পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৬৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছোট ছোট লোক। ৩। কনিষ্ঠ । প্র—এইটী আমার ছোট ছেলে । ৪ । বিনয়াবনত ; নম্র । প্র— "বড় হবে ত ছোট হও।” এ । বেঁটে ; থাটো ; নত। প্ৰ—“অতি বাড় বেড়ন ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়ে না ছাগলে মুড়াবে।” ৬। কি, দৌড়াও । স্ত্রী,ছোট (হি) তুচ্ছার্থে ছোটুকী, ছুটকী। ছোট কাকা–কনিষ্ঠ পিতৃব্য। স্ত্রী, ছোট কাকী। ছোট কথা-তুচ্ছ কথা। ছোট কাজ–সামান্ত কাজ, নীচ কাজ। ছোট ঘর-ক্ষুদ্র প্রকোষ্ঠ। ২। নীচ বংশ : নিকৃষ্ট কুল। ছোট ঠাকুর-গুড় শ্বশুর। ছোট ঠাকরুণ— গুড শাশুড়ী। ছোট ঠাকুর পো-কনিষ্ঠ দেবর। ছোট দাদা-জ্যেষ্ঠ ভ্রাতাদিগের মধ্যে কনিষ্ঠ। ছোট দিদি-বড় ভগিনীদিগের মধ্যে কণিষ্ঠ । ছোট নজর—সংকীর্ণ দৃষ্টি । ২। অমুদারও। ছোট ননদ-স্বামীর কনিষ্ঠ ভগিনী। ছোট মা—গর্ভধারিণী অপেক্ষ বয়কেনিষ্ঠ বিমাতা। ছোট মুখে বড় কথা-অবস্থার অতীত কথা : নীচ ব্যক্তির মুথে মংতের প্রতি অসম্মানের কথা । ছোট মন-সঙ্কীর্ণ হৃদয়। তাত ছোট করা-দানের হস্ত সঙ্কুচিত করা : কুপণত করা। ছোট লোক-নীচ লোক সংকীর্ণ চেত। ছোট থাট—যুদ্র : ধৰ্ব্ব । ছোট মোট—মুদ্র । মোট ছোট'র সহচর শব্দ । ছোট আদালত—ৰি, যে আদালতে ক্ষুদ্র ক্ষুদ্র দেন পাওনার মোকদম নিম্পত্তি হয় ; small cause count. ছোটা (প্রাদে । বরিশালে ছোড়া ] বি, কলা গাছ হইতে সুত্র বা রজ্জ্বর কার্য্য নির্বাহার্থে গৃহীত অংশ ; কলা গাছেৰ পেটের হুত্রের মঠ সুগ্ম অংশ। ছোট ছিটা দ্রঃ ] ক্রি, দৌড় দেওয়া। ২। ছাড়া। ণিজন্ত-ছোটান। ছোটাছুটি —দৌড়াদৌড়ি । ছোটিকা [ ছুটু ( ছেদন করা)+অক (কর্তৃ) আপ—স্ত্রী । বি, স্ত্রী, অঙ্গুলিধ্বনি ; তুড়ি। ছোট্ট (ছে টুটাে t হি—ছোট্টা । উৎকৰ্ষার্থে টয়ের দ্বিত্ব ] বিণ, ক্ষুদ্রতর : বেশ ছোট । প্র—"ছোট্টট গোলাপ জাম মেজো কঁচি মিঠা আম”-–চন্দন । ছোড় (ড) বিণ, ছাড়া : পৃথক ; ছাড়াছাড়ি। | (У У о প্র—“দুটি ভেয়ে ছোড় হয়ে ঘরে যাব কি বলিয়ে।”—ঘনরাম। ছোড়ভঙ্গ--দল ছাড়া : ছত্রভঙ্গ। নাছোড় বান্দ-যে ছাড়িবার বাণ নয় ; যে ছাডে না ; কাইয়া ; একগুঁয়ে। ছাড়ছোড়—বাদসাদ কিয়দংশ পরিত্যাগ । ছোড়ন ( ছোডোন) [ হি—ছোড়ন ] বি, নিক্ষেপ : ক্ষেপণ। ২। বর্জন । ক্রি, ছাড়া । ছোড়না (ড়, ) ( প্রাদে । ছোড়ন দ্র: যাহা আচ্ছাদন স্বরূপ ক্ষেপণ করা হয়। তুল— ঢাকনী, বিছান। } বি, চন্দ্ৰাতপ ; প্রচ্ছদপট । প্র—“শুভক্ষণে ছোড়ন টাঙ্গায় সদাগর” —কবিক । (छ्फुडश्र ( ७ ) [ नर-इजङत्र ] १ि, ৰিশৃঙ্খল। ২। ছত্রভঙ্গ। ৩। দল হইতে ছাড়া ছাডি । ছোড়ল (ড়, ) ( প্রাধে ] বি, ছালনাতল ; স্ত্রী-আচারের স্থান। প্র—“তবে সেই মহাপ্ৰভু ছোড়লাতে গিয়া। দণ্ডাইল পঠোপবি উল্লাসিত হইয়া ॥” –চৈতন্য ভাগবত । ছোড়া (ছে ) কি, ছুড়া