ঘাগী প্র—“পায়ে পায়ে ঘাগর উঠে দুলে”—রবি “অনন্ত শাটতে ঘেরা অদ্ভুত ঘাগরি”—দেবেন্দ্র সেন ( অশোকগুচ্ছ) । ধাগী ( ঘাগি) { হি—ঘাগ, পুং।। বাংপুং ও স্ত্রীলিঙ্গে ঘাগি ] বিণ, ভুক্তভোগী। ২ বারবার দণ্ডিত ; পুনঃপুনঃ শাস্তিপ্রাপ্ত ৷ ৩ ৷ চতুর ; দুষ্ট ; শঠ। প্র—“ঘরে পোষে চোর আরো কহে জোর এ বড় কুটনী ঘাগী”— ভারতচত্র । "নাক্ট নেড়ে দিলে তেড়ে বলে দূর হ ধাগী”—ম্যাক্বেথ ( গিরিশ )। পুরাণ ঘাগী (পুরানে) তুল হি-পুরাণ ঘাঘ ] বিশ, বহুকাল হইতে ঠেকিয়া শিথিয় যে অতিশয় চতুর ও ধূৰ্ত্ত হইয়াছে। ঘাঘর ( ঘোর) { সং—ঘর্ঘর } বি, বাদ্যবিশেৰ ; ঝাঝ । প্র—“তাল মৃগেল ঘাঘর বাজে ।” গ্রাম্য ছড়া । ঘাঘরা—ঘাগরা দ্রঃ । ঘাট ( ) ( সং—ঘট। ঘাইট দ্রঃ ] বি. স্নানার্থ নদী প্রভূতিতে অবতরণ স্থান ৷ ২ ৷ পৰ্ব্বত : প্র-পূর্বঘাট ; পশ্চিমঘাট । ও । পৰ্ব্বতমধ্যস্থ সংকীর্ণ পথ ; গিরিসঙ্কট। ৪ । সেতার প্রভৃতি বাদ্য যন্ত্রের বিভক্ত এক এক অংশের নাম ঘাট । ৫ । ক্রটি ; দোষ ; অপরাধ ; অন্যায়। প্র—“অসময়ে পিত্রালয়ে গিয়াছিলাম —ঘাট হুইয়াছে, শত সহস্র অপরাধ হইয়াছে— আমায় ক্ষম কর।”—কৃষ্ণকান্তের উইল । “ঘাট হয়েছে বাপ, সবাই মোদের কর মাপ ।” —অমৃত বহ । ৬ নূ্যন ; কম ঘাটওয়ালী (টু ) ( প্রাদে। বাঁকুড়া অঞ্চলে ও বীরভূমে চলিত ] পাৰ্ব্বতীয় পথ। ২। পার ধটি রক্ষককে যে জমী দেওয়া যায় ৷ ৩ ৷ ঘাট-রক্ষয়িত্রী ( ঘাটোয়াল দ্রঃ ) । ঘাটতি (টু ) { হি—ঘটুতি=কমৃতি । বি, হ্রাসত ; কমতি । প্র—“ঘাটতি বাড়তি কিছু cतांद] शांग्न न! ।।' ঘাটন (ন) [ ঘাট দ্রঃ ] বি, হ্রাস হওন ; কম হওন । ঘাটলি, ঘাটুলি । প্রা-বাং । হি—ঘাটাল, ঘাটবুলি ] বি, ঘাটোয়াল ; ঘাটরক্ষক। প্র—"তরতিরি পার হএ জান দানপতি । ঘাটর ঘাটলি রাজা বিনে মক্ত জাঅ।।”—শুন্যপুরাণ । ঘাট (ঘ) [ হি—ঘটা=কড় ] বি. কিপাঙ্ক ; কড়া ; ঘর্ষণজনিত কঠিন চৰ্ম্ম ৷ ২ ৷ ঘটক ; ঘাড় ; গ্রীবা। ঘাট [ ঘাট (কম) +আ (ক্রিয়ায়)। উ-পু—ঘাট ম-পু—ঘাট। প্র-পু—ঘাটে । অসক্রি— ঘাটিতে ; ঘাটিয়া, ঘেটে। গিজস্ত—ঘাটান (নে)] ক্রি, হ্রাস পাওয়া ; কম হওয়া ; ছোট হওয়া । প্র—“শেষে আইন পেসার পেস্কারিতে মানটা গেল ঘেটে।”