পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাট ৪ । অভ্যাস । চাট ধরা, চাট পড়া, চাট লীগ| [হি-চাট পড়ন ] বি, অভ্যাস জন্মান। ২। ক্টোক হওয়া : লালসা হওয়া । চাটন (ন) [ ংি—৮াটুন ] বি. জিহাদ্বারা রসাস্বাদন । চাটনি, চাটুনি (টু) [ ফু-চার্টুনি (স্বাদ গ্রহণ)=হি-চট্রনী ; চাখির চাখিয়া ও চাটিয়া খাইবার উপযোগী বলিয় ] বি, অম্লমধুর লেহ্ন ব্যঞ্জন ; মধুর রসক্ত খাটাই। ২। স্বাদবর্ধক ব্যঞ্জন । ৩ । [ চাট (দ্রঃ) করিবার মত । গ্ৰী ] গ্রাস। প্র—তাহাকে চাটনি করিয়া ফেলিবে । চাটা t হি-চাটুন ] ক্রি, জিহ্বা দ্বারা গ্রহণ করা ; লেহন করা । প্র—“আসি রোজ রোজই শ্বেত পাদযুগ চেটে ।”—দ্বিজেন্দ্র রায় । চাটচোটি-পরম্পর পরস্পরকে লেহন। গা চাটাচাটি-পরম্পরের মধ্যে গাত্র লেহন ; তাহা হইতে আল্পীয়তা। পা চাট। —পদ লেহন করা : তোষামোদ করা । পাত চাটা—উচ্ছিষ্ট ভোজন করা : পরের অনুগ্রহ বা প্রসাদভোজী। চাটা-পোছা —লেহন ও মার্জন : এমনভাবে লেহন করা যে চিহ্নমাত্র না থাকে । চাটাল, চটাল ( চাচালো, চ্যাটালে ) [ চপেট হইতে চাপটা-চাটা । হি-চাটা ( চাটা ) +আল ( বৃালা—যুক্তার্থে) অথবা চাটা ( চাটাই ) +আল ( সাদৃষ্ঠে ) — চাটাইয়ের মত বিস্তুত ] বিণ, বিস্তুত : চওড়া । চাটি হি–চট্টn=নাশ ; চট্=ধ্বংস] ধ্বংস ; উৎসন্ন। প্র—“করে ভিটে মাটি চাটি সার” —ঈশ্বর গুপ্ত । চাটিম ( ) (চাটগাম (চট্টগ্রাম জাত মৰ্ত্তমান। তুল—ঢাকাই মৰ্ত্তমান] বি, মৰ্ত্তমান কদলী ভেদ । চাটু [সং–চাটু প্রাকৃ—চটু বাং–চাটু, চট্‌ ( ক্রোধ, ভেদ করা ) +উ (করণে) যাহা দ্বারা ক্ৰোধ বা ভেদ জন্মায় ] বি, পুংরী, স্তুতিবাক্য ; তোষামোদ ৷ ২ ৷ মিথ্যা-প্রিয়বাক্য । ৩ । স্তোকবাক্য : আশার কথা । প্র—“পুন: দরশন লাগি কত চাটু বোলে"—চণ্ডীদাস । চাটু। চট্ট (বৈদ্যকে)। চাটাল পায় বলিয়া চাটু। তুল—চিটুকাল, চটাল ] বি, চাপট ৰ চেটোর আকৃতি লৌহ বা মুক্তিকানিৰ্ম্মিত পাত্রবিশেষ। প্র—“চাটু যেন নাহি জানে পিষ্টকের স্বাদ ।"