চড় সংক্রাত্তিতে অনুষ্ঠিত উচ্চ বাণ বা খুঁটির মাথায় তরাজুর দাড়ির আকারে বাধা দণ্ডে ঘূর্ণন উৎসব ; শিবের গাজন মহোৎসৰে চড়ক গাছে ঝুলিয়া চক্রত্ৰমণ। এই উৎসবে গাজনের সন্ন্যাসীদের মধ্যে যাহারা চড়কগাছে ঘোরে তাহাঁদের জিহা, পার্থ, নাক, কাণ, হাত প্রভৃতি ষোড়া হইত। এখন প্রায় এপ্রথা উঠিয়া গিয়াছে। চড়কগাছ—যে দীর্ঘ বাণ ব| দারুস্তম্ভের উপর হইতে ঝুলিয়া ঘুরিতে হয়। ২। [ লক্ষণায়—বিক্রপে ] অতিরিক্ত দীর্ঘাকার ; রোগ ও ঢেঙ্গ । চড়কডাঙ্গ| —যে স্থানে চড়ক উৎসব হয় । ২ । [ চড়ক গাছ হুইতে ] জলদি প্রাপ্তির অসুবিধাজনক উচ্চভূমি। প্র—"জিহ্বা ফোড়ে জিহ্মা কাটে করয়ে চড়ক-কবিক। চড়কে কাটি পড়া—গাজনের উৎসব আরম্ভ হইলে ঢাকে কাটি পড়ে অর্থাৎ ঢাক বাদ্য আরম্ভ হয় । । চড়কতলা-চড়কডাঙ্গ দ্রঃ । মে মাঠে চড়ক উৎসব হয় । চড়ক সংক্রান্তি— চৈত্র সংক্রান্তি । চড়কের বাদ্য-চড়চড় শৰে ঢাক বাদ্য। বিণ, চড়কিয়া, চড়কে ( (51ಢ )—চড়ক সংক্রান্ত ৷ ২ ৷ চড়ক গাছের স্তায় উচ্চ । ৪ । চড়কের বৎসরে জাত । চড় কেহাসি-উচ্চহান্ত । অট্টহাস । ২ । বাণ ফোডার যন্ত্রণ চাপ দিয়া লোক দেখান হাসি । চড়কা, চড়কো ( ড়, ) [ চড়ক +আ. চড়ক +উআ—চড়কুয়া, চড়কে ] বিণ. উচ্চ ; উন্নত ৷ ২ ৷ উগ্র : উন্নত ৷ ৩ ৷ তীব্ৰ ; তেজাল । চড়কাল ( চড়কালে ) { চড়ক (দ্রঃ)+ আল (সাদৃষ্ঠে) ] বিণ, অনেকটা চড়া : প্রায় চড়া । ২ । চট্টকাল : চটকদার ; জমকাল। চড়চড় (চড় চড়, ) [ শব্দায়ক ] অ’ অনুকরণ শব্দ ; বৃক্ষাদি উৎপাটন শব্দ। প্র—“চড় চড় শব্দে ছিড়ে লতার বন্ধন ।”—কৃত্তিবাস। ২ । রৌদ্রের কাজে বা আগুনের তেজে কাট ফাটিবার শব্দ ; বস্ত্রাদি বিদারণ শব্দ ; ভাজনাখোলায় কড়াই মুড়ি প্রভৃতি ভাজিবার শব্দ ; চুল ছেড়ার শব্দ । ৩। চড়চড় শব্দে ফাটিবার অনুভূতি গায়ের চামড়াশুষ্ক হইতে যে অনুভূতি জন্মে। ৪ । চড় বা চাপড়ের শব্দ । [ দ্রঃ– অধিক বা চড়া শব্দে চড়চড় ; মৃদ্ধ শব্দে চিড়াচড় ; যুদ্ধতর পদে চুড়চূড় ; স্বর্তম শৰে চুড়,চুড়, বিণ, চড় চড়িয়া, চড়চড়ে (চড়চোড়ে ) দ্রুত উচ্চারণে চচ্চড়ে—চড়চড় শব্দকারী। প্র-চড়চড়ে বাজনা ৷ ২ ৷ তীব্র ; উগ্ৰ ; চড়কা। প্র—চড়চড়ে রোদ বা আগুন। ক্রি, চড়চড়ান (নো ), দ্রুত উচ্চারণে ® ÖÖ চচ্চড়ানো-চড়চড় শব্দ করা ৷ ২ ৷ চচ্চড় করিয়া ফাট । ৩। চডের উপর চড় বসাইয় দেওয়া ; চড়ান । ৪ । চড়চড় শব্দে ঢাক रांछन ।। 