—হেম বন্দ্যো। "নিজে (t"లసి ঘাটে অন্যে দোৰে মুখ সাপটে দড়।”—হেম । "রাজার আদর আগে ঘাটে নাই কিছু। কু-মন্ত্রী मांगून भन उॉsाईल निहू।”-५, म (षनब्राम) প্র—“ধৰ্ম্মে নাহি ঘাটি আমি শুন ঠাকুরাগী।" —কাশী, মহাভারত । ঘাটাল (ল) [ ঘাট ( পাহাড়) আল্ (বিশিষ্ট বা সাদৃশ্যার্থে)—যাহা পাৰ্ব্বত্যস্থানের মত উচুনীচু। হিন্দীতে বৈহড় বলে ] বিণ. বন্ধুর ; আবুড়া খাবুড়ী ৷ ২ ৷ নদাদির ঘাট সদৃশ উচ্চ । ঘাটি [ ঘাট (অল্প )+ই (স্বার্থে)] ৰি, অভাব ; অল্পতা ; নূনতা। প্র—“শখের উপর যে এমন করে পাটি। তার নাকি কখন অর্থের আছে ঘাটি ॥"–শিবায়ন ৷ ২ ৷ ক্রি, নুন হই ; কম হই । ঘাটা ত্রঃ। ঘাটিমানঅপরাধ স্বীকার করা । প্র—“ঘাটি মান তার ঠাই ইহা ভিন্ন গতি নাই ।”—কৃত্তিবাস । ঘাটিলু, ঘাটিলু [ আধু-বাং—খাটলাম । প্রা-বাং—ঘাটিলাও, ঘাটিলাএ । ব্রজ । প্র], বৈ-স ] ক্রি, হার মানিলাম ; ঘাট মানিলাম । প্র—“ঘাটিলু মাটিলু প্রভু বলিলু তোমারে।” —চৈ, ভা । ঘাটু ( সং—ঘন্টাক বি. সুপবিশেষ ঘেটুগাছ ২ । ঘেটুফুল । ঘাটুকাল (লু) । সং—ঘন্টকর্ণ, ঘণ্টাকর্ণ। অশভ্রংশে, ঘাটকল। প্রাদে, উচ্চারণ ভেদে– ধাটুকাল, ঘাটুকাল, যেটকুল যেটকোল ] বি. ঘেটুফুলের গাছ ; ধেটকল বা ধেটুগাছ। প্র—- ঘাটুফুল ঘাটুকাল কাটিল কেয় "-কবিক। ঘাটোয়াল (ল) { ঘাটওয়ালী দ্রঃ বি, যে ধাটোয়ালী জমী অধিকার করে। স্ত্রী, ঘাটোয়ালী । ঘাড় (ড়) [সং—ঘাট ] বি, গ্রীব মস্তকের নিম্ন ও কষ্ঠের পশ্চাৎ ভাগ। ঘাড় নাড়া— ঘাড় নাড়িয়া ইঙ্গিত করা । ২ । উভয় পার্থে ঘাড় নাড়িয়া অসম্মতি জ্ঞাপন করা। ঘাড় ভাঙ্গা—ঘাড় মটকাইয় দেওয়া ; কষ্ঠাস্তি ভগ্ন করা। ২। জব্দ করা । ৩। আত্মস্বার্থে অস্তকে ব্যয় বহন করিতে বাধ্য করা। ঘাড়ে করা—মাথায় বা স্বন্ধের উপর কোন ভার তুলিয়া লওয়া ৷ ২ ৷ বহন করা । ৩ । কোন কিছুর ভার বা দায়িত্ব গ্রহণ করা । ঘাড়ে গর্দানে—গজস্কন্ধ ; স্কন্ধ হইতে মস্তক পৃথক বলিয়া বোধ হয় না এমন স্থল। ঘাড়ধাকা—বি, বহিষ্করণার্থ ঘাড়ে হাত দিয়া বল প্রয়োগ ; গলাধাক্কা । প্র—“গোৰা ছিল গৌরীর গুমানে গেল ভরি। ঘরে হতে যুচাইল ঘাড়ধাক্কা মারি ।”