দ্রঃ। ছোড়ান (ন) [হি-ছোড়ান্‌] বি, মুক্তি : অব্যাহতি। প্র—"বন্দী দান লৈয়া কৈল সাধুর ছোড়ান।" - কবিক । ২ । [ দ্বার মুক্ত করে বলিয় ]তালার চাবি ; কুঞ্জিকা : ছাড়ানছোড়ান-বি, কোন প্রকারে মুক্তি বা অব্যাহতি । প্র-তাহার হাত থেকে আর ছাড়ান ছোডন নাই । ছোপ (প ) { সং-চুপ-স্পর্শ করা ] বি, বস্ত্রাদিতে চিহ্ন : দাগ। প্র-কাপড়ে মুখ মুছিবার সময় কাপড়ে পানের ছোপ লাগিয়াছে। ২ । লেপ : প্রলেপ । ৩। ছেপ ; নিষ্ঠীবন । ছোপান (নে) [ ছুপ, ধাতুজ। উ-পুছোপাই। ম-পু-ছোপাও । প্র-পু— ছোপায় । অস-ক্রি—ছোপাইতে : ছোপ| ইয়া : ছুপিয়ে ] ক্রি, ছোপ ধরান । রঞ্জিত করা ; রঙ্গ ধরান । ছোবড়া ( , ) { ছিবড়া এ। সং-ছী হইতে ছাল, ছোল ( বরিশালে ছোল ) – ছোব+ড় ( কাঠিন্ত অর্থে) ] বি, ফলের বাহিরের আবরণ যাহার ভিতরে সারাংশ বা শস্ত থাকে ; ফলের বাহিরের অসারাংশ । প্র-নারিকেলের ছোবড়া । ছোবল (ছোবো? [সং-কবল (গ্রাস) হইতে বাং “থাবল”, অর্থ সম্প্রসারণে-নখ-দস্তু|ঘাত : চর্বণ (চৰ্ব্ব অদনে) । গ্রা-চোবল ] বি, R | ছ্যাৎ নখ-দস্তাঘাত : কামড় । ২ । সর্পাঘাত ; সাপের দংশন। প্র—সাপট এক ছোবলেই তাহাকে নিকাশ করিয়াছে। ক্রি, ছোৰলান। ছোবলান, ছুবলান (ছোলানো) ছোবল দ্রঃ। বাংয়-খাবলান, খুবলান, খোবলান। প্র=খুবলে খাওয়া ]ক্রি, নখদস্তাঘাত করা : কামড়ান। প্র-হরিণটাকে সে দিন ছোবলাইয়া ক্ষত বিক্ষত করিয়া দিয়াছে ৷ ২ ৷ সাপে খুবলে খাওয়া । ক্রি, ছোবল । বিণ, ছোবলীন । প্র – সাপে ছোবলানো ঘা ৷ ছোবা—বি, চোপা ; ছোবড়া । ছোবান ( নে) { ছুবান দ্র: ] ক্রি, তাড়া করিতে দেওয়া ; লেলাইয় দেওয়া । প্র-"मां७ छांश् शृश् ५ta c१लन %ांतून । ভিক্ষ নাহি দিল আর ছোবাল কুকুর ॥" -ঘনরাম । [ দ্রঃ – ছোবাল – ছোবাইল ] ২ । রঙ্গান : রঞ্জিত করা । ছোরা [হি ] বি, বড় ছুরি : dagger. ছোল (ল) [সং-চল্লী ] বি, ত্বত্ব : বঙ্গল ; छ्ॉल । ছেলিঙ্গ [ ছাল পুর নেবু বি, বাতৰি নেবু। প্র - "করণ কমলা চোলঙ্গ টাব|” – কৰি কঙ্কণ । ছোলদারি, রী { হি। ইং-shouldari ] বি, ত্রিকোণ র্তাবু ; পাল ; চাকর নফরের বস্ত্র श्रृश्। ছোলন (ন) বি, চাচন। ছোলা দ্রঃ । ছোলা হি-ছোলা ] বি, চণক ; চেনা ; বুঢ়। ছোলা (হি-ছোলা ] ক্রি, চাচা ; তুক মুক্ত করা : ছাল খোলা ৷ ২ ৷ বিণ, ছাল তোলা ; ত্ত্বকমুক্ত ; ছাল ছাড়ান। ৩ । মাজ ; পরিষ্কৃত। প্র- "দাত ছোলা মাজ৷ দোলা হাস্ত অবিরাম।” – ভারতচন্দ্র । ছেলে [ আ-সলাহ ( বন্ধুত্ব—লেহ,)] ৰি, আপোষ। ছোলেনামা-আপোষে বিবাদ মিটাইবার Atălăto ; a deed of compromise. ছোহার| [হি – দুইরি, ছু+আরা=ছোয়ারা। আ—খুরমা ] বি, স্ত্রী, শুষ্ক খেজর খুর্থ। । ছ্যা—আ, ছিছি ; ঘৃণা ৷ ২ ৷ লজ্জা । ছ্যাক—বি, অমুকার শব্দ। ক্রি, ছ্যাক করা। ছ্যাওলী { ছাত দ্র: ] বি, কোন দ্রব্য সেতাইয়া গেলে তাহার উপর সর পড়ার মত যে শাদা ময়লা জমে ।