পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৬৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

d$श्रतः টেঙ্গরি, রী { টাঙ্গ গ্রঃ। দ্বি-টেঙ্গী1ৰি, পা । ২ । পীটার পায়ের নিম্নাংশের হাড় । টেটরা-টেটর দ্রঃ। টেট (ট্যাটা) (সং, কন্টক-কাটা হইতে ] नःि, cलोश्चन्न यश्चाशिंषि । `्रब्रह्म यश्चiश्च মাছ খায় এমন অনিষ্টকর মাছ যেমন "শাল’ 'cवांत्रांल' «थङ्कडिएक बिक कब्रिग्न भांब्रिबांब्र জঙ্ক টেটা ব্যবহৃত হয় । টেড় (ট্যাড়া9 { সং—ত্যিক্ শব্দোৎপন্ন । হি—টেঢ়া শব্দজ। তেড়া, তিৰ্য্যক, তেরিয়া দ্রঃ) ৰিণ, বক্র ; বাকী ; হেল । ২। রুক্ষ ; উগ্র । প্র—“যাদের পেটে হেড়া, মেজাজ টেড়া, তাদের কাছে কেটা যাবে”—ঈশ্বর গুপ্ত । টেড়ি, টেড়ী { সং—ত্যিক। হি–টেট ] ৰি, বাকা সিথি বা সিতে। টেড়িকাটা— ক্রি, চিরুণী বা ক্রুশাদি দ্বারা মাথার চুল क्ब्रिाश्य निशि बांश्ब्रि कब्र । (छेष्क्लिবাগান ( বাগানো ) টেড়িকাটা । টেঢ় (হি–টেঢ়া । টেড় দ্রঃ) বিণ, বক্র : তিৰ্য্যৰূ । প্র—“শিরস্ত্রাণ বৰ্ম্ম চৰ্ম্মে সজ্জিত সকলে । রণমদে মাতোয়াল, টেঢ় ভাবে চলে ॥”—রঙ্গলাল (কাঞ্চীকাবেরী) । টেনা (ট্যান) [ ছিন্ন শব্দজ । তেনাও হয়। গ্ৰী ] বি, ছিন্ন মলিন বস্ত্র ; মলিন বাস : কানি : ল্যাত । প্র—“তথন পরিতে টেন, এবে পট ধূতি”—ঘনরাম। "শত গাটি ছিড়া টেন করি পরিধান”—অ, ম । ২ । কেীপীন। টেনি, টেনকি—টেন অপেক্ষ ক্ষুদ্রাকৃতি। টেনে—অসক্রি, টানিয়| [ টান দ্রঃ ] । টেনেবুনে—ক্রিৰিণ, কষ্টেস্তষ্টে : যোড়াতাড়া দিয়ে : কোন ক্ৰমে । টেপ ( টেপ, ) { ইং—টেপ tape শব্দজ ] বি, ফিতা ; বস্ত্র ভূমি প্রভৃতি মাপিবার যন্থ : মাপের ফিতা । টেপা (হি–টাপন শব্দজ ] ক্রি, মৰ্দ্দন করা : চাপ দেওয়া । ২ । অঙ্গুলি বা মুষ্টির চাপ দিয়৷ অনুভব করা : অঙ্গুলির টিপ বা অগ্রভাগ দিয়া জোরে স্পর্শ করা । ৩। ক্ষুদ্র ছিদ্রমুখ বন্ধ করা । ৪ বিণ. সংকীর্ণ। কৃপণ। টেপাগোজা—বি, চাপাচাপি . সংকীর্ণতা । ২ । অপ্রশস্ত স্থান । ৩। কৃপণতা ; কার্পণ্য । টেপারি—ট্যাপারি গ্রঃ। টেবিল (টেবিল) { ইং—table শব্দজ } ৰি, মেজ : যে কাষ্ঠাধারের উপর লেখা যায় ; ইউরোপীয়েরা যাহার উপর আহারীয় রাখিয়া খানা খায় । প্র—“টেবিল পেতে খালা থাকে।”