—শিবায়ন। i ঘাতি ঘাণ্টিক ( ) [ ঘটা +ইক (বানার্ধেইক্ষণ, ) ] বি, যাহারা অনেকে মিলিত হইয় ঘণ্টাৰাদন পূর্বক দেবতার উপাসনা করে ৷ ২ ৷ বিণ, স্তুতিপাঠক । ৩ । ঘণ্টাবাদক । ৪ । ধুতুরা গাছ। -योउ (खु) [श्न् (श्नन् कब्र)+ज्र (उत्क्प4.) श्=घ, अ=थl, न=७, षांठ ज: ] বি, পুং, হিংসা ; বধ ; হত্য ৷ ২ ৷ আঘাত । ৩ । প্রহার । ৪ । ক্ষত ; যা । ৫ { [ कब्रt१, एय-पांश षांब्र श्नन कtब ] वर्ष যোগ্য অস্ত্র ; প্রহীরক অস্ত্র । ৬ । [ গণিতে ] গুণন ; কোন সংখ্যা বা রাশির তৎসংখ্যা বা রাশি দ্বারা পুনঃপুনঃ পূর্ণ । ৭। স্বাৰ্থ : স্বাভিপ্রায় ; মতলব ! ৮ । কৌশল ; সুযোগ। ঘাতচিহ্ন— বীজগণিতে ] বর্গঘন প্রভূতিস্থচক * ; index; power. ঘাত প্রতিঘাত—আঘাত ও প্রতিঘাত ; ক্রিয় ও প্রতিক্রিয় ; কায্যের বিপরীতদিকে কাৰ্য্য । ঘাতঘোত, ঘাত ঘেঁতি-কৌশলাদি সন্ধান স্বলুক। ঘাতের ভাই—যে মতলৰ বা স্বার্থহেতু ভাই সম্বন্ধ পাতায় ; অত্যন্ত স্বার্থপর । शाउक (कु)[श्न्(ब१ कब्र)+अंक (कर्पु) হ=ঘ, অ=আ, ন=অ । যে হিংসা করে । বিণ, আঘাতকারী ; প্রহারক। ২। হত্যাকারী: হননকারী ; বধকৰ্ত্ত ৷ ৩ ৷ জল্লাদ ; যে মৃত্যুদণ্ডে দণ্ডিত লোকের মুগুচ্ছেদ করিবার জন্ত নিযুক্ত । ৪ । গুগু: ; গুপ্ত হত্যাকারী ; ঘাতুক । ঘাতন (ন) হন শিচ,=ঘাতি ( বধ করান ) +অন ( ভাবে-অনট, ) ই লোপ ] বি. ক্লী, অপর দ্বারা বধ করান ; হত্যাসম্পাদন ৷ ২ ৷ ধজ্ঞার্থে পশু বধ । ৩। আঘাত করান । ৪ । [করণে—অনটু বধসাধক অস্ত্র ; যাহা দ্বারা বধ করা হয় । ঘাতসহ (ঘাত শহ) বিল, বাহা আঘাত সহিতে পারে ; যাহ। অল্প আঘাতে ভাঙ্গে না ; পিটিলে যাহা না ভাঙ্গিয়া বিস্তৃত হয় ; আঘাত সহন*şq ; mallcable, f, ঘাতসহজ্ব | ঘাতস্থান ( ঘাতস্থান) (ঘাতের স্থান—৬তৎ] বি, ক্লী, শ্মশান ৷ ২ ৷ মশান । ৩। ৰলি দিবার স্থান । ঘাতাবেশ (শ, ) { ঘাত-আবেশ(সমাবেশ) ] বি, কোন সংখ্যা বা রাশি ধারাবাহিকরূপে তৎসংখ্যা বা রাশি দ্বারা ক্রমান্বয়ে গুণিত হইয়া একটী রাশি উৎপন্ন করিবার প্রক্রিয় ; involution. ঘাতিপক্ষী (পে) [ ঘাতি (বধকারী) যে পক্ষী, কৰ্ম্মধা ] ৰি, পুং, স্তেনপক্ষী (ক্ষুত্র পক্ষীর বিনাশকারী বলিয়া এই সাম ) : ৰাজপাখী ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।