পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৬৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জপি ক্রি, জপ করান। ২। মুখস্থ করান । ৩ ক্ৰমাগত মগ্নণা বা পরামর্শ দেওয়া । জপিত (জোপিতে) {জপ,+ত ( কৰ্ম্মে—ক্ত ) বিণ. যাহা জপ করা হইয়াছে ; পুন:পুন: পঠিত । জপ্য (জোপপে ) { জপ, (জপ করা)+য (কৰ্ম্মে) ] বিণ, জপনীয় ; যাহা জপ করা হয় । ২ । [ ভাবে—য ] জপ । জবজব (জবজব) শব্দায়ক । কোন বস্তু কোন তরল পদার্থে সিক্ত হইয়া কোমল হইলে সামান্ত আঘাত পাইয়া জবজব, এইরূপ শব্দ করে ] ক্রি-বিণ, বিলক্ষণ ভিজাইয়া ; অভিষিক্ত করিয়া । প্র—“নাড়াচাড়া দিয়া ভাজে ঘুত জব জব”—ঘনরাম। বিণ. জবজবে (জব, জোবে ) ! জবড়জঙ্গ,–জঙ্গী (—ড়,-জং, জেংগি) [ জাবড় দ্র: ) জঙ্গ ] বিণ. অসুন্দর বা অপরিপাটিরূপে বিস্তর কাপড় চোপড়ে জড়িত বেষ্টনে ভারাক্রান্ত ৷ ২ ৷ জড়ভরত । জবন (ন) [ জু4অন ( ভাবে-অনটু ) ] বি বেগ। ২। [ কওঁ—অন ] বেগবান অৰ্থ। ৩। বিণ, দ্রুতগামী : বেগবান। ৪। যবন দ্রঃ । স্ত্রী, জবনী—যবণী দ্রঃ। জবনিকা—যবনিক দ্রঃ । জবনী (জবোনি ) যবন দ্রঃ । জবর (জবোর্) [ ফ্ৰা—জুবর বিণ. জোরাল ৰলিষ্ঠ ; ক্ষমতাবান। ২। অধিক । ৩। প্রকাও । ৪ । ভারী ; গুরু । ৫ । জমকাল ; জাকাল। প্র—“তুই নাম করেছিস ভারি জবর । কটা তারার রাথিস খবর ॥”—রজনী সেন। জবরজুলুম—সবল পীড়ন । ভয়ানক জবরদস্তি। প্র—“দেশময় নূতনের জবর सूलूम"-कूक्लष । জবরদস্ত (জবোদসূতো) —জবরদস্ত, বিণ, শক্ত ; বলবান : জোরাল : শক্তিসম্পন্ন : দুর্দান্ত । প্র—“বলে যারা জবরদস্ত তাদের ঘরে লাভের গন্ত”—ঈশ্বর গুপ্ত । বি, জবরप्रखौ । জবরদস্তী (জবোর্দোস্তি ) { জবরদস্ত দ্র: ] বি, অত্যাচার ; পীড়ন । ২ । জোর। জবরান (জবরান) [ কৃ—জুবরন বি, জবরদস্তি ; জোরজার। প্র—“জবরান করিলে সাজা পাইতে হইবে”—টেকচাদ । জবৰ্দ্দার (জবরদার) বিণ. জোরদার ; বলবান : দুৰ্দ্দান্ত । প্র—“রাজা হচ্ছে শিষ্ট শাস্ত প্রজ হচ্ছে জবৰ্দ্দার”—দ্বিজেন্দ্র রায়। জবা—বি, প্রসিদ্ধ রক্ত-পুষ্প বৃক্ষ ; জবা নানা বর্ণের ও নানা-জাতীয়, তন্মধ্যে রক্ত জবাই প্রসিদ্ধ ; GWol" ; hibiscus rosa sinensis. প্র—“জবাফুল আর বিল্বদলে”—রামপ্রসাদ । ᏬᏱbᏉ জবাই ( জৰাই) [ স্বা-জেৰা, জুৰীহ ] ৰি, কোরাণের মন্ত্রপাঠ করিয়| ঈশ্বরের নামে উৎস করিতে করিতে কণ্ঠচ্ছেদ । ২ । নাশ ; লোপ প্র—“কি করি নাচার, স্বদেশী আচার করিয়াছি সব জবাই ।”—দ্বিজেন্দ্র রায় । ক্রি, জবাই করা—কোরাণের মন্ত্রপাঠ করিতে করিতে ধৰ্ম্মানুমোদিত ভোজ্য জীবের কণ্ঠচ্ছেদ । প্র—“করে ধরি পর ছুরী, কুকুড়া জবাই করি, দণ গণ্ড দান পায় কড়ি ॥”—কবিক। জবান (ন) [ ফু—জবান] বি, জিহ্বা। ২। ভাষা । ৩ । বাক্য ; উক্তি । জবানবন্দী ( জবানবোনদি) [ ফু । আদা: পরিঃ ] বি, আদালতে বিচারকের সমক্ষে যাহা উক্ত হয় : সাক্ষ্য : বয়ান ; বিবরণ । জবানী (নি) [ জবান দ্রঃ বি, উক্তি। ২। বিণ. মৌখিক । ৩। শি-বিণ, প্রমুখাৎ : মুপের কথায় । अंदॉन (र, ) [ श्रु-छबार् ] बि, (मन्त्र) উত্তর । ২ । [ কদর্থে ] চোপ অবিনীত প্রত্যুত্তর দান। ৩। বিদায়। প্র—“একটুপানি মোহ তবু মনের মধ্যে রাখে । মিথ্যেটারে একেবারেই জবাব দিয়ে নাকে ॥”