—ঈশ্বর গুপ্ত । টেবো [ টাৰ (নেবু) অথবা টোপা ( টোপ তোলা, ফুলা) +উ আ! (যুক্তার্থে)] विनं, ফুলে । ᏉᏋ VS4 টেমাই, ট্যামাই—ৰি, ৰাদ্যযন্ত্রবিশেষ ; ট্যামটেমি। প্র—“রণশিঙ্গ কাড়া পড়া फेभक cāमाझे”-घनब्रांम । টের (টের) বি, জ্ঞান। ২। সন্ধান। ও । ইস। টের পাওয়া—ক্রি, জানিতে পারা ; সন্ধান পাওয়া । প্র—"লেখা ত লিখেছি ঢের, এখন পেয়েছি টের সে কেবল কাগজের রঙিন ফানুস ॥”—রবি । “পাইয়াছে টের, কি করে এ ফের, কবি রায় গুণাকরে ॥"—অন্নদামঙ্গল । টের (ব্লু) (সং—ত্যিক শব্দের অপভ্রংশে হি— টেঢ় শব্দজ ] বি, সকলের সন্নিধি হইতে দূরে একান্ত স্থান ; কোণ : প্রাস্ত । টেরক (টেরক্ ) { ত্যিক শব্দজ ] বিণ, যাহার দৃষ্টি বক্র ; যাহার নয়ন বক্র ; বক্রনয়ন । টেরচ, টেরছা (ট্যার্) (হি—তীংছা শব্দজ ] বিণ. কোণাকুনি : বক্র : টেড় । • টেরা ( ট্যারা ) { হি—টেঢ় ] ৰিণ, বক্ৰদূষ্ট । বক্র নয়ণ । টেরি ( টুে ) {ৰি, টেডি দ্রঃ । টেরি [ হি—টেঢ়ি ] বিণ, উগ্র ৷ ২ ৷ বঙ্ক । ৩ । কঠোর ( ব্রজ) ক্রি-বিণ, উগ্রভাবে : কুপিত হইয়। প্র—“তা সঞে বহুত হি | টেরি”—বিদ্যাপতি । [ তেরিয়া শব্দ দ্রষ্টব্য ] । টেলিগ্রাফ ( টেলিগ্রাফ) [ ई६- telegraph l শব্দজ ] বি, শীঘ্রতম উপায়ে সঙ্কেত দ্বারা দূরে সংবাদ প্রেরণের বৈদ্যুতিক যন্ত্র। টেলিগ্রাম (भू) [ইং—টেলিগ্রাম telegram শব্দজ ] বি, টেলিগ্রাফ যন্ত্র দ্বারা প্রেরিত সংবাদ বা ৰক্তব্যের সাঙ্কেতিক শব্দের অনুবাদ লিপি ; টেলিগ্রাফে প্রেরিত সংবাদ । টেলিফেণ, ফোন ( ইং—telephone শব্দজ] বি, বৈদ্যুতিক শব্দবাহী যন্ত্র : স্বরসংবাহক যন্ত্র প্রবাসী] ; রেশমাদি স্বত্রনিৰ্ম্মিত শব্দবাহী যন্ত্র —যাহা দ্বারা একজন অপরের সহিত দূরে ও দৃষ্টির অগোচরে থাকিরাও কথোপকথন করিতে পারে । টেলে [ টালিয়া'র সংক্ষেপ ] ক্রি, টালিরা : থামাইয়া। ২ । প্রবোধ দিয়া । প্র—”ৰল তারে কথায় রাখিৰ কত টেলে”—বাঙ্গালীর গান । টেসো, টেসে ( টেশে ) [ ফু—চাশনী] বিণ, শুকাইয়া বা জাগাইয়া পাকা : বিস্বাদ ; কোষে । ২ । কাচা । ও । অন্ন ৷ প্ৰ— “টক্‌ টেসে আঁটি সার।” টো { প্রাদে, গ্র ] বি, উকি ; অন্তরাল হইতে দৃষ্টি ৷ ২ ৷ চুপি সাড় : সতর্কত ; সাবধান ; সন্তৰ্পণ । যথা টো মেরে পা ফেলা অর্থাৎ সাবধান ৰ সন্তপণে পা ফেলা : চুপি সাড়ে षां७ग्न । ७ । [ यऐ ( जम१) थांडूण ] फेइल । i | টোটা টো টে-ভ্ৰমণের প্রণালীবিশেষ ; ভ্রমণের २ां पूत्रिश्नां cरज्ाश्वांब्र शनि ७ गवाश्व सूत्रस्, ৰ্যাপকত্ব ও আধিক্য সহ অসন্ত্রমের ভাব-ৰ্যঞ্জক। টোকনা ( ) বি, সোণালী বা রূপালী প্রস্তুত করিবার পিত্তলপাত্রবিশেষ। টোকফর্দ (টোৰুফবৃদে ) হি-টােক +ষ্কা, ফদ =তালিক] fi, at*fifi : memoran dum ; memo. টোকরণ (টোঙ্কুর ) { হি ] ৰি, বাশ, শর, ঘাস প্রভৃতিতে নিৰ্ম্মিত পাত্র : ওড়া ; ঝোড়া ; বড় ঝুড়ি । ২। মুষ্টিভিক্ষ । স্ত্রী, টোকরী বা টুকরী-ছোট ঝুড়ি চুপড়ি। টোকা । পর্তুগীজ touca (বিবির টুপি) শব্দজ । পুৰ্ব্ববঙ্গে “মাথালি"] বি, শুষ্ক পত্রাদিনিৰ্ম্মিত বৃহৎ ছত্র। প্র—"ডোম গড়ে টোক ছাঙা”—কধিক। ২ । ধুচুনি। ৩। অঙ্গুলির আঘাত : টুস্কি। প্র—“কোমল অঙ্গ, টোকা মারলে রক্ত পড়ে” –লীলাবতী । "রাত্রে সবাই ঘুমাইলে আমি আসিয়া দ্বারে টোকা মারিব”—রজনী । টোকা [ হি-টোক্লা-লিখিয় লওয়া : উল্লেখ করা ; পেছুডাক ] ক্রি, নোট করা , স্মারকস্বরূপ লিখিয় লওয়া । ২। প্রত্যুত্তর করা । ৩ । ইসারা বা সঙ্কেত করা । ৪ । দোষের উল্লেখ করা : দোষ দেথান । এ । কাটা ; বস্ত্রাদির স্থানে স্থানে কাটিয়া ছিদ্র করা ; কাজরা করা । ৬ । সেলাই কর । ৭ । পেছু ডাকা । ৮ । অল্প অল্প করিয়া ধীরে ধীরে এবং বহুবারে কোন আহাৰ্য্য দ্রব্য চৰ্ব্বণ করা । টোঙর, টোঙ্গর ( টোঙর ) { তাতার বংশীয় তোমরলঙ, অথবা টাটারি দেশের টাঙ্গুস্ বংশীয় জঙ্গিস খাঁ ও র্তাহার অনুচর মুসলমানগণ "তোমর’, টোঙর, “টোঙ্গর”—বলিয়া উক্ত হইতে হইতে টোঙর শব্দ মুসলমান এই অর্থে প্রযুক্ত হয় ] বি, মুসলমান ; ম্লেচ্ছ । ২ । [ সং —ডিঙ্গর ( থল ) হইতে হি—ডুঙ্গর, ডোঙ্গর (স্থূল দেহ) শব্দজ ] বিণ, স্কুল দেহ : স্থূলবুদ্ধি ; জড়ভরত : বোকা । ৩ । যে একের কথা অস্তকে বলিয়া দেয় । ৪ । খল । টোটকা ( টোটকা) টােটুক, টুটুকী শব্দজ] বি, মুষ্টিযোগ : চিকিৎসা-ব্যবসায়ীদিগের দ্বারা ব্যবহৃত শাস্ত্রীয় ঔষধের তালিকার বহিভূত ॐसृथ् ।। २ । दि१, जांभांशृ । টোটা t হি-টুটাই (ভঙ্গ) প্রা-বাং—টোট] বিণ, ভগ্ন ; কম। প্র—"পরিণামে কভু না হবে টোট”—চণ্ডীদাস । ২ । বি, মোমবাতি Mgo: CŞişfā ( cartridge ) আকৃতি বিশিষ্ট বলিয়া। প্র—"টোটা ৰাতি জ্বলে”হেম বন্দ্যো ।