জ—ব্যঞ্জন বর্ণমালার অষ্টম, চ বর্গের তৃতীয়, স্বল্প-প্রাণ ও ঘোষবান বর্ণ। তালু হইতে উচ্চারিত হয় বলিয়া ইহার নাম তালব্য বর্ণ। জ–সাধারণতঃ গর্জন ও দীপ্তির জ্ঞাপক । ২ । প্রা-বাং-য়, য স্থানে "জ"র ব্যবহার । য দ্রঃ । ৩। অন্য শব্দের পর সমাসযুক্ত হইলে ইহা জাত বা উৎপন্ন এই অর্থ জ্ঞাপন করে । প্র—জলজ, স্থলজ, গোত্রঞ্জ ; অঙ্গজ ইত্যাদি । ৪ । [সংস্কৃত অভিধানে ] বি, বিষ্ণু ; শিব : জনক । বিণ, দ্রুত । বাঙ্গালায় স্বতন্ত্র ব্যবহার নাই । জঅ [ জয় শব্দের প্রা-বাং রূপ ] বি, জয় দ্রঃ । জ অন| [ জনা—জন শব্দের প্রা-বাং-রূপ ] বি, জন : লোক । প্র—"জঅন জাত্রি এ ধৰ্ম্মর মন্দির বেড়িআ চোখ।" —শুষ্ঠ পুরাণ । জই (জোই) [ হি ] ধি, যব সদৃশ শস্ত বিশেষ ; জউ (জে ) { সং—জতু ] বি. লাক্ষা : কীটগালা ; i.e. জউঘর—সং—জতুগৃহ । জওজ (জওজ, ) [ আ—জুওজ,=পতি । বাং-য়, আদা; ভাষা ] বি, স্বামী। জওজে { স্বা—জুওজহ, বা জওজেং,=পত্নী । বাং-য়, আদাঃ ভাষা ] বি, স্ত্রী। জওয়াব (ব,) জবাব দ্রঃ । উত্তর । জওয়াবদিহি--জবাবদিহি দ্রঃ । জওয়াবলজওয়াব [ আ—জবাব-উল্ জবাব ] বি, প্রতিবাদীর উত্তরের উত্তর। জং–জঙ্গ দ্রঃ ৷ ২ ৷ [ প্রাদে ] চার আঁটি শস্ত একত্র বন্ধন । জংলী-–জঙ্গলা দ্রঃ । জক, জীক ( ) যক দ্রঃ । ( কৃ ) জগ জগ দ্রঃ । জকশক, জকসক (জকৃশক্) 1জক—গ জুখ হইতে, শক সাদৃষ্ঠার্থে জগমের মত ]– অ, অত্যন্ত দুৰ্ব্বল অর্থে ; লতাইয় পড়ার ভাব । জকসকিয়া, জক্সকে ( জক্শকিয়া, জক্শোকে ) [ জকশক (দ্রঃ)+ইয়া—জকসকিয়া, ঐওঁ উচ্চারণে জকসকে বিণ, স্বাকৃশ । ২ । [ জড়সড় দ্র: ] জড়সড় ; পতমত । প্র— ধমূকানি খেয়ে লোকটা জকসকে হয়ে গেল । জক্ষম, জক্ষমা (জার্থ) [ জক্ষ (ভক্ষণ করা ) +ম (কর্তৃ, সংজ্ঞার্থে-মন ) ] বি. পুং, *WColo! ; consumption ; phthisis. জখন ( জখোন) [ প্রা-বাং—ঘ=ঞ্জ ] অ, যখন। প্র—“স্বস্ত ভরে ভুক্ষি জখন তুল্যা t : ttS. জ ছিল হাই। তাঁহাতে জনমিলাম আহিন্য নাম উল্প, কাই।" —শূন্তপুরাণ । জখম (জখোম্) { ফু-খুজুম্ ] বি. চোট ; আঘাত : ক্ষত ৷ ২ ৷ বিণ, চোটপ্রাপ্ত : আহত । জখমী (জোথমি) [ ফু—জুথম বিণ. চোটপ্রাপ্ত ; আধাতপ্রাপ্ত : অহিত ৷ ২ ৷ জখম ঘটিত । প্র—জখমী মামলা । জখর (র) [ প্রাদে ] বি, উদরের মধ্যস্থিত গুল্মাকার রোগবিশেষ । জখিআ ( জোথিয় ) [ প্রা-বাং ] ক্রি, জোখা দিয়া : পরিমাণ করিয়া : মাপিয় । প্র--- "কাটআ ছিড়িআ মাপিয়া জথিআ সাত হাণে হইল পোতা ।" —শুষ্ঠপুরাণ । ऊ* [ श्-िअ५ । म२-छ१९ । थ|-बार ] दि, জগৎ । প্র—“জগভরি কলঙ্ক রহিল চির দিন” —চণ্ডীদাস । “জগমাহা উপমা করই ন পাই”—পদাবলী । জগচ্চক্ষুঃ (জগচ্চোপু)[জগৎ চক্ষু। জগতের চক্ষু: ( চক্ষুঃস্বরূপ ) ৬ তৎ ] বি, পুং, স্বৰ্য্য। জগজগ (গ, গ) ছি—দগ,জগ ! অ, অমুকার শব্দ । ২ । অত্যুঙ্খলতা : জলজল দৃশ্য । বিণ, জগজগা, জগজগে (জগঞ্জোগে)— ঝকঝকে : জ্বলজ্বলে । জগজগা, গে [ হি } বি, পিতলের সুগাপীত : রাঙ্গতার পাত । জগজগান (নো ) { হি–জগজগান ] ক্রি, জ্বলজ্বল করা : ঋক্লক করা । s জগজন ( ) ( জগজন দ্র: ] বি, জগতের লোকজন। প্র—“জগজনরঞ্জন”-পদাবলী । জগজ্জন ( জগোজ জেনি) [ জগৎ+জন । জগতের জন—৬তৎ] বি, পুং, জগতের লোক । জগজ্জননী | জগৎ—ঞ্জননী, ৬ তৎ ] বি, স্ত্রী, জগদম্বা ; পরমেশ্বরী । জগঝম্প (জগোঝম্প ) { সং—শব্দীমুকারাত্মক ] বি, বৃহৎ আনদ্ধ যগ্রবিশেয ; - প্রাচীন রণবাদ্য। জগৎ [গম্ (গমন করা ) +ক্ষিপ ( কৰ্ত্ত ) যে গমনশীল যাহা নিয়ত ঘূর্ণমান। নিপাতনে গমূ=জগ-অস্তে—অৎ ] বি, ক্লী, লোক ; छूदन ।। २ । वित्र : डक७ । ७ । शृषिरी । 8 । नन्नैौब्र । * । ५९, बांबू । ७ । वि१, অস্থায়ী : জঙ্গম । জগতি (জগতি ) ( প্রাদে ! ৰি, সিংহাসন। প্র – “নানা রত্বে নিৰ্মাণ করিল জগতি ।” -करिक । জগতী (জগোতি) । জগৎ+ঈপ—ী ] ৰি, স্ত্রী, ভুবন । ২। পৃথিবী। ৩। যাবতীয় লোক । ৪ স্বাদশাক্ষর ছন্দোবিশেষ । জগতীতল-ভূতল : পৃথ্বীতল পৃথিবী। জগৎকৰ্ত্তা [ জগতের কৰ্ত্ত (কৃ—করা +ভূ, कर्र-शुष्,=+ख्नु-sभ. ०२) ७९] पि, পুং, ঈশ্বর | জগৎকারণ ( —রোন) [ জগতের কারণ, ৬ তৎ ] বি, ধিশ্বসৃষ্টির নিদান ; পরব্রহ্ম । জগৎপতি ( জগোংপোতি ) { জগতের পতি, ৬৩২ ] বি, পুং, জগদীশ্বর ৭ জগৎপাত, জগৎপিতা | জগৎ—প ( পালন করা ) + ( কৰ্ত্ত—তৃ, ) =জগৎ পাতৃ ১ম, ১ব, পা=পি (নিপাতনে) ৬৩২ ] বি, পুং, জগদীশ্বর । জগৎপালক ( ) / জগতের পালক-- ৬তৎ ] বিণ, জগৎপাত ; পরমেশ্বর । জগৎপ্রাণ (ন) [ জগতের প্রাণ, ৬৩২ ] বি, পুং, বায়ু: সমীরণ : বাতাস । প্র— "বিষবৃষ্টি জ্ঞান কোকিল গান। হরে মোর প্রাণ জগৎপ্রাণ ॥"—কধিক । জগৎসংসার (—শংশার্) ( জগৎ-সংসাৰ ] বি, অখিল জগৎ : বিশ্বব্ৰহ্মাও । জগৎসাক্ষী ( জগৎশাখি ) { জগতের সাক্ষী, ৬ তৎ ] বি, পুং, যিনি জগতের সমস্ত বৃত্তান্ত সৰ্ব্বদা প্রত্যক্ষ করিতেছেন ; যে ৷ ২ ৷ পরমেশ্বর । জগৎসেতু ( - শেঙু) জগতের সেতু, ওতৎ ] বি, পুং, জগতের নিস্তারহেতু-স্বরূপ ঈশ্বর । জগদম্বা, জগদস্বিকা ( জগদোবিক ) [ জগতের অস্বা, অম্বিকা ( মাত ) অস্ব +ক -আপ, আ =ই বি, স্ত্রী, জগজ্জননী ; জগৎপালিকা : দুর্গা । জগদল, জগদল (ল [ জগৎ-দল (দলন করা ) + অ (কৰ্ত্ত— আচ, ) ] বি, পুং, জগৎ দলনকারী ; পরমেশ্বর ৷ ২ ৷ গুরুভার পাথর । প্র – “বামপদে ঠেলিল পাষাণ জগদল ॥" -কবিক। “বুকের উপর যেন জগদ্দল পাথর চাঁপান আছে।” – সনাতনী । জগদাত্মক (জগদাহুৰ্তক্) ( জগৎ+আত্মকজগৎ হইয়াছে আত্মা যাহার, বহু—সমাসে ক ] বিণ, জগন্ময় : বিশ্বরূপ। স্ত্রী, জগদাত্মিক । জগদীধার ( ) [ জগৎ +আধার, ও তৎ ] বি, জগৎ র্যাহাতে প্রতিষ্ঠিত ; জগৎপাত ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৬৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।