফুটবাৰু I গোঙ্গীন ( গোঙানো ) [ শব্দাত্মক । গেী গো শব্দ হইতে । উ-পু—গোঙ্গাই । ম-পু— গোঙ্গাও । প্র-পু—গোঙ্গায়। আসক্ৰি— গোঙ্গাইতে ; গোঙ্গাইয় ] ক্রি, গে। গে। শব্দে যন্ত্রণ প্রকাশ করা ; কণ্ঠ ও নাসিকাযোগে রোই অনুনাসিক শব্দবিশেষ ; গলা চাপিয়া ধরিলে | বাৰুরোধ হইবার মত অব্যক্ত কাতরোক্তি করা। ৰি, গোঙ্গানি, গেঙ্গানি। বিণ, গোঙ্গানিয়া,গেঙ্গানিয়া, গোঙ্গানে, গেঙ্গানে । গোচন্দন (ন) বি. গোরোচনা। গোচ (চ) বি, গোছ দ্রঃ। গোচর ( ) [ গো (ইন্দ্রিয়গণ) চর (বিচরণ করে ) যেখানে, ব4 ] বি, পুং, যেখানে ইঞ্জিয় গণ বিচরণ করে ; ইক্রিয়ের বিষয় ; ইঞ্জিয়গ্ৰাহৰন্ত ৷ ২ ৷ আশ্রয় ৷ ৩ ৷ সাক্ষাৎকার , প্রত্যক্ষ ; জ্ঞাতসার । ৪ । [ গে| ( গরু ) চর (বিচরণ করে) যেখানে] গোচারণের মাঠ ; ক্ষেত্র। গোচৰ্ম্ম (গোর চর্ক্স—৬তৎ ] বি, ক্লী, গরুর চামড়া । গোচা, গোছা [সং—গুচ্ছ ] বি, গুচ্ছ : আট ; পুলা ; স্তবক cशंiफ्रॉब्रक ( कु) [ cश-कब्र+निश्=झांब्रि (গমন করান)+অক (কর্তৃ) যে গরু চরায় বি, পুং, রাখাল ; গোপাল ; গোরক্ষক । গোচরণ (ন) [ গোর চারণ—৬তৎ ] বি, ক্লী, গরু চরাণ ; গোকে ঘাস খাওয়ান । গোছ ( সং—গুচ্ছ ] বি, (to S) গোচারী { গো-চৰু4ইন (কৰ্ত্ত—শিন)= গোচারিন ১ম, ১ৰ ] গোচারক । গোচ্চার ( গোচচার) [ গুচ্ছার (গুচ্ছ) প্রা-বাং—ঘুণাবাচক বা অপ্রীতিকর বহুত্ববাচক] বিণ. বহল ; বিস্তর মেলা । পানের গু৪ সাধারণতঃ ৮ গণ্ড পান । ২ । ধানের আটি বা হালি ৷ ৩ ৷ স্ববন্দোবস্ত : শৃঙ্খলা ; সুবিধা ; সুযোগ । গোছা, গোচ্ছ! ( সং–গুচ্ছ : হি–গুচ্ছ প্রাকৃ— গোচ্ছা=মঞ্জরী— হেমচন্দ্রের নামমালা ] বি, গুচ্ছ ; খোলে । গোচিকিৎসক (শল্ক) বি, গরুর রোগের চিকিৎসাকারী ; গোবৈদ্য ; গরুর ডাক্তার a veterinary surgeon. গোছ (ছ) [ গুচ্ছ শব্দজ ] বি, হালা ; আটি । পানের গোছ ৷ ২ ৷ সুবিধা ; সুযোগ : বিলি । প্ৰ—কাজের গোছ জানে না । ৩ । অবস্থা : উপায় : প্রকার । প্র—সেই গোছের লোক কি ষে বললেই শুনবে । ৪ । পায়ের গোড়ালি ও ডিমার মধ্যভাগ । গোছগাছ-গুচ্ছ গুচ্ছ : থোপা পোপ । গোছান—গুচ্ছ করা : সাজান। গোছানে—সুবন্দোবস্তকারী । প্র—ধালের গোছ, গোছান (নো ) [ গোছ দ্রঃ । উ-পু— গোছাই। ম-পু-গোছাও ; গোছান : গোছা । প্র-পু—গোছায় : গোছান । অসক্রি— গোছাইতে ; গোছাইয়া ; গুছিয়ে ] ক্রি, গোছ করা ; সাজান ; যথাস্থানে যথা দ্রব্য সঞ্জি৩ করণ । গেtছাল ( গোছালে' ) { গুচ্ছ শব্দজ ] বিণ, যাহা বিশৃঙ্খল নহে : সংযত ; শৃঙ্খলাযুক্ত । ২ । হবপোবওখুক্ত ৷ ৩ ৷ হিসাবী ; মিতব্যয়ী। ৪ । দক্ষ ; পটু ; চতুর । ৫। ঋদ্ধ। গোছাল সংসার— যে সংসারে গোছ অর্থাৎ স্ববন্দোবস্ত বা স্বপূখলা বিদ্যমান আছে ; যে সংসারে গৃহস্থগণ আয় ব্যয়ের প্রতি লক্ষ্য রাখিয়া