পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৬৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জতু জতুমণি (জেতুমেনি)। আয়ুৰ্ব্বেদীয় পরিঃ] ৰি, জড়ল । জতুক। ২। গাত্ররোগবিশেষ। MIGR*VUISজতুরস (জেতুরশ) (জতুর রস, ৬তং ] सेि, পুং, যাবক ; আলত । জক্ৰ ( জোৎক্র ) [ জন (উৎপন্ন হওয়া ) +র ( কৰ্ত্ত সংজ্ঞার্থে) ন=ত, ] বি, ক্লী, উভয় •ोर्वश् कु%ष्ट्रि । জন (জোন্‌) { জন (জন্মান)+অ ( কৰ্ত্ত— সংজ্ঞার্থে–আচ, ) ] ৰি, পুং, লোক ; ব্যক্তি । প্র—“পরিশ্রান্ত জনে প্রভু লয়ে যাও সংসার সাগর পারে”—রৰি ৷ ২ ৷ শ্রমিক : মজুর ঃ যে দৈনিক বেতনে অন্যের কৰ্ম্ম করে। প্র-- "উত্তর দেশের জন, আইসে যেন দানাগণ, শতেক জনের আগুয়ান । * * * * * দক্ষিণ দেশের জন, আইল নাম বিকৰ্ত্তন, পঞ্চশতজনের অধিকারী। পশ্চিমের বেরনিয়া, আইল দাফর মিয়া, সঙ্গে তার জন দুহাজার ।” –কবিক । ৩ । মানব ; মানুষ। প্র—“তোমার চরণ করেছে বরণ নিখিল জন।”—রবি । ৪ । অমুর । ৫ । মস্তলোক ; মুরব্বি (বিদ্রুপে ) । প্র— তুই যে এক জন হয়ে বসেছিল। এ । পুরুষ । কৃতী বা সামর্থ্যবান জীব । প্র—“তোম৷ বিনা সষ্ট রাপে নাহি হেন জন ।”—মহাকাশী । ৬। ( জন ) [ পুরাণে ] জনলোক : সপ্তলোকের অন্ততম ভুবন মহলোকের উপরি স্থিত লোক, এখানে ব্রহ্মার মানসপুত্ৰগণ ও উদ্ধরেত ঋষিগণ বাস করেন। ৭ । প্রাণী ; যোনি ; অধিবাসী। প্র—“দেখিতে চলিল যত ত্ৰৈলোক্যের জন”—মহা-কাশী । ৮ । জনসাধারণ : নরনারী : স্ত্রীপুরুষ । প্র— "কুম্ভকৰ্ণ মৃত্যুবাৰ্ত্ত করিয়া শ্রবণ। ক্ৰন্দন করয়ে যত লঙ্কাবাসী জন ॥"—কৃত্তিবাস। ৯। সমূহ। প্র—“গোপবধুজন” ; “গোপীজন-বল্লভ '-বৈ, পদ সা। জন খাটান—মজুর দ্বারা কাজ করান। জন লাগান—মজুরকে কাজে নিযুক্ত করা । জনক ( ) [ জন+ণিচ,=জনি (জন্ম দেওয়া) +অক (কর্তৃ—সংজ্ঞার্থে) ] বি, পুং, যিনি জন্ম দান করেন • জন্মদাতা ; পিতা ৷ ২ ৷ বিণ, যে উৎপাদন করে ; উৎপত্তির হেতু । উঃ পাদক । জনক ( ) বি, পুং, মিথিলার স্বনামপ্রসিদ্ধ রাজা । মিথিল ও বিদেহ ইহার নামান্তর। জনকবংশ– জনক রাজার বংশ । জনক-জননী (কৃ) বি. পিতামাতা ; বাপমা । জন্মদাতা ও জন্মদাত্রী । জনক-জননীজননী—ধরিত্রী ; পিতৃমাতৃগণের জন্মদাত্রী : জন্মভূমি। প্র—“অরি নির্মল স্বৰ্যকরোজ্জল १ब्रáी, खनक-अननौ-छननौ !”-क्रब्रनिक । | や〉(t জনক-ঝিআরি ( প্রা-বাং ] সীতা । প্র—জার জেবা আছে মান দেৰত ৰৈসে স্থানে স্থান পরিসএ জনক-ঝিমারি "— শৃষ্ঠপুরাণ । জনক তনয়া ( ) [ জনকের তনয় (কস্তা ) ৬তৎ ] বি, স্ত্রী, জনকাল্পজা ; জনকদুহিতা ; জনকমুতা : জানকী : বৈদেহী : সীতা : মৈপিলী । জনকতা [ জনক +তা ( ভাবে ) ] বি, স্ত্রী, হেতুত্ব : নিদান ৷ ২ ৷ উৎপাদকতা : উৎ পাদিক শক্তি । জনকনন্দিনী (কৃ, নো) বি. স্ত্রী, জনক রাঞ্জার কস্তা : সীতাদেবী । জনচক্ষুঃ ( চাক্‌পু) ( জনের চক্ষুঃ (চক্ষুর স্থায় প্রকাশক) ৬৩২ ] বি, পুং, লোকচক্ষু: ; স্বৰ্য্য। জনতা ( জনোতা ) [ জন ( বহুজন ) +৩ ( সমূহার্থে ) ] বি, স্ত্রী, বহুজনের একত্র সমাবেশ ; ভিড় । ২ । মনুষ্যত্ব । [ বিরল ] ! জনদেব ( জনোদেব, ) (জনের দেব–৬৩২ ] বি, পুং, রাজা । ২। মিপিলার রাজ : জনক | জনন (জনোন) [ জন শিচ,=জনি ( জন্মদেওয়) + অন (ভাবে-অনটু ) ] ধি, জন্ম : উৎপত্তি। ২। জাতকৰ্ম্ম । সংস্কারবিশেষ । ৩ । [ অধি—অনটু ] বংশ ; গোত্র । ৪ । [ य° - श्रन ] खग्र श्म पांश् श्ठ : পরমেশ্বর । ৫ । [ কর্তৃ—অনটু ] জনক । { বিরল ] । জননবিপৰ্য্যায় ( জনবিপোবুজায়, ) ( জীব বিঃ পরিঃ ]বি, পুরুষ-পরম্পরা ; পুরুষপ্যায় ; alternation of generation. জননাশোঁচ (জননাশোঁচ) { জননের অশৌচ —৬ তং ] বি, ক্লী, সস্তানাদির জন্মজনিত অশৌচ ৷ জননি ( জনোনি) [ জন ( জন্মান ) +অনি ( ভাবে ) ] বি, স্ত্রী, জন্ম ; উৎপত্তি ৷ ২ ৷ [ অধি—আনি ] জন্ম হয় যাহাতে ; বংশ : গোত্র । জননী ( জনোনি ) { জন+ণিচ,=জনি (জন্মদেওয়া ) + অন (অধি—অনট) যাহাতে পিতা কর্তৃক জন্ম দেওয়া হয়=জনন—ঈপ, স্ত্রী ] বি, স্ত্রী, গর্ভধারিণী ; মাতা ; প্রস্থতি ৷ ২ ৷ উৎপাদিক । ৩। জন্মস্থান ; জন্মভূমি। প্ৰ —“বঙ্গ আমার জননী আমার”—গান । ৪ । যুধিক । মঞ্জিষ্ঠ ॥ ৬ । গন্ধদ্রব্যবিশেষ । জননীয় ( জন অনীয় ] বিণ, জননযোগ্য : উৎপাদনের উপযুক্ত । জনপদ, জনপদ ( ) [ জনের পদ, পাদ (স্থান )—৬তৎ ] বি, পুং, লোকজনের বসতি স্থান ; লোকালয় । ২ । লোক । জন জনপ্রবাদ ( জন প্রোবাদ ) [ জনের প্রবাদ– ৬তৎ বা জন কর্তৃক প্রবাদ—৩তৎ ] বি. পুং, (लांकvअन्छब्रांश यांश् छख श्म ; खनवस ; জনশ্রুভি । ২ । লোকাপবাদ । জনপ্রিয় ( জনপ্রিও) [ জনের প্রিয়–৬৩২ ] বিণ, লোকবৎসল : লোকপ্রিয় ; জনসাধারণের অনুরাগভাজন । জনবহুল (বোইল) বিণ. বহু জনসমাকুল ; জনাকীর্ণ। জনবাদ ( ) ( জন ( লোক )—বাদ ] ৰি, জনপ্রবাদ দ্ৰ: | अनङ्गग्निर्छ (बनई३५GI) [ अन—इछि ( বহুল ) যেপানে--বং ] বিণ, জনবহুল ; লোকবহুল । জনম [ সং—জন্ম শব্দের পদ্যে কোমলকপ ] বি, জন্ম। প্র—"জনম অবধি হাম রূপ নেহারমু নয়ন না তিরপিত ভেল "–চণ্ডীদাস । জনমানব (ব, ) ( জন (একজনও এই অর্থে) মানব (লোক, স্ত্রী বা পুরুষ ) ] বি, একজন মনুষ্যও : কোনও লোক । জনমানবহীন (ব, হিন) [ জনমানবাব হীন, ৩ তৎ ] বিণ, জনশূন্ত ; নিক্সন। জনমেজয়—জন্মেজয় দ্রঃ । জনয়িতা ( জনোইত ) ( জন+শিচ,=জনি ( জন্মান ) +তু (কর্তৃ—তৃচ )= জনয়িত্ব ১ম, ১ব ] বি, পুং, যিনি জন্মদান করেন ; পিতা ; জনক। স্ত্রী, জনয়িত্রী-বি, মাত ৷ ২ ৷ বিণ, উৎপাদিক : উৎপাদয়িত্ৰী । জনরঞ্জন [ জন-রঞ্জন ] বিণ, সকল লোকের মনোরঞ্জনকারী ৷ ২ ৷ বি, লোকের চিত্ত হরণ । জনরব ( জনোর ) [ জনের রব (শব্দ ), ৬তৎ ] বি, পুং, কিংবদন্তী ; জনপ্রবাদ ; জনশ্রুতি : লোকের মুথে যে কথার রটনা হয়। প্র—"ঞ্জনরব বিষধর পাইয়াছি নিরস্তুর । মিলন অমিয় পানে এবে বেঁচে আছি ॥”—নিধুবাবু ( বাং গান )। "সহস্রশীষ জনরব এখনও যে সম্বন্ধে নীরব !"—বসুমতী, ১৩১৮৷২৭ এ মাধ। ২ : বহুলোকের কোলাহল ; লোক সমষ্টির কলরব : জনতার রৰ ; লোকজনের কণ্ঠধ্বনি । জনলোক ( ) ( জনের লোক (ভুবন ) ৬তৎ ] ৰি, পুং, মহলোকের উপরিস্থিতলোক । এই স্থানে উদ্ধরেতা ঋষিগণ এবং ব্ৰহ্মার মানসপুত্ৰগণ বাস করেন । ২ । বৰ্ত্তমান চীন । জনশূন্ত (শুনুন) বি. জনহীন ; নির্জন। জনশ্রত (জনঃক্ৰত) [ জন—শ্রত] বিণ, প্রসিদ্ধ ; লোকবিখ্যাত ৷ ২ ৷ লোকপরম্পরায় শ্রুত । বি, জনশ্রুতি ।