4 । श्रडिब्रिख् "शैऊ श्ब्र! विमांब्र१ ।। ৬ । আধার অপেক্ষা আধেয়ের পরিসর অধিক হওয়ায় টান পড়া । ৰি, চড়চড়ানি, চচ্চড়ানি। বুক চচ্চড়ান-হিংসা হৃদয় বিদীর্ণ হওয়া ; বুক ফেটে যাওয়া । পেট চচ্চড়ান-অতিরিক্ত আহার বা গুরু ভোজনে পেট ফাটিবার মত যন্ত্রণাদায়ক হওয়া । চড়চড়ী, ড়ি (চড়চোড়ি ) ( প্রাদে । দ্রুত —চচ্চড়ি ] বি, শুষ্ক ব্যঞ্জন । [সড়সড়ি দ্র:) প্র—“আম্ৰ দিয়া শৌলমাছে ঝোল চড়চড়ী”— অ, ম ৷ ২ ৷ { সং—চচ্চরী চড়চড় শব্দে বাজে বলিয়া চর্চরী বাদ্য । চড়তি ( চোড়তি) [ চড়া ( দ্র: ) ] বি, চড়ন ; উদ্ধগমন ; আরোহণ ৷ ২ ৷ মূল্যের বৃদ্ধি ; বাড়তি । বিপরীত–পড়তি । চড়ন ( চড়োন) [ চড়া দ্র: ] বি, আরোহণ ; উঠন। ২ । পৃষ্ঠে আরোহণ সওয়ার হওন। প্র—“চড়নের ঘোড়া জোড়া রাজআভরণে ৷”—ঘনরাম ৷৷ ৩ ৷ বৰ্দ্ধন ৷৷ ৪ ৷ প্রসাধন : জড়ন ; খচিত করণ : mounting. স্বর্ণকারদিগের ভাষায় রসান ; অলঙ্কারে রং ধরাণ । চড়নদীর ( চড়োনা ) { চড়ন (দ্রঃ)+ স্থা—দার (কর্ত) ] বিণ. যে চড়ে ; আরোহী। প্র—“হাতিয়ার বোঝাই দুই একখানা কিস্তি ঘাটে আসিয়া লাগিয়াছে। তাঁহাতে একজন ইংরেজ চড়ন্দার ।"–চন্দ্রশেখর ৷ ২ ৷ যে অলঙ্কারাদিতে রঙ্গ চড়ায় ; রসানকারী । বি, চড়নদারি। o চড়বড় (চড় বড়, ) শব্দাত্মক ] অ’ অনুকরণ শব্দ , ভাজন খোলায় ধান চাল ভাজিবার শব্দ : থই ফুটিবার শব্দ ; অল্পজলে চুনা মাছ লাফাইবার শব্দ। ২। খই ফোটার মত কথা ফুটবার শব্দ। প্র—ছেলেটা চড়বড় করে বকে গেল যেন মুখে থই ফুটতে লাগল। (দ্রঃ-মৃদুশব্দে–চিড়বিড়, মৃদুতর শব্দে– চুড়বুড়, চুড় বুড় । চড়া (চড় ( চর দ্র: ) +অ) ( অস্ত্যৰ্থে ] বি, পুলিন ; নদীগর্ভে পলি পড়িয়া দ্বীপের মত যে স্থান গঠিত হয়। নদী গর্ভস্থ নবগঠিত শুষ্কভূমি নদী মধ্যে ভূভাগ। প্র—“স্বরধুনী আদ-মরা বুকেতে পড়েছে চড়া।”—ঈশ্বরগুপ্ত। ২। [চড় শব্দ হইতে ] গুণ ; ধমুকের ছিল । প্র— “যৌতুকের বাশে দিল মরগার চড়া।”