মিতব্যয়িতার সহিত বা হিসাব করিয়া চলে । গোট (টু) [ গুড়, (বেষ্টন করা) ধাতুঙ্গ। ড়=ট, সং—গুটিকা ; হি–গোট=ফিতার বেষ্টনী, কিনারা, ঝালর বা হাসিয়া ] বি, বস্ত্রাদির প্রান্তে লাগান ফিতা বা ঝালর ; হাসিয়া । ২ । অলঙ্কারবিশেষ ; স্ত্রীলোকের কটিভূষণ ; মেখলা । ৩ । [ গোষ্ঠ শব্দজ। ‘গোঠ এর বিকৃত উচ্চারণ ] গোষ্ঠ : গোচরণ মাঠ। গোটগোট—গুটি গুটি ; একে একে । প্র—"গোট গোট সর্থী সত্ত গেলি”—পদাবলী । গোটা [ অখণ্ড-একটা—এগট-একগোট (প্রা-বাং)] ধিন, অথও ৷ সমগ্র ; সম্পূর্ণ; গোড়া আস্ত । প্র—“কোপা থাকে দালান কোঠা কোনও জিনিষ রয়না গোট ॥”—রজনী সেন । ২ । আস্ত মাষকলাই। প্র—গোটা-সিদ্ধ । ৩ । [ বস্তু নির্দেশার্থে ] টা । প্র—"এড়িলেক গাছগোটা করিয়া হুঙ্কার”—কৃত্তিবাস । "উপাড়ির চাকাগোটা তুলি নিল হাতে"—ঐ । ৩ । [ সংখ্যানির্দেশার্থে ] টা বা টি । প্র— “যৌতুক ধনুকথান খর গোটা তিন বাণ দিয়া জামাতার কৈল মান ।”—কবিক । ৪ । [অনধিকার্থে] মাত্রা । প্র—একগোট । একগোটা— প্রা-বাং ] একমাত্র। গোট|” কয়েক—কয়েকটা মাত্র। গোটাকতক —অল্প কতকগুলা । গোটার মসলা— বিবিধ বেণে-মল্লার মিশ্রণ যাহা ভাজিয়া ও গুড়াইয়া ব্যঞ্জনাদিতে ব্যবহার করা হয় । গোটানল, লাল (ল) [ গোট ( ঘোড়া হইতে ) +নাল, লাল (লালা ) } বি, ওল, লঙ্কাদির তীব্র রস যোগে বা রোগবিশেষের প্রকোপে মুখ হইতে খোড়ার লালের মত যে লাল ত্রাব হয় : ফেন ; গাজল । গেীটাসিদ্ধ ( শি) বি, আ-ফাটা তরকারি সং সিদ্ধ আস্ত মাষকলাই ( শ্রীপঞ্চমীর রন্ধন ) । গোটিক ( ) [ গুটিক দ্রঃ ] বিণ. একটা । প্র—"কোটিতে গোটিক হয়"—চণ্ডীদাস । গোঠ (ঠ) [ গোষ্ঠ শব্দজ ] বি. গোবিচরণের মাঠ ; গবাদির ঘাস খাইবার স্থান। ২। { সং–গুটি ( বেষ্টনে ) ] কটিত্র ; কটিবেষ্টনী ; কটিদেশের শিকলাকৃতি অলঙ্কারবিশেষ । গোড় (ড় ) [ প্রাকু ও হি–গোড়=পদ= গোড়ালি । তাহা হইতে পদানুসরণ ] বি. মত। প্র—“মেজ বউ মন্দ নয় সেই গোড়ে গোড়”—ঈশ্বর গুপ্ত । ২ । [ প্রাদে—ঢাকা ] গুড়ি ; মূলদেশ ; গোড়া। প্র—গাছের গোড়ে জল দেওয়া । ৩ । শিকড় ; জড় । প্র— ঘেসো জমিতে ঘাসের গোড় সহজে মরে না । গোড়ে গোড় দেওয়া-পদাঙ্ক অনুসরণ করা ; মতে মত দেওয়া | গোড়বালা (ড়, ) [ গোড় (সং–গুল্ হইতে হি—গোড়) বালা (সং—বলয় হইতে ) ] ৰি, চরণালঙ্কারবিশেষ ; মল। প্র—“আঙ্গুলে অজুরী আর, পদে গোড়ৰাল।”—রঙ্গলাল (কাঞ্চীকাবেরী)। গোড়া (গোড় দ্রঃ ] বি, মূল : শিকড়। প্ৰ—ও গাছের গোড়াশুদ্ধ তুলিয়া ফেল। “গোড়ার কাটিয়া আগায় জল”—অ, ম ৷ ২ ৷ নিকট : কাছে ৷ প্ৰ—হাতের গোড়ায় আছে । ৩ । ভিত্তি ; ভিত ; দেওয়াল বা স্তম্ভের গোড়া । ৪ । আদি ; প্রথম ; সুত্রপাত ; আরম্ভ । প্র-গোড়াতে সাবধান হওয়া উচিত ছিল। আগাগোড়া—আদি অন্ত ।