ডোম্ ডোম্না (হি ] কি গ্রাম্য সঙ্গীতবিশেষ। ২ । চিতি সপৰিশেষ । ডোর ( ডোর) [ প্রাকৃত দোর ( হেমচন্দ্র ) ; হি-ডোর—দড়ি, ডুরি অপেক্ষ বড়। সং— ডোরম্=হস্তাদি ৰন্ধন স্বত্র ( শব্দকল্পদ্রুম)] ৰি, স্বত্র ; রজু ; দড়ি। প্র—“মালা ছিল তার ফুলগুলি গেছে রয়েছে ডোর'—রবি । ২। আকর্ষণ ; বন্ধন । প্র—“মায়া ডোর” “প্রেম ডোর” “স্নেহডোর” “দেবীকে বান্ধিল বড় দিয়া প্রেম ডোর'—ঘনরাম । ৩ । বৈষ্ণবদিগের বহিৰ্ব্বাস। প্র—“ডোর কেীপীন” । ৪ । সন্ন্যাসীর কটিবন্ধ। প্র—“বসন বিহীন পরিছে কেীপীন তথি ডোর শোণ দড়ি"-কবিক । “কটিতটে ডোর ধরি তাহাতে কেীপীন পরি বহিৰ্ব্বাসে করি আচ্ছাদন ৷”—অ, ম । s:—asi-chorda ; co-chorde : * --drehen.] ডোর (প্রাকৃত—দোর ( কটি স্বত্র ) শব্দজ— হেমচন্দ্ৰ ] ৰি, ডোর অপেক্ষা বৃহৎ : দড়ী ৷ ২ ৷ রেখা ; লম্বা দাগ বা চিহ্ন ৷ ৩ ৷ তোলা পরিমাণ । প্র—“য়ুত দিয়া সাত ডোর কাথে দিলে বসুধারা, কৈল নাদীমুখের বিধান।”— কবিক । ৪ । পাক বা খাই । ৫ । কটিসুত্র । ৬ । সুত্র ; ডোর । ডোল ( ডোল ) [ দেশী প্রাকৃ—ডোলে ( শিবিক )—হেমচন্দ্র। সং—দুল ধাতুজ, হি—ডোল (ডোলনা=দোলা, নড়া, সরা ইত্যাদি ) হইতে, দোল= ডোল ] বি, যান বিশেষ ; ক্ষুদ্র শিবিক । ২। বংশ নিৰ্ম্মিত বৃহৎ পাত্র : ধান্তাদি রক্ষণ পাত্র। প্র— ঢ—ব্যঞ্জনবর্ণমালার চতুর্দশ, টবর্গের ৪র্থ, মহাপ্ৰাণ, ঘোৰবান বর্ণ। ইহার উচ্চারণ স্থান মুদ্ধ ৰলিয়া ইহা মুৰ্দ্ধণ্য বর্ণ। সাধারণতঃ শব্দাত্মক পদে থাকিয়া ঢ লঘুত্ব, অন্তঃসারশূন্তত ৰ৷ নীতির দ্যোতনা করে। প্র-চৰ, চৰ, ঢ্যাপ, ঢাপ, ঢোসা ; ঢোল ইত্যাদি । ং [ অমুকার শব্দ ] বি, ঘণ্টাধ্বনি ; ঘড়ির প্রহর বাদ্য । প্র—ঢং ঢং করিয়া পাচটা ৰাজিল ৷ ২ ৷ ঢঙ্গ দ্রঃ । ঢং করা— ঢঙ্গ করা দ্রঃ । ঢং ঢং ঢেং (দ্রঃ) +ঢং (উপযুপিরি অর্থে দ্বিত্ব ) ] অ, অমুকার শব্দ ; ঘড়ি বাজিবার শব্দ । ২ । পুজার কাসর বাজিবার শব্দ । ৩ । পেটা ঘড়ি বাজিবার শব্দ ; gong. ক্রি, २छश्रॉन ( cनां ) छ१ 5र कब्र । क्,ि छ९ ঢঙ্গানি ; বিণ, ঢংঢঙ্গে। ডেলা ჯ,ს•Y "স্রোতে ভেসে গেল মোর কাপাসের ডোল”-কবিক। ৩ । [ হিন্দুস্থানে ] লৌহাদি নির্মিত কৃপাদি হইতে জলোত্তোলন পাত্ৰ ; ৪ । জাহাজাদির মাস্তুল । ৫ । [ tে= 1ে ] ডৌল ; গঠন ; আকৃতি । ৬। বিণ, কম্পিত : রোমাঞ্চিত ; অস্থির। প্র— "ডরে প্রাণ ডোল হইল রক্ষ ভগবতী”-- কবিক। "হরি ভরে হরিণী হরি-হিয়ে ८७ॉल'-दि, * । - ডোল। [ হি—ডোলা = দোল ] বি, শিবিকা বিশেষ ; দোলা । [সং-দোলা । দ=ড । উ-পু— ডোলি । ম-পু—ডোল। প্র-পু-ডোলে । অস-ক্রি—ডোলিতে : ডোলিয়া, ডোলি ( পদে ) । ণিজন্ত—ডোলান 1 - প্রা-বাং ] ক্রি, দোলে ; কম্পিত হয়। প্র—"ধরণ ডগমগি ডোলে”—বি, প। ২ । বিচরণ করে। ৩ । ঝুলে লম্বিত হয়। প্র— "কি উপমা দিব যেই পিঠে ডোলে বেণী । অথও কদলীদলে বিহরে নাগিনী”—ণু পু। ৪ । ভাসে ; সন্তরণ করে ; নিমজ্জিত হয় । প্র—"সেই জন আনন্দ সাগর মাঝে ডোলে”— চৈ-ভা । [ ব্ৰজ ] ডেলই, ডোলত— দোলে। প্র—"ডোলত মোতিম হার"— दि, v । ডোল। [ ঢোলা হইতে, ঢ=ড । গ্ৰী ] বিণ. শিথিল ; উস্কাখুষ্ক। প্র—"ডোলা মাথা করে ছেড়া নেকৃড়া পোরে ওদের বাড়ী যাস্ কেন?” ডোলান (নো ) [ ডোল দ্রঃ । উ-পু— ডোলাই। ম-পু—ডোলাও । প্র-পু—ডোলায় । l; ঢক অপেক্ষ গম্ভীর ধ্বনি বি, কাপ বা শূন্যগর্ভ বস্তুতে কঠিন দ্রব্যের আঘাত শব্দ ৷ ২ ৷ ক্রিৰিণ, ঢৰু ধ্বনি হইতে যত অল্পক্ষণ লাগে (চক্ ) { অনুকরণ শব্দ ; টক্ শব্দ । তত অল্প সময়ে এবং ঐক্লপ শব্দানুকরণ । , প্ৰ—“চক্ৰ করিয়া গিলিয়া ফেলিল”। ৩ । বাটখারা ; weight. ঢকৃঢক—ঢ়িলা বা শ্লথভাবে স্থাপিত কঠিন দ্রব্যের নড়িবার বা গড়াইবার শব্দ ; বৃহৎ পাত্রের ভিতর শ্লথ ভাবে রক্ষিত ক্ষুদ্র দ্রব্যের অব্যক্ত শব্দ। প্র— “ঢকঢ়ক করি টেকি উঠাইল বাগ । দোকাঠি বাজায়ে চলে বলে লাগ লাগ ।”—শিবায়ন । ২। কলসী, গাড় প্রভৃতি জলপূর্ণ পাত্র হইতে জল ফেলিবার শব্দ । ৩। ক্রমাগত জল বা অস্ত তরল বস্তু গলাধঃকরণ করিবার শব্দ । প্র—“সে ঢক ঢক করিয়া জল খাইয়া छक অস ক্রি-ডোলাইতে ; ডোলাইয় ] ক্রি, দোলান : পান। ২। লায় ; আলোলিত করে । প্র-চামর ডোলায় । ८छोप्न्न–,ि কদলীবিশেষ ; বীচেকলা । ডৌল (ল্) (হি ] কি ঢপ ; মূৰ্ত্তি ; গঠন : আকৃতি ; টাচ । ড্যাং ড্যাং t শব্দাত্মক ] বি, বাদ্যধ্বনি ; | ড্যাকুরা—‘ডেকরা’, ‘ডেগরা' দ্রঃ । ড্যাম ( মূ) [ ইং—damn শব্দজ ] অ, ঘৃণা বাচক ; নিন্দাবাচক ; তিরস্কারবাচক । ড্যামেজ ( छ, ) [RR–damage Athl: পরিঃ] বি, ক্ষতিপূরণ। প্র—“বুঝাইতে গেল কেশ সতীশ ডাক্তারে ড্যামেজের নালিশ হইতে বেশ পারে।-বিংশ শতাব্দীর বর । ড্যাবরা (প্রাকৃত—ডাৰে, ডম্ব শব্দজ— হেমচন্দ্র । হি-ডাবরূ=বড় ; ডাগর । তুল— "ডাবর নয়নী” অর্থাৎ বিশালাক্ষী ] বিণ. যাহা ডবডব করে ; যাহা জ্বল জ্বল করে ৷ ২ ৷ ডাগরা ; আয়ত । ড্রয়িং (ইং—drawing ] বি. রেখা চিত্রাঙ্কণ। ড্রাম, छुTांभ [ Re–drachm ] fi, s ফোটা পরিমাণ : ৬• গ্রেণ ওজন | ড়িল ( ) { ইং—drill ] নিয়মিত ব্যায়াম। ২ । যুদ্ধশিক্ষা । ড়েন (ন) [ ইং--train]ৰি, জলপ্রণালী ; পয়নালা ; নর্দমা : মুহুরি । ড্রেস (শ) (ইং-hes ] বি. পোষাক। ২ । অস্ত্রোপচারের পর ক্ষত স্থান ৰন্ধন । ফেলিল।" ঢকঢোকে—ৰিণ, শূঙ্গ : থালি অন্তঃসার শুষ্ক : ঢকঢকে দেহ। ঢকাৎ—বি, জলীয় পদার্থ গলাধঃকরণ শব্দ । ঢকার (র) বি, ঢ এই অক্ষর । ঢকাস (ঢকাশ, ) ৰি, ঢক্ শব্দের আধিক্য ব্যঞ্জক । ঢঙ্ক [সং ] ৰি, পুং—ঢাক, ঢাকা নগর । ঢকা চৰু +ক (শব্দার্থক কৈ ধাতুঙ্গ+কর্তৃ, ড) যে শব্দ করে] বি, স্ত্রী, বৃহৎ আনদ্ধ যন্ত্রবিশেষ । ঢাক ; পটহ । ঢকানাদ—ঢাক ৰাজাইবার শব্দ । ঢকীরবী—বি, স্ত্রী, ঢঙ্কার স্কার রবকারিণী দেৰীবিশেষ ; তারিণীদেৰী । ঢকারী—ৰি, স্ত্রী, ঢক্ শব্দকারী : তারিণী দেৰী । ২। মূৰ্ত্তি ; ধারা ; ঢপ । ৩। কীৰ্ত্তনাঙ্গ গানবিশেষ ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।