— কবিক । চড়া ( ) (হি-চীন ] ক্রি, উপরে উঠা ; আরোহণ করা । প্র—“জজেব জঙ্ঘ দিয়া চড়া পায়েতে ছাদিয়া বাশের উপর চড়ে "— চণ্ডীদাস। ২। উপরে পড়া ; আক্রমণ করা। ৩। বৃদ্ধি পাওয়া। প্র-দমি চড়া । ৪। ক্রুদ্ধ হওয়া ; রাগা। উ-পু-চড়ি(চোড়ি) ; ম-পু—চড়। প্র-পু—চড়ে। ণিজন্ত-চড়ান ( নো ) । উ-পু—চড়াই। ম-পু-চড়াও । थ-भू-5प्लांग्र । बि, फ्रष्क्लॉनेि-७कठ হওয়া। মাথায় চড়া—অত্যন্ত আবদারে হওয়া ; প্রশ্ৰয় পাওয়া। বুকে চড়া— আক্রমণ করা । চড়া (চ) { সং—চও ] বিণ. উদ্ধত ; উগ্ৰ । প্র—চড়া মেজাজ ৷ ২ ৷ তীব্র ; তীক্ষ ; তেজল। প্র—চডা ঝাল। চড়া রৌদ্র । ৩ । বন্ধিত : অতিশয় : অত্যধিক ৷ প্ৰ—চড়া দাম । সদেশের বাজার বড় চড়া । ৪ । টক্টকে। প্র—চড়া রং । ৫ । উচ্চ । চড়া [ চাড়া দ্রঃ । চড়া—আরোহণ অর্থে ] ৰি, টান ; আকর্ষণ : ধনুকের গুণ বা ছিল ধনুকের হলে সংলগ্ন করিবার কালে আকর্ষণ । প্র—“চড়া দিতে এখনি হবেক চারিখান।" —ধ-ম (মাণিক ) । চড়া (চ, ) (প্রাদে ] বি. প্রশ্ন। প্র—চড় উতাঁর। চড়া উতার, উতোর—কৰি বা গম্ভীরার গানের সওয়াল জবাব । চড়া—বি, রন্ধন বা পাকের পর যে অতিরিক্ত চোয় বা জ্বলা তেল, ঘি পড়িয়া থাকে । চড়াই (চ, ) { সং–চন্ধু (গমনে) এবং আ –झर् (निम्न श्रेष्ठ प्लेक भन्न) य३ श्लब মিশ্রভাব হইতে হি-চান| ( আরোহণ করা ) ; হি–চড়াই । বাং—ঢ়=ড় । বিপরীতে—উৎরাই ] বি, উদ্ধগমন ; উঠ । ২ । উচ্চতা ; উন্নতি । ৩ । উদ্ধপথ ; uphill. প্র—এক এক পাহাড়ের চড়াই চড়িতেই প্রাণ ষেন বাহির হইয়া যায় । ৪ । प्रें ज: । চড়াই-উৎরাই—উন্নতি, অবনতি : উদ্ধগমন পথ ও অধোগমন-পথ । উৎরাই দ্রঃ । প্র—“অনেকগুলি চড়াই ও উৎরাই অবলীলাক্রমে অতিক্রম করিয়া অপেক্ষাকৃত পরিসরক্ষেত্রে আসিয়া উপনীত হইল ।”—মানসী । চড়াইভাতি— চড়ুই জ: | চড়াও, চড়াউ [ গ্রা-উচ্চারণ ভেদে– চড়োয় ] বি, আরোহণ ৷ ২ ৷ আক্রমণ । বাড়ী চড়াও—বাড়ী আক্রমণ । চড়াচড়ি । চড় ( ঐ ) +আ+চড়+ই ব্যাপ্তার্থে, দ্বিত্ব ] ক্রি, চপেটাঘাত শব্দ । ২ । পরস্পর চড় প্রহর । - চড়াৎ-জ, অমুকার শব্দ ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।