—কাশী-মহা-সভা । চাটুকার (র) [ চাটু ( স্তুতিবাক্য) কার—ত্ব ( করা ) +অ (কৰ্ত্ত—অ1 ) ] বিণ। অপরের প্রীতির জন্ত মিথ্যা-প্রিয়বাক্য-কথক ; তোষামোদকারী ; খোশামুদিয়া । ○○○ চাটুজ্যে, জ্যা (চাটুজজে, জজ্যা) [চট ( চট্টোপাধ্যায় ) + জ (জাত )—আ (ইআ । তুল=কনোজিয়া ) ] বি, বাঙ্গালী ব্রাহ্মণের উপাধিবিশেষ ; চট্টোপাধ্যায় ; ইং (অক্ষরান্তরীFHC-i ) chatterjea,—ee,–ji. এইরূপ বাড়ুযে মুখুজে । চাটুতি (, ) চোটতি, চাটতি রূপও দেখা যায় ] বি—চট্টোপাধ্যায় ; চাটুজ্যে দ্রঃ । চাটুবাদ (५) [का ( थिग्न) बांम { बांकी, বচন )—কৰ্ম্মধা ] বি, পুং, পরের সন্তোষার্থ অনুচিত প্রিয়বাক্য ; কাহারও প্রীতি উৎপাদন এবং তদ্বারা তাহার অনুগ্রহ লাভার্থ বা স্বার্থসিদ্ধির উদ্দেষ্ঠে তাহার মনোরঞ্জনকারী মিথ্যা বা অতিরিক্ত প্রশংসা : তোৰামোদ । চাটুবাদী [ फ्रांहूँ+दान-वन् (बल) +इंन् (कर्द्ध-विन्)=बन् िsभl sव, शेर्ष त्रे, ন লোপ ] বিণ, চাটুভাষী ; তোষামোদকারী। চাটুক্তি । চাটু ( প্রিয় )+উক্তি-কৰ্ম্মধ। ] বি. স্ত্রী, চাটুবাক্য ; অনুচিত অতিরিক্ত প্রশংসা ৷ ২ ৷ কপট স্তুতি । চাড় (ড়, ) { সং—চেষ্টা-চাট (দ্র: ) ] বি, কোন ভারি বস্তুর উৎখাত বা তুলিয়া ফেলিবার জন্য বঁাশ প্রভূতির দ্বারা বলপ্রয়োগ। ২। প্রযুক্ত বল বা জোর। ৩ । উৎসাহ ; চেষ্টা : চাইড় দ্রঃ । প্র—"রূপ নাই, যৌবন নাই, ধন নাই তোর ৷ বুড়া ভাঙার ধর্ব কেনে চড়ি কেন্দেছে মোর ॥”—শিবায়ন । "চাড় পড়িলেই ফিকির বেরয়”—টেকচাদ । চাড়া [ চড়াও বলে । চাড় দ্রঃ । উৎখাত হইতে উপর দিকে তোলা । হি—৮ঢ়াই ] বি, উত্তোলন ; উচ্চ বা উদ্ধ করণ। প্র— “গরবেতে গোপে দেন চাড়া"—ঈশ্বর গুপ্ত । ২ । জ্যা আরোপণ ; ধনুকের ছিল পরাণ । প্র—"বাণধুড়ে রাক্ষসে ধনুকে দিয়া চাড়া" —কৃত্তিবাস । ৩। চাড় : চেষ্টা । এই অর্থে চাইড দ্র: ৪। খুটী : অবলম্বন ; ঠেকনা । প্র-বাশের চাড়া দিয়ে ছাদ বজায় রেখেছে : না হলে এতদিন পড়ে যেত । চাণক্য (চানোকে ) { চণক (মুনিবিশেষ) +য (যণ– অপত্যার্থে) ] বি, পুং, চশকমুনির পুত্র ; তীক্ষুবুদ্ধি পণ্ডিতবিশেষ . বিষ্ণু গুপ্ত । নন্দবংশের উচ্ছেদকারী ও সম্রাট চন্দ্রগুপ্তের মগধসিংহাসনাধিকারের মূল ও উহার মন্ত্রী। ২। ক্লী, গ্রন্থবিশেষ । চাণক্যনীতি —চাণক্য-উদ্ভাবিত রাজনীতি । চাণকাশ্লোক—চাণক্য সঙ্কলিত নীতিবিষয়ক পুস্তকের পদ্য বা বচন । চাণুর, চানুর (র) বি, পুং, দৈত্যবিশেষ । কৃষ্ণ কর্তৃক ধনুর্ধঞ্জকালে নিহত রাজা কংসের চাতু মল্ল। চাণুরমর্দন, সূদন ব্ৰজচাণুরমরদন চাকুদৈত্যনাশক। এ— ‘চারমরদন তুর্থ বনমালী।”