—রবি । ৪ । কৈফিয়ৎ ৫ । ত্যাগ । প্র-কাজে জবাব দেওয়া । ৬ । মিল ; একটাল তুল্য অষ্ঠ একটা । জবাবদিহি, জবাবদেহি (, ) { মৃ— জবাবদিহ, বিণ, উত্তরদাতা : দায়ী ; কৈফিয়ৎ দিবার উপযুক্ত। জবুথবু ( জোবুথোবু) জবু ( জড় )—থবু ( স্থবির ) ] বি, জড়সড় ; জড়ভরত। প্র— "ভেকো ভ্যাক পাবে এক জবুধবু হয়ে।” -ম্যাকবেথ । [যব স্থব দ্রঃ ] যেমন আছে তেমনি ; চাপাচুপি । জদ (জৰ দেl) (আ—জুৰত ] বিণ. বাজেয়াপ্ত : অধিকৃত। ২। শাসিত : সংযত। ৩। দর্পচূৰ্ণ : বিনীত । ৪ । অপমানিত পরাভূত। প্র—“মুখভরি বল হরি নাম মনোরম ৷ বলিতে যে শব্দ জন্ম হলো কলি যম ॥" – ঘনরাম । ৬ । [ প্রাদে ] আদায় ; আয়ত্ত। প্র- “আজ বাগানের কত নারিকেল জব্দ হইল । জম-জঙ্গ, দ্রঃ । জমক (ক) হি-জমক্ ] বি, শ্ৰীবৃদ্ধি ; উন্নতি। [ জাক শব্দের সহচর ] ঔজ্জ্বল্য : চমক । জমকান ( জমৃকানো ) { হি-জমূকানা । উ-পু-জমকাই। ম-পু-জাকাও । প্র-পু— জমকে; জমকায় । অস-ক্রি—জমকিতে, জমকইতে ; জমকিয়া, জমকাইয়া ; জম্কে ] ক্রি, জমিয়া থাকা : চাপিয়া বসা । ২ । আঁটিয়া দেওয়া ৷ ৩ ৷ জমা ; সংহত হওয়া ; জাকান : জমজমে হওয়া । প্র—আসর এই- ,

explanation.

छम বার বেশ জমকেছে। জমকিয়! উঠা— জাকাইয়ে উঠা : উৎকর্ষতা লাভ করা । প্র— আগুনটা এখন বেশ জমকে উঠেছে। জমকাল ( জমূকালে ) [ জমক দ্রঃ । আ— জামিল=জাকাল ] বিণ, জাকপল ; জাকজমকবিশিষ্ট : সাড়ম্বর । জমজ (জমজ) বিণ. যমজাত ; এককালে জাত। জমজম (জর্জ ) [ আ—জমৃবৃ=ভিড় ; জমাএত। মু!—জুমৃজম=ঐকতান বাদ্য : সঙ্গৎ ] বিণ, জমজমা ; জমজমিয়া ; জমূজোমে। ২ । [ আ-জু" | বি, মক্কাস্থিত প্রসিদ্ধ কৃপ। ইহার জল মুসলমানদিগের নিকট পরম পবিত্র । জমজমা ( ) { জমজম দ্রঃ ] বিণ, জমকাল । ২ । ভিড় । জমজমাট (মূটু ) { হি—জমজমাহটু ] বি. জমায়েত ; ভিড় । ২ । সংহতির ভাব ; জমাট । জমদগ্নি (জমাদাগনি) [ জম্ (ভক্ষণ করা ) +অৎ ( কৰ্ত্ত—শতৃ )=জমৎ ( ভক্ষণকারী ) যে অগ্নি-কৰ্ম্মধা । অগ্নিশৰ্ম্ম ছিলেন বলিয়া এই নাম ] বি, পুং, পরশুরামের জনক । জমা [ মু!—জমামু হইতে হি--জমান । উ-পু—জমি। প্র-পু—জমে । অস-ক্রি— জমিতে ; জমিয়া : জমি ( পদ্যে ) জমে । ণিজন্ত—জমান (নো ) ] ক্রি, জমা হওয়া ; স্তুপীকৃত হওয়া ; সঞ্চিত হওয়া । সংগৃহীত হওয়া। প্র—"টকিটের দামটা জমিলেই সে বাড়ী ফিরিয়া আসিবে ।”—ভারতী, ১৩২১। জম| [ আ—জমাআ ] বি, সংহতি ; স্তপ ; ২ । মোট সংখ্যা । ৩ । সঞ্চয় : সংগ্ৰহ । ৪ । আয় ; বৃদ্ধি। এ । পুজি : capital. 9 | নির্দিষ্ট করী [ब्रिल ] | | | রাজস্ব ; কর । জমাওয়াশীলবাকী (জমাওআশিলাকি ) [ আ—জম বাসিল-বান্ধী। জমা (মোট জমা )—ওয়াশীল ( আদায় উগুল )—বাকী ( আদায় করণ যোগ্য ) ] বি, খাজান যাহা আদায় হইয়াছে ও যাহা বাকী আছে তাহার হিসাব ; আদায় এবং বাকীর হিসাব। প্র— "কাহাকে বলে গোসোয়ারা কাহাকে বলে জম-ওয়াসিল-বাকি কিছুই বোধ নাই ।”— টেকচাদ । জমাখরচ (জমাখরোচ, ) (জম (স্ব-জমা =बांग्र, नक्ष्s)+थबक (कृ-भुंबूळ =राष्ट्र) ] বি, আর ব্যয় হিসাব । জমাগুজস্তা [ আ—জমা+ফা—গুজস্তা ( গত ) ] বি, যে জমা গত সালের কাগজে প্রজার নামে লেখা থাকে ; প্রজার নিকট হইতে প্রাপ্য গতবর্ষের বাকী খাজনা । total.