—বিদ্যাপতি। চাণ্ডাল (ল) [ চণ্ডাল+অ (স্বার্থে, অ৭, ) ] वि, शू९, निषांम ; फँiप्लांल । २ । ३७ब्र : অশিষ্ট। স্ত্রী, চাণ্ডালী । চাণ্ডালী চেণ্ডালী দ্রঃ। ] কি নিষাদ স্ত্রী। ২ । বি৭, ভীষণা ; ভীম । চাতক ( ) {চত, (বাচ এণ করা)+জক ( কৰ্ত্ত) যে মেঘের নিকট জল প্রার্থনা করে (কবি প্রসিদ্ধিতে ) ] ৰি, পুং, চাতক পার্থী ; coccyster ; pied-crested. cuckoo. পৃথিবীর প্রায় সৰ্ব্বত্রই চাতক দৃষ্ট হয়। চাতকের ঠোট খুব ছোট, ডানা কাস্তের মত ; পুচ্ছ দীর্ঘ ও পা হ্রস্ব, পুচ্ছের শেষ পালক দুটা দুই পাশে সন্ন্যাসীদের সরুমুখ চিমটার আকারে থাকে ; ঐ দুটা প্রায় ৭/৮ ইঞ্চি লম্বা হয়। পালকের বর্ণ কালো, বেগুনে, ধূসর মিশ্রিত, বুক পেট লালাভ শাদ । নানাজাতীয় পতঙ্গ ইহাদের প্রধান খাদ্য। মেঘ করিলে ইহারা বহু উদ্ধে উঠিয়া “ফটক জল" এইরূপ শব্দ করিতে থাকে। এই অনুকরণ শব্দ হইতে চাতক মেঘের নিকট জল চাহিতেছে এবং মেঘের জল ব্যতীত চাতক অস্ত জল পান করে না, কবিগণ কর্তৃক এইরূপ কল্পিত প্র—তুধিত চাতক নব জলধরে মিলিল, ভুলিল চকোর চাদে ।”—চণ্ডীদাস। স্ত্রী, চাতকী, চাতকিনী। প্র—“চাতকী আমি সজনি, শুনি জলধর ধ্বনি, কেমনে ধৈর্য ধরি থাকিলো এখন ?”—ত্ৰজাঙ্গন৷ কাব্য। "যথা চাতকিনী কুতুর্কিনী ঘন দরশনে "—বাসবদত্ত । চাতর ( চাতর, চাতোর ) { হি–চাতর= বিস্তৃত জাল, বড় ফাদ ] বি, ফাদ ; চক্ৰ । ২ । চাতুরীজাল : কৌশল ; ফণী। প্র— "হায় প্ৰভু কোটালের পড়িলে চাতরে”— ভারতচন্দ্র । ৩ I { সং—চত্বর ] চত্বর । ৪ । হাট : বাজার। প্র—“ফুল্লর পসরা করে নগর চাতরে"-কবিক । ৫ । [ হাট হইতে বহু জনাকীর্ণ স্থান ; হাটের চৌমাথা ; চক । প্র—“শেষে চাতরে কি ভাঙ্গবো হাড়ি" —রামপ্রসাদ । ৬ । নদী খাল প্রভৃতির গর্ভভূমি : জলাশয় গর্ভস্থ সমতল ক্ষেত্র। চাতাল (ল) {চত্বর হইতে ] বি, উপৰেশন উপযোগী, অনাবৃত, প্রস্তরাদিদ্বারা বাধান স্থান ; বিস্তৃত সোপানপঙক্তি ; শান । চাতুর (র) চেতুর+অ (অপ-সম্বন্ধে)] বি, চারিজনকে বহন করিবার মত শকট বা #" ; four seated carriage. R T